অনলাইন এ গড়ে তুলুন আপনার ক্যারিয়ার…

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বেশীরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর যাত্রা শুরু হয় ফেইসবুক দিয়ে। তখন আমাদের বেশীরভাগ সময় ফেইসবুক এ ব্যয় করি। কিন্তু, আমরা অযথা সময় নষ্ট না করে কাজ শিখে অনলাইন এ নিজের ক্যারিয়ার গড়তে পারি। তাহলে অযথা সময় নষ্ট না করে আজই কোন কাজ শেখা শুরু করুন। অনলাইনে আয়ের জন্য রয়েছে নানা ধরনের কাজ। যেমন, ওয়েব ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ভিডিও এডিটিং ইত্যাদি।

কিভাবে শুরু করবেনঃ বেশীরভাগ উদ্যোক্তা বুঝতে পারেন না কিভাবে অনলাইনে কাজ শেখা শুরু করবেন, কি শিখবেন, কোনটা শিখলে ভাল হবে, কোনটা শেখা সহজ, কোনটা শিখে অনলাইন এ আয় করা যাবে?

এ প্রশ্নগুলোর একটা-ই জবাব আপনার কাছে যেটা ভাল লাগে সেটা শিখুন। কোন কাজ শেখা সহজ নয়। অর্থাৎ, আপনি যেটা-ই শিখুন না কেন আপনাকে পরিশ্রম করতে-ই হবে। অন্যথায়, সফলতা আপনার জীবনে কখনো আসবে না। কাজ শেখার জন্য প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করুন যে আপনি কি শিখতে চান। তারপর, সে বিষয়ের উপর শেখা শুরু করুন। একসাথে সবকিছু শেখার চেষ্টা করবেন না।

কিভাবে শিখবেনঃ কাজ শেখার সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। যেমন, কাজ শেখার সময় কঠিন লাগলে আগ্রহ হারিয়ে ফেলেন। এটা কখনো করবেন না। কখনো ভাববেন না যে এটা কঠিন, তাই এটা শিখবনা। তাহলে, আপনি কখনো সফলতা আশা করতে পারবেন না। ‘অনলাইন এ আয় করবেন’ এই চিন্তা মাথায় রেখে কাজ শিখতে যাবেন না। তাহলে, অনলাইন আয়ের চিন্তা আপনার কাজ শেখার ধৈর্য হারিয়ে ফেলবে।

অনলাইন এ আয়ঃ  এখন সকল ইন্টারনেট ব্যবহারকারীর মাথায় একটি নতুন টপিক এসেছে। সেটি হচ্ছে অনলাইন এ আয়। এমন লোক আছে যারা ফেইসবুক ব্যবহার করতে জানে না অথচ অনলাইন এ আয় করতে চান। তারা একটি মুহূর্তের জন্য ভাবে না যে কি কাজ করে অনালাইন এ আয় করবেন। টাকা আকাশে উড়ে না যে কম্পিউটারে ক্লিক করতে জানলেই টাকা আয় করা সম্ভব। আপনি নিজেকে নিজেই প্রশ্ন করুন, “অনলাইন এ আমি কি কাজ করবেন?” আপনি কাজ জানলে অবশ্যই অনলাইন এ আয় করতে পারবেন।

আপনি যদি চাকরি করতে চান তাহলে আপানাকে অবশ্যই পড়া-লেখা করতে চান, ঠিক তেমনি অনলাইন এ আয় করতে হলে আপনাকে প্রথমে কাজ শিখতে হবে। প্রকৃতপক্ষে অনলাইন এ আয় এবং প্রতিষ্ঠান থেকে আয় এর মধ্যে কোন পার্থক্য নেই। ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ পোষ্ট ।
দিশেহারা উদ্যোক্তার পথ নির্দেশক হিসেবে কাজ করবে ।
ধন্যবাদ ।

ধন্যবাদ ।

জিহাদুর রহমান ভাই। আপনার সাথে আছি। আশাকরি আপনি আমার মত কম্পিউটারে ক্লিক করতে জানা লোকের সঠিক গাইডলাইন দিয়ে অনলাইনে ক্যারিয়ার গঠনে সহযোগিতা করবেন।

Thanks Bro…