ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের জন্য

THe Oxford Of Bangladeshসবাইকে বিরক্ত করার জন্য আবারো এলাম । আজ  একটু অন্যরকম পোস্ট করতেছি , তবে তা অনেকের জন্যই স্বস্তি এনে দিবে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হবে ।

আজকে ছোট ভাই এর ভর্তি ফর্ম এর টাকা জমা দিতে গিয়ে যা দেখলাম তার পরেই মনে হল পোস্টটি করা আমার জন্য একটি কর্তব্য । অনেক ছেলে মেয়ে তাদের নিকটস্থ বড় ভাই বোন দের সাহায্য নিয়ে ফর্মটি পূরণ করেছে । আর এখানেই বিপত্তি । ব্যাংক এ এসে নানা প্রশ্ন , যার একটা উত্তরও তাদের কাছে জানা নেই।। অতঃপর আমি তাদের উদ্ধার করলাম ...।

যাই হোক প্যাঁচাল বন্ধ করে সঠিক নিয়মটি বলে দিচ্ছি সবার জন্য যাতে কেউ বিভ্রান্ত না হয় ঃ

প্রথমে এই http://admission.univdhaka.edu/  link এ ক্লিক করতে হবে ।। পেজ ওপেন হওয়ার পর ইউনিট বাছাই নামক জায়গায় প্রতিটি ইউনিট এর নাম দেয়া আছে । যার যে ইউনিট এ পরীক্ষা দিতে হবে সুধু ক্লিক করলেই ওই ইউনিট এর ওয়েবসাইট এ নিয়ে যাবে ।।

এবার অ্যাপ্লাই করার পালা । উপরে টাস্কবার এ অনেক অপশন আছে । প্রথমে নির্দেশিকা দেখে নেয়া ভাল । তারপর আবেদন (apply) এ ক্লিক করতে হবে । সেখানে HSC এর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন এ ক্লিক করলেই আপনাকে আরেকটি ধাপে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যাবে ...

এরপর দ্বিতীয় ধাপে একবারে নিচের দিকে আপনার মোবাইল নাম্বার দিয়ে কীবোর্ড এর ট্যাব বাটন ক্লিক করে  কনফার্ম দিলেই আপনার টাকা জমা দেয়ার রশিদটি চলে আসবে ... ডাউনলোড করে রশিদটি প্রিন্ট দিবেন ।

রসিদ ( পে স্লিপ ) এ আপনার স্বাক্ষর এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর দুই কপি ছবি সংযুক্ত করে সোনালি , রুপালি , জনতা , অগ্রণী ব্যাংক এর যেকোনো শাখায় ৩৫০ টাকা জমা দিয়ে আসতে হবে । আপনাকে এক কপি দিয়ে ব্যাংক এক কপি রেখে দিবে ।

(আপনি টাকা জমা দেবার সময় যে ছবি জমা দিবেন সেই একই ছবি কিন্তু scan করে ওয়েবসাইট এ আপলোড করতে হবে , তাই ছবি তোলার সময় ছবির scan করা কপি নিতে ভুলবেন না স্টুডিও থেকে)

টাকা জমা দেবার ৩ কার্যদিবস পর আপনি আবার  আপনার নির্ধারিত ইউনিট এর ওয়েবসাইট ভিসিট করুন এবং প্রবেশপত্র সংগ্রহ (Admit Card)  বাটন এ ক্লিক করুন ।

ওখানে লেখা থাকবে ঠিক এইরকম –

প্রবেশপত্র সংগ্রহ করার সময় আবেদনকারীর নিম্নলিখিত ছবি/তথ্যসমূহ দিতে হবে।
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের স্ক্যান করা রঙিন ছবি
(যা কমপক্ষে ৪৫০ (প্রস্থ) x৬০০ (লম্বা) পিক্সেল সাইজের, ৩০০ dpi এবং ছবিটি PAYSLIP-এ লাগানো ছবিটির অনুরূপ হতে হবে।)
২) ছবিটির ফাইল সাইজ ১০০ killo-byte এর মধ্যে থাকতে হবে।
৩) আবেদনকারী কোন কোটা উল্লেখ করতে চাইলে কোন কোন কোটায়, এবং
৪) আবেদনকারীর ই-মেইল এড্রেস।
ছবি না দেওয়া পর্যন্ত আবেদনকারী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে না।
উপরোক্ত ছবি/তথ্যসমূহ প্রস্তুত থাকলে আবেদনকারীর জমা রসিদে দেয়া ১২-অঙ্কের PIN নীচে দিন।
প্রবেশপত্র সংগ্রহ করতে অসুবিধা (ব্রাউজার সংক্রান্ত) হলে Mozilla Firefox ব্যবহার করুন।
ছবি আপলোড করে প্রবেশপত্র তৈরী করার শেষ সময় ২২শে সেপ্টেম্বর ২০১২, মধ্য রাত (রাত ১১ টা ৫৯ মিনিট)

নিচে পিন নাম্বার দিতে বলবে – আপনি টাকা জমা দেবার রসিদ এ উপরে যে পিন নাম্বার টি আছে সেটা দিবেন । ওইটাই আপনার জন্য নির্ধারিত পিন নাম্বার । আপনার scan করা ছবি আপলোড  করুন ।

আপনার কাজ শেষ । এইবার  কোমর বাইন্ধা পড়তে বসেন হাজারো জনের মধ্যে একজন হবার লড়াইয়ে অংশ নিতে ।
(কারো যদি টাকা জমা দেবার তিন কার্যদিবস পরেও টাকা জমার তথ্য না পায় বিশ্ববিদ্যালয় তাহলে আপনি পিন নাম্বার দিলেই বুঝতে পারবেন আপনার টাকা জমা হয়েছে কিনা , না হলে ওইখানেই অপশন আছে আপনি টাকা জমার তথ্য লিখে সেন্দ করে দিলেই হয়ে যাবে ) ...।।

ভাল থাকবেন সবাই ......।।

কোন ভুল হলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার  অনুরোধ রইলো । আবার দেখা হবে

Level 0

আমি Nayim_Tarchira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা ভাল লাগে টাই করি । সুপার পাগল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ। কাজে আসবে।

Thanks for your information.

University

জাবির টা জানতে চাই ।

Level 2

খুব উপকারী তথ্য। ধন্যবাদ।