সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোস্ট । ও আরো একটা খবর দিয়ে রাখি । টানা তিন বছর উত্তর বঙ্গে থাকার পর আবার দক্ষিণ বঙ্গে ফিরে এলাম । তাই ট্রান্সফারের পর পরই গুছিয়ে নিতে বেশ কিছুদিন সময় চলে গেছে – কোনো পোস্ট লেখা হয় নি। আজকে লিখতে বসে ই কেমন জানি নস্টালজিক হয়ে যাচ্ছি- মনে পড়ে যাচ্ছে উত্তর বঙ্গের মানুষদের সাথে কাটিয়ে আসা দীর্ঘ তিনটি বছর এর নানান টুকরো টুকরো স্মৃতি – তাদের অফুরন্ত ভালো বাসা । আই মিস ইউ নর্থ বেঙ্গল – আই রিয়ালি মিস ইউ। আর সব থেকে বেশি মিস করি আমার সেই সব ভাইয়েদের , যারা প্রতি রবিবারে আমার কাছে অন্তত চার পাঁচ ঘন্টা বি সি এস এর প্রিপারেশন নিত । । আমি হাজার কাজে র ব্যস্ততার মধ্যেও – প্রতি রবি বারে যেটা রিলিজিয়াসলি মেন্টেন করতাম । আমি আসার সময় অনেকের কাছ থেকে অসংখ্য অসংখ্য উপহার পেয়েছি । কিন্তু সবথেকে ভালো উপহার পেয়েছি এক দঙ্গল তরন তরুনী সম্ভাবনা ময় মুখের ভীড় – আর গীটার নিয়ে তোমাদের সেই গান । এখনো শব্দ গুলো কানে অনুরণিত হচ্ছে । মুস্তাক ও নির্মলকে অনেক অনেক শুভেছা – তোমারা তোমাদের এত দিনের পরিশ্রমের ফসল পেয়েছো । তোমাদের বিসি এস পাওয়ার খবরে আমি সব থেকে আনন্দিত । আর বাকি সকলকে বলে রাখি তোমরা চালিয়ে যাও – সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই । শুধু একটাই অনুরোধ বা নির্দেশ বলতে পারো – কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং । আমার ব্লগে(স্বপ্নপূরন) নিয়মিত যোগাযোগ রাখবে, যা সমস্যা মেলে জানাবে । আমি যতদূর সম্ভব তোমাদের পাশে ছিলাম , আজও আছি ।
যাই হোক অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম । এবার আসাযাক আজকের বিষয়ে । আমরা এর আগে একটা ভিডিও টিউটোরিয়ালস এর মাধ্যমে কিভাবে নিখুঁত ও নির্ভুল ইংরেজি লিখতে হয় শিখে ছিলাম । আজ কে সেই একই বিষয়কে মাথায় রেখে এগিয়ে যাব , দ্বিতীয় পর্বে । আজকের পর্বে আমরা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় –টেন্সের উপরে বেশ কিছু কমন এরর নিয়ে আলোচনা করব । যেগুলি শুধু প্রতিযোগিতা মূলক চাকুরীর পরীক্ষায় নয় , ব্যবহারিক জীবনের প্রতি পদে পদে আমাদের দরকার হবে ।
আমার বাংলাদেশের যে সকল ভাইরা রয়েছেন , যাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমি ঋদ্ধ, অনুপ্রানিত , তাদের জন্য জানাই এই ভিডিও টিউটোরিয়াল টা আমি ইউ টিউবে আপলোড করেছি ,জানি আপনাদের হয়তো অনেকের সমস্যা হবে কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় জানা নেই । জানি না এখনো আপনাদের দেশে ইউটিউওব পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা । যদি অসুবিধা হয় , তার জন্যে আমি ভিডিওটার একটা ৩ জিপি ফাইল মিডিয়া আগুনে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি । আর ইউ তিউবের সরাসরি লিঙ্ক টাও দিলাম
আপনারা অনেক দক্ষ নিশ্চই কোনো না কোনো উপায় বের করেই নিবেন , এই আমার বিশ্বাস ।প্রয়োজনে হাসান জোবায়ের ভাইএর টিউনের সাহায্য নিতে পারেন সেখানে , ইউটিউওবে ভিডিও দেখার পদ্ধতি বিস্তারিত আছে ।
সকলে ভালো থাকবেন , সুস্থ থাকবেন ও এটা আদৌ যদি আপনাদের কাজে সামান্য হলেও সাহায্য করে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন ।
আর এই ধরনের আরো লেখা পেতে , সকলকে আমার ব্লগে রইল নিমন্ত্রণ
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং…..
দারুন লাগল ….