ইংরেজি শিক্ষাকে আপনাদের জন্য আরও সহজ, সুন্দর ও আকর্ষণীয় করার জন্য ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসব। এই আলোচনাগুলো আমার নিজের লিখিত নোট থেকে আপনাদের সামনে উপস্থিত করছি। হয়তো অনেকের কাছেই বিষয়টি বোরিং লাগবে। কিন্তু ভেবে দেখুন আপনার পাশের আরেকটি ভাই বা আপনারই এক ছোট ভাইয়ের ভীষণ কাজের জিনিস বলে বিবেচিত হতে পারে। একেবারে শুরু থেকেই শুরু করছি-
The Sentence
ভাষার প্রধান কাজ হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করা। কোন শব্দ বা শব্দগুচ্ছ যখন মনের একটি ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে। যেমনঃ
I can play football. (মনের ভাবটি সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। অতএব, এটি একটি sentence বা বাক্য)
He had not………. (মনের ভাবটি সম্পূর্ণ প্রকাশ পায়নি। অতএব, এটি একটি sentence বা বাক্য নয়)
Parts of Sentence: Sentence এর দুইটি অংশ থাকে। যথাঃ Subject এবং Predicate।
Subject: কোন Sentence এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে। যেমনঃ
Fish can not fly. (এখানে Fish সম্পর্কে একটি তথ্য দেয়া হয়েছে। অতএব, Fish একটি subject)
Predicate: Sentence এ Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বলে। যেমনঃ
The cow lives on grass. (এখানে Subject সম্পর্কে বলা হয়েছে lives on grass, অতএব, lives on grass হল Predicate)।
Subject সাধারণত Sentence এর শুরুতে বসে। তবে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমনঃ
( ) Never tell a lie. (Imperative sentence বিধায় এখানে Subject উহ্য আছে)
Got victory the people. (ব্যতিক্রমধর্মী এই Sentence টিতে Subject শেষে বসেছে)
Kinds of Sentence: Sentence কি ধরনের অর্থ প্রকাশ করে তার উপর ভিত্তি করে Sentence কে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। যথাঃ
1) Assertive Sentence (বিবৃতি মূলক বা সাধারণ বাক্য)
2) Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
3) Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
4) Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য)
5) Exclamatory Sentence (বিস্ময় বা আবেগসূচক বাক্য)
Assertive Sentence (বিবৃতি মূলক বা সাধারণ বাক্য): কিছু Sentence আছে যেগুলো কোন সাধারণ কথা বা বিবৃতি প্রকাশ করে থাকে। এ ধরনের Sentence ই হল Assertive Sentence। যেমনঃ
The police caught the thief. অথবা Dhaka is famous for mosques.
Assertive Sentence দুই প্রকার। যথাঃ
Affirmative Sentence (হ্যাঁ সূচক বাক্য): কোন Sentence এ যদি কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ সূচক জবাব দেয়া হয় তবে তাকে Affirmative Sentence বলে। যেমনঃ
My father gave me the book. অথবা I have taken my dinner already.
Structure বা গঠনঃ Subject + Principal Verb + Object + Extension.
যেমনঃ Fahad + plays + football + well.
Negative Sentence (না সূচক বাক্য): কোন Sentence এ যদি কিছু অস্বীকার করা হয় বা না সূচক জবাব দেয়া হয় তবে তাকে Negative Sentence বলে। যেমনঃ
My father did not give me the book. অথবা I have not taken my dinner yet.
Structure বা গঠনঃ Subject + Auxiliary Verb + not/no + Principal Verb + Object + Exten.
যেমনঃ Fahad + does + not + play + football + well.
মনে রাখবে, Affirmative Sentence কে Negative Sentence এ রূপান্তর করতে হলে Sentence এর Auxiliary Verb এর পর not/no বসিয়ে দিলেই হবে। আর যদি Auxiliary Verb না থাকে তবে Auxiliary Verb এর Do গ্রুপ থেকে Tense এবং Person অনুযায়ী Auxiliary Verb আনতে হবে।
যেমনঃ Affirmative: Rokeya had done the sum.
Negative : Rokeya had not done the sum. (Auxiliary Verb এর পর not বসানো হয়েছে)
Affirmative: I caught the fish.
Negative : I did not catch the fish. (Auxiliary Verb না থাকায় did আনা হয়েছে)
মনে রাখতে হবে যে, Sentence এ Have যদি “আছে” অর্থ প্রকাশ করে তবে Have এর পর no বসে।
যেমনঃ Affirmative: I have two pens.
Negative : I have no pen. (Have “আছে” অর্থ প্রকাশ করায় শুধু no বসেছে)
আমি আপনাদের জন্য Lesson গুলোকে যথা সম্ভব সহজ করার চেষ্টা করেছি। বাকিটুকু আপনাদের চেষ্টা। পরের লেখাগুলোও নিয়মিত পড়বেন, এই আশায় আজকের মত এখানেই। আগামি লেখা আসছে খুব শীঘ্রই।
বিশেষ দ্রষ্টব্যঃ English Grammar এর বিভিন্ন বিষয় আলোচনার সময় আমরা প্রায়ই Auxiliary Verb নিয়ে আলোচনা করি। সেখানে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন Auxiliary Verb ব্যবহার করতে হয়। তাই আমাদের Auxiliary Verb বা Helping Verb সম্পর্কে সম্যক ধারনা থাকা দরকার।
নিচে Auxiliary Verb এর তালিকা দেয়া আছে। আমরা এখনই আয়ত্ত করে নেই।
মূল Verb | Present Form | Past Form | Past Participle | Present Participle |
Be | Am, is, are | Was, were | Been | Being |
Do | Do, does | Did | Done | Doing |
Have | Have, has | had | Had | Having |
Modals | Shall, will, may, can, must, need to, dare to etc. | Should, would, might, could, ought to, used to | Going to |
আমি Maars। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সাধারণভাবে একজন মানুষ আমি। তবে একটু ব্যাতিক্রম। ব্যাতিক্রম জিনিস সবাই একটু পছন্দ করেতো তাই আরকি।
বেশ ভালো লাগলো কিন্তু দূরভাগ্যের বিষয় আগামি কাল আমি এটা নিয়ে টিউন করতাম । যাক করে যখন দিলেন তখন আর কিছু করার নেই । কাল আমি তখন narration change নিয়ে লিখব । আর একটা কথা আপনি কি আমায় বলতে পারবেন যে আপনি শেষ এর ছকটা কিভাবে করলেন ? মানে আমি ছক আঁকাটা বলছি ছকের ভিতর কি লেখা আছে সেটা বলছি না ।