Ξভিডিও টিউনΞ লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০৫] :: সহজে ইংরেজি শিখুন ভিডিও টিউটস এর মাধ্যমে [লেসেন-০১]

সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে প্রায় এক মাস পর লিখতে শুরু করলাম - ইংরেজির উপর কিছু লেসন। প্রথমেই আমার ব্লগের নিয়মিত যারা  ভিসিটর রয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী । কারন এক - কাজের চরম ব্যস্ততা  ও দুই কিছুদিন  শারীরিক অসুস্থতার  কারনে ব্লগে লেখা বা টেকটিউন্সে লেখা সম্ভব হয় নি ।

এই কয়েকদিনে আপনাদের কাছ থেকে মোট ১০২ টি মেল পেয়েছি । প্রায় সকলেই অনুরোধ করেছেন - ইংরেজির উপর নতুন লেসন শুরু করতে। অনেকে আব্র পুরোনো পোস্ট গুলির উপরে বিভিন্ন  প্রশ্ন করেছেন - তাদের ডাউট ক্লিয়ার করার জন্য ।

আপনাদের কাছে আমার একটাই অনুরোধ - পারলে ছোটো ছোটো সমস্যাগুলির জন্য টেকটিউনস বা আমার ব্লগে  এর কমেন্ট সেকসনে প্রশ্ন রাখতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব  সলভ করে দেওয়ার । তবে যারা ম্যাথ এর বিভিন্ন প্র্যাকটিস সেটের উত্তর করে চেক  করার জন্য পাঠাবেন তারা অবশ্যই মেইল করবেন, এতে আমার ও আপনাদের  উভয়েরই সুবিধা ।

যাই হোক আজকে আমরা শুরু করব সম্পূর্ণ নতুন এক বিভাগ নিয়ে । সেটা হল ইংরেজির উপর ধাপে ধাপে কিছু ভিডিও টিউটোরিয়াল । তাই কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক - আগে আমি সাধারনত লিখে লিখে লেসন গুলি শেখানোর চেষ্টা করেছিলাম , কিন্তু দেখলাম যদি ক্লাস রুম সেসনের মত কিছু ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারি তাহলে আমার ও আপনাদের উভয়েরই সুবিধা ।

আজ থাকছে লেসেন-০১

যাদের বাফারিং স্পীড  কম থাকার জন্য ইউটিউব থেকে দেখতে অসুবিধা হবে তারা সরা সরি , এই ভিডিও টিউটোরিয়াল টি ডাউন লোড করে নিতে পারবেন - এমনকি মোবাইল ইউসার রা মনে করলে (3GP format এ)  ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কালেকশনে থেকে যাবে , এবং পরে মনে করলে রিভিশন দিতে সুবিধা হবে । ডাউনলোড করার জন্য আমার ব্লগের এই পোস্টে র একেবারে নীচে মিডিয়াফায়ারের ডাউন লোড লিঙ্ক দেওয়া আছে ।

আমার ব্লগের ঠিকানা - http://swapnapuron.blogspot.in/

সকলকে অনেক অনেক ধন্যবাদ । কেমন লাগল কমেন্টের মাধ্যমে জানাতে কার্পণ্য  করবেন না । ভালো থাকুন । সুস্থ থাকুন ।

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ager tune gular moto valo tobe writing file gulo beshi valo lagto video er shathy pdf file daowa jay

Ager systeme likhte o chobi cartoon add kore complete kore uthote onek onek somoy lege jeto . Ei koi din kajer by stoat Thakai sesh porzont video tutorials er poth Beecher niechi .
1. Ete somoy kichuta save hocche.
Ar report writing section e er up or likhle PDF form ei debo .
Dhonyabad aponar motobyer jonyo.

    @অপু.পশ্চিমবাংলা: comment er jonno dhonno bad pdf ta simple e kora geleo hoy amra to kom speed + kom gb use kori tai video lesson e aktu problem hoy ta cara mone hoy pdf e olpo space e onek content daowa jay apnar lekhar style shohoj o shabolil tai bujty o shubidha hoy tai pdf er kotha bolci but apnar uddog ta akta vashay prokash kora jay na amon uddog… dhonnobad amon kicu amader upohat debar jonno

ধন্যবাদ স্যার !
সাথেই থাকছি…….

অপু ভাই আমি মনে হয় মাথার মধ্যে একটু ঢুকাইতে পারছি :D, চালিয়ে যান ভাই শেষ পর্যন্ত আছি

Thanx Arjon ! . Tomar profile pic at Delhi mone hoi ekjon chele j kothay kothai choker jol Felto. Se ekjon sahosi o mature youth j bolete pare ami erokomoi ….. Yep ! That’s the spirit .

দেখে ফেললাম। 😀
কবে যে নেট স্পীড বাড়বে। 🙁 আসলে ভিডিওতে অনেক কিছুই পরিস্কার করে বুঝিয়ে দেয়া যায়।
নিয়মিত চাই স্যার। 🙂

স্যার খুবেই ভাল , আরো চাই

Marin Bhai ek buk bhalobasa chara ar ki deodar ache Bolun . Tai ek buk borshar sikto bhalobasa roils sadhu Tomar tore …….

Bhaiya fatiye diyechen chaliye jaan amra apnar sathe achi. Sorir kemon ache ekhon. asha kori Allahar Rohomote bhalo achen. Bhalobasa o Doya niben.

দারুন 🙂
আমিও ভিডিও টিউন করব ভাবছি। কিন্তু রেকর্ড করে আপলোড করতেই খবর হয়ে যাবে এখান থেকে 🙁

Thank chote ustad :)) 🙂 🙂 🙂
. Ei to Moner kotha bolechen . Ami sei sondhya theke Y tube e upload e bosiyechi . Ekhono choloche

আপনি থাকছেন স্যার…..
আপনি থাকছেন স্যার……….
আপনি থাকছেন স্যার……………….

😀 😆 😆 😀