বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে এ খাত থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি সৃষ্টি করেছে লাখ লাখ লোকের কর্মসংস্থান। মোট কথা, বাংলাদেশের রফতানি শিল্পে এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। বিশ্ববাজারে প্রকৌশলবিদ্যার কাতারে বস্ত্র প্রকৌশলবিদ্যা এখন একটি উজ্জ্বল নাম।
বর্তমান সময়ে শিক্ষা লাভ করে চাকরির ক্ষেত্রে যে কেউ সাফল্যের শীর্ষে পৌছতে পারে। মূলত উন্নতি আর সাফল্য নির্ভর করে কর্মক্ষেত্র নির্বাচন ও যথাযথ প্রয়োগের ওপর। এ ক্ষেত্রে প্রয়োজন মেধা, মনন ও দক্ষতা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে যে কয়েকটি শিল্প মাধ্যম দ্রুত বিকাশ লাভ করেছে, তার মধ্যে টেক্সটাইল শিল্প অন্যতম।
বাংলাদেশে বর্তমানে কটন ও সিনথেটিক মিল, উলেন ও উইভিং মিল, হ্যান্ডলুম, ডাইং, ফিনিশিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসহ প্রায় ৯ হাজার টেক্সটাইল শিল্প আছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এ সেক্টরের অগ্রগতি অব্যাহত আছে। প্রায় প্রতি বছর নতুন নতুন টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে। বাংলাদেশের বস্ত্র আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। বর্তমানে এ শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনশক্তি জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা এখন সময়ের দাবি।
কর্মক্ষেত্র :বাংলাদেশে যেখানেই বস্ত্রের সংশ্লিষ্টতা আছে, সেখানেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মস্থল। দেশের বাইরেও রয়েছে প্রচুর চাকরির সুযোগ। এছাড়া বিদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিপুল চাহিদার কারণে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে মাইগ্রেশনের মাধ্যমে প্রতি বছর প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিদেশে পাড়ি জমাচ্ছেন।
কোথায় পড়বেন : বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ১টি টেক্সটাইল কলেজ, ৪টি ডিগ্রি পর্যায়ের কলেজ, ৩৫টি ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউট এবং ৪০টি সরকারি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা দিচ্ছে।
সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানে বস্ত্র প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
সরকারি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ফোন: ০২-৯১১৪২৬০
http://www.butex.edu.bd
বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
ফোন: ০৩২১-৫১৭৫৮, মোবাইল: ০১৭১৫০৭৮৩২৯
btec.jimdo.com
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
ফোন: ০৭৩১-৬৬১০৩, মোবাইল: ০১৫৫৮৩৯৩৭৮৩
http://www.pabtec.gov.bd
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
মোবাইল: ০১১৯৯৫৫৫৬৯৫
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি, টাঙ্গাইল
ফোন: ০৯২৩-৩৭৩১৭৬
titangail.gov.bd
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
ফোন: ০৪৩১-৬৩৬৫৯
http://www.arstecb.com
বেসরকারি:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট, সাভার
মোবাইল: ০১৯১২৫৪৫৯৬৪
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ফোন: ০২-৮৮৭০৪২৩ (১০৭)
http://www.aust.edu
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ফোন: ০২-৯১৩৮২৩৪-৫, মোবাইল: ০১৭১৩-৪৯৩০৭৫
http://www.daffodilvarsity.edu.bd
প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
০২-৮৮৫৩৩৮৬
test.primeasia.edu.bd
সাউথ ইস্ট ইউনিভার্সিটি
০২-৮৮৬০৪৫৬
http://www.seu.ac.bd
বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
০২-৮৯১৯৯৮৬, ৮৯৫০৫৩৫
http://www.bift.info
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
মোবাইল: ০১৯১১৯৪৬১২৩
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ফোন: ০২-৮৮১৬৭৬২, মোবাইল: ০১৯১১২৭৯৬১৯
http://www.atishdipankaruniversity.edu.bd
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ফোন: ০২-৯৬১১৪১০, মোবাইল: ০১৯৩২৩৮০১৭৯
http://www.wub.edu.bd
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ফোন: ০২-৯০১৪৭২৫, মোবাইল: ০১৭৫৭০৭৪৩০২-৪
green.edu.bd/gub
সিটি ইউনিভার্সিটি
ফোন: ০২-৯৮৯৩৯৮৩
http://www.cityuniversity.edu.bd
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া
ফোন: ০২-৮৮৫৭০৭৩-৫
http://www.unisa.ac.bd
দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ফোন: ০২-৯১২৭৮০৭, মোবাইল: ০১৯২৩৯৫২৯৩৭
http://www.pub.ac.bd
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
মোবাইল: ০১৭৩১২২০০৯৯
http://www.nift.edu.bd
আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভার্সিটিতে এ বিষয়ে পড়ার কোন সুযোগ আছে(প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোতে)