বাংলা ভাষায় ইংরেজি শিখুন (২য় পর্ব): The Sentence এঁর বাকি অংশ

আপনাদের জন্য অত্যন্ত সহজ ও আনন্দদায়ক করে উপস্থাপন করতে আমার এই প্রয়াস। Lessonটি ভালোভাবে বুঝতে আমার পূর্বের লেখাটি দেখুন "বাংলা ভাষায় ইংরেজি শিখুন (১ম পর্ব): The Sentence"

Interrogative Sentence (প্রশ্নমূলক বাক্য): কোন Sentence এ যখন কোন কিছু জানতে চাওয়া হয় অর্থাৎ কোন প্রশ্ন করা হয় তখন সেই Sentence কে আমরা বলি Interrogative Sentence। যেমনঃ

How are you feeling now? (এই Sentence এ “সে কেমন বোধ করছে” তা জানতে চাওয়া হয়েছে)

Structure: WH Question Word + Auxiliary Verb + Sub + Principal Verb + Ext + ?

যেমনঃ When do you get up from bed? (Structure এর সাথে মিলিয়ে নাও)

তবে কিছু Interrogative Sentence আছে যাদের প্রথমে WH Question Word থাকে না। সেক্ষেত্রে Sentence এর গঠন হয় ঠিক আগের মতই, শুধু প্রথমে WH Question Word বসে না। যেমনঃ

Have you taken your lunch? (এই Sentence টিতে WH Q W ছাড়া বাকি গঠন ঠিক আগের মত)

উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে Interrogative Sentence দুই ভাবে তৈরি হতে পারে। এখন জানবো, কীভাবে এই দুই ধরনের Sentence আমরা চিনতে পারি। আমরা মূলত প্রশ্নের উত্তর দুটি উপায়ে দিয়ে থাকি, ১) কিছু প্রশ্নের উত্তরে Yes বা No বলি এবং ২) কিছু প্রশ্নের উত্তরে Yes বা No না বলে নতুন কোন Sentence তৈরি করি।

যে সকল Interrogative Sentence এর উত্তরে Yes/No বলা যায়, সেসকল Interrogative Sentence WH Q W থাকে না। এ সকল Sentence শুরু হয় একটি Auxiliary Verb দিয়ে। যেমনঃ

Did you buy the pen? ( এর উত্তরে বলা যায় Yes, I bought বা No, I didn’t buy the pen)

যেসকল Interrogative Sentence এর উত্তরে Yes/No বলা যায় না, সে সকল Interrogative Sentence শুরু হয় WH Question Word দিয়ে। এর পর বসে Auxiliary Verb। যেমনঃ

What do you do? (এই Sentence এর উত্তরে বলা যাবে না যে Yes, I do. অথবা No, I don’t do. এখানে নতুন একটি Sentence তৈরি করতে হবে, যেমন- I am a student.)

Imperative Sentence (অনুজ্ঞা বাচক বাক্য): কোন Sentence এ যখন কাউকে কোন আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ ইত্যাদি করা হয়, তখন তাকে Imperative Sentence বলে। যেমনঃ

Prepare your lesson properly. (এখানে কাউকে তার পড়া তৈরি করতে আদেশ করা হয়েছে)

Never be crucial to the poor. (এখানে গরিবদের প্রতি নির্দয় না হতে অনুরোধ করা হয়েছে)

মনে রাখবে, সকল Imperative Sentence এর Subject হল You। তাই Imperative Sentence এর Subject লিখতে হয়না বা উহ্য থাকে।

Imperative Sentence এর Structure বা গঠন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যেমন-

Affirmative Imperative Sentence: Principal Verb + object + Extension. যেমনঃ

Buy me a shirt, please. (হ্যাঁ বোধক Imperative Sentence)

Negative Imperative Sentence: Don’t/Never + Principal Verb + object + Extension. যেমনঃ

Don’t jump in the river. (না বোধক Imperative Sentence। সাধারণভাবে নিষেধ করলে Don’t বসে)

Never be unpunctual. (না বোধক Imperative Sentence। “কখনও নয়” এমন বুঝালে Never বসে)

Proposal Imp Sent: Let + 1st/2nd person এর objective form + Verb + Obj + Ext. যেমনঃ

Let’s (let us) have a walk now. (এ ধরনের Sentence এ কোন Proposal বা প্রস্তাব দেয়া হয়)

Let him draw the picture. (এখানে আসলে একটি অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে)

Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য): Optative Sentence এ নিজের কোন ইচ্ছা বা কারো জন্য কোন প্রার্থনা প্রকাশ পায়। এ ধরনের Sentence গুলো সাধারণত May দিয়ে শুরু হয়। যেমনঃ

May Allah bless you. (এখানে আল্লাহর দয়া চেয়ে প্রার্থনা করা হয়েছে)

May you be happy. (May দ্বারা শুরু হওয়া Optative Sentence টিতে একটি প্রার্থনা প্রকাশ পেয়েছে)

May you pass the exam. (এই Sentence টিতে একটি প্রার্থনা প্রকাশ পেয়েছে)

Structure (গঠন): May + Subject + Principal Verb + Object + Extension. যেমনঃ

May our country prosper rapidly. (আমাদের দেশ যেন দ্রুত উন্নতি করে সেই প্রার্থনা করা হয়েছে)

May our president live long.

তবে কখনো কখনো May উহ্য থাকতে পারে। যেমনঃ Long live the president.

Exclamatory Sentence (বিস্ময় বা আবেগসূচক বাক্য): যেই Sentence এর সাহায্যে আমরা আমাদের বিস্ময়, আবেগময় কল্পনা, আনন্দ বা দুঃখ প্রকাশ করি তাকেই Exclamatory Sentence বলে। যেমনঃ

What a beautiful car it is! (গাড়িটির সৌন্দর্যের কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করা হয়েছে)

Wow! Dhaka Gladiators gets the champion trophy. (Sentence টিতে আনন্দ প্রকাশ পেয়েছে)

Had I the wings of a bird! (এই Sentence টিতে একটি আবেগময় কল্পনা প্রকাশ পেয়েছে)

Alas! My cellphone is broken. (এই Sentence টিতে দুঃখ/বেদনা প্রকাশ পেয়েছে)

Structure (গঠন): Exclamatory Sentence তিন ভাবে শুরু হয়, ১) What/How দিয়ে এবং ২) Exclamatory Word দিয়ে, ৩) If/Had দিয়ে। নিয়ম তিনটি ভালোভাবে লক্ষ্য কর-

What/How দিয়ে শুরু Sentence: What/How + Adjective + Subject + Verb + ! যেমনঃ

What an honest man he is! (Adjective এর আগে a/an থাকলে বাক্যটি What দিয়ে শুরু হয়)

How nice the flower is! (Adjective এর আগে a/an না থাকলে Sentenceটি How দিয়ে শুরু হয়)

What a cricketer Shahid Afridi is!

তবে মাঝে মাঝে অর্থের পূর্ণতা দেয়ার জন্য How দিয়েও Exclamatory Sentence শুরু হয়। যেমনঃ

How sweetly the cuckoo (কোকিল) sings!

How talkative (বাচাল) she was.

Exclamatory Word দিয়ে শুরুঃ Exclamatory Word + ! + একটি Assertive Sentence. যেমনঃ

Alas! I have lost my bag. (Alas একটি Exclamatory Word এবং বাকি অংশটুকু একটি Assertive Sentence)

Hurrah! We got the victory. (এখানে Hurrah একটি Exclamatory Word)

Oh! I have missed the train for a minute.

If/Had দিয়ে শুরুঃ If/Had + Subject + Principal Verb + Object + Extension. যেমনঃ

If I were a bird! (If/Had দ্বারা শুরু Sentence গুলোতে মূলত আবেগময় কল্পনা প্রকাশ পায়)

Had I been a king! (Had দ্বারা শুরু হওয়া এই Sentence টিতে একটি কল্পনা প্রকাশ পেয়েছে)

If I were a star in the sky.

এর পরের লেখায় থাকছে অত্যন্ত সহজ ভাষায় Article এর ব্যবহার শেখার কৌশল। আশা করি সাথেই থাকবেন।

Level 0

আমি Maars। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুবই সাধারণভাবে একজন মানুষ আমি। তবে একটু ব্যাতিক্রম। ব্যাতিক্রম জিনিস সবাই একটু পছন্দ করেতো তাই আরকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন হইছে চালিয়ে যান.

    Level 0

    আপনাকে ধন্যবাদ

Ek kothay awesome!

    Level 0

    অসংখ্য ধন্যবাদ

PDF version dile besi valo hoto

    Level 0

    ভাই PDF পরে করবো ইনশাআল্লাহ।

অনেক সুন্দর হয়েছে ।

    Level 0

    ধন্যবাদ মন্তব্যের জন্য

অতি তাড়াতাড়ি পর্বর্তী টিউন চাই।