সহজেই একজন Native এর মত ঊচ্চারণ সহ বহুল প্রচলিত ভাষাগুলো শিখুন। ফ্রি, তবে ডাউনলোড করতে হবে আর কি :)

সালাম সবাইকে।

যদিও অনেক আগেই Techtunes এ রেজিস্ট্রেশন করা ছিল তবে কখনো কোন পোস্ট দেয়া হয়ে ওঠে নাই। আজ আপনাদের সাথে Rosetta Stone সফটওয়্যার টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এটি একটি ভাষা শেখার সফটওয়্যার যাতে বহুল প্রচলিত ভাষাগুলো কাজ চালানোর মত খুব সহজেই শেখা যাবে। শুধু একটু অনুশীলন করলেই হবে। সবচেয়ে বড় কথা হল আমরা ঠিক না ভুল উচ্চারণ করছি তা Rosetta Stone পর্যবেক্ষন করে। উচ্চারণ ঠিক না হওয়া পর্যন্ত আপনি পরের ধাপ এ যেতে পারবেন না।

যে ভাষাগুলো শিখতে পারবেনঃ

Install করার নিয়মঃ

Download করে শুধু Extract করলেই হবে। তবে তা শুধু System Drive এ বা C  Drive এই করতে হবে। অন্য Drive এ আমি চেস্টা করে পারি নাই। আপনারা  চেস্টা করলেও করতে পারেন। Software  বা Language pack এ ক্লিক করলে দেখাবে যে C:/ তে Install হবে। এভাবেই Install করুন। কোন কিছু change দরকার নাই। একই ভাবে Language pack গুলো ও Install করুন। প্রতিটি প্রায় ২GB . যতগুলো Language Install করবেন Hard Disk এ তত জায়গাই লাগবে।

সংক্ষিপ্ত পরিচিতিঃ

১. প্রথমে C:\Program Files (x86)\Rosetta Stone\Rosetta Stone V3   ফোল্ডার এ যান। সেখানে RosettaStoneVersion3.exe  application এ ক্লিক করেন।

২. প্রথম বার Register option আসলে Never Register এ ক্লিক করবেন। Product Activation পেজ এ Continue এ ক্লিক করুন কারন সফটওয়ার টি Pre-activated.

৩. User সিলেক্ট করুন বা নতুন User  তৈরি করুন।

৪. যে Language শিখবেন তা Select করুন। ( তবে সেই Language এর Language pack  অবশ্যই Install করা থাকতে হবে।)

৫. Rosetta Stone এর Lesson  পেজ এ Dropdown বাটন এ ক্লিক করুন এবং যা শিখতে চান তা নির্বাচন করুন।

৬. Microphone Settings নির্বাচন করুন কারন Rosetta Stone  রক্ষিত অডিও ফাইল এর সাথে আপনার উচ্চারণ কমপক্ষে ৭০% মিলতে হবে। তবেই না আপনি একজন Native এর মত কথা বলতে পারবেন।

৭. ব্যাস, এরপর শুরু করে দিন একজন Native এর মত উচ্চারণ সহ ভাষা শেখা। Rosetta Stone এ মূলত ছবি দেখে ভাষা শেখার কৌশল প্রয়োগ করা হয়েছে। তাই আপনি ছবি দেখেই বুঝে নিতে পারবেন কি বলতে বলা হয়েছে।

৮. এরপর অনুশীলন করতে থাকুন। কারন, অনুশীলন এর কোন বিকল্প নেই।

ডাউনলোডঃ (Torrent)

সব গুলো Language pack ই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।

মূল সফটওয়্যারঃ https://thepiratebay.sx/torrent/7272499/Rosetta_Stone_v3.4.7_Preinstalled.exe

বাকী Language pack এর Pre-activated version গুলো ডাউনলোড করুন (EinDeutschMan  এর torrent গুলো)

https://thepiratebay.sx/tag/Rosetta+Stone/0/3

বিঃদ্রঃ Code ঘটিত কোন সমস্যা হলে torrent এর কমেন্ট এ সমাধান খুজুন। আর Install করতে না পারলে আমি তো আছিই  🙂

ধন্যবাদ

Level 0

আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই ইংরেজী উচ্চারণ শিখার জন্য সহজে গুগল ট্রাসলেট ইউজ করেন । বেসম্ভব রকমের ভাল সার্ভিস।

এইটা তো শুধু ইংরেজী না ভাই, অনেক গুলো ভাষার জন্য। আর গুগল মামা তো উচ্চারণ করে দেয় কিন্তু আমরা ঠিক না ভুল উচ্চারণ করছি সেইটা তো দেখে না। এই দিক থেকে এইটা কাজের জিনিস। না হলে গুগল ট্রাসলেট তো বেসম্ভব রকমের ভাল ই।

ভাই কোন জায়গায় ডাউনলোড এর জন্য ক্লিক করতে হবে ? প্রথম লিঙ্কটার পেইজে যেসব downoad লেখা আছে মোটামুটি সব ক্লিক করসি ।হাবিজাবি অনেক কিছু download করসি।।কিন্তু আসল্ কাজ হয় নাই । দয়া করে যদি ছবি দিয়ে দেখাতেন খুব উপকার হত ।

Level 0

bi uninstall ki vabe kor bo plz tall me………….thanks

@SIFATchowdhury: যদি কোন Torrent client যেমন utorrent ba bittorent আপনার pc তে না থাকে তবে http://www.utorrent.com/downloads/win এই লিঙ্ক থেকে µTorrent Stable (3.3.2 build 30180) ডাউনলোড করে install করুন। এরপর যে লিঙ্ক দিয়েছি সেই পেজ এ যেয়ে Magnet চিহ্ন সহ Get this torrent এ ক্লিক করেন। তারপর তা utorrent দিয়ে open হবে। পরপর ২ বার ok দিন, ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর ও সমস্যা হলে http://www.youtube.com/watch?v=vVlVphZBem4 ভিডিও টি দেখুন। ধন্যবাদ।

@mustafa : যেহেতু software টি শুধুমাত্র Extract হয় তাই uninstall এর ঝামেলা নাই। Program Files এ যেয়ে Rosetta Stone ফোল্ডার টি delete করে দিলেই হবে।

Level 0

ami language pack level one download korese but language pack ta add korte partase na kono help korte parben amake ?

@Abdul Aziz : যে language pack টি download করেছেন সেইটার লিংক টা দেন। দেখে আপনাকে জানাচ্ছি।

Thanks vai. MAin sofware ar language pack gula ki alada alada install korte hobe?

হম। প্রথমে main software টা, তারপর language pack.

ভাই software টা আমার দরকার কিন্তু এখন ডাউনলোড করতে পারছি না।