এমন দুটি সংখ্যা বলুন যাদের যোগ করলে যা হয় গুন করলে তাই হয় (২+২=২*২ ও ০+০=০*০ ছাড়া)

অনেকদিন ধরেই পড়ছি কিন্তু TECHTUNES এ এটাই আমার প্রথম পোষ্ট।

2+2=2*2 এটা ছোটোবেলা থেকেই আমরা সবাই জানি। ব্যাপারটা যথেষ্ট মজার। দুটি সংখ্যা যাদের যোগ করলে যা হয় গুণ করলে তাই হয়। এরকম আরও কিছু উদাহরণ দিতে পারবেন?

সবাই হয়তো বলবেন ০+০=০*০

যদি বলি আরও কয়েকটা দিন।

দেখা যাক

উপরের উদাহরণগুলো দুটি common rule ব্যাবহার করে তৈরি করা হয়েছে। rule গুলো কি?

Level 2

আমি জ্যাক রুডলফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dot

Ekta niom paic….jojok 2 tar e maan shoman

রুল টুল জানি না … তবে যে কোন সংখ্যার জন্যে আরেকটি সংখ্যা খুজে পাওয়া সম্ভব যাতে সংখ্যা দুইটির যোগফল আর গুনফল সমান হবে।

ধরি একটি সংখ্যা ক। ক এর জন্যে আমরা আরেকটি সংখ্যা খ খুজেঁ পেতে চাই যাতে উভয়ের যোগফল ও গুনফল সমান হয়।

তাহলে হতে হবে, ক+খ = কখ

বা, কখ -খ = ক
বা. খ(ক-১) = ক
বা, খ = ক / (ক-১)

সুতরাং, ক এর মান জানা থাকলে এবার খ এর মান বের বরে ফেলুন।

ক যদি ৫ হয়, তাহলে খ = ৫/(৫-১) = ১.২৫

    @মুনীর মাহমুদ: দারুন বলেছেন। আসলে উপরের সবগুলা উদাহরণই এভাবে পাওয়া গেছে। কিন্তু শেষের তিনটা উদাহরনে আরও একটা ব্যাপার আছে।

Level 0

অসাম গণিত ।

Level 0

গণিত একটু কম বুঝি ওত রুল পেন্সিল জানা নাই । দুঃখিত উত্তর দিতে পারলাম না ।

@ মুনীর মাহমুদ ঠিক বলেছেন।

11*1.1=11+1.1

Level 0

@munir mahmud:vai sutro disen…