এখানে আমি বিজ্ঞানের জটিল কোনো সূত্রের ব্যাখ্যা দেব না। দেব না দুর্বোধ্য কোনো সমীকরণ বা চার্ট। শুধু সরলভাবে উপস্থাপন করে যাব যা বুঝি তার চুম্বক অংশটুকু। তা হতে পারে সংক্ষিপ্ত বা নাতিদীর্ঘ।
@ চুল পাকে কেন?
চুলে মেলানিন নামে এক প্রকার রঞ্জক বা পিগমেন্ট থাকে। এ মেলানিন পিগমেন্ট থাকার জন্যই চুল কালো দেখায়। এ মেলানিনের ঘাটতি হলে চুল লাল হয়ে যায় বা পাকতে শুরু করে।
@ মাথায় খুশকি হয় কেন?
খুশকি হলো মৃত শুষ্ক কোষ যা এক ধরনের চর্মরোগ। সাধারণত অযত্ন-অবহেলায় চুলে খুশকি হয়। মাথার খুলির ত্বকে জীবাণুর সংক্রমণ হয়। এছাড়াও শুষ্ক আবহাওয়া, ধুলোবালি ইত্যাদি কারণেও এটি হতে পারে। মাথার ত্বকের তেল গ্রন্থি (সেবাসিয়াস গ্রন্থি) থেকে তৈলাক্ত উপদান নিঃসৃত হলেও খুশকি হতে পারে। তবে দেখা যায় কোনো সময় ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে খুশকি হতে পারে।
@ জিপিএস কি?
জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো, স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন সিস্টেম। এটি মূলত সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছিল। পরবর্তীকালে ১৯৮০ সালে এটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়।
জিপিএস সিস্টেম দ্বারা প্রতিপক্ষের বা শত্রুর অবস্থান নির্ণয়, তাদের সামরিক স্থাপনার অবস্থান নির্ণয়সহ যুদ্ধের প্রয়োজনীয় সবকিছু সূক্ষ্মভাবে হিসেব করে বের করা যায়।
কিন্তু বর্তমানে যুদ্ধের পাশাপাশি জঙ্গলের বাঘসহ অন্যান্য জাহাজের অবস্থান নির্ণয়সহ প্রায় সবকিছুর অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারে এই জিপিএস সিস্টেম।
আরো কিছু তথ্য:
# জিপিএস সিস্টেম এর যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে।
# জিপিএস সিস্টেম প্রথম চালু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।
# জিপিএস রিসিভার যে পদ্ধতিতে অবস্থান নির্ণয় করে তাকে বলা হয় ট্রাইএঙ্গুলেশন।
# বর্তমান বিশ্বে প্রায় ৫০০০০০ এরও বেশি জিপিএস ব্যবহারকারী রয়েছে।
# জিপিএস ব্যবহারকারী স্যাটেলাইট থেকে শুধু সংকেত গ্রহণ করতে পারে, কোনো সংকেত প্রেরণ করতে পারে না।
@ হেঁচকি ওঠে কেন?
হেঁচকি ওঠাকে বিশেষজ্ঞরা অস্বাভাবিক আক্ষেপ বলে থাকেন। এ আক্ষেপের ফলে ফুসফুস থেকে আচমকা অত্যধিক বায়ু নির্গত হয়। আর তখনই গলনালী থেকে এ রকম শব্দ নির্গত হয়। সাধারণত পানি পান করলে হেঁচকির উপশম হয়।
@ মেডিটেশনে কি মানসিক চাপ কমায়?
মেডিটেশনের ফলে শরীরে মানসিক চাপ সষ্টিকারী জিনগুলোর কার্যক্রমের সামগ্রিক নকশাটাই পাল্টে যায়। যারা দীর্ঘদিন ধরে মেডিটেশন করে আসছেন তাদের ক্ষেত্রে ২২শ জিন চাপ কমাতে সাহায্য করে। নতুনদের ক্ষেত্রে এ সংখ্যা ১৫৬১। গবেষণায় দেখা গেছে, মেডিটেশনের ফলে কোষের বিপাকীয় কাজেও পরিবর্তন আসে। অক্সিডেটিভ স্ট্রেস কমানোর পাশাপাশি মেডিটেশন রিলাক্সেশন টেকনিক হিসেবেও কাজ করে।
আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd
Thanks