জবিতে আজ থেকে মুঠোফোনে ভর্তির আবেদন গ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথমবর্ষের ভর্তির আবেদন কার্যক্রম মোবাইল এসএমএস’র মাধ্যমে  শুরু হচ্ছে  আজ থেকে। মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তির এ আবেদন গ্রহণ চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদন করার যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ বিভিন্ন বিষয়ের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার জন্য ৭.৫ এবং অন্যান্য শাখার জন্য জিপিএ ৭.০ থাকতে হবে। মোট জিপিএ চতুর্থ বা ঐচ্ছিক বিষয়সহ গণনা করা হবে। তবে এস.এস.সি./সমমান অথবা এইচ.এস.সি./সমমান কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে হলে আবেদন করা যাবে না।

অন্যদিকে, জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে ‘সি’-গ্রেডসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১০ বা ২০১১ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দু’টি বিষয়ে ‘সি’-গ্রেডসহ উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত

Level 0

আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar lekher sironame jahangirnagar university’r monogram babohar kora hoese. ota jobi’r monogram noy. ju (jahangirnagar university) monogram.

jahangirnagar university এর খবরটা একটু বলেন ভাই ।