কেমন আছেন আপনারা । অনেক দিন টিউন করি না । কারন এখন যে কেও টিউন করে । আমাগো মতোন মানষের টিউনতো কেও পড়বে না । আজ একটা ভিন্ন টিউন করবো । এটা আমি পর্ব হিসাবে দেব । সাথে থাকুন অনেক কিছু শিখতে পারবেন । আর কমেন্ট তো আর কি বলবো । তাহলে শূরু করা যাক আপনারা কি জানেন আমাদের পথিবিতে কত রকম জিনিস আছে কত কি তা জানতে আমার ধারাবাহিক টিউন পরুন । প্রঃ পথিবির কোথায় সাত শয়তানের আজব রাস্তা আছে? উঃ জার্মানীর একটি রাস্তার নাম "সাত শয়তানের রাস্তা" প্রঃপথিবির কোন দেশের মেয়েরা ইচ্ছামত ১৮ বার স্বামি বদল করতে পারে? উঃ ভারতের ভড্ডা গোত্তের মেয়েদের এ অধিকার আছে । প্রঃ পথিবির কোথায় লোকেরা তীর ধনুক দিয়ে মাছ শিকার করে? উঃ আফ্রিকার উগান্ডা ও মিশরের মধ্যবর্তি এলাকার লোকেরা । প্রঃ পথিবির কোথায় চুলের গাছ পাওয়া যায়? উঃ অস্ট্রেলিয়ায় এক প্রকার গাছ আছে যার পাতা হুবাহু চুলের মত । প্রঃ পথিবির কোথায় ইদুরের মন্দির আছে? উঃ ভারতের রাজস্থানে । প্রঃ পথিবির কোথায় পানির নিচে রেল স্টেশন আছে? উঃ জাপানে । প্রঃ কোন ব্যাক্তি জীবন্ত সাপ ভক্ষন করতে পারে? উঃ চাপাইনবাবগন্জ জেলার রহনপুর এলাকার পসাদপুরের আইনাল । প্রঃ পথিবির কোন দেশে মাতব্বরদের কবর পানির নিচে দেওয়া হয়? উঃ শর্টল্যান্ড দ্বীপের গিসু উপজাতির । প্রঃ কোন প্রানির জীহ্বা তার দেহের চেয়ে তিনগুন বেশি লম্বা ? উঃ লিমপেট নামক সামুদ্রিক শামুকের । প্রঃ কোথায় অপরাধের জন্য ঘোড়াকে ফাসি দেওয়া হয়েছিল ? উঃ ১৬১০ সালে স্কটল্যান্ডে । ঘোড়ার অপরাধ ছিল চোরের সাথে সেচ্ছায় চলে যাওয় । প্রঃ কোথায় স্বামিদেরকে নিজ স্তীকে প্রতিবছর টাকা দিয়ে কিনে নিতে হয় ? উঃ পূর্বভারতের মনিপুর রাজ্যের "সাবিউ" গোত্রের পুরুষদের । প্রঃ কোথায় পাগলদের সম্মেলন হয়েছিল? উঃ বাংলাদেশের মেহেরপুর শহরের ঐতিহাসিক সামসুজ্জোহা পার্কে । প্রঃ কোন দেশের কোন ব্যাঙ আকাশে উড়তে পারে? উঃ ইন্দোনেশিয়ার বাকো কোরাস ব্যাঙ । প্রঃ কোথাকার পুরুষেরা মহিলাদের পরিবর্তে গহনা ও বোরখা পরে থাকে? উঃ উত্তর আফ্রিকার সাহারা অন্ঞলের মুসলিম অধিবাসীরা । কেমন লাগলো আমার টিউনটা যানাবেন । আশা করি এটা থেকে কিছু শিখতে পেড়েছেন । আমি সবসময় চায় কিছু শিখাতে । একটা শব্দ ভুল হয়েছে সেটার জন্য আমি দুঃখিত । আমার একটা ব্লগ আছে চাইলে সেটা দেখতে পারেন । http://techtunes.wapsite.me আমাকে ফেসবুকে পাবেন । http://facebook.com/md.sagor.35 যে কোন সম্যসায় আমার সাথে যোগাযোগ করতে পারেন । 8801763968975
আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।