চুয়েটে চালু হচ্ছে টেলি-প্রকৌশল বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান ২০১২-১৩ শিক্ষাবর্ষে নতুন এই বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সোমবার নতুন এই বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন।

ফজলুর রহমান জানান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে। নতুন এই বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ১২টি বিভাগ হয়েছে।২০১২-১৩ শিক্ষাবর্ষে এই ১২টি বিভাগে মোট ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

উলেখ্য আগামী ১০ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পূর্ব প্রকাশিতঃ http://www.EduportalBD.com

Level 0

আমি EduPortalBD.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিক্ষাসম্পর্কিত সকল তথ্যের জন্যঃ www.EduportalBD.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস