ALL YOU NEED IS A WORMHOLE,THE LARGE HARDON COLLIDER OR A ROCKET THAT GOES REALLY FAST
(আগে জেনে নিন Wormhole হচ্ছে Theoritically, Einstien এর Relativity Theory থেকে প্রাপ্ত ধারনা যা কিনা ২টি স্থান কিংবা ২টি ভিন্ন সময় এর মধ্যে shartcut পথ তৈরী করে। ধরুন আপনি মতিঝিল থেকে বনানি যাবেন। দূরত্ব ১০ কিমি, যদি আপনি shortcut পথ খুজেপান যার দৈর্ঘ্য .৫ কিমি তাহলে তো খুব সহজেই যেতে পারবেন। এটাই Wornhole .এই shortcut জিনিষ টা সময় এর ক্ষেত্রেও প্রযোজ্য।)
(এই প্রবন্ধটি Stephen Hawkin এর। আমি শুধু এটাকে বাংলা তে লিখলাম। Steven Hawkin এটা Discovery Channel এর এক TV serial এর জন্য বলেন।তুমুল জনপ্রিয়তা পায় এটি। Si-Fi ফ্যান হিসেবে ভাবলাম এটা আমার শেয়ার করা উচিত। এটি আমার প্রথম টিউন । যতটা সম্ভব গুছিয়ে লেখতে try করেছি । কিছু বুঝতে না পারলে Comment করবেন এবং পড়া শেষ এ ধন্যবাদ টা আশা করি দিবেন । শুধু পড়ে চলে যাবেন না একটা comment করবেন তাহলে আমি বুঝব কতজন এ রকম উচ্চ ধারার Physics নিয়ে আগ্রহী এবং আমি এর বাকি অংশ সহ আরও দুটি টিউন করব।)
হ্যালো আমি Steven Hawkin.আমি একজন পদার্থবিদ, মহাবিশ্ব তত্ত্ববিদ এবং বলতে পারেন কল্পনা প্রেয়সী। Although I cannot move and I have to speak through a computer, in my mind I am free. Free to explore the universe and ask the big questions, such as: is time travel possible? Can we open a portal (পথ) to the past or find a shortcut to the future? Can we ultimately use the laws of nature to become masters of time itself?
Time Travel" কে একসময় বলা হতো scientific heresy । আমি তখন এটা নিয়ে কথা বলা থেকে এড়িয়ে যেতাম কারন ভয় পেতাম পিছে লোকে আমাকে পাগল বলে। কিন্তু এখন আর আমি এগুলি নিয়ে ভাবি না। এখন নিজেকে সে সব ব্যাক্তির একজন মনে করি যারা Stonehenge তৈরী করেছিলেন। সময় নিয়েই এখন আমি আমার সময় কাটাই(I'm obsessed by time )।
যদি জানতে চান কিভাবে Time Travel সম্ভব তাহলে চলুন সময়কে দেখি যেভাবে একজন পদার্থবিদ দেখেন--একে বসিয়ে দিন চতুর্মাত্রার জগতে। আমরা সবাই জানি, পৃথিবীর সব বস্তু এমনকি আমিও যে চেয়ার এ বসে আছি তাও ত্রিমাত্রিক।পৃথিবীর সব বস্তুর ই দৈর্ঘ্য, প্রর্স্থ ও উচ্চতা আছে।
কিন্তু এখানে আরেক প্রকারের পরিমাপ আছে এতে হল সময়ের পরিমাপ। উদাহরণ দেখুন, মানুষ গড়ে বেঁচে থাকে ৮০ বছর,Stonehenge এর পাথর গুলো হাজার বছরের পুরনো আবার Solar system Billion বছর ধরে চলছে। Space থেকে শুরু করে সব কিছুরই সময়ে একটা নির্দিষ্ট পরিমাপ আছে ।(অর্থাৎ দৈর্ঘ্য, প্রর্স্থ ও উচ্চতা এর পাশাপাশি সময়।) সময়ের মধ্য দিয়ে যাওয়া মানে চতুর্মাত্রার জগতের মধ্য দিয়ে যাওয়া।
এখন এটা বুঝতে হলে কল্পনা করুন --- আপনি সোজা road এ drive করছেন-এটা একমাত্রিক,বামে-ডানে ঘুরলেন তাহলে ২য় মাত্রা যোগ করলেন, উচু-নিচু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন তাহলে তা হল ত্রিমাত্রিক(কারন আগে ছিল দৈর্ঘ্য, প্রর্স্থ এখন যোগ হল উচ্চতা) । সুতরাং এই হল আপনার তিন প্রকারের গতিশীল অবস্থা।কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কিভাবে সময়ের মধ্যে দিয়ে যাই? চতুর্মাত্রার জগতে আমরা কিভাবে প্রবেশ করি?
Si-fi বিভিন্ন Film এ আপনারা দেখে থাকবেন Time Travel এর জন্য তারা বিশাল এক মেশিন তৈরি করে যা চালাতে প্রচুর Energy প্রয়জন।এই মেশিন চতুর্মাত্রার জগতের মধ্যে দিয়ে যাবার অর্থাৎ সময়ের মধ্যে দিয়ে যাবার জন্য সুরঙ্গ তৈরী করে। Concept টির পুরটা কাল্পনিক এবং বাস্তবতা থেকে অনেক দূরে হতে পারে কিন্তু এই ধারনাটি পাগলামির সামিল নয়।
পদার্থবিদরাও ‘সময়ের মধ্যে দিয়ে সুরঙ্গ’ নিয়ে গবেষনা করছেন, কিন্তু অন্য Angle থেকে।
দেখা যাচ্ছে যে, আমরা ধরে নিয়েছি এটা সম্ভব। এবং আমরা তাদের নাম দিয়েছি “WORMHOLES” . সত্যি কথা বলতে গেলে Wormholes গুলো আমাদের চারপাশেই আছে, কিন্তু তারা খুবই ক্ষুদ্র বলে আমরা তা দেখতে পারছি না।
প্রকৃতির কোন কিছুই Flat কিংবা Solid নয়। আপনি যদি কোন কিছু কাছ থেকে সুক্ষ ভাবে পযবেক্ষন করেন তাহলে দেখবেন সেই বস্তুতে কিছু গর্ত (holes) বা কুঞ্চিত রেখা(wrinkles) আছে। এটা পদার্থ বিজ্ঞানের এক প্রাথমিক Theory এবং সময়ের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য ।
যেমনঃ PoolBall এর মতো মসৃণ জিনিসেও আপনি wrinkles এবং voids(শুন্য স্থান) দেখতে পারবেন। সুতরাং আপনি দেখতে পারছেন ১ম তিন মাত্রার ক্ষেত্রে ইহা প্রযোজ্য(কি প্রযোজ্যঃ Bold Line দেখুন) । এখন আমাকে বিশ্বাস করুন-সময়ের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য। সময়ের মধ্যেও আনেক ফাটল আছে(There are tiny crevices, wrinkles and voids in time) ।
আপনার ধারনার চেয়েও ক্ষুদ্র বস্তু এমনকি অনু-পরমানুর চেয়েও ক্ষুদ্র বস্তুর জগত আছে যাকে আমরা Quantum Foam বলছি। এই সেই যায়গা যেখানে Wormholes গুলো থাকে। প্রতি মুহূর্তে space এবং time এর মধ্যে ক্ষুদ্র Tunnel বা Shortcut তৈরী হচ্ছে আবার সাথে সাথেই ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আসলে দুটি ভিন্ন স্থান এবং দুটি ভিন্ন সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
কিন্তু দুর্ভাগ্য ক্রমে এই RealLife tunne গুলো আসলে ১ Centimeter এর ১০০০/১০০০০/১০০০০ কোটি ভাগ।মানুষের জন্য আকারে খুবই ছোট। আর এখানেই “Worm hole Time machine’ ধারনার জন্ম।
কিছু বিজ্ঞানী মনে করেন এই Wormhole গুলো কে হাজার-হাজার কোটি গুণ বড় করে তোলা সম্ভব যাতে করে মানুষ এমন কি SpaceShip ও এর মধ্যে প্রবেশ করতে পারে। Advance Technology এবং পর্যাপ্ত শক্তি দিয়ে এ wormhole গুলো কে Space এ তৈরী করা সম্ভব ।
আমি বলছি না এটা সম্ভব কিন্তু যদি আমরা পারি তাহলে এটা হবে এক Remarkable Machine.
Wormhole গুলোর এক প্রান্ত থাকবে পৃথিবীতে এবং অন্য প্রান্ত থাকবে হাজার-হাজার কোটি Light-years দূরের অন্য কোনও গ্রহে।
Theoretically , Wormhole বা Time Tunnel গুলো অন্য গ্রহে আমাদেরকে নিয়ে যাবার সাথে সাথে আরেকটি কাজ করতে পারে।যদি Time Tunnel গুলোর শুরু এবং শেষ একই স্থানে হয় এবং স্থানের পরিবর্তে তারা সময় দ্বারা পৃথক থাকে তবে কি হল? আপনি Tunnel এর মধ্যে ঢুকলেন এবং বের হবার সময় একই স্থান এ আসলেন ।কিন্তু সময় পরিবর্তিত হল। হয়তবা অতীতে গেলেন Dinosaur রা দেখল Space Ship পৃথিবীতে land করছে।
The fastest manned vehicle in history was appolo-11.It reached 25000 mph. কিন্তু আমরা যদি সময়ের মধ্যে দিয়ে যেতে চাই তাহলে আমাদের কে এর চেয়ে ২০০০ গুণ বেশি দ্রুত ছুটতে হবে।
এখন আমি বুঝি 4th dimension নিয়ে চিন্তাভাবনা সহজ নয়।এবং Wornhole গুলো এতই Tricky Concept যে আপনার মাথা ঘুরিয়ে দিবে।তবে ধৈয্য ধরুন।
এখন আমি একটা সহজ Experiment করব এবং এর ফলাফল বলে দিবে আপনি কি Wormhole দিয়ে আদৌ Time travel করতে পারবেন? এটা কি বর্তমানে সম্ভব কিংবা ভবিষ্যতেও কি সম্ভব হবে? বলে রাখি, আমি সহজ experiment এবং champagne পছন্দ করি।
তাই আমি আমার এই প্রিয় দুটি জিনিষ একসাথে করেছি। চলুন দেখি ভবিষ্যৎ থেকে অতীতে Time Travel করা যায় কিনা?
(চলবে এবং পরে ফুল প্রবন্ধ complete হলে pdf করবো । এটা আমার প্রথম Post . আশা করি positively নিবেন. And Don't Leave without Leaving Any Comment )
আমি koushikjay66। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন,পরবর্তি অংশ তারাতারি দিন।