Ξভিডিও টিউনΞ লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০৬] :: সহজে ইংরেজি শিখুন ভিডিও টিউটস এর মাধ্যমে [লেসেন-০২]

সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোস্ট । ও আরো একটা খবর দিয়ে রাখি । টানা তিন বছর উত্তর বঙ্গে থাকার পর আবার দক্ষিণ বঙ্গে ফিরে এলাম । তাই ট্রান্সফারের পর পরই গুছিয়ে নিতে বেশ কিছুদিন সময় চলে গেছে – কোনো পোস্ট লেখা হয় নি। আজকে লিখতে বসে ই কেমন জানি নস্টালজিক হয়ে যাচ্ছি- মনে পড়ে যাচ্ছে উত্তর বঙ্গের মানুষদের সাথে কাটিয়ে আসা দীর্ঘ তিনটি বছর এর নানান টুকরো  টুকরো স্মৃতি – তাদের অফুরন্ত ভালো বাসা । আই মিস ইউ নর্থ বেঙ্গল – আই রিয়ালি মিস ইউ। আর সব থেকে বেশি মিস করি আমার সেই সব  ভাইয়েদের , যারা প্রতি রবিবারে আমার কাছে  অন্তত চার পাঁচ ঘন্টা  বি সি এস এর প্রিপারেশন নিত ।  । আমি হাজার কাজে র ব্যস্ততার মধ্যেও – প্রতি রবি বারে যেটা রিলিজিয়াসলি মেন্টেন করতাম । আমি আসার সময় অনেকের কাছ থেকে অসংখ্য অসংখ্য উপহার পেয়েছি । কিন্তু সবথেকে ভালো উপহার পেয়েছি এক দঙ্গল তরন তরুনী সম্ভাবনা ময় মুখের ভীড় – আর গীটার নিয়ে তোমাদের সেই গান । এখনো শব্দ  গুলো কানে অনুরণিত হচ্ছে ।  মুস্তাক ও নির্মলকে অনেক অনেক শুভেছা – তোমারা তোমাদের এত দিনের পরিশ্রমের ফসল পেয়েছো । তোমাদের বিসি এস পাওয়ার খবরে আমি সব থেকে আনন্দিত । আর বাকি সকলকে বলে রাখি তোমরা চালিয়ে যাও – সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই । শুধু একটাই অনুরোধ বা নির্দেশ বলতে পারো – কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং । আমার  ব্লগে(স্বপ্নপূরন) নিয়মিত যোগাযোগ রাখবে, যা সমস্যা মেলে জানাবে । আমি যতদূর সম্ভব তোমাদের পাশে  ছিলাম , আজও আছি ।

যাই হোক অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম । এবার আসাযাক আজকের বিষয়ে । আমরা এর আগে একটা ভিডিও টিউটোরিয়ালস এর মাধ্যমে কিভাবে নিখুঁত ও নির্ভুল ইংরেজি লিখতে হয় শিখে ছিলাম । আজ কে সেই একই বিষয়কে মাথায় রেখে এগিয়ে যাব , দ্বিতীয় পর্বে । আজকের পর্বে আমরা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় –টেন্সের উপরে বেশ কিছু কমন এরর নিয়ে আলোচনা করব । যেগুলি শুধু প্রতিযোগিতা মূলক চাকুরীর পরীক্ষায় নয় , ব্যবহারিক জীবনের প্রতি পদে পদে আমাদের দরকার হবে ।

আমার বাংলাদেশের যে সকল ভাইরা  রয়েছেন , যাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমি ঋদ্ধ, অনুপ্রানিত , তাদের জন্য জানাই এই ভিডিও টিউটোরিয়াল টা  আমি ইউ টিউবে আপলোড করেছি ,জানি আপনাদের হয়তো অনেকের সমস্যা হবে কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় জানা নেই ।  জানি না এখনো আপনাদের দেশে ইউটিউওব পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা । যদি অসুবিধা হয় , তার জন্যে আমি ভিডিওটার একটা ৩ জিপি  ফাইল মিডিয়া আগুনে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি । আর ইউ তিউবের সরাসরি লিঙ্ক টাও দিলাম

আপনারা অনেক দক্ষ নিশ্চই  কোনো না কোনো উপায় বের করেই  নিবেন , এই আমার বিশ্বাস ।প্রয়োজনে হাসান জোবায়ের ভাইএর টিউনের সাহায্য নিতে পারেন সেখানে , ইউটিউওবে  ভিডিও দেখার পদ্ধতি বিস্তারিত আছে ।

আজ থাকছে লেসেন-০২

সকলে ভালো থাকবেন , সুস্থ থাকবেন  ও এটা আদৌ যদি আপনাদের কাজে সামান্য হলেও সাহায্য করে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন ।

আর এই ধরনের আরো লেখা পেতে , সকলকে আমার ব্লগে রইল নিমন্ত্রণ

http://swapnapuron.blogspot.in/

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং…..
দারুন লাগল ….

ভাইয়া আমি Relative pronoun সম্পর্কে জানতে চাচ্ছি। I saw the fisherman. he was catching fish. এই দুটি বাক্য Relative pronoun দিয়ে যুক্ত করলাম তাহলে বাক্যটি হলো। I saw the fisherman who was catching fish. আরো দুটি বাক্য নিচ্ছি। We helped the girl. His father died last year.এই বাক্য গুলো Relative pronoun দিয়ে একসাথে লিখলে বাক্যটি হচ্ছে We helped the girl whose father died last year. কিন্তু The man is a famous doctor. I met him in the bus. আগের বাক্য গুলো অনুযায়ী এই বাক্য গুলো Relative pronoun দিয়ে যুক্ত করলে The man is a famous doctor whom I met in the bus. হচ্ছে। কিন্তু বাক্যটি হবে The man whom I met in the bus is a famous doctor. আমার মূল সমস্যা হচ্ছে এখানেই whom টি the man এর পরে কেন আসলো? আপনার মেইল আইডিটা দিলে অনেক উপকার হতো। দয়াকরে মেইল আইডিটা দিবেন।

    @kaisar alam:
    খুব ভালো লাগল , আপনি বিষইয় টি ভেবেছেন , এবং যথার্থ ভেবেছেন। আমার মেল আই ডি দিয়ে দিলাম ,
    [email protected]

    আপনারআর যা যা সমস্যা বা ডাউট থাকবে লিখে জানাবেন । আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার ।
    আর আমার নেক্সট পোস্ট ই এখনই ঠিক করে ফেললাম , ক্লজ ও রিলেটিভ প্রোনাউন এর উপরেই আলোক পাত করব । আশা করি তখন আর ডাউট থাকবে না ।

ধন্যবাদ ভাইয়া। আমার আরো অনেক প্রশ্ন আছে আস্তে আস্তে আপনার কাছথেকে সবকিছু শেখার চেষ্টা করবো। ভাইয়া যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেটি কি পরের টিউনে জানাবেন?

    @kaisar alam:
    তোমার সমস্যার দিকটা একটু আলোচনা করে দিচ্ছি । দেখ যদি কাজে লাগে । তবে প্রথমেই বলে রাখি , এটাকে ভালো ভাবে শিখতে হলে – রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন, ডিফাইনিং, নন ডিফাইনিং –এগুলোকেও একটু একটু করে শিখতে লাগে , তবে শুধু তোমার ঐ সমস্যাটার সমাধান , নীচের দেওয়া এক্সামপ্লে গুলি দিয়ে বুঝতে পারবে ,

    – “Peter is the student”+ “He comes from Glasgow”:
    “Peter is the student WHO comes from Glasgow”.

    – “The books are on the table” + “They are mine”:
    “The books WHICH are on the table are mine”.
    “I’ve just met Tom” + “Tom seems to be a nice guy”: “
    I’ve just met Tom, WHO seems to be a nice guy”

    “I’d love to visit London”+ “It is a beautiful city”:
    “I’d love to visit London, WHICH is a beatiful city”
    When we join 2 sentences with a Relative Pronoun or Adverb, we have to omit the noun/ pronoun/ possessive that the Relative replaces (উপরের বাক্য গুলিতে : He/ They/Tom /it)

    আরো একটি গুরুত্ব পূর্ণ বিষয় যেটি মনে রাখতে হবে সেটি হল -Relative Clauses go RIGHT AFTER the Noun they modify । অর্থাৎ তোমার বেসিক যে ডাউট টা হচ্ছে সেটা মাথা থেকে বের করে দাও । সিম্পলি ভাবো রিলেটিভ প্রোনাউন তো দুটি নাউন কে রিলেট বা সম্পর্কিত করে , তাই আগে বা পরে বসবে এই রকম না ভেবে , ভাববে যে নাউনকে সে রিলেট করবে ঠিক তার পরেই বসবে ।
     (1) The dress is too tight.
     (2) You saw the dress.
    The dress which you saw is too tight.
    এখানে ড্রেস কে রিলেট করছে তাই , ড্রেসের পরে বসল।
     (1) The man is driving a tractor.
     (2) The man earns 6000 dollars a month.

    এখানেও একই সূত্র – রিলেটিভ প্রোনাউন যাকে রিলেত করবে তার পরে বসবে ।
    দেখ এটাকে আমি দুই ভাবে লিখছি –
     (1) The man who is driving a tractor earns 6000 dollars a month.
     (2) The man who earns 6000 dollars a month is driving a tractor.
    বলতো কোনটা সঠিক ? কি কনফিউসড ? দুটোই সঠিক
    কারন ফর্মূলা অনুসারে আমি রিলেটিভ প্রোনাউন টাকে – ঠিক যাকে রিলেট বা সম্পর্কিত করছে তার পরেই বসিয়েছি ,
    এবার তোমার সমস্যাটা দেখে নিই-
    The man is a famous doctor. I met him in the bus. এখানে কাকে রিলেট করছে , ম্যান কে। ন্যাচারালি ম্যানের পরেই বসবে ।
    আশা করি ক্লিয়ার , আর আমার পরের পোস্টে আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দেব। নিশ্চত বুঝতে পারবে , ধন্যবাদ ।আমি বোঝানোর সময় যে যে ওয়ার্ড গুলি বোল্ড ও আন্ডার লাইন করে ছি সেগুলি কমেন্টে আসছে না তাই নীচে এক পাতার একটা পিডি এফ ফাইল মিডিয়া ফায়ারে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও –

    http://www.mediafire.com/view/?a23c0yncek8ig42

thnx………..

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাপারটা আসোলেই বুঝতে পারলাম। অনেক দিন ধরে এই সমস্যায় ছিলাম। আজ আপনার কাছ থেকে শিখে ফেললাম। কিন্তু ভাইয়া pdf টার ডাউনলোড link পাচ্ছিনা।

    @kaisar alam:

    http://www.mediafire.com/view/?a23c0yncek8ig42

    উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । উপরের লিঙ্ক টায় জাস্ট ক্লিক করুন । আর আপনি বলেছেন আপনার সমস্যা মিটে গেছে , তার মানে বিশয় টা আপনার কাছে ক্লিয়ার। আর ঐ পিডিএফ টা ডাউনলোদ করে নিলে আরো ভালো বুঝতে পারবেন । আর আমি আগেও লিঙ্ক দিয়েছিলাম। আমার কমেন্টের একেবারে শেষ লাইনটাই লিঙ্ক ছিল। ধন্যবাদ ভালো থাকবেন ।

অনেক সুন্দর টিউন। এইরকম টিউন আরো চাই। আমি আপনার সাথে আছি। আগের টিউনে কি কোন ভিডিও দিয়েছিলেন। আগের টিউনগুলার লিঙক চাই এবং আরো বেশি বেশি টিউন চাই।ধন্যবাদ।

ধন্যবাদ জোবায়ের ভাই । ভালো থাকুন। সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আশা করি সঙ্গে পাব।

আগের টিউনের ভিডিও টিউতোরিয়ালস এর ভিডিও লিঙ্ক এখানে নীচে
http://swapnapuron.blogspot.in/2012/09/video-tutorials-on-english-common-error.html
ওখান থেকে ডাউনলোড ও করে নিতে পারবেন ।

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম।

sir এই অধম কিছুটা বুঝতে পাড়িয়াছে 🙂 অপু ভাই নিয়মিত চালিয়ে যাবেন

Level 0

চালিয়ে যান। আপনার পরের পোস্টের অপেক্ষাই আছি।
এই পোস্টের জন্য অনেক ধন্যবাদ,…

    @অর্জন:

    যাক এই পাগোলের (পা আমার লম্বাই ) Pro ল্যাপ থেকে কিঞ্চিৎ জ্ঞান অর্জন করিয়াছ শুনিয়া কিঞ্চিৎ পুলকিত হইলাম ।

    আর্জন তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা । @marahim:

    @marahim:
    অনেক অনেক ধন্যবাদ । সঙ্গে থাকার জন্য ও নিয়মিত উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ।

Level 0

I could not download it pls help.

Level 0

মিডিয়াফায়ার হতে ডাউনলোড বাটনে ক্লিক করলাম কিন্তু টেক্সট ডকুমেন্ট দেখায় । অপু ভাই আপনি আপনার মেইল আড্রেস টা দিবেন , আমি ডাউনলোড মুহূর্তের স্ক্রিন সট নিয়ে রেখেছি । আপনার কাছে পাঠাব । সমস্যা কেন হচ্ছে বুঝতে পারছি না ।

My mail id
[email protected]

please let me know the actual problem ur facing at this time.

Level 0

I have mailed my problem to you pls read it

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

Level 3

valo laglo,thanks

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।