Tense Tension!
Tense.........। খুব কঠিন , তাইনা...... । নাহ...আসলে আমরা tense-কে কঠিন বানিয়েছি ।Tense কিন্তু মোটেই কঠিন কিছু না । নিচের আলোচনা থেকে নিজেই বিচার করো ,কঠিন ,না সহজ । প্রথমে বুঝতে হবে tense কী ?
নিচের বাক্যগুলো লক্ষ্য করো :
1. আমি বসবো (ভবিষ্যতে বসবো) ।
2. আমি বসছি (বর্তমানে বসছি) ।
3 .আমি বসেছিলাম (অতিতে বসেছিলাম) ।
এই তিনটি বাক্যে বসার কাজটা তিনটি কালে ঘটেছে ।
প্রথম বাক্যের বসাটা ভবিষ্যতে ঘটবে ।
দ্বিতীয় বাক্যে বসার কাজটা বর্তমানে ঘটছে ।
তৃতীয় বাক্যে বসার কাজটা অতিতে ঘটেছিল । এখন বলোতো কোন শব্দটা এই তিনটি বাক্যের কালের পরিবর্তন ঘটিয়েছে ?
- "বসা" শব্দটা তাইনা !
- আচ্ছা ! "বসা" শব্দটা কী?
- "বসা" শব্দটা একটা ক্রিয়া (যে শব্দ দ্বারা বসা,খাওয়া,যাওয়া ইত্যাদি কাজ করা বুঝায় তাই হচ্ছে ক্রিয়া বা verb)
- আচ্ছা !"বসা" শব্দটার তিন বাক্যে তিনটা রূপ
অর্থাৎ
• ব স + ব
• ব স + ছি
• ব স + ছিলাম
প্রথম বাক্যে: "বসা" শব্দের সাথে "ব"-টা এসেই "বসা "এই কাজটাকে ভবিস্যতে নিয়ে গেছে । ( অর্থাৎ "ভবিস্যতে বসবো" এটা বুঝাচ্ছে ) ।
দ্বিতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছ"-টা এসেই "বসা" কাজটাকে বর্তামানে নিয়ে গেছে ।
তৃতীয় বাক্যে: "বসা" শব্দের সাথে "ছিলাম" এসেয়েই “বসাকে” অতিতে নিয়ে গেছে । যে শব্দটি এখানে তিনটি বাক্যকে তিনটি কালে নিয়ে যাচ্ছে , তা হচ্ছে ঐ বক্যে অবস্থিত ক্রিয়া বা verb। আবার ঐ বাক্যকে বিভিন্ন কালে নিয়ে যাওয়ার জন্যে ক্রিয়াটিকে যে জিনিসটা সাহায্য করছে তা হল "কিছু কিছু অক্ষর" ।
তাই তো :
প্রথম উদাহরনে "বসা" শব্দের সাথে "ব"
এবং দ্বিতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছ"
এবং তৃতীয় বাক্যে "বসা" শব্দের সাথে "ছিলাম" এই অক্ষরগুলো যুক্ত হয়েছে ।
এখন আমরা যদি ক্রিয়া থেকে অতিরিক্ত অক্ষরগুলো আলাদা করার নিয়ম জেনে নেই তাহলে আমাদের কোন বাক্য কোন কালে পড়েছে , তা বের করা সহজ হবে ।
নিয়ম গুলো লক্ষ করো :
•কোনো ক্রিয়ার মূল যে কয়টা অক্ষর আছে তা ব্যতিত সব অক্ষরই ,অতিরিক্ত অক্ষর (যেমন : “বসিতেছিলো” এখানে “বসা” হলো মূল শব্দ, “বসা” থেকে “বসিতেছিলো” এসেছে )।এই অতিরিক্ত অক্ষগুলোই মূলত বক্যের ক্রিয়াকে বিভিন্ন কালে নিয়ে যায়। (আর এই ক্রিয়াকে বিভিন্ন কালে নেয়াকেই তো tense বলে । অন্য কথায় "কোনো কাজ ঘটার সময় বা কালকে tense বলে । তাহলে বলতে পারি যে tense পরিবর্তনের জন্য কিছু কিছু অক্ষরই প্রধান ভুমিকা রাখে ।)
নিচের বাক্যগুলো লক্ষ করঃ (অতিরিক্ত অক্ষরগুলোকে আমরা প্রতিক বলব)(মূল শব্দটা হল “বসা” এবং মূল অক্ষরগুলো হলো “ব” এবং “স” ।
১. বর্তমান
থাহলে আমরা মোট প্রতিক পেলাম ( x + ত + ছ + য় + ছ ) এবং ( ল + ত + ল + য় + ল ) এবং ( ব + ত + ব + য় + ব ) এখন আমরা গানিতিক নিয়মে বুঝার চেস্টা করব : { যারা উৎপাদকে দুবর্ল তারা ঝটপট অনুশীলনী ৩.৩ , ৩.৪ , ৩.৫ (নবম ও দশমশ্রেনীর জন্য) দেখে নাও }
দেখলে !
Tense-ও কি সুন্দর গানিতিক নিয়ম মেনে চলে !পনেরোটা প্রতীক থেকে এখন মাত্র পাঁচটা । (CROSS) × সহ মোট ছয়টা ।
অবশ্যই মুখস্ত করতে হবে যে :
তাহলে :
ত = continuous
ছ = present
অতএব বাক্যটা present continuous-এর বাক্য ।
য় = perfect
ছ = present
অতএব বাক্যটা present perfect-এর বাক্য ।
ত = continuous
ল = past
অতএব বাক্যটা past continuous-এর বাক্য ।
ব = future
য় = perfect
ব = future
অতএব বাক্যটা future perfect-এর বাক্য ।
সতর্কতা :
-আচ্ছা ! বলোতো “ আমি ভাত খাচ্ছি ” এটা কোন tense ?
-(পাঠকের উত্তর) এটা present tense ।
-হ্যাঁ , তুমি “ছ” দেখেই present বলে ফেলেছো , তাই না !
আসলে বিষয়টা এমন না , আমরা যত উদাহরন দিয়েছি তা আসলে সাধু রীতিতে ছিল কিন্তু এই বাক্যটা কথ্য রীতিতে বলা হয়েছে । এই বাক্যটা সাধু ভাষায় নিলে কি হবে ?
- (পাঠকের উত্তর ) “আমি ভাত খাইতেছি” ।
- তাহলে এখন বলোতো এটা কোন tense ?
- (পাঠকের উত্তর ) present continuous tense ।
-আসলে কি জানো,আমাদের এই প্রতিকগুলো নিখুঁত ভাবে সাধু রীতিতেই পাওয়া যায় । তাই tense চেনার জন্য কথ্য রীতির বাক্যকে সাধু রীতিতে আনতে হবে ।
নিচে কয়েকটি দেখানো হলঃ
o বসেছি থেকে বসিয়াছি
o বসছি থেকে বসিতেছি
o বসছিল থেকে বসিতেছিল
o বসেছিল থেকে বসিয়াছিল
o বসে থাকবে থেকে বসিয়া থাকবে
(অন্য tense-এর ক্রিয়াগুলোর মধ্যে অবশ্য সাধু-চলতি উভয় রীতিতে আমাদের প্রতিকগুলো নিখুঁত ভাবে পাওয়া জায় । তাই ঐগুলো দেখানো হলো না।
“ সে ঘুরতে যাবে ” এই বাক্যে “ত” এবং “ব” আছে । তাই বলে এটা future continuous tense-এর বাক্য না । এখানে “ঘুরতে”-এর “ত”-টা “জন্য” অর্থে , continuous-এর “ত” না । এটা symbol-এর অংশ না । “ব”-টা অবশ্য symbol-এর অংশ । “ব”-এর জন্য “will” হবে ।
এই বাক্যের ইংলিশ হবে “ He will go for wandering ”
English to Bangla :
এতক্ষণ আমরা বাংলায় কোন্ বাক্য কোন্ tense-এ পড়ে তা বুঝলাম , এখন আমরা বুঝবো , english বাক্য দেখে কিভাবে tense চেনা যায় ।
মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটি বিষয় জেনে নেই :
যে কোনো verb-এর কয়েকটা রূপ থাকে ।
এগুলো হলো :
o Present রূপ
o Past রূপ
o Past participle (P.P) রূপ
o –ing যুক্ত রূপ
o Base form মুল রূপ
Base form Present form Past form P.P form -ing form
Be Am/is/are Was/were Been Being
Have Have/has Had Had Having
Do Do Did Done Doing
Go Go Went gone going
একটু লক্ষো করলে দেখতে পাবে যে শুধুমাত্র “Be” এবং “Have” এই দুই verb-এর base form-এর সাথে present form-এর মিল নেই বাকি অন্যান্য verb-এর মিল রয়েছে । তাই অনেকেই present form-কে base form বলেন । আমরা আমাদের সুবিধার্তে base form এবং present form আলাদা আলাদা করে উল্লেখ করব ।
কয়েকটি নিয়ম লক্ষো করো :
যেমনঃ
He / Rayhan has written
She / Bushra has written
It / The bird has flown (ইত্যাদি)
যেমনঃ
He / Shimul cries (মুল শব্দ cry)
She / Salwa fries (মুল শব্দ fry)
কিন্তু “y”-এর আগে vowel থাকলে সাবাভাবিক নিয়মেই ‘s’ যুক্ত হবে ।
যেমনঃ
He / Hakim plays
She / Salwa says
Be এই base form-এর present form তিনটা এবং past form দুইটা ।
এখন প্রশ্ন হলো কোনটা কখন কথায় ব্যেবহার হবে ?
তাই না !
যেমনঃ
I am going
He / she / it / faizul / zuhra is going
We / you / they are going
এই তো গেলো present form-এর তিনটার কথা ।
He / she / I was going
They / you were going ( you= তুমি বা তুমরা )
যেমনঃ
I had gone I will have been going to . . . . . . .
যেমনঃ I am going I will have been going to . . . . . . . . .
যেমনI will go I will have been going to. . . . . . . . . . . . .
এখন মূল আলোচনায় আসা যাক ।
আসার আগে বলোতো
“ I will have been giong to. . .” এই বাক্যে কয়টা নিয়ম প্রযোজ্য ।
- একটা .......দুইটা ......নাহ্ তিনটা নিয়ম প্রযোজ্য ।
- I will have১ been২ going৩ to ............
১.আমরা যানি will-এর পর verb-এর base form বসে তাই will-এর পর have এই base form বসেছে ।
২.আমরা জানি P.P form-এর আগে “to have verb” বসে । তাই been-এর আগে have বসেছে ।
৩.আমরা জানি -ing যুক্ত verb-এর আগে “to be verb” বসে । তাই going-এর আগে been বাসেছে । ( দেখলে একই বাক্যে কিভাবে তিনটা নিয়ম প্রয়োগ হল ) উপরের নিওমের আলোকে বলোতো নিচের বাক্যগুলো সঠিক কিনা ? যদি সঠিক না হয় তবে কেন সঠিক না এবং সঠিক হলে কেমন হবে ?
• He will had been going .
•I will have been gone . (double কনো কিছুই ভালনা । কিন্তু এখানে দুটো P.P form এসেছে তুমি তা শুদ্ধ করো )
• I have been going .
• I had been going .
• I had been gone .
• I have gone .
• I had gone.
• He has going .
• He has gone .
• They was going . (was এবং were-এর ব্যবহার মনে আছেতো)
• He go .
• I goes .
• They plays .
• She cries .
• We flies .
এভাবে বন্ধুদের জিজ্ঞেস করবে এবং বন্ধুরাও যেন তোমাকে জিজ্ঞেস করে । অধিক অনুশীনই তোমার উদ্দেশ্যে সফল হতে সাহায্য করবে । এগুলো ভালো ভাবে রপ্ত হলে right form of verb তোমার জন্য সহজ হবে ।
এখন এসো মূল আলচনায় :
ক অংশ
Shimul eats rice (s যুক্ত হওয়ার কারন মনে আছেতো !)
Shimul is eating rice
Shimul has eaten rice (has যুক্ত হওয়ার কারন মনে আছেতো !)
খ অংশ
Shimul ate rice
Shimul was eating rice (এখানে শিমুলের পরিবর্তে they হলে কী হবে , বলোতো!)
Shimul had eaten rice
গ অংশ
Shimul will eat rice
Shimul will be eating rice
Shimul will have eaten rice (নামের পর has বসে কিন্তু এখানে have কেন বসলো ?) এই উদাহরনগুলোতে শিমুলের ভাত খাওয়ার কাজটা বিভিন্ন কালে নিয়ে গিয়েছে কোন শব্দটা ?
“eat” এবং তার আগে অবস্থিত কিছু auxiliary verb
ক অংশের
প্রথম উদাহরনে auxiliary verb নাই , তাই eat অর্থাৎ মূল verb-এর form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী ।
দ্বিতীয় উদাহরনে to be verb-এর present form এবং মূল verb-এর ing form-টা বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী।
তৃতীয় উদাহরনে to have verb-এর present form এবং মূল verb-এর P.P form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী ।
note১: (auxiliary verbগুলো হলো am , is , are , was , were , been , have , has , had , shall , should , will , would , can , could , may,might, do did ,done , need , ought , must , dare , ইত্যাদি । (দাগ দেয়া অংশগুলো এক সুরে পড়বে)
আবার
খ অংশের
প্রথম উদাহরনে auxiliary verb নাই , তাই eat অর্থাৎ মূল verb-এর form-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী ।
দ্বিতীয় উদাহরনে to be verb-এর past form এবং মূল verb-এর ing form-টা tense পরিবর্তনের জন্য দায়ী ।
তৃতীয় উদাহরনে to have verb-এর past form এবং মূল verb-এর P.P form-টাই tense পরিবর্তনের জন্য দায়ী ।
গ অংশের
প্রথম উদাহরনে will-টাই বাক্যের tense পরিবর্তনের জন্য দায়ী ।
দ্বিতীয় উদাহরনে will এবং মূল verb-এর ing form-টা tense পরিবর্তনের জন্য দায়ী ।
তৃতীয় উদাহরনে will এবং মূল to have verb-টাই tense পরিবর্তনের জন্য দায়ী । (কী কী জিনিস tense পরিবর্তনের জন্য দায়ী তা মুখস্ত করার জন্য বলা হয় নাই, বরং এগুলো বুঝার চেষ্টা করবে )
এখন পৃথক পৃথক ভাবে প্রতিটি অংশ লক্ষো করোঃ
ক অংশ :
1. “shimul eats rice” এখানে “eat” কোন form-এ আছে ?’
- (পাঠকের উত্তর) অব্যশই তা present রুপে আছে ।
- হ্যাঁ ,যখন verb-এর রূপ present তখন তা present indifinit tense বা simple present tense । আবার verb-এর রূপ যদি past হয় তখন তা past indifinit tense বা simple past tense ।
2. shimul is eating rice এখানে eat-এর কোন form ?
- (পাঠকের উত্তর) eat-এর -ing যুক্ত রূপটা বসেছে । - -ing যুক্ত verb-এর আগে যে to be verb বসে তা মনে আছে তো !
এখন বলোতো to be verb-এর কোন form-টা বসেছে ?
- (পাঠকের উত্তর) to be verb-এর present form, is বসেছে ।
হ্যাঁ , কিন্তু আরেকটা কথা যে বলা হয় নি !
কয়েকটা নিয়ম লক্ষো করঃ
• মূল verb-এর -ing form-টা দেখলেই বুঝবে যে তা continuous tense । o -ing form-এর আগে অবশ্যই একটা to be verb বসবে। এবং ঐ to be verb-এর রূপ দেখে বলতে হবে ঐ বাক্য কোন tense-এর । এখন যদি ঐ to be verb-এর রূপ টা present হয় তাহলে বাক্যটা present continuous tense-এর বাক্য আর যদি ঐ to be verb-এর রূপ টা past form-এর হয় তাহলে বাক্যটা past continuous tense-এর বাক্য । (to be verb-গুলো মুলত এখানে auxiliary verb হিসাবে আছে । ) • Will দেখে বুঝবে যে তা future tense-এর বাক্য । ( তবে I এর ক্ষেত্রে shall ব্যাবহার হবে,আবার will ব্যাবহারও চলবে )
• মূল verb-এর P.P form-এর আগে to have verb থাকলে বুঝতে হবে যে এটা perfect tense-এর বাক্য । এবং ঐ to have verb-এর রূপ দেখে বলতে হবে তা কোন tense-এর perfect । যদি ঐ to have verb-এর রূপ টা present হয় তাহলে বাক্যটা present perfect tense-এর বাক্য আবার যদি ঐ to have verb-এর রূপ টা past form-এর হয় তাহলে বাক্যটা past perfct tense-এর বাক্য ।
বাংলা এবং english-এর সাথে মিলগুলো লক্ষো করো
• -ing = ত = continuous........
•Will = ব = future..............
• To have verb = য় = perfect
• মূল verb-এর present রূপ = ছ / × = present...............
• মূল verb-এর past রূপ = ল = past...............
- এখন বলত shimul is eating rice এটা কোন tense ?
- (পাঠকের উত্তর) ing যুক্ত তাই এটা continuous tense ।
- কোন continuous ? present continuous tense নাকি past continuous tense নাকি future continuous tense ?
- (পাঠকের উত্তর) present continuous tense , ing-যুক্ত রূপ দেখে বললাম continuous এবং to be verb-এর রূপ দেখে বললাম তা present ।
- এই বাক্যে is কেন ব্যেবহার হলো ? am অথবা are ব্যাবহার হতে পারতনা ? কারনগুলো মনে আছে তো !
আচ্ছা ! বলোতো shimul was eating rice বাক্যটা কোন tense-এর ?
- (পাঠকের উত্তর) -ing যুক্ত তাই continuous এবং to be verb-এর past form তাই এটা continuous । সুতরাং এটা past continuous tense ।
3. shimul has eaten rice এখানে eat-এর কোন রূপ বসেছে ।
-(পাঠকের উত্তর) এখানে eat-এর P.P form বসেছে ।
- P.P form এর আগে to have verb আছে তাই, বুঝতে হবে যে এটা perfect tense-এর বাক্য এবং এই to have verb-এর রূপ টা present তাই এটা persent perfect tense । তাহলে shimul had eaten rice এটা কোন tense ?
-এটা past perfect tense । কারন to have verb আছে তাই বুঝলাম যে perfect এবং ঐ to have verb-এর রূপ past তাই বুঝলাম past perfect tense ।
খ অংশের
আলচনার প্রয়োজন নাই
গ অংশ :
1. Shimul will eat rice এই বাক্যটা কোন tense -এ পড়ে ?
-will দেখে বঝতে হবে future tense তাই এটা future indifinite tense বা simple future tense । (will-এর পরে যে verb-এর base form বসে , তা মনে আছে তো ! )
2. Shimul will be eating rice-এই বাক্যটা কোন tense-এ পড়ে ?
-(পাঠকের উত্তর) এটা future continuous tense । কারন will দেখে বুঝলাম যে এটা future এবং -ing form দেখে বুঝলাম যে এটা continuous । -তুমি কি লক্ষো করেছ, যে will-এর ভয়ে to be verb-টা নড়া চড়া না করে base form-টাই বসেছে । (-ing যুক্ত verb -এর আগে যে to be verb বসে তা মনে আছে তো ! )
3. Shimul will have eaten rice বাক্যটা কোন tense-এর ?
- (পাঠকের উত্তর) এটা future perfect tense-এর বাক্য ।
- কিভাবে বুঝলে ?
- ( পাঠকের উত্তর ) will দেখে বুঝেছি যে বাক্যটা future tense এবং to have verb দেখে বুঝলাম perfect tense.
- আচ্ছা! আমরা জানি he / she / it বা নামের পর has বসে কিন্তু এখানে shimul এই নামের পর কেন have হলো ? প্রশ্ন জাগেনা !? আসলে বিষয়টা হলো যে will-এর শক্তি বেশী তো তাই shimul থাকা সত্তেও has-কে আসতে দেয়নি । have-ই বসেছে । যেহেতু আমরা যানি যে will-এর পর verb-এর base form বসে ।
এই তো tense শেষ !!
শেষ করার আগে নিয়মগুলো এক নজর দেখেনেই ।
• মূল verb-এর -ing form-টা দেখলেই বুঝবে যে তা continuous tense । কোন continuous ? তা বুঝতে হবে -ing যুক্ত verb-টির আগে অবস্থিত to be verb-এর রূপ দেখে । ( -ing যুক্ত verb-এর আগে কিন্তু অবশ্যই to be verb বসে )
• Will দেখে বুঝতে হবে যে তা future tense-এর বাক্য (will-এর পর কিন্তু verb-এর base form বসে )
• Have দেখে বুঝতে হবে যে বাক্যটা perfect tense-এর বাক্য । ( Verb-এর P.P form-এর আগে অবশ্যই একটা to have verb বসে )
• Verb-এর আগে কোনো to have verb বা to be verb না হলে ঐ মূল verb-এর রূপ দেখে বলতে হবে যে তা কোন tense-এর বাক্য । (to be verb-টা আসলে auxiliary verb । )
নিওমগুলো মনে রেখে বলোতো নিচের কোনটা কোন tense-এর বাক্য ।
1. He goes (es বা s যুক্ত হওয়ার কারন মনে আছেতো!)
2. I go .
3. I will go .
4. I am going .
5. He is going . (একই tense কিন্তু am/is/are হওয়ার কারন কী?)
6. They are going .
7. I was going .
8. You were going .
9. He will be going .
10. He will have done the work .
11. I had eaten .
12. I have eaten .
13. I went .
14. I will be going .
কয়েকজন বন্ধু মিলে এগুলো practice করবে কারন তুমি তো জানো practice makes a man perfect
( বলতো এটা কোন tense ? )
-বলো তো tense কয় পকার ?
-(পাঠকের উত্তর) তিন প্রকার -হ্যাঁ মূলোতো তিন পকার ।
ঐ তিন প্রকারেকে আবার চারটা চারটা করে বারটা বানানো হয়েছে ।
অর্থাৎ
* Present indefinite tense
* Present continuous tense
* Present perfect tense
Present perfect continuous tense
* Past indefinite tense
* Past continuous tense
Past perfect tense
Past perfect continuous tense
* Future indefinite tense
* Future continuous tense
Future perfect tense
Future perfect continuous tense
বাকি ছিল এই tense-গুলো
1. Present perfect continuous tense
2. Past perfect continuous tense
3. Future perfect continuous tense
আচ্ছা ! এখন এগুলোর একেকটা বাক্য লক্ষো করো
1. I have been reading ..........( Present perfect continuous tense)
2. I had been reading.............( Past perfect continuous tense)
3. I will have been reading .......... (Future perfect continuous tense)
প্রথম বাক্যটা লক্ষো করো:
I have been reading যেহেতু continuous তাই verb-এর সাথে -ing যুক্ত হবে । তখন হবে I reading । আবার যেহেতু perfect তাই to have verb বসবে । এখন হবে I have/has/had reading (to have verb = have / has / had) । আবার যেহেতু present tense-এর বাক্য তাই to have verb-এর present রূপ টা বসেছে । এখন বাক্যটা হবে I have reading । এই বাক্যটা যদি সঠিক হয় তাহলে আমাদের পড়া কোয়েকটা নিয়ম ভুল হয়ে যাবে ।
নিওমগুলো হলো:
1. –ing যুক্ত verb-এর আগে to be verb বসে । ( কিন্তু এখানে to be verb নেই )
2. To have verb-এর পরে verb-এর P.P form বসে ।(কিন্তু এখানে –ing form আছে)
এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে, বাক্য ঠিক রেখে নিয়ম পরিবর্তন করব । নাকি নিয়ম ঠিক রেখে বাক্য পরিবর্তন করব । আমদের নিয়ম ঠিক রেখে বাক্য পরিবর্তন করতে হবে । তাহলে চলো আমরা নিয়ম অনুযায়ী বাক্যটা পরিবর্তন করি । আমাদের নিয়মটা হলো -ing যুক্ত verb-এর আগে to be verb হয় । (to be verb দ্বারা কি কি বুঝানো হয় তা মনে আচ্ছে তো ! ) । সেই অনুযায়ী বাক্যটা হবে I have am reading, এখানে am ব্যবহার করা কি ঠিক হয়েছে?
- ( পাঠকের উত্তর ) হ্যাঁ, কারন I-এরএর সাথে তো am ব্যবহার হয় ।
- তা ঠিক ,কিন্তু to have verb-এর পর যে verb-এর P.P form বসে (তা মনে আচ্ছে তো ! ) তাহলে বাক্যটা হবে I have been reading । ( have-এর শক্তি বেশি তো তাই, am কে সরিয়ে নিজের নিয়মটাই ঠিক রেখেছে ) ।
দ্বিতীয় বাক্য
দ্বিতীয় বাক্য সম্পর্কে একই কথা (to have verb-এর past রূপ বসেছে যেহেতু এটা past perfect contiuous tense )
তৃতীয় বাক্যটা লক্ষো কর:
“I will have been reading” বাক্যটা কোন tense-এ পড়ে?
- ( পাঠকের উত্তর ) future perfect continuous tense
- বুঝলে কি করে ?
- (পাঠকের উত্তর ) will দেখে বুঝলাম future Have দেখে বুঝলাম perfect -Ing দেখে বুঝলাম continuous
- এখানে been আসার কারনটা এবং to have verb-এর base form, “have”-টা আসার কারনটা মনে আছে তো !
- (পাঠকের উত্তর) হ্যাঁ, মনে আছে !
Will-এর পর verb-এর base form বসে এবং to have verb-এর পর verb-এর P.P form বসে ।
এই তো tense শেষ ।
এই নিয়মগুলো পরে আলোচনা করলাম কারন এগুলোর ব্যবহার খুবই কম । এগুলো শুরুতে আলোচনা করলে পরে কষ্ট হয়ে যেত ।
আচ্ছা ! আরেকটা জিনিস বলা হলো না, এই তিনটা tense-এর সাথে সবসময় সময়ের উল্লেখ থাকবে (বাংলায় সময় বুঝাতে “যাবত” বা “ধরে” হবে । ‘যাবত” হলে for এবং “হইতে/থেকে/ধরে” হলে since হবে ) এতক্ষন আমরা ইংলিশ থেকে এই tense-গুলো চেনার উপায় জানলাম ।
এখন আমরা বাংলা থেকে এই tense-গুলো চেনার উপায় জানব ।
তার আগে আমাদের আরো কয়েকটা জিনিসের সাথে পরিচয় হতে হবে । আমরা আগেই জেনেছি যে, এই তিন প্রকারের tense-এ সময়ের উল্লেখ থাকে । সময়ের উল্লেখ থাকা মানে perfect-এর লক্ষন । তাহলে এখন আমরা perfect-এর জন্য দুটো symbol বা প্রতিক পেলাম একটা হল “য়” এবং আরেকটা হল “সময়ের উল্লেখ” । এখন present perfect continuous tense-এর একটা বাক্য লক্ষো কর
যেমনঃ “আমি দুই ঘণ্টা যাবত পড়িতেছি”
বাক্যটিতে “দুই ঘণ্টা যাবত” দেখে বুঝতে হবে যে তা perfect
“ত” দেখে বুঝতে হবে যে তা continuous ।
“ছ” দেখে বুঝতে হবে যে তা present ।
একই ভাবে বলোতো “আমি দুই ঘণ্টা যাবত খেলিতে ছিলাম” এটি কোন tense ?
বাক্যটিতে “দুই ঘণ্টা যাবত” দেখে বুঝতে হবে যে তা perfect “ত” দেখে বুঝতে হবে যে তা continuous ।
“ল” দেখে বুঝতে হবে যে তা past ।
তাহলে বাক্যটি হবে past perfect continuous tense-এর বাক্য ।
আবার
“আমি দুই ঘণ্টা যাবত পড়িতে থাকব”।
বাক্যটিতে “দুই ঘণ্টা যাবত” দেখে বুঝতে হবে যে তা perfect ।
“ত” দেখে বুঝতে হবে যে তা continuous ।
“ব” দেখে বুঝতে হবে যে তা future ।
তাহলে বাক্যটি হবে future perfect continuous tense-এর বাক্য ।
এখন যদি কেউ তোমাকে এরকম বাক্য দিয়ে জিজ্ঞেস করে যে “বলতো এটা কোন tense ?”
তখন তুমি এ কৌশল কাজে লাগিয়ে সহজে উত্তর দিতে পারবে । এতক্ষন তো গেল বাক্য থেকে tense বের করার উপায় ।
এখন আমরা আলোচনা করব কিভাবে tense থেকে বাক্য বের করা যায়?
লক্ষ করো
Indefinite tense
*present indefinite-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে “এর প্রতীক কী কী ?” । আমরা জানি present indefinite tense-এর ক্ষত্রে কোনো প্রতীক থাকে না । যেমন “আমি লিখি” । এখানে কোনো প্রতীক নেই । তাই এ বাক্যটি হচ্ছে present indefinite- বাংলা বাক্য । ইংরেজীর জন্য মূল verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I eat
*past-এর প্রতীক “ল” তাই past indefinite tense-এর বাক্যটি হবে “আমি লিখিলাম” । ইংরেজীর জন্য মূল verb-এর past রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I ate
*future-এর প্রতীক “ব” তাই future indefinite tense-এর বাক্যটি হবে “আমি লিখিব” । ইংরেজীর জন্য মূল verb-এর আগে will এবং verb-এর base রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will eat (will-এর নিয়ম অনুযায়ী verb-এর base রূপ বসেছে )
continuous tense
*Present continuous tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে “এর প্রতীক কী কী?” । আমরা জানি continuousএর প্রতীক “ত”এবং present-এর প্রতীক “ছ” অর্থাৎ Present continuous tense-এর প্রতীক “ত,ছ” । যেমন “আমি লিখিতেছি” । তাই এ বক্যটি হচ্ছে Present continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে “ত”-এর জন্য মূল verb-এর সাথে -ing form এবং “ছ”-এর to be verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I am eating. ( কখন am,কখন is আর কখন are বসাতে হয় তা মনে আছে তো ! )
*past-এর প্রতীক “ল” এবং continuous-এর প্রতীক “ত” অর্থাৎ past continuous tense-এর প্রতীক “ত,ল” । তাই past continuous tense-এর বাক্যটি হবে “আমি লিখিতেছিলাম” । ইংরেজীতে “ত”-এর জন্য মূল verb-এর -ing যুক্ত রূপ এবং “ল”-এর জন্য to be verb-এর past রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I was eating.
*future-এর প্রতীক “ব” এবং continuous-এর প্রতীক “ত” অর্থাৎ future continuous tense-এর প্রতীক “ত,ব” । তাই future continuous tense -এর বাক্যটি হবে “আমি লিখিতে থাকবো” । ইংরেজীতে “ব”-এর জন্য মূল verb-এর আগে will এবং to be verb-এর base form এবং “ত”-এর জন্য ,verb-এর –ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will be eating (will-এর নিয়ম অনুযায়ী verb-এর base রূপ বসেছে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসেছে )
perfect tense
*Present perfect tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে “এর প্রতীক কী কী ?” । আমরা জানি perfect-এর প্রতীক “য়” এবং present-এর প্রতীক “ছ” অর্থাৎ Present perfect tense-এর প্রতীক “ছ,য়” । যেমন “আমি লিখিইয়াছি” । তাই এ বক্যটি হচ্ছে Present perfect tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে “য়”-জন্য to have verb এবং “ছ”-এর জন্য to have verb-এর present রূপ বসিয়ে দিতে হবে । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে ) যেমনঃ I have eat.
*past-এর প্রতীক “ল” এবং perfect-এর প্রতীক “য়” অর্থাৎ past perfect tense-এর প্রতীক “য়,ল” । তাই past perfect tense-এর বাক্যটি হবে “আমি লিখিয়া ছিলাম” । ইংরেজীতে “য়”-জন্য to have verb এবং “ল”-এর জন্য to have verb-এর past form বসিয়ে দিতে হবে । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে ) যেমনঃ I had eaten.
*Future-এর প্রতীক “ব” এবং perfect-এর প্রতীক “য়” অর্থাৎ future perfect tense-এর প্রতীক “য়,ব” । তাই future perfect tense -এর বাক্যটি হবে “আমি লিখিইয়া থাকবো” । ইংরেজীতে “ব”-এর জন্য will এবং “য়”-জন্য to have verb-এর base form বসবে । যেমনঃ I will have eaten (will-এর নিয়ম অনুযায়ী to have verb-এর base রূপ বসেছে এবং to have verb-এর নিয়ম অনুযায়ী মূল verb-এর P.P form বসেছে)
perfect continuous tense
*Present perfect continuous tense-এর বাংলা বাক্য তৈরি করার জন্য , আমাকে চিন্তা করতে হবে “এর প্রতীক কী কী?” । আমরা জানি present-এর প্রতীক “ছ” এবং perfect-এর প্রতীক “য়” বা “সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক “ত” অর্থাৎ Present perfect continuous tense-এর প্রতীক “ছ,ত,সময়ের উল্লেখ” । যেমন “আমি দুই ঘণ্টা যাবত লিখিতেছি” । তাই এ বক্যটি হচ্ছে Present perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে “সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং “ছ”-এর জন্য to have verb-এর present রূপ এবং “ত”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I have been writting for two hours । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে )
*Past-এর প্রতীক “ল” এবং perfect-এর প্রতীক “য়” বা “সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক “ত” অর্থাৎ Past perfect continuous tense-এর প্রতীক “ল,ত,সময়ের উল্লেখ” । যেমন “আমি দুই ঘণ্টা যাবত লিখিতে ছিলাম” । তাই এ বক্যটি হচ্ছে Past perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে “সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং “ল”-এর জন্য to have verb-এর past রূপ এবং “ত”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I had been writing for two hours । (to have verb-এর পরে মূল verb-এর P.P form বসে এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে )
*future-এর-এর প্রতীক “ব” এবং perfect-এর প্রতীক “য়” বা “সময়ের উল্লেখ” (এটাই এখানে উদ্দেশ্য) এবং continuous-এর প্রতীক “ত” অর্থাৎ Past perfect continuous tense-এর প্রতীক “ব,ত,সময়ের উল্লেখ” । যেমন “আমি দুই ঘণ্টা যাবত লিখিতে থাকব” । তাই এ বক্যটি হচ্ছে future perfect continuous tense-এর বাংলা বাক্য । ইংরেজীতে “সময়ের উল্লেখ”-এর জন্য to have verb এবং “ব”-এর জন্য will এবং “ত”-এর জন্য মূল verb-এর ing যুক্ত রূপ বসিয়ে দিতে হবে । যেমনঃ I will have been writing for two hours । (will-এর পর verb-এর base form বসে । to have verb-এর পরে মূল verb-এর P.P form এবং ing যুক্ত verb-এর আগে to be verb বসে ) ।
সতর্কতা:
1. বাংলায় perfect চেনার জন্য দুটো জিনিস, “য়” এবং “সময়ের উল্লেখ” । কিন্তু English- একটাই , আর তা হল to have verb ।
2. আমরা shall এবং will নিয়ে মহা বিপদে পড়ে যাই । কখন will ব্যবহার করব আর কখন shall ব্যবহার করব । আমরা যদি আপাতত American নিয়ম অনুসরন করি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় । কারন American-রা সব ক্ষেত্রে will ব্যবহার করে । আর British-রা I-এর সাথে shall এবং you,he,she ইত্যাদি সব ক্ষেত্রে will ব্যবহার করে ।
3. আমরা আগে বলেছি to have verb দেখলেই বুঝবে যে বাক্যটা perfect tense-এর । তাই বলে কি “I have a car” বাক্যটা perfect tense-এর?
- না, অবশ্যই না । এখানে নিয়ম হলো যে , to have verb-এর পর,verb-এর P.P form থাকতে হবে । কিন্তু এখানে তা নেই । সুতরাং এটা perfect না । আসলে কথা হলো, to have verb দেখে perfect বলবে তখন , যখন ঐ to have verb-টা auxiliary verb হিসাবে থাকবে। এখন প্রশ্ন হল to have verb-টা কখন auxiliary verb এবং কখন auxiliary verb নয় তা কিভাবে বুঝব ? নিয়মটা হল to have verb-টা তখনই auxiliary verb (সাহায্যকারী) হবে, যখন তার পরে একটা মূল verb থাকবে । আর যদি মূল verb না থাকে তাহলে ঐ auxiliary verb-টাই মূল verb হিসাবে থাকে ।
যেমনঃ
I had a car বা
I have a car বা
he has a car
এখানের had/have/has গুলো মূল verb হিসাবে আছে । কারন এখানে to have verb-এর পর মূল verb নেই ।
আচ্ছা! I had gone to school এই বাক্যে কিন্তু to have verb-টা auxiliary verb ।
আবার “Is” সম্পর্কে একই কথা । যেমনঃ This is a car .এখানে is -টা মূল verb । is-এর পর মূল verb থাকলে তা auxiliary verb হতো। যেমনঃ He is giong (am/is/are/was/wereসম্পর্কে একই কথা । )
4. অতিতে যদি দুটি কাজ হয়ে থাকে এবং কোনটা আগে আর কোনটা পরে তা বুঝানোর প্রয়োজন পড়ে তখন আগে যে কাজটি হয়েছিল তা হবে past perfect tense এবং পরে যে কাজটি হয়ে ছিল তা past indefinite বা simple past tense হবে ।
যেমনঃ I had written the letter before he arrived ("before”-এর before-এ হবে past perfect )
আবার He arrived after I had written the letter (“after”-এর after-এ হবে past perfect)
বাক্য দুটির অর্থ একটু ভিন্ন হলেও উদ্দেশ্য একই । (পার্থক্য শুধু before এবং after-এর ) Future perfect সম্পর্কে একই কথা । তখন future-এ দুটি কাজ ঘটবে । একটা আগে অন্যটা পরে ঘটবে ।
যেমনঃ I will have started before the sun will rise (before-এর before-এ হবে future perfect)
আবার The sun will rise after we will have started (after-এর after-এ হবে future perfect) বাক্য দুটির অর্থ একটু ভিন্ন হলেও উদ্দেশ্য একই ।
এখন আমরা জানবো কি ভাবে এক tense থেকে অন্য tense-এ যেতে হয় ?
*১ I go >I went >I will go
*২I am going> I was going >I will be going
*৩ I have gone >I had gone >I will have gone
*৪ I have been going >I had been going >I will have been going
টিকা :
১ . verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছে ।
২ . to be verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছে ।
৩ /৪ . to have verb-এর রুপের পরিবর্তনে tense পরিবর্তন হয়েছের ।
• Future-এর জন্য will হবে।
The End..........
যারা এত কস্ট করে পড়ে এই পর্যন্ত এসেছেন তাদের কে আমি হাজার ধন্যবাদ জানাই । আমি এত কষ্ট করে প্রায় ১৫ দিন ধরে লিখে তারপর টাইপ করেছি। অনেক কষ্ট হয়েছে। রাত ১.০০ টা ৩০ October আমার জন্মদিন। তাই জন্মদিনের উপহার হিশাবে আপনারা আমাকে comments করবেন । এবং আপনাদের জন্য আমার উপহার হল এই post. Comments পাওয়ার দাবি আমি করতেই পারি করন আমি এত কষ্ট করে ৭ ঘনটায় লিখে আপনাদের জন্য এই পোস্ট ready করলাম আর আপনারা কেন আমাকে উতশাহিত করার জন্য একটা comments করতে পারবেন না।
আপনারা আমার সাথে যেকোনো প্রকার যোগাযোগের জন্য Cell Number অথবা Rizwan Bin Sulaiman
অথবা Skype : rizuan611.
আমি সব ধরনের মন্তব্য শুনার জন্য অপেক্ষায় থাকলাম।
ভুল হলে আমাকে ক্ষমা করবেন।
আপনারা চাইলে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পারেন .এটা একবার এখানে প্রকাশিত।
যারা DOC ফাইলে পোস্টটা পেতে চান তাঁরা এখানে ক্লিক করুণ। PDF file is available here
{এই পেইজের পি ডি এফ করার জন্য এই সাইটে জান http://www.printfriendly.com/ গিয়ে এই পোস্টের লিঙ্ক দিয়ে Print Preview তে ক্লিক করেন}
.-.________
----/ \_)_______) 'Am here @ FACEBOOK.
( ()___)
()__)
----\___()_)
আমার আর টিউন্স ঃ-
১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!
৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
jani ei shob post e keu comment korbe na ?