ভর্তি বিজ্ঞপ্তি
সন্তোষ, টাংগাইল-১৯০২
২০১২-২০১৩ শিক্ষাবর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে নিম্নে বর্ণিত ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগ সমূহে ৪ বছর মেয়াদী স্নতক (ইঞ্জিঃসম্মান), বিবিএ ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য শুধুমাত্র টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস এর মাধ্যমে আবেদন আহব্বান করা যাচ্ছে।
আবেদনের সময়সীমা: ১৫ সেম্পেম্টের থেকে ৩১ অক্টোবর, ২০১২ (যে কোন দিন যে কোন সময়) পর্যন্ত আাবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় ইউনিটভিত্তিক বিভিন্ন বিভাগের জন্য নির্ধারিত আসন সংখ্যা নিম্নরূপ:
ইউনিট সমূহ | ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগ সমূহের নাম | আসন সংখ্যা |
এ | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসই) | ৫০টি |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) | ৫০টি | |
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) | ৫০টি | |
বি | এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যঅনেজমেন্ট (ইএসআরএম) | ৫০টি |
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) | ৫০টি | |
ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) | ৫০টি | |
বায়োটেকনোল জি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) | ৫০টি | |
সি | রসায়ন | ৫০টি |
গণিত | ৫০টি | |
পদার্থবিদ্যা | ৫০টি | |
পরিসংখ্যান | ৫০টি | |
ডি | বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বাণিজ্য বিভাগের জন্য ৩৫টি, বিজ্ঞান বিভাগের জন্য ১০টি এবং মানবিক বিভাগের জন্য ৫টি) | ৫০টি |
অর্থনীতি (মানবিক বিভাগের জন্য ২০টি, বিজ্ঞান বিভাগের জন্য ১৫টি এবং বানিজ্য বিভাগের জন্য ১৫টি) | ৫০টি |
১। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য নূনতম যোগ্যতা:
ক) ২০০৯ বা ২০১০ সালে অনুষ্ঠিত এস.এস.সি/সমমান এবং ২০১১ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগন আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ুভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতিত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।
খ) বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীগন A, B, C এবং D ইউনিটে এবং বাণিজ্য ও মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীগন শুধুমাত্র D ইউনিটে আবেদন করতে পারবেন।
গ) ‘A’ ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ‘B’ ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ‘C’ ইউনিটে ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীর এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় রসায়ন, গণিত ও পদার্থবিদ্যায় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ঘ) O Level এবং A Level এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। ২০০৯ সালের পূর্বে এস.এস.সি/জি.সি.ই 0 Level/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন না।
২। রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
ক) ভর্তি পরীক্ষার আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে MBSTU<স্পেস> এইচ.এস.সি শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর<স্পেস>এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর<স্পেস>এইচ.এস.সি পাশের সাল<স্পেস>কাঙ্খিত ইউনিটের কীওয়ার্ড (A/B/C/D) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণ: MBSTU DHA 123456 2012 DHA 1234546 2010 A
উদাহরণটি ঢাকা বোর্ডের এবং MBSTU A ইউনিটের জন্য। এখানে 123456 এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের এইচ.এস.সি. এবং এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ ২০১১ সালে এইচ.এস.সি পাশ করে থাকলে ২০১২ এর জায়গায় ২০১১ লিখতে হবে।
খ) বিভিন্ন বোর্ডের জন্য লিখতে হবে কুমিল্লা (COM), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), সিলেট (SYL), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরী (Vocational-VOC, Diploma in Business Studies-DIB, Diploma in Commerce-DIC, HSC in Business Management-HBM, Open University and Foreign Students-OTH)।
গ) উপরের নিয়ম SMS টি পাঠানোর তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি টাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে MBSTU <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মোবাইল ফোন নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে পরবর্তী যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখতে হবে।
উদাহরণ: MBSTU YES 654321 01XXXXXXXXX
এই উদাহরণের ৬৫৪৩২১ এর জায়গায় আবেদনকারীর নিজ PIN নম্বরটি বসাতে হবে। উল্লেখ্য, সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা (সার্ভিস চার্জ সহ) কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।
(ঘ) আবেদনকারীর টেলিটক প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। একবার SMS করে আবেদন তা আর প্রত্যাহার করা যাবে না।
(ঙ) ‘O’/ ‘A’ লেভেল হতে পাশকৃত আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে।
উদাহরণ: MBSTU GCE 654321 2012 A
এর নিজ candidate নম্বরটি বসাতে হবে।
চ) কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর ক্ষেত্রে: নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে। নির্দিষ্ট কোটাসমূহ: মুক্তিযোদ্ধা সন্তান কোটা (FFQ) কোটার জন্য।
৩। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়ঃ
ক) সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস এসএমএস, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানানো হবে।
খ) সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার দিনে তার এইচ.এস.সি./সমমান এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর দুই কপি সত্যায়িত ফটোকপি এবং রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পিছনে পরীক্ষার্থীর নাম, এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বামদিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে আনতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে।
গ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/ইভিজিলেটর পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনীত এইচ.এস.সি./সমমান পরীক্ষার ফটোকপিকৃত দুইটি রেজিস্ট্রেশন কার্ড সত্যায়িত করে (ছবি সহ) একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে এবং অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে।
ঘ) এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
ঙ) বৃত্ত ভরাটের ক্ষেত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
চ) পরীক্ষা কক্ষে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪। কোটা:
সরকারী বিধি মোতাবেক মুক্তিযোদ্ধা/উপজাতি কোটা বিভাগ বিত্তিক সংরক্ষণ করা হবে। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উক্ত আসনসমূহ শূন্য থাকবে।
মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় আবেদনকারীগণকে ভর্তি পরীক্ষার উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে ভরাট করে নিজ কোটায় আবেদন নিশ্চিত করতে হবে।
৫। নম্বর বন্টন:
ভর্তি পরীক্ষা এমসিকিউ (Multiple Choice Questions) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর MCQ (১০০ টি প্রশ্ন থাকবে) এবং অবশিষ্ট ১০০ নম্বরের মধ্যে এস.এস.সি. পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৪০% (৪র্থ বিষয় সহ) ও এইচ.এস.সি. পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৬০% (৪র্থ বিষয় সহ) ধরা হবে। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ক) A, B, C এবং D ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
A ইউনিট | |||||
বিষয় | ইংরেজি | রসায়ন | পদার্থবিদ্যা | গণিত | |
নম্বর | ১০ | ২০ | ৩৫ | ৩৫ | মোট=১০০ |
B ইউনিট | |||||
বিষয় | ইংরেজি | রসায়ন | পদার্থবিদ্যা | জীববিদ্যা | |
নম্বর | ১০ | ৩৫ | ২০ | ৩৫ | মোট=১০০ |
C ইউনিট | |||||
বিষয় | ইংরেজি | রসায়ন | পদার্থবিদ্যা | গণিত | |
নম্বর | ১০ | ৩০ | ৩০ | ৩০ | মোট=১০০ |
D ইউনিট (বাণিজ্য বিভাগ হতে উত্তীর্ণদের জন্য) | |||||
বিষয় | ইংরেজি | বিজনেস প্রিন্সিপাল এন্ড এপ্লিকেশনস | হিসাব বিজ্ঞান | ||
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | মোট=১০০ | |
D ইউনিট (বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণদের জন্য) | |||||
বিষয় | ইংরেজি | রসায়ন | পদার্থবিদ্যা | গণিত | রসায়ন, পদার্থবিদ্যা ও গণিত হতে যেকোন ২টি বিষয়ের উত্তর করতে হবে। |
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | ৩০ | মোট=১০০ |
D ইউনিট (মানবিক বিভাগ হতে উত্তীর্ণদের জন্য) | |||||
বিষয় | ইংরেজি | বাংলা | অর্থনীতি | পৌরনীতি | অর্থনীতি ও পৌরনীতি হতে যেকোন ১টি বিষয়ের উত্তর করতে হবে। |
নম্বর | ৪০ | ৩০ | ৩০ | ৩০ | মোট=১০০ |
A ইউনিটে ভর্তির জন্য পদার্থ বিদ্যা ও গণিতে প্রত্যেকটিতে ন্যূনতম ১২ নম্বর, B ইউনিটে রসায়ন ও জীববিদ্যায় প্রত্যেকটিতে ন্যূনতম ১২ নম্বর, C ইউনিটে প্রতি বিষয়ে ন্যূনতম ০৯ নম্বর (ইংরেজী ব্যতীত) এবং D ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ১২ নম্বর অবশ্যই পেতে হবে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ১ ঘন্টা ৩০ মি: সময় বরাদ্দ থাকবে, তবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
৬। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ
তারিখ | সময় | ইউনিট |
২১/১১/২০১২ | সকাল ১০.৩০-দুপুর ১২.৩০ | A |
২১/১১/২০১২ | বিকাল ০২.৩০-০৪.৩০ | C |
২২/১১/২০১২ | সকাল ১০.৩০-দুপুর ১২.৩০ | B |
২২/১১/২০১২ | বিকাল ০২.৩০-০৪.৩০ | D |
আবেদনকারীগণ ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য http://www.mbstu.ac.bd ওয়েবসাইট হতে ভর্তির নির্দেশিকা ডাউনলোড করে নিতে পারবেন অথবা হটলাইন 01554321187 এবং 01554321182 নম্বর এ যোগাযোগ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত নিয়মনীতির যে কোন ধারা/উপধারা পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর মৌখিক পরীক্ষা ও ওরিয়েনটেশন ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট এর মাধ্যমে জানা যাবে।
(বি.দ্র. (আবেদনকারী টেলিটক মোবাইল অপারেটর কর্তৃক প্রদানকৃত রোল ও পিন নম্বর নিজে সংরক্ষণ করবে।)
দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য একসাথে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি তথ্য-২০১২
এক নজরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আবেদনের শেষ তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ দেখতে এখানে ক্লিক করুন
তথ্যসূত্রে: (অনলাইন ঢাকা গাইড) ঢাকা সকল তথ্য এখন আপনার হাতের মুঠোয়।
আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক নজরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আবেদনের শেষ তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ দেখতে এখানে ক্লিক করুন
এখানে ভাই ভুল আছে: http://www.juniv.edu/admission/ চেক করুন