◘ চলুন শিখি মাউথ অরগান বাজানো ◘ আপনার প্রিয়কে ভাসিয়ে নিয়ে যান সুরের ভুবনে আর দেখুন তো এটাই আপনার প্রতিভা কিনা??

শুভ দিন,

Respect+ এর পক্ষ থেকে স্বাগতম।  আজ আমরা কি শিখব তা  নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।

আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুন নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে '''দেখো'''!! কারন গিটার , কি বোর্ড এর মত মাউথ অরগান বাজাতে 'ওস্তাদ' লাগে না!! 😀 বাসায় বসেই শিখতে পারেন...। পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!

Mouth Organ/Harmonica  বাজানো একটি প্যাশন এবং তা হয়ত আপনার আয়ের ও সোর্স হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে।  যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই  Trend এর প্রচলন লক্ষ করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? 😀  চলুন  প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক।  হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!

কি মাউথ অরগান কিনব?

-=- বাজারে মাউথ অরগান কিনার জন্য যদি জিজ্ঞেস করেন =ভাই মাউথ অরগান আছে? বিঃদ্রঃ আমি এটাই জিজ্ঞেস করেছিলাম! 😀 তাহলে আপনাকে একটি Bee Or Flying Eagle Companyর একটি ১২০ টাকা দামের মাউথ অরগান ধরিয়ে দেবে। আমার ভুলটা শুধরে চলে যান সাইন্স ল্যাব এ । ওখানে নানা কম্পানী এর মাউথ অরগান পাবেন। Hohner বা  SX Blues(আমি এটা ব্যবহার করি)  । আমি SX blues এর 10 Hole Diatonic C  ব্যবহার করার জন্য সাজেস্ট করব।  আর দাম পরবে ৬০০ টাকা আর আপনার যদি একটা থেকে থাকে চলুন আজ এবং এখন থেকেই শেখা শুরু করি 🙂

প্রাথমিক ধাপ :

আপনার ১০ টা হোল বিশিষ্ট মাউথ অরগান টিকে মনে মনে দশটা ভাগে ভাগ করে ফেলুন আর প্রয়োজন হলে আমি নিচে যা লিখছি তা খাতায় লিখে ফেলুন জলদি করে…

1      2      3     4    5      6   7      8    9    10

-1    -2    -3    -4   -5   -6   -7   -8   -9   -10

এখন প্রশ্ন হল আমি উপরের সারি তে কেন  ১,২ …… আর নিচের সারিতে -১, -২ … ইত্যাদি লিখলাম,তাই না?  হা,বলছি ।

উপরের 1 2 3 … আপনার  মাউথ অরগান এর  পর্যায়ক্রমিক দশটি হোলের নাম্বার … আপনাকে তা ভেবে নিতে হবে… আর SX Blues  এ নাম্বার দেওয়া আছে 🙂  মানে প্রথম হোলের নাম্বার 1, 2য় হোলের নাম্বার ২ ইত্যাদি…

বাজানোর  পদ্ধতি :

ধরুন আমি যখন 4 লিখব  তখন আপনাকে 4 নাম্বার হোলে নিচের দিকে ফু দিতে হবে আর যখন -4 বলব  তখন 4 নাম্বার হোলে উপরের দিকে ফু টানতে হবে। এটাই হল মাউথ অরগান এর মূলনীতি।

আজকে কি বাজানো শিখব?

আজকে আমরা Twinkle Twinkle গান তা বাজানোর চেষ্টা করব,হা?  চলুন আপনাদেরকে দিয়ে দেই Notation টা। Notation  হল আপনাকে পর্যায়ক্রমিক কোন কোন হোলে ফু দিলে একটা গান play হবে তার নাম্বার ।

============================

Twinkle Twinkle Little Star

4     4       6       6    -6 -6   6

How I Wonder What You Are

-5 -5    5   5     -4   -4  4

Up Above The World So High

6    6    -5   -5 5  5  -4

Like A Diamond In The Sky

6    6    -5   -5 5  5  -4

=============================

দিলাম তো , এখন  উপরের নিয়মানুসারে বাজিয়ে যান। 🙂

আর আপনার কাছে মাউথ অরগান এখন না থাকলে পোস্ট টি Bookmark করে রাখতে পারেন।

ভবিষ্যতে হয়ত আর নতুন নতুন গান নিয়ে আসব কিন্তু তার আগে মাউথ অরগান এ হাত আর মুখ টা চালু করুন। দারুন বাজাতে পারবেন আশা করি। চেষ্টা করুন , আমার বিশ্বাস আপনি পারবেন । ধন্যবাদ।

যদি আরো  সাহায্যের প্রয়োজন হয়  এবং Mouth Organ Professional হওয়ার ইচ্ছা পোষন করেন তাহলে আমায় Facebook এ পেতে পারেন এইখানে ক্লিক করে।

ভালো থাকবেন আর আপনার পাশের  মানুষটিকে ভাল রাখবেন।  ধন্যবাদ আবারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। 🙂

Level 0

আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি। সোজাইতো লাগছে।
একটা মাইথওরগান গিপ্ট হিসেবে নিতে হবে :p

হাহা… GF এর কাছ থেকে নিলেই ভালো হবে ভাই 😀

ভাইয়া মাউথ অরগান এর একটা ছবি দিতেন । দেখতাম জিনিসটা কেমুন 😉

good post….

এগিয়ে যান . ভালো হয় যদি কিছু বাংলা গানের ট্যাব দিতে পারতেন .

আমিও কিছু প্যা প্যু করি , আমার হারমনিকা hohnar silver star (diatonic C)

যা হোক আপনার চমত্কার উদ্যোগের জন্য ধন্যবাদ 🙂

    @সোনালীডানা: আপনার Hohner ? তাইলেতো ভাই, আপনি International বাদক…হাহা।।ভালো চালিয়ে যান। আর উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ 🙂

আমার একটা আছে। তবে তেমন ভাল বাজাতে পারি না। আর আমার মাউথ অর্গানের হোল ১০টা আরো বেশি। তাহলে কিভাবে বাজাতে পারি? ফেসবুক এ এড রেকুয়েস্ট করলাম।
আমার শেখার অনেক ইচ্ছা।
অনেক ধন্যবাদ টিউন করার জন্য।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): হুম, এক্সেপ্ট করলাম ভাইজান 🙂 আর সাধারণত ২৪ হোল পর্যন্ত মাউথ অরগান দেখা যায়। এর মধ্যে ১০ হোলের Diatonic দিয়েই সব গান বাজানো যায়। তো এক্ষেত্রে আমার সাজেশন হলো ১০ Hole Diatonic C Harmonica. 🙂

আমারটার ছবি দেখুন এখানে। এটা দিয়ে শিখতে পারবোতো?
http://www.themusicroom-online.co.uk/images/tower-chromatic-harmonica-c!c.jpg

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ওটা ক্রোমাটিক মাউথ অরগান ভাই, আর সত্যিকার অর্থে একজন বিগিনার হিসেবে ওটা দিয়ে আপনার শুরু টা ভালো হবে না আশা করি 😉 আপনি যে কোনো Diatonic Harmonica ব্যবহার করতে পারেন। তবে তার মানে এই নয় যে আমি Chromatic হারমোনিকা ব্যবহার করতে অনুৎসাহিত করছি । মূলত, ওটা ‘Long Melody Long Melodious’ গান গাইতে ব্যবহার করা হয়।

Level 0

আপনি যে mouthorgan টা suggest করেছেন ওটা দিএ কি minor tone(আমি জানিনা english এ কি বলে তবে বাংলাই কোমল স্বর বলে ) বাজান যাবে?……আমার একটা মউথরগান ছিল……কিন্তু ওটা দিএ কোমল স্বর বাজান যেতোনা…।।

Level 2

@দুষ্ট _ছেলে: apnar comment porar por apnar naam ta dekhlam R eka ekai hashte hashte gole porlam. 😉

@নেক্সোপিয়ান: Tune to jobbor hoise. kobita na dia ekta song er notation dile valo hoto. Ashakori nest time pabo.

Level 0

আমার একটা আছে। অনেক পুরান। মামা কিনে দিয়েছিলো প্রায় ৬ বছর আগে। নাম হচ্ছে, Parrot Harmonica
নেটে দেখলাম তেমন ভালো না। আর আপনার টিউন দেখে আজ গুনে দেখলাম, এটা ২৪ হোলের। মাঝে মধ্যে হুদাই ফুয়া ফুয়ি করতাম, ঠোঁট শুকাইয়া কাঠ হইয়া যায়। এখন প্রশ্ন হল, এক হোলে ফু দিলে আরেক হোলে গেলে কি করবো।

ভালো বিষয়ে পোস্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। ভাই, আমি যখন বাজাতে থাকবো সেই সময় আমি কি করে বুঝবো কোনটা ১,২,৩,৪ নং হোল ? না দেখে বোঝা যাবে এমন কোন উপায় কি আছে ?

দারুন!!!

এই জিনিসট্ই এতদিন খুজছিলাম। সারাজীবনতো প্যাঁ-পুঁ-প্যাঁ-পুঁ করলাম। আশে পাশে কাউকেই পাইনি যে এটা পারে। এবার শিখতে পারবো আশাকরি।

ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম। ধন্যবাদ।