আজ আমরা শিখব ট্রেনের উপর কিছু পাটিগনিতের সমস্যা ও অতি দ্রুত সেগুলি কিভাবে সমাধান করা যায় তার কৌশল। প্রথমত জানিয়ে রাখি – অতি দ্রুত সমাধান বললেই আমাদের মনে হতে পারে - কিছু সর্ট কাট মেথড বা ফরমূলা । না , আমার মতে শুধুই চোখ কান বুজে কিছু শর্ট কাট ফর্মূলা শেখার ক্ষেত্রে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশী , কারন এক্সাম হলে একবার একটু গুলিয়ে গেলেই আর ঠিক করা খুব মুশকিল । তাই আমার পন্থা –মধ্যপন্থা ।
আজ এই টুকুই । আপনারা যেটুকু শিখলেন , বার বার অভ্যেস করুন। আমি আর একটি প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি , আপনার শেখার কাজটা কতটুকু হল সেটা পরখ করে নিন। সকলে ভালো থাকবেন ।
আমার আপনাদের কাছে শুধু একটাই - অনুরোধ , যদি সত্যিই মনে হয় এই টিপস গুলূ পরীক্ষার হলে অন্যান্য প্রতিযোগীদের থেকে আপনাকে অনেক সুবিধাজনক যায়গায় রাখবে, যদি সত্যি মনে হয় এগুলো আপনাদের কাজে লাগছে , তাহলে কমেম্নটস করতে ভুলবেন না ।
এই ধরনের আরো দুইটি পোস্ট - ম্যাজিক ম্যাথ বা কুইকার টিপস ফর ম্যাথ পেতে হলে আমার ব্লগে আমন্ত্রন রইল । সেখানে এই নোটস গুলির পি ডি এফ ফাইল ও দাউন লোড করতে পারবেন ।
আমার ব্লগের ঠিকানা নীচে বা এই খানে ক্লিক করুন
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
অপু ভাই আপনার মতো হতে ইচ্ছা করে. সব ক্ষেত্রেই আপনার সাবলীল বিচরণ.
আমার মাথায় বাংলা ছাড়া আর কিছুই খেলা করে না 🙁 🙁 🙁