মেডিকেল এ চান্স পাননি তাই মন খারাপ

আমাদের অনেকের রেজাল্ট ভাল থাকা সত্ত্বেও মেডিকেল এ চান্স হল না।তাই নিয়ে মন খারাপ করার কিছু নাই।

আসেন একটু বাস্তবতায় যাই,বাংলাদেশ এ মেডিকেল সিট সংখ্যা  প্রায় ২৭০০+।

বেসরকারি কলেজ মিলিয়ে প্রায় ৪০০০ এর    বেশি।কিন্তু ৫৩ হাজার এর বেশি এক্সাম দিয়েছ।প্রায় সবার রেজাল্ট ডবল A+ ছিল।কিন্তু তারপরে ও যারা চান্স  পেলনা,তাহলে তারা কি করবে?আমার এই টিউনটি মুলত তাদের জন্য যাদের মেডিকেল এ পড়ার ইচ্ছে আছে কিন্তু চান্স  পাননি তারা কি করবেন।কিংবা কারো রেজাল্ট H.S.C  তে একটু খারাপ হয়ে গেছে।

অনেকের ই ভাবছেন বাহিরে যেয়ে MBBS করবেন।কিন্তু বাহিরে যাবার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি  যে ইউনিভার্সিটি তে admission নিবেন,তা BMDC অনুমদিত কিনা।এখন প্রায় ছেলারা/মেয়েরা CHINA যেয়ে  MBBS করছে কিন্তু তারা খেয়াল ই করেনা ঐ ইউনিভার্সিটি টা BMDC অনুমদিত কিনা।

আমার রেজাল্ট খারাপ ছিল না।কিন্তু চান্স হল না।মেডিকেল এ পড়ার ইচ্ছা ছিল তাই বাহিরে যাবার জন্য নিজেকে ঠিক করলাম।ঠিক করলাম যে CHINA যাব।প্রায় কথাবার্তা ok।কিন্তু আমি BMDC  তে যেয়ে দেখি ঐ ইউনিভার্সিটি BMDC অনুমদিত না।আমার মাথায় তখন বাশ।পরে ইন্টারনেট এর সার্চ এর মাধ্যমে দেখলাম UKRAINE  মেডিকেল পড়া।তারপর আমি LUGANSK STATE MEDICAL UNIVERSITY তে অ্যাপলই করলাম নিজে।BMDC এটা অনুমোদিত।তারপর চলে আসা।এখানে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ থেকে খরচ অনেক কম এবং পড়াশুনার মান অনেক অনেক ভাল।আমি

LUGANSK STATE MEDICAL UNIVERSITY

এ পড়ছি

UKRAINE এর best দুইটা মেডিকেল ইউনিভার্সিটি

আপনি চাইলে উপরের লিংক গুলুতে ক্লিক করে ইনফর্মেশন নিতে পারেন।আপনে নিজেই অ্যাপ্লাই করতে পারেন।কোন এজেন্ট এর দরকার হবে না।

কারো যদি ফ্যাশন ডিজাইন,আইন,বাবস্থপনা ,সাংবাদিকতা , পরিবেশ বিদ্যা বা অন্য ভালো বিষয়ে পরতে চান তাহলে এই  ইউনিভার্সিটি তে যোগাযোগ করতে পারেন।এই ইউনিভার্সিটি টি ইউরোপ এর top 100 ইউনিভার্সিটির মধ্যে অন্যতম।

আশাকরি,এই টিউনটি আপনাদের উপকার এ আসবে, বিশেষ করে যারা ইউরোপ এ উচ্চশিক্ষা গ্রহন করতে চান।

এটি আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভবিষ্যতে আমার ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত লিখব।

আপনাদের আর বিরক্ত করব না যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করবেন।

বিস্তারিত তথ্য জানার থাকলে আমাকে ইমেইল করতে পারেন

[email protected]

Level 0

আমি Feroz Abdur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক গুরুত্বপূর্ণ টিউন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে ও মালেক ভাই

ভাইয়া কোন ইয়ারে আছেন? আর আপনার fb কি?

thanx vai. Great tune for me 🙂

    Level 0

    ধন্যবাদ রাব্বি ভাই

ধন্যবাদ অসাধারন টিউনের জন্য।
ইঞ্জিনিয়ার পরার জন্য কি এজেন্ট ধরতে হবে? কারি কারি টাকা লাগে জানতাম।

Level 0

কোন এজেন্ট ধরতে হবে না

vai apnar mote kemon khoroc hoice janaben plz. Ekhane na likhle plz mail me: [email protected]

Level New

আমি নিজে দেশের একটি সুনামধন্য সরকারি মেডিকেল কলেজে পড়ি।কিন্তু একটি কথাই বলবো, :”মেডিকেলে চান্স না পেলে মানুষ একবারই কাঁদে আর চান্স পেলে কাঁদে সারাজীবন। “

    Level 0

    হা হা ………………..উপল ভাই ।ভালো লাগলো আপনার কমেন্ট টি পড়ে

Vlo tune , koroch ta ullakh korla vlo hoto ! Bba ar koroch ta kirokom bolta parben ?

    Level 0

    apni east ukrainian national university er web site e gele details jante parben,inshallah ami tution fee,bistarito shokol tothho nie khub drutoi ekta tune korbo.

Doctor? A very risky profession. Graduation করতে ৬ বছর, Postgraduation-এ আরো প্রায় ৫ বছর, তাও যদি সব কিছু smoothly হয়। জীবন-যৌবন শেষ করার পরও মানুষের গাল-মন্দ শুনবেন। উপজেলায় সরকারি চাকুরি করলে চেয়ারম্যান ও পাতি নেতা দ্বারা অপদস্থ হবেন। আর ক্লিনিকে কাজ করলে বুঝবেন কত ধানে কত চাল। কোন ডায়াগনস্টিক চেম্বারে বসলে মালিকের বা তার চ্যালার ক্রীড়নকে পরিণত হবেন। আর মেডিকেলে পড়া?……… দেখুন Try করে। হয়তো আপনিই পারবেন কসাই নাম থেকে নিজেকে মুক্ত করে মানবসেবা করতে।

Level 0

ভাই , কিছু পেতে গেলে কিছু হারাতে হয় । আপনি যা বললেন সেটা আমি মানছি । কিন্তু এত কিছুর পরেও আপনি মানুষের কাছে যেই সম্মান আর ভালবাসা পাবেন তার কাছে এটা কিছু না ।

Level 0

engineering er porar jobbo ki result lage? ar bangladesh e engineering collage kotogulo janaben ke aktu..

    Level 0

    Engineering porar minimum 50%-60% marks lage,buet,ruet……..egulo bade bangladeshe onek uni ace vai.

ধন্যবাদ আপনাকে

    Level 0

    ধন্যবাদ আপনাকে ও zigzag

খুব ভাল হয়েছে

    Level 0

    ধন্যবাদ দিহান ভাই

ভাল লাগলো আপনার টিউন টি পরে…… মেডিকেল এ উচ্চশিক্ষার ব্যাপারে আপনার university তে কি রকম সুযোগ সুবিধা পাব…বিস্তারিত একটু বলবেন কি? আমার ইমেইল ঃ [email protected]

দেশের বাইরে মেডিক্যালের মত কঠিন জিনিস পড়তে যাবার আগে কম করে হলেও হাজার খানেক বা চিন্তা করা উচিত। যে জিনিস মাতৃভাষাতে বুঝা অনেক কঠিন, সেই জিনিস অন্য দেশে অন্য কালচারে পড়াটা অনেক টাফ। কম খরচের আশা না করে কিছু বেশী দিয়ে হলেও দেশের মাটিতেই পড়া উচিত

    Level 0

    ভাই ডাক্তার হতে হলে বাংলাদেশ ও আপনাকে ইংলিশ এ পড়তে হবে।
    তবে হা একটু সুবিধা বেশি পাবেন যে বাংলায়। এখানে ও তেমন কোন প্রবলেম নাই। খরচ বড় কথা নয় ভাই, ইচ্ছাটাই বড় ব্যাপার।

Level 0

bro….BMDC ar min ke?

Level 0

CSE jonno konta valo hobe jante chai age ki language course korte hobe?

    Level 0

    EAST ukrainian national university.upore link dea ace okhane click kore aplly korun tara firti email e details dibe maybe.

    Level 0

    LANGUAGE course korte hobe na

Level 0

koto taka lagte pare?

Level 0

অনেক গুরুত্বপূর্ণ টিউন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

    Level 0

    @Sufal: ধন্যবাদ আপনাকে ও

koto taka lagte pare?

Himu vai apnake dhonnobad…post ta khub valo laglo.