সবাইকে বিরক্ত করার জন্য আবারো এলাম । আজ একটু অন্যরকম পোস্ট করতেছি , তবে তা অনেকের জন্যই স্বস্তি এনে দিবে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হবে ।
আজকে ছোট ভাই এর ভর্তি ফর্ম এর টাকা জমা দিতে গিয়ে যা দেখলাম তার পরেই মনে হল পোস্টটি করা আমার জন্য একটি কর্তব্য । অনেক ছেলে মেয়ে তাদের নিকটস্থ বড় ভাই বোন দের সাহায্য নিয়ে ফর্মটি পূরণ করেছে । আর এখানেই বিপত্তি । ব্যাংক এ এসে নানা প্রশ্ন , যার একটা উত্তরও তাদের কাছে জানা নেই।। অতঃপর আমি তাদের উদ্ধার করলাম ...।
প্রথমে এই http://admission.univdhaka.edu/ link এ ক্লিক করতে হবে ।। পেজ ওপেন হওয়ার পর ইউনিট বাছাই নামক জায়গায় প্রতিটি ইউনিট এর নাম দেয়া আছে । যার যে ইউনিট এ পরীক্ষা দিতে হবে সুধু ক্লিক করলেই ওই ইউনিট এর ওয়েবসাইট এ নিয়ে যাবে ।।
প্রবেশপত্র সংগ্রহ করার সময় আবেদনকারীর নিম্নলিখিত ছবি/তথ্যসমূহ দিতে হবে। ১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের স্ক্যান করা রঙিন ছবি (যা কমপক্ষে ৪৫০ (প্রস্থ) x৬০০ (লম্বা) পিক্সেল সাইজের, ৩০০ dpi এবং ছবিটি PAYSLIP-এ লাগানো ছবিটির অনুরূপ হতে হবে।) ২) ছবিটির ফাইল সাইজ ১০০ killo-byte এর মধ্যে থাকতে হবে। ৩) আবেদনকারী কোন কোটা উল্লেখ করতে চাইলে কোন কোন কোটায়, এবং ৪) আবেদনকারীর ই-মেইল এড্রেস। ছবি না দেওয়া পর্যন্ত আবেদনকারী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে না। উপরোক্ত ছবি/তথ্যসমূহ প্রস্তুত থাকলে আবেদনকারীর জমা রসিদে দেয়া ১২-অঙ্কের PIN নীচে দিন। প্রবেশপত্র সংগ্রহ করতে অসুবিধা (ব্রাউজার সংক্রান্ত) হলে Mozilla Firefox ব্যবহার করুন। |
ছবি আপলোড করে প্রবেশপত্র তৈরী করার শেষ সময় ২২শে সেপ্টেম্বর ২০১২, মধ্য রাত (রাত ১১ টা ৫৯ মিনিট) |
আমি Nayim_Tarchira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা ভাল লাগে টাই করি । সুপার পাগল
অনেক অনেক ধন্যবাদ। কাজে আসবে।