লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০৪] :: মাত্র কয়েক ঘন্টার অনুশীলন – আর সহজ কিছু টেকনিক – নির্ভুল ইংরেজি লিখতে

আজ আমরা ধীরে ধিরে শিখব কিভাবে নিখুঁত ও নির্ভুল ভাবে ইংরেজি কম্পোজিসন লিখতে হয় । প্রথমেই মনে রাখতে হবে ভারী ভারী ইংরেজি শব্দ ব্যবহার বা  কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারলেই – নিখুঁত ইংরেজি লেখা হয় না । শুরু করতে হবে একদম সিম্পল ইংরাজি দিয়ে । নির্ভুল সিম্পল সেন্টেন্স কন্সট্রাকশন শিখে নিতে পারলেই কেল্লা ফতে । এর পরের ধাপে আমরা সেই কম্পোজিসনে মশলা পাতি দিয়ে সেটাকে আরো  স্পাইসি বানাতে শিখব । কিন্তু প্রথম এক মাস অন্তত সিম্পল সেন্টেস -অথচ সেটা হবে নির্ভুল । এর উপরেই জোর দিতে হবে । তাহলে আসুন শুরু করা যাক ।



১। কি নিয়ে লিখবেন । সেটা নিয়ে খুব বেশি না ভেবে । আপনার চোখের সামনে যা দেখছেন সেটাকে নিয়েই কিছুটা কল্পনার রঙ মিশিয়ে লেখা শুরু করতে হবে ।

২। মুল বিষয় গ্রাম্যাটিক্যাল এরর যেন না থাকে । 

৩। লেখার সাথে সাথে  টেন্স আর ভয়েস এই দুইটিকে নিয়মিত চর্চা করে যেতে হবে ।

৪। প্রথম প্রথম লেখার ক্ষেত্রে  খুব বেশী কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার  না করে  -চেষ্টা  করুন একদম সিম্পল সে্নটেন্স কন্সট্রাকশন করতে । পরে পরে আরো কিছুটা রপ্ত হয়ে গেলে  ক্লজ, গ্রুপ ভার্ব , সুন্দর সুন্দর ফ্রেজ বা ইডিয়মস  যোগ করতে শিখব।

আজকের প্লট 

কল্পনা করুন আপনি একটা ক্লাবের বা অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ মেম্বার । আপনার ক্লাব থেকে একটি বনসৃজন প্রকল্পের সুন্দর অনুষ্ঠান করা হয়েছে বা নিদেন পক্ষে ধরে নিন আপনার স্কুলেই একটা বনসৃজন প্রকল্পের উপর সুন্দর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল । যদি বলা হয় এই অনুষ্ঠানের উপরে অন্তত বিশ লাইন ( প্রায় ২০০-২৫০ ওয়ার্ড ) লিখুন । যদি বলে বাংলায় মনের কল্পনার রঙ্গে মোটামুটি ভাবে মিশিয়ে  বেশ কিছু বাক্য মনে মনে সাজিয়ে নিন । আমার মনে হয় অবশ্যই পারবেন ।

বৃক্ষ রোপনের উপর এক সুন্দর অনুষ্ঠান  

 ১। বৃক্ষরোপণ  গত ২৬ শে জুলাই আমরা আমাদের ব্লক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে   বনভূমি দিবস পালন করেছিলাম।

 ২। খুব সকাল সকালেই আমরা আমাদের ক্লাব চত্বরে ছুটে গিয়েছিলাম 

৩। এই অনুষ্ঠানের জন্য গত জুন মাস থেকে  প্রস্তুতি চলছিল।

৪। আমরা ফুল , লতা পাতা  ও রঙ্গিন কাগজ দিয়ে আমাদের ক্লাব চত্বরকে সাজিয়ে ছিলাম ।

৫। অনুষ্ঠান মঞ্চ ও গেটের নামকরণ করা হয়েছিল  রবীন্দ্রনাথ ও নজরুলের  নামে ।

৬। সকাল ৮ টার সময় অনুষ্ঠান শুরু হয়েছিল। আমরা সবাই অনুষ্ঠান মঞ্চের সামনে হাজির হয়েছিলাম ।

৭। অনুষ্ঠানে অনেক বিশিষ্ঠ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

৮। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব।

৯। তিনি  ক্লাবের পতাকা উত্তোলন করেছিলেন।

১০। উদবোধনী সঙ্গীত পরিবেশন করেছিলেন আমাদের ক্লাবেরই কিছু মহিলা সদস্যা ।

১১। এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছিল

১২। কিছু কিছু স্কুল বাচ্চারা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল । কেউ  আবৃত্তি  করেছিল।  

১৩।  ছোট বাচ্চাদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ।

১৪। ৩-৫ বছর বয়সী বাচ্চারা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল ও তারা সকলেই খুব এনজয় করেছিল।

১৫। ম্যাজিস্ট্রেট সাহেব বৃক্ষ রোপন অনুষ্ঠানের সূচনা করেছিলেন

১৬। ক্লাব সদস্যরা বিভিন্ন ধরনের ফলের গাছ রোপোন করেছিলেন।

১৭। অনুষ্ঠানের সভাপতি বৃক্ষরোপোনের প্রয়োজনীয়তার উপরে ভাষণ দেন।

১৮। তিনি বলেন সরকার দারিদ্র্য দূরীকরণ এর জন্য বিভিন্ন রকমের সামাজিক বনসৃজনের  কর্মসূচী  নিচ্ছে ।

১৯। প্রতি বছর ব্যাপক সংখ্যক গাছ ধ্বংস করা হচ্ছে ।

২০। তাই আমাদের অবশ্যই এই ক্ষতি পূরন করতে হবে

২১। অনুষ্ঠানের শেষে সকল সদস্যদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়েছিল। 

ব্যাস আমাদের অর্ধেক কাজ শেষ। এইবার বাকি অর্ধেক কাজ  । তাহলে আমরা বুঝে গেলাম আমাদের কি করতে হবে । প্রথমেই আপনারা  যেকোন ঘটানা কে – নিজের মত করে ছোট ছোট কয়েকটি বাক্যে সাজিয়ে লিখে ফেলুন  ও সেগুলিকে এরপর সহজ ইংরেজিতে লেখার চেষ্টা করুন। প্রথম প্রথম একটু ভূল ভাল হবে। কিন্তু দেখবেন ,কয়েক সপ্তাহের প্রচেষ্টাতেই অনেকটা রপ্ত করে নিতে পারবেন।

এবার আসি ইংরেজিতে কিভাবে লিখব । আমি একটা একটা করে বাক্য ধরে ধরে লিখতে চেষ্টা করছি। তার আগে একটু গ্রামার ঝালিয়ে নিই-

আবার ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করি দেখবেন সহজে আর ভূল হবে না । বাংলায় বাক্য গঠন আর  ইংরেজিতে বাক্য গঠনের মূল তফাৎটা সবসময় মনে রাখতে হবে ,এটা ঠিক একটি বাঙালি পরিবার আর এক ইংরেজ পরিবারের আহারের রীতি নীতির মধ্যে যে পার্থক্য –বাক্য গঠনেও সেই একই পার্থক্য । ধরি বাক্যের কর্তা যেন বাড়ির কর্তা , বাক্যের ক্রিয়া যেন বাড়ীর গিন্নী , ছেলেমেয়েরা যেন কর্ম, আর প্রিপোজিসন এর পর যারা বসে তারা যেন বাড়ীর অন্যান্য আশ্রিত সদস্য। বাঙ্গালী পরিবারে কি হয় কর্তা আগে খেতে বসেন ,তারপরে বসে ছেলেমেয়েরা ,আর গিন্নী বসেন সব শেষে। কিন্তু ইংরেজ পরিবারে কর্তার ঠিক পরি বসেন গিন্নী , আর তার পাশে কর্ম স্থানীয় ছেলেমেয়েরা আর তারপর প্রিপজিসন দিয়ে অন্যান্য আশ্রিত সদস্যরা।অথবা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস   এর মত অতিথি –অভ্যাগতরা।

এজন্য বাংলায় – ‘আমরা ভাত খাই’  কিন্তু ইংরাজিতে- ‘আমরা খাই ভাত’ বা ‘ We eat rice’

 এরপর আরো বাড়াতে হলে ‘ We eat rice at noon  ’(  আমরা দুপুরে ভাত খাই)

কিংবা, ছেলেরা বিকেলে ফুটবল খেলে- ‘ The boys    play   football in the after noon

                                                            Sub             Verb        Object     prep

  ব্যাস প্রাথমিক পর্ব শেষ , এইবার আসি আমাদের আজকের ঘটনায় -

আমাদের যে ঘটানাটার কথা লিখেছি সেটা অতীতের একটা ঘটনা। তাই আমরা পাস্ট টেন্স ব্যবহার করব ।

 Past Tense  এর মধ্যে সবথেকে বেশী যেটা ব্যবহার হয় সেটা হল   Past Indefinite  বা সাধারন অতীত।  

এর গঠন কেমন ?

 সাবজেক্ট + ভার্বের পাস্ট ফর্ম + অব্জেক্ট ( বা অন্যন্য কিছু )

  রাম ফুটবল খেলেছিল ।   Ram Played football.

  এটা তো অ্যাক্টিভ ভয়েসে আছে , যদি ভয়েস চেঞ্জ করতে হয় , অর্থাৎ কর্তার উপর গুরুত্ব না দিয়ে যদি কর্মের উপর গুরুত্ব দেওয়া হয় ( বা কর্তা উহ্য থাকে ) তাহলে আমাদের অই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে।    Football was played by Ram .

     Sub(যেটি পূর্বে অব্জেক্ট ছিল)  + was/were +Vppt+ Object (যেটি পূর্বে সাজেক্ট ছিল )

আরো কয়েকটি উদাহরন দিয়ে নিই- কারন এটা দিয়েই আমাদের মূল কার বার ।

                      

                         Past Indefinite

বাংলা বাক্য

Active Voice

Passive voice

Sub + Vএর পাস্ট + Obj

Sub +was/were+Vএর 3rd ফর্ম Obj

সুমন গল্পটি লিখেছিল।

 Sumon wrote The story.

The story was written by Sumon

সে আমগুলি কিনেছিল

 He bought the mangoes

The mangoes were bought by him.

সবিতা একটি গান গেয়েছিল

 Sabita sang a song

A song was sung by Sabita.

মিলন পেন্সিল টি ভেঙ্গেছিল।

Milon broke the pencil.

The pencil was broken by Milan. 

তাহার গল্পটি ভুলে গিয়েছিল

 They forgot the story.

The story was forgotten by them

 মিলন ঘুড়ি উড়িয়েছিল

Milon flew a kite .

A kite was flown by Milan

   

এছাড়া অপেক্ষাকৃত কম প্রয়োজন হলেও  Past Continuous   and  Past Perfect Continuous Tense  টা ও সাথে সাথে তাদের  Voice Change   টাও একবার রিভিসন দিয়ে নিই-  

                             Past Continuous Tense

বাংলা বাক্য

  Past Continuous

Passive voiceএ কি হবে

Subwas/were+ Vএর ingObj

Sub +was/were-being +Vএর 3rdফর্ম Obj

আমি ফুটবল খে্লিতেছিলাম

I was playing football.

Football was being played by me.

সে গান গাইতেছিল।

She was singing a song

A song was being sung by her

ব্যাস আমাদের যেটুকু সীমিত অস্ত্র-শস্ত্র ছিল, তা শান দিয়ে নিয়েছি । এবার এই টুকু দিয়েই যুদ্ধে নেমে পড়ার পালা । এরপর একটা একতা করে শত্রু । থুড়ি বাক্য ধরব আর নিকেশ করব। কি রেডি তো তাহলে শুরু করা যাক ।

১।    ২৬ শে জুলাই আমরা আমাদের ব্লক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে   বনভূমি দিবস পালন করেছিলাম।

কি বাক্যটা একটু কঠিন , তাহলে আগাছা গুলিকে বাদ দিয়ে একটু সরল করে লিখি –

 মূল বাক্য – ‘আমরা বনভুমি দিবস পালন করেছিলাম’। এবার সেই প্রথম গল্পের ইংরেজ পরিবারের খাওয়ার রীতির কথা মাথায় রেখে এট ভাবে সাজাও-‘আমরা পালন করেছিলাম বনভুমি দিবস’।

We celebrated the forest day. এবার আগাছা গুলিকে যোগ করুন কবে ? না ২৬ শে জুলাই। কোথায়? আমাদের ব্লক স্পোর্টস মাঠে । তাহলে বাক্যটি দাঁড়াবে-

 We  celebrated the forest day on 26th of July in our Block Sports Complex Ground. 

 না এখনি শেষ নয় , এইবার বাক্যটিকে প্যাসিভ ভয়েসে লেখা যাক, (কারন তোমরা যখন রিপোর্টিং করবে তখন এটা খুব কাজে লাগবে )

অর্থাৎ যদি বাক্যটা এরকম থাকত-

২৬ শে জুলাই  আমাদের ব্লক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে   বনভূমি দিবস পালন করা হয়েছিল।

The forest day’ was celebrated on 26th of July in our Block Sports Complex Ground.

 এখানে কর্তাকে ঊহ্য রাখা হয়েছে। আমরা যদি রিপোর্টিং করি তবে বেশীর ভাগ রিপোর্টিং এর ক্ষেত্রে  আমরা এই স্টাইলটাই মেন্টেন করব। )

এবার আসি ২য় বাক্যে-


২। খুব সকাল সকালেই আমরা আমাদের ক্লাব চত্বরে ছুটে গিয়েছিলাম   

এটা খুব সহজ ।   Simple Past  বা  Past Indefinite

আগাছা গুলি বাদ দিন, মূল বাক্য  ‘আমরা ছুটে গিয়েছিলাম’ -  We hurried to . (hurry- মানে তাড়াহূড়ো করে যাওয়া)

We hurried to our club premises early in the morning.  বা early in the morning টাকে সামনে নিয়ে গেলে শুনতে ভাল লাগে- তাই-

Early in the morning we hurried to our club premises



৩। এই অনুষ্ঠানের জন্য গত এক সপ্তাহ থেকে   প্রস্তুতি চলছিল।

দেখলেই বুঝবেন , এখানে যে বাংলা বাক্যটি আছে , সেটার কর্তা উহ্য বা কর্তা অপ্রধান। অর্থাৎ এটি প্যাসিভ ভয়েসে আছে। এটাকে অ্যাাক্টিভ ভয়েস আকারে লিখুন-

এখানে কেউ তো একটা কর্তা আছে, ধরে নিই –কর্তা ‘আমরা’

বাক্যটি দাঁড়ায়-  আমরা এই অনুষ্ঠানের জন্য গত এক সপ্তাহ ধরে  প্রুস্তুতি নিচ্ছিলাম।

এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।

 We had been preparing for this programme for last seven days.

 ব্যাস , অনুবাদ কমপ্লিট। আর যদি মনে কর ভয়েস চেঞ্জ করে লিখবে , তাও হবে , ভয়েস চেঞ্জ করে নিন-

 This Programme had been being  prepared by us for last Seven days.

 এটি গ্রাম্যাটিকালি সঠিক , কিন্তু আগেই বলেছি , লেখার ক্ষেত্রে আমরা  ‘by us ‘ টাকে উহ্য রাখতে পারি ও তাহলে ভালো শোনাবে। তাই এই ভাবে লিখি –

This Programme had been being  prepared for last Seven days.


৪। আমরা ফুল , লতা পাতা  ও রঙ্গিন কাগজ দিয়ে আমাদের ক্লাব চত্বরকে সাজিয়ে ছিলাম ।

এটা খুব সহজ ।   Simple Past  বা  Past Indefinite

আগাছা গুলি বাদ দিন, মূল বাক্য  ‘আমরা সাজিয়েছিলাম  ক্লাব চত্বরকে ’ -  We decorated.

We decorated our club premises with flowers, leaves and coloured papers.

এটা আমরা এভাবেই লিখব। কিন্তু শেখার জন্য বলছি যদি বলা হয় বাক্যটিকে পয়াসিভ ভয়েসে লেখো তো – কি পারব না ? কেন পারব না ? একটু সাহস করে লিখতে শুরু করে দিই

 Our club premises were decorated with flowers, leaves and coloured papers.

 এখানে কর্তাকে উহ্য রাখার স্টাইলটা , অর্থাৎ  By us  আর লিখলাম না। তাহলে ভালো দেখাবে। এর পর থেকে কিন্তু বার বার এই কথাটা মনে করিয়ে দেব না, ঠিক আছে ?


৫। অনুষ্ঠান মঞ্চ ও গেটের নামকরণ করা হয়েছিল  রবীন্দ্রনাথ ও নজরুলের  নামে ।

নাম করন করা হয়েছিল- দেখেই বোঝা যাচ্ছে – এটা প্যাসিভ ভয়েসে আছে,এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে।

গেট ও  মঞ্চকে আমরা নামকরন করেছিলাম রবীন্দ্রনাথ ও নজরুলের  নামে । এবার আগাছা বাদ দিয়ে মূল বাক্যটুকু লিখে ফেলি-

আমরা  স্টেজ ও গেট গুলিকে নামকরন করেছিলাম

 আমরা নামকরন করেছিলাম স্টেজ ও গেট গুলিকে

We named the stage and gates

এবার আগাছাগুলিকে লাগিয়ে ট্রান্সলেট করার পালা-

We named the stage and gates after the names Rabindranath and Nazrul .

 এখানে একটা নতুন জিনিস শিখে ফেললাম –

কারো নামে নাম করা – after the name of

 যাই হোক । এখনো কাজ শেষ হয়নি –বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আমরা ট্রান্সলেট করেছি। এবার এটাকে প্যাসিভ আকারে লিখলে কেমন দাঁড়াবে ?

 The stage and gates were named after the names Rabindranath and Nazrul .

৬। সকাল ৮ টার সময় অনুষ্ঠান শুরু হয়েছিল। আমরা সবাই অনুষ্ঠান মঞ্চের সামনে হাজির হয়েছিলাম ।

  সকাল ৮ টার সময় অনুষ্ঠান শুরু হয়েছিল

 এখানে  কোনো কর্তা দেখতে পাচ্ছেন ? না ত ? তাহলে এটা প্যাসিভে আছে। অ্যাক্তিভ করুন –মনে মনে একটা কর্তা ধরে নিন – ধরুন ‘আমরা’ এখানে কর্তা । তাহলে অ্যাক্টিভে বাক্যটি দাঁড়ায়-

আমরা সকাল ৮ টার সময় অনুষ্ঠান শুরু করেছিলাম।

আমরা শুরুকরেছিলাম অনুষ্ঠান সকাল ৮ টার সময়।

We started the programme at about 8 a.m in the morning.

যাই হোক । এখনো কাজ শেষ হয়নি –বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আমরা ট্রান্সলেট করেছি। এবার এটাকে প্যাসিভ আকারে লিখলে কেমন দাঁড়াবে ?

The Programme was started at about 8a.m in the morning

ও একটা জিনিস ভুলে গিয়েছিলাম। ৬ নং এ আরো একটি  ছোটো বাক্য রয়ে গিয়েছে-

আমরা সবাই অনুষ্ঠান মঞ্চের সামনে হাজির হয়েছিলাম

এটা খুব সহজ । Simple Past  বা  Past Indefinite

আমরা সবাই হাজির হয়েছিলাম অনুষ্ঠান মঞ্চের সামনে

We all assembled  in front of our Stage 



৭। অনুষ্ঠানে অনেক বিশিষ্ঠ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

   এটাকে আগে অ্যাক্টিভ আকারে লিখি-

 অনেক  বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

   Several Distinguished guests attended the function.

 প্যাসিভ বানান। জলের মতন সহজ-

The function was attended by  several distinguished guests.

 এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কি ? কর্তা কে কিন্তু আর উহ্য রাখিনি ? আপনি বলবেন কেন ? একটু আগেই তো আপনি শেখালেন কর্তা সাধারনতঃ উহ্য রাখা হয়, এটাই স্টাইল । কিন্তু এখানে কেন     রাখলাম না ? আরে ভাই  Distinguished guests  বলে কথা , তাদেরকে উহ্য রাখা চলে ?

৮। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব।

 এখানে লক্ষ্যকরুন –বাক্যটিকে একটু জইল মনে হলেও – ভেঙ্গে বেঙ্গে আলোচনা করুন-

‘আমাদের জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব’- বা  ‘The Executive magistrate of our District’ – এটি পুরোটাই হল- Subject বা কর্তা  

সভাপতিত্ব করেছিলেন- এটা ভার্ব । সভাপতি কথাটার মানে আমরা জানি- president , সেখান থেকে এসেছে সভাপতিত্ব করা - preside over, পাস্ট টেন্সে  হবে – presided  over

The Executive magistrate of our District presided over the Function

ব্যাস এইবারে এটাকে প্যসিভ ভয়েসে পরিনত করার কাজ ।

The Function was presided over by the Executive Magistrate of our District.

৯। তিনি  ক্লাবের পতাকা উত্তোলন করেছিলেন

এটি খুব সোজা। শুধু পতাকা উত্তোলন ইংরাজি জানলেই হবে। পতাকা উত্তোলন করা –hoist

He hoisted the flag of our club

১০।   উদবোধনী সঙ্গীত পরিবেশন করেছিলেন আমাদের ক্লাবেরই কিছু মহিলা সদস্যা ।

এটাকে অ্যাক্টিভ আকারে সাজিয়ে লিখুন-

আমাদের ক্লাবেরই কিছু মহিলা সদস্যা      পরিবেশন করেছিলেন     উদবোধনী সঙ্গীত

                    সাবজেক্ট                               ভার্ব                      অবজেক্ট

Few female members of our club   presented        the inaugural song

 চাইলে আমরা এটাকে প্যসিভ ফর্মেও লিখতে পারি-

 The inaugural song       was   presented   by few female members of our club

১১। এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছিল শুরু হয়েছিল

দেখেই বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ফর্মে আছে, কারন ? খুজে দেখুন কর্তা নেই বা কর্তার গুরুত্ব নেই ।

আমি  বোঝার সুবিধার জন্য ধরে নিই কর্তা হল- আমরা , তাহলে দেখুন বাক্যটিকে আমি ট্রান্সলেশনের সুবিধার্থে লিখতে পারি-

     আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু করেছিলাম।  বা

      আমরা শুরু করেছিলাম বিভিন্ন ধরনের অনুষ্ঠান

    We started various types of programmes

 এটার প্যসিভ ভয়েস কি হবে ?

Various types of programmes were  started     ( by us-উহ্য রাখলাম। )

আবার পুরো বাক্য টিকে দেখে নিই- এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছিল

Then  Various types of programmes were  started 


    

১২। কিছু কিছু স্কুল বাচ্চারা রবিন্দ্রসঙ্গীত গেয়েছিল । কেউ  আবৃত্তি  করেছিল। 

কিছু স্কুল বাচ্চারা রবিন্দ্রসঙ্গীত গেয়েছিল- Some school students sang Rabindrasnageet.

কেউ  কবিতা আবৃত্তি  করেছিল।  -  Some Recited poems

১৩।  ছোট বাচ্চাদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ।

  ‘আয়োজন করা হয়েছিল’ – দেখেই বোঝা যাচ্ছে –এটি প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ আকারে লিখুন-

(আমরা ) ছোটো ছোটো বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম।  বা –

(আমরা ) আয়োজন করেছিলাম  একটি বসে আঁকো প্রতিযোগিতার ছোটো ছোটো বাচ্চাদের জন্য

  We oranised  a sit –and- draw competition for the little children.

এটার প্যসিভ ভয়েস কি হবে ?

A sit –and- draw competition was oranised  for the little children.

                                                           (by usউহ্য  রাখলাম। )

১৪। ৩-৫ বছর বয়সী বাচ্চারা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল ও তারা সকলেই খুব এনজয় করেছিল।

বাক্যের প্রথম অংশ –

    ৩-৫ বছর বয়সী বাচ্চারা সেই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল

আচ্ছা আরো সহজ করে ভাবি- যদি বলি –‘বাচ্চারা অংশ গ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায়’ ।কি পারবেন না ? কেন পারবেন না , একদম সিম্পল পাস্ট। children participated in that competition

  এবার ভাবুন, ‘বাচ্চারা’ –এই কর্তার যায়গায়, ‘৩-৫ বছর বয়সী বাচ্চারা’ বসিয়ে দেব।

‘children of 3-5 years of age’

 তাহলে বাক্যটা দাঁড়াবে- Children of 3-5 years of age participated in that competition.

বাকি থাকল বাক্যের ২য় অংশ-

 তারা সকলেই এটাকে  এনজয় করেছিল।  They enjoyed it all.

  এবার একটি নতুন জিনিস শেখাব- এতক্ষন ধরে শুধুই আমরা সিম্পল সেন্টেন্স শিখছিলাম। কারন প্রথমক পর্যায় থেকে যাতে ধাপে ধাপে আমরা শিখতে পারি । তাই আমি ইচ্ছা করেই বাক্য গুলিকে সিম্পল সেন্টেন্সে রেখেছিলাম। কিন্তু মনে রাখতে হবে এইবার একটু একটু করে কমাউন্ড সেন্টেন্স লেখা শিখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স কেমন? সহজে বললে , যেখানে দুটি সিম্পল সেন্টেন্স আমরা পাশাপাশি রাখি আর তাদের কে and   বা  but   ইত্যাদি  দিয়ে জুড়ে দিই , সেটাই কমপ্লেক্স সেন্টেন্স । তাহলে উপরের দুইটি সরল বাক্যকে নিয়ে একটি যোগিক বাক্য বানাই।

Children of 3-5 years of age participated in that competition and they enjoyed it all.

১৫। ম্যাজিস্ট্রেট সাহেব বৃক্ষ রোপন অনুষ্ঠানের সূচনা করেছিলেন


   এটার মধ্যে আর কোনো জটিলতা নেই। একদম সিম্পল পাস্ট।শুধু সাজিয়ে নিন কাজ শেষ-

     ম্যাজিস্ট্রেট সাহেব সূচনা করেছিলেন বৃক্ষ রোপোন অনুষ্ঠানের

    Magistrate Sahib inaugurated the tree plantation programme

যদি বলি । এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। পারবেন না ? নিশ্চয় পারবেন-

The tree plantation programme was inaugurated by Magistrate Sahib

১৬। ক্লাব সদস্যরা বিভিন্ন ধরনের ফলের গাছ রোপোন করেছিলেন

   আমাদের ক্লাব সদস্যরা      রোপন করেছিলেন                   বিভিন্ন ধরনের ফলের গাছ

   Our club members            planted         various types of fruit trees  

 আমি বুঝতে পারছি , এবার এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে বলা মানে আপনাদের ২ সেকেন্ডের কাজ- তাহলে দেরী কেন করে দেন ।

Various types of fruit trees    were    planted      by our club members  

 দাঁড়ান ! দাঁড়ান , পরের বাক্যে যাওয়ার আগে আর একটু স্টাইল মাইর‍্যা লই। যদি বলি উপরের ১৫ ও ১৬ বাক্য দুটিকে জুড়ে দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে – দেখি চেষ্টা করে । আগে বাক্য দুটিকে পর পর লিখি –

The tree plantation programme was inaugurated by Magistrate Sahib

Various types of fruit trees    were    planted      by our club members  

এবার বানিয়ে ফেলুন কম্পাউন্ড সেন্টেন্স –

The tree plantation programme was inaugurated by Magistrate Sahib and Various types of fruit trees    were    planted      by our club members

 আরে দেখার কিছুই নাই , শুধু  and  দিয়ে যোগ করেছি।

১৭। অনুষ্ঠানের সভাপতি বৃক্ষরোপোনের প্রয়োজনীয়তার উপরে ভাষণ  দিয়েছিলেন ।

  আগে ভাষণ দেয়া ইংরেজিটা শিখে নিতে হবে -  deliver lecture   বা  deliver speeches

সাজিয়ে নিন –

            সম্নানীয় সভাপতি        ভাষণ দিয়েছিলেন           বৃক্ষরোপোনের প্রয়োজনীয়তার উপরে

                      সাব্জেক্ট                       ভার্ব                        অবজেক্ট

 Honb’le  president     delivered           speeches   upon importance of tree.

১৮। তিনি বলেন সরকার দারিদ্র্য দূরীকরণ এর জন্য বিভিন্ন রকমের সামাজিক বনসৃজনের  কর্মসূচী  নিচ্ছে ।

এখানে আগে দুটি শব্দের ইংরেজি শিখে নিয়ে তারপর ,

দারিদ্র্য দূরীকরন -  poverty alleviation

সামাজিক বনসৃজন= social aforestation

 এবার আসি মূল বাক্য কোন টুকু ? আগাছে বাদ দিলে –

সরকার বিভিন্ন রকম প্রকল্প গ্রহন করছে –

এটা কিন্তু আর পাস্ট তেন্স নয় । একদম –প্রেসেন্ট কন্টিনিউয়াস টেন্স ,

গঠন- S+ is/am/are + Ving+ object

Govt is undertaking different types of project

 তাহলে আগের বাক্যের সঙ্গে যোগ করে দিন - Govt is undertaking different types of social aforestation project for poverty alleviation

   সহজ করে বুঝবার জন্য আগাছা বাদ দিয়ে মূল বাক্য টি কি হল বলুন তো ?

Govt       is              undertaking    different types of social aforestation project

S      Aux Verb      Verb-ing                     Object

এখন যদি বলা হয় , এটাকেও প্যাসিভ ভয়েসে র‍্যপান্তরিত করুন- মনে হয় না খুব জটিল হবে ।

different types of social aforestation project  is  being undertaken  by The Govt.- ( এটি উহ্য ও রাখতে পারেন।  ) for poverty alleviation।

১৯। প্রতি বছর ব্যাপক সংখ্যক গাছ ধ্বংস করা হছে ।

ধ্বংস করা হছে- এটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। আগে আয়াক্টিভে পরিনত করুন। কর্তা কে ? কেউ নেই, উহ্য আছে। ধরুন আমি বা ময়ারা বা মানুষ কেউ না কেউ একটা কর্তা ।

আমরা প্রতি বছর ব্যাপক সংখ্যক গাছ ধ্বংস করছি।  এবার সাজিয়ে লিখুন-

আমরা ধ্বংস করছি ব্যাপক সংখ্যক গাছ প্রতি বছর।

 We   are         destroying    huge no of trees every year

S   +is/am/are  +    Ving     +      Object

 এবার এটাকে প্যাসিভ ভয়েসে পরিনত করা মানে আপনার কয়েক সেকেন্ডের খেলা।

Huge no of trees       are     being      destroyed    every year  ( by us – উহ্য)

২০। তাই আমাদের অবশ্যই এই ক্ষতি পূরন করতে হবে

এবার একটা নতুন ধরনের বাক্য শিখি । যখন বলা হবে – কিছু করতে হবে , তখন আমরা  Have to   এই ভার্ব টি ব্যবহার করি। যেমন –‘আমাকে যেতে হবে’-  I have to go

 তাকে খেলতে হবে - He has to play .   আমাদের জানতে হবে - We have to know

তাহলে,  আমাদের গাছ লাগাতে হবে - We have to plant trees

 আমাদের ক্ষতিপূরণ করতে হবে -   We have to compensate

আমাদের  অবশ্যই এই ক্ষতিপূরণ করতে হবে -   We must have to compensate this loss

২১। অনুষ্ঠানের শেষে সকল সদস্যদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়েছিল। 

passive voice  এ আছে ।আগে অ্যাাক্টিভ করুন।

(আমরা ) সকল সদস্যদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন করেছিলাম। এবার সাজান

আমরা          বিতরন করেছিলাম        ফল ও মিষ্টি   সকল সদস্যদের মধ্যে

 We        distributed         fruits and sweets  among the club members

  এটাকে পয়াসিভ বানোনো তো আপনার বাঁ হাতের খেল ? কি তাই না ?

Fruits and sweets  were    distributed (by us-এটাকে উহ্য রাখতে পারেন) among the club members ।

 ওহ্‌ এতক্ষনে শেষ হল। কি হল একবার দেখবেন ? ঠিক আছে দেখে নিন-

A nice Programme on Tree Plantation

We celebrated the forest day on 26th of July in our Block Sports complex. Early in the morning we hurried to our club premises. We had been preparing for this programme for last seven days. This Programme had been being prepared for last Seven days. Our club premises were decorated with flowers, leaves and coloured papers. The stage and gates were named after the names Rabindranath and Nazrul . The Programme was started at about 8a.m in the morning. We all assembled in front of our Stage. The function was attended by several distinguished guests. The Function was presided over by the Executive Magistrate of our District. He hoisted the flag of our club. The inaugural song was presented by few female members of our club.  Then various types of programmes were started. A sit –and- draw competition was organised  for the little children. Children of 3-5 years of age participated in that competition and they enjoyed it all. The tree plantation programme was inaugurated by Magistrate Sahib and various types of fruit trees    were    planted by our club members. Honb’le president delivered speeches   upon importance of tree. He said, “different types of social aforestation project is being undertaken by the Govt. for poverty alleviation. Huge no of trees       are being destroyed every year. We must have to compensate this loss by planting more number of trees”. At the end of the function, fruits and sweets were distributed among the club members.

ব্যাস আমার গল্প ফুরোলো নোট হাছটি মুড়োলো। এবার আপনাদের কাজ-

১। উপরের লেসন টি অন্ততঃ পাঁচ বার পড়ুন ও তার পর বাক্যগুলি নিজে নিগে লেখার অভ্যেস করুন। ভয়েস  বা টেন্স নিয়ে কনফিউসন থাকলে । আমার ভয়েস এর উপর আগের পোস্ট টি পরএ নিন। তারপর শুরু করুন ।

২। আমারা আমাদের নিজেদের শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য যেমন প্রতিদিন কিছু কিছু ব্যায়াম করি সে রকম – হঠাত করে লিখতে গেলেন। লেখার দিকে নজর দেবেন না টেন্স ও ভয়েস এর দিকে ?  যাদের এই রকম দূর্বল গ্রামার বেস , আমার পরামর্শ , ভয় পাবেন না । আপনি প্রতিদিন একটা ব্যায়াম করতে পারেন। যেকোন একটা বাক্যকে নিয়ে –সবগুলি টেন্সে ও তাদের সংশ্লিষ্ট ভয়েসে ছকের সাহায্যে রুপান্তরিত করুন । দেখু মাত্র ২-৩ দিনের মধ্যেই আপনার টেন্স ও ভয়েস অনুযায়ী সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সমন্ধে একট স্বচ্ছ ধারনা  তৈরী হয়ে যাবেই । তারপর লিখতে শুরু করুন , আপনার কনফিডেন্স আর নষ্ট হবে না। ছকগুলি কেমন হবে একটা দেখিয়ে দিচ্ছি –

তবে যাদের টেন্স ও ভয়েস নিয়ে কোনো সমস্যাই নেই তাদের ক্ষেত্রে এটা করার দরকার নাই।

  

 মূল ভার্ব -  Write  ,  Past- wrote  , past participle- written

Tense

Indefinite

Continuous

Perfect

Perfect continuous

Present

I write  a book

I am writing  a book

I have written  a book

I have been writing a book

A book is written  by me

A book is being written by me

A book has been written  by me

A book has been being written  by me

Past

I wrote  a book

I was writing a book

I had wrote a book 

I had been writing a book

A book was written by me

A book was being written by me

A book had been written by me

A book had been being written by me

Future

I shall write  a book

I shall be writing a book

I shall have read a book

I shall have been writing a book

A book will be written be me

A book will be being written by me.

A book will have been written by me 

A book will have been being written by me

 এই রকম ছক , দেখে মনে হতে পারে খুবই সোজা। কিন্তু আমি বলব – যারা একদম শুরু থেকে শিখতে শুরু করেছেন- তারা প্রতিদিন ১০ টি করে বাক্য নিন ও এই রকম ছক আকারে লিখতে শুরু করুন। দেখবেন মাত্র ২ থেকে ৩ দিনই যথেষ্ট , আপনার লেখার জন্য ন্যুনতম যেটুকু গ্রামার বেস দরকারী সেটুকু তৈরী হয়ে যাবেই যাবে। 

৩। এবার আমি যেরকম উদাহরন দিলাম সেই রকম একএকদিন –একএকটা সাধারন সাধারন ঘটনা নিয়ে লিখতে শুরু করুন। একটা কথা--- শিখতে গেলে লজ্জা করলে চলবে না। ভূল তো প্রথম প্রথম হবেই তবে সাহস করে , কোনো রকম লজ্জা না করে লিখতে শুরু করুন। ৩  মাস পরে যদি নিজেই নিজের উন্নতি তে অবাক হয়ে যান , আমাকে বলবেন। তবে শর্ত একটা আমি যেরকম ভাবে বললাম, আপনাকে কিন্তু সেই ভাবে চেষ্টা করে যেতে হবে। ও হ্যাঁ যেটা আলোচনা করছিলাম । কি নিয়ে লিখবেন- আপনার যা মনে পড়বে তাই নিয়েই লিখুন। আপনার স্কুলের প্রথম দিন। আপনার কলেজের অভিজ্ঞতা। আপনার ক্লাবের ফুটবল বা ক্রিকেট ম্যাচ। আপনার দেখা কোন বাস অ্যাকসিডেন্ট, আপনার জীবনের সবচেয়ে স্মরনীয় দিন, লোড শেডিং, আপনার দেখা কোনো গ্রাম্য মেলা, যা খুশি – যা মনে আসবে তাই নিয়েই লিখতে শুরু করুন।

আমি আমার কথা বলি , আমি হঠাৎ করে শেখানোর জন্য এই বিষয় টি নিয়ে কেনো লিখতে শুরু করলাম ? বা হঠৎ করে আমার মাথায় বৃক্ষ রোপনের কথা মাথায় আসল কি করে ? আ মি গত কালকেই – এই ধরনের একটা অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলাম। সেখান কার টুকরো টুকরো কিছু ঘটনা নিয়ে যা যা মনে ছিল , একটু একটু চেঞ্জ করে একটা কিছু লিখে দিলাম।  উদেশ্য পাস্ট টেন্সের কিছু সাধারন ঘটনা নিয়ে চেষ্টা করলে আমি আপনি সবাই কিছু না কিছু লিখতে পারি। এই কনফিডেন্সটা আপনার মনের মধ্যে গেঁথে , দিতে, দেখবেন একবার গাড়ী গড়িয়ে দিলাম – এবার গাড়ী চলতেই থাকবে ।আমার গত দিনের সেই অনুষ্ঠানের কয়েকটি ফটোগ্রাফ আপনাদের সাথে শেয়ার করলাম।  

আসসসাস

ও শেষ হয়েও হইল  না শেষ। অনেকে বলবেন- এটা তো অত্যন্ত সাদা মাটা ধরনের লেখা হল । আমি একটু স্টাইলিশ ইংলিশ লিখতে চায় । সেটা কিভাবে হবে ? হবে হবে এত চিন্তার    কিছু নেই । আগে বেসিকস গুলি একটু একটু করে রপ্ত করুন । আমি পরের লেসন গুলিতে আপনাদের – ধীরে ধীরে গোটা ২০ সেট পিস স্টাইল শিখিয়ে দেব। আসলে এটা হল একটু কম মশলা পাতির রান্না । যখন মশলা পাতির ব্যবহার  গুলিও একটু একটু করে শিখে নেবেন, দেখবেন , নিজের লেখা দেখে নিজেই অবাক হয়ে যাবেন । এখন অন্তত একটু  ধৈর্য্য ধরে এই গুলিকেই অভ্যেস করুন । কি তর সইছে না ? আচ্ছা ঠিক আছে গট কুড়ি র মধ্যে আজকে একটা স্টাইল শিখিয়ে দিচ্ছি – একটাই কিন্তু তার বেশী আর নয়।

স্টাইল-১ঃ নাউন ইন অ্যাপোজিসন

এটা লেখার ক্ষেত্রে আমরা খুবই ব্যবহার করি । এবং এটা এত কমন যে চাইলে আপনি যেকোনো কম্পোজিসনে একবার অন্তত এটা ব্যবহারের সুযোগ পাবেন।

আসলে দুটি নাউন বা নাউন ফ্রেজ (বাক্যাংশ) যারা একই অর্থ প্রকাশ  করে তাদের কে আমরা পাশা পাশি কমা দিয়ে লিখতে পারি । এটা সাবজেক্ট বা অবজেক্ট উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এত গ্রামার জটিলতা ছাই আমিই বুঝি না কিছু , তা আপনাদের কি শেখাব , তাই আসুন একটু উদাহরন দিয়ে দেখি তাহলে বুঝতে বা মনে রাখতে পারব।

 Rabindaranath Tagorethe great poet, wrote Gitangali. এখানে দেখুন , যিনিই রবীন্দ্রনাথ , তিনিই মহান কবি । দুটি একজনই । তাই কমা দিয়ে দিয়ে তাদের কে পাশাপাশি লিখে দিলাম।

এখানে , রবীন্দ্রনাথ  সাবজেক্ট । আমরা  তাই এখানে নাউন ইন অ্যাপোজিসন ব্যবহার করলাম সাবজেক্টের ক্ষেত্রে।

আবার অবজেক্টের ক্ষেত্রেও এই রকম ব্যবহার করা যায়। যেমন –

 I met Rabindranath .  এই বাক্যে  I-  হল সাবজেক্ট , আর  Rabindranath  হল অবজেক্ট । এখানেও আমরা একই স্টাইল ব্যবহার করতে পারি-দেখে নিন কেমন ভাবে –

 I met Rabindranththe great poet,

  এবার অন্যান্য আরো কিছু  অতিরিক্ত   উদাহরন দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে ।

১।   Mr. Salamour teacher, is a very nice person.

[our teacher এই নাউন ফ্রেজ টা  নির্দেশ করছে বা আরো কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে  মূল  নাউন বা Mr. Salam  সমন্ধে ]

২।    Ithe commander of this battalion company, order you to march.

 এবার সাবজেক্ট      ও অবজেক্ট দুইবারই অ্যাপোজিসনের  ১টি উদাহরন দিই।

Rabindranath Tagorethe greatest poet of Begal, was awarded with the Nobel Prize for his poemGeetanjali.

আমার মনে হয় শিখতে পেরেছেন। এবার সুযোগ পেলেই মাঝে মাঝে ব্যবহার করুন। ও হ্যা আর একটা কথা আমরা যে কম্পোজিসন টা লিখে ছিলাম সেখানেও এই অ্যাপোজিসনের ব্যবহার এর অনেক সুযোগ ছিল। দেখবেন –দুটি দেখিয়ে দিচ্ছি –

 Mr Hussain, Our Chief guest, hoisted our flag.

We started our programme by singing our national song, ‘amar sonar bangla ami tomai bhalobasi’

 জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করে দিলাম , আর কোনো কথা নয় , শুধুই অ্যাকশন...... O

 ও আর হ্যাঁ  যদি সমগ্র নোটস টিকে পিডিএফ আকারে পেতে চান তাহলে আমার ব্লগ স্বপ্নপূরনে চলে যান সরা সরি সেখানে এই পোস্টের একেবারে নীচে লিঙ্ক দিয়ে দিয়েছি । আমার ব্লগ এই খানে -http://swapnapuron.blogspot.in/

সকলে ভালো থাকবেন ।

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক কথায় অনবদ্য। ছবিগুলো দারুন!!! ক্যাপসন কি যোগ করা যেতো না? কিছু ফন্ট ভেঙ্গে গেছে। বাংলা বানানের দিকে আর একটু মনোযোগী হয়ও যায় না? ডোন্ট মাইন্ড প্লিজ!!!
[বিঃদ্রঃ আমারও বাংলা বানানে ভুল হয়।]

    @মোঃ আসিফ- উদ-দৌলাহ্:
    আসলে এই টিউন টিতে প্রায় ৪ হাজারের কাছাকাছি শব্দ রয়েছে । খুব দ্রুত টাইপ করতে হয়েছে , তাই আর চেক করার সময় ও পায়নি , ধৈর্য্য ও ছিল না ।

    ২। ছবিটিতে ক্যাপশন দেওয়া র একটা অসুবিধে আছে , সেটা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন।
    ৩। আপনার আমাকে দেখে কি এত দিনে এই টুকু ধারনা হয়নি ! আমি এত ছোট খাটো বিষয় নিয়ে মাইন্ড খেলে – বিষয়বস্তুতে মন দেব কখন ?
    অ্যান্ড ফ্রম দ্য কোর অফমাই হার্ট – ইউ আর ওয়েল কাম।আই রেডিলি অ্যাক্সেপ্টেড ইউর সাজেশন্স । থ্যাঙ্ক ইউ
    কারন আপনাদের সান্নিধ্যের উষ্ণতা আমি উপভোগ করি।

    এক কথায় অসাধারন

অনেক ধারুন হয়েছে।চালিয়ে জান।

মেগা টিউন ….!

    @ফজলে রাব্বি:
    fojole bhai অনেক অনেক ধন্যবাদ ! মেগা গিগা কিনা জানি না ।ীই কয়েকদিন প্রতিদিন অফিস থেকে ফিরে লিখতে বসতাম, প্রায় প্রতি রাত্রে ৩-৪ ঘন্টা লিখতে হয়েছে। এবং ৪ দিন মত লেগেছে ।

Level 0

very good tune

Level 0

অসাধারণ সুন্দর টিউন …………………………….α

    @Eakram:
    পারলে পি ডি এফ টা ডাউনলোড করে রাখুন , অনেক কাজে লাগবে । ছোট্ট ১/২ পেজ করে প্রিন্ট করে রাকলে দারুন একটা হ্যান্ড বুক হয়ে যাবে ।

শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবোনা ।
তাই থ্যাংকস দিলাম ।

আমি একটা ইশকুল খুলবো বড় হয়ে,আপনি শিক্ষক হবেন?

    @Ochena Balok:
    চীনে খুললে কিন্তু যাইতে পারুম না । যানেন তো চিনাদের মধ্যে ইংরেজি শেখার দারুন ক্রেজ। আপনি একটু চীনা ভাষা শিখে নিয়ে এটাকে চীনাতে অনুবাদ করেন , আর দেখতে হবেনা , কেনা চি ন বে আপনাকে ।

    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 😉 😉 😉 😉 😉 😉

      @অপু.পশ্চিমবাংলা: এখানে ইংরেজি শিখানোর চাকরি সবচাইতে বেশি এবং এজন্য খুব ভালো আয় করার সুযোগ থাকে।তবে সেটা কিছুটা অন্যদেশের জন্য সীমাবদ্ধ।এখানে কিছু মানুষের জন্য বাঙ্গালিদের উলটো দিকে সুনামটা খুব বেশি। 😀 আমি বাংলাতেই ইশকুল খুলবো,আপনাকে নিমন্ত্রন

Nice tune…..!!!

শুধুমাত্র পোস্টটি প্রিয়তে রাখার জন্য আর কমেন্ট করার জন্যই লগইন করার করলাম। আমার জন্য খুবই উপকারি ১টা পোস্ট। আশা করি চালিয়ে যাবেন আর মাঝপথে থেমে যাবেন না। পোস্টটা নির্বাচিত করার জন্য মোডারেটর কে অনুরধ করছি।

Thank you brother. Keep in touch.

অনেক কষ্ট করে টিউনগুলো করেন দেখলেই বুঝা যায়। আশা করি আপনার কষ্ট সার্থক হবে। 🙂

ইদানিং টিটিতে লগিন করা হয়না। এমনি পড়ি আর চলে যাই। কিন্তু আজ আর লগিন না করে পারলামনা।
পুরেটা পড়তে পারিনি। তবে হালকা পড়ে বুঝলাম যে এগুলো আমারই জন্য।
আপনি 4000 শব্দ + ছবি দিয়ে টিউন করেন! আমারতো মাথাই হ্যাং হয়ে যায়।
জীবনে যে কয়টা টিউন করছি এমনও হইছে যে টিটি বলছে শব্দ আরও বাড়াও।
যাই হোক আপনি লিখে যান আমাদের অনেক উপকার হবে।

এক কথায় অসাধারণ টিউন মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে তাই প্রিয়েতে রাখলাম। আপনি থামবেন না চালিয়ে যান । অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আমি সব লিখা দেখতে পারছিনা, আপনার পোস্টটা আমার দরকার।

    @mhrafy:
    mel ai Di din . PDF টা পাঠিয়ে দিচ্ছি । দিচ্ছি ।
    ফন্ট নিয়ে একটা অসুবিধা মনে হয় থেকেই যাচ্ছে । আমিঈও ঠিক বুঝতে পারছি না । আপনি এক কাজ করতে পারেন। সোলাইমান লিপি ও বেন্সেন হ্যান্ড রাইটিং এই ফন্ট দুটি আপনার না থাকলে ডাউনলোড করে নিয়ে দেখেন তো সমস্যার সমাধান হয় কিনা ।

    আর টিটির বিশেষজ্ঞ দের কাছে হেল্প চাইছি , হেল্পান প্লিজ

আপনার ব্লগে যেতে চাইলাম। কিন্তু
ERROR
The requested URL could not be retrieved

The following error was encountered:

Connection Failed

The remote host or network may be down. Please try the request again.

এই লেখা দেখায় কেন?

    @abdus salam 120:

    আমি বিভিন্ন আই পি থেকে ল্গ ইন করছি – টেস্ট কিওরার জন্য । আমার তো ঢুকতে কোনো অসুবিধা হচ্ছে না । তবুও আপনি বললেন , একটু অন্যদের কাছে থেকে সাজেশন চাইহি । আপনার ট্রাই করে দেখে আমাকে ফিড ব্যাক দিন । তারপর জানাবো ।

Level 0

ভাই যা টিউন করছেন না। আমি আপনার কাছে ইংরেজী শিখতে চাই। শেখাবেন?

টিউনের জন্য অনেক ধন্যবাদ। পরের টিউনের খুব তাড়াতাড়ি চাই। ভালো থাকবেন।

    @marahim:

    আমি যেটুকু জানি , সেটাকেই সহজ করে শেখানোর চেষ্টা করে যাচ্ছি। ধারাবাহিক শিখতে গেলে আমার ব্লগে মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন করে ঢুঁ মারুন । মনে হয় কাজে লাগবে।

Level 0

দারুন একখান টিউন দিলেন দাদা। অনেক অনেক ধন্যবাদ।

ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা টিউন আশা করছিলাম। আচ্ছা আমার দুর্বল টা আমি বুঝতে পারছিনা আমি ম্যাগাজিন বই এবং পত্রিকা বাংলাতে অনুবাদ করতে পারি না কিন্তু দেখা গেল আমি আলাদা ভাবে প্রায় শব্দের অর্থ বুঝি। আপনি কি আমার দুর্বল টা ধরতে পারবেন।

ভাই আপনাকে আমার একটাই সাজেশন । এই পোস্ট টা একবার নয় ২-৩ বার পড়ুন । কারন একটাই – আমি ঠিক আপনার সমস্যার সমাধানের জন্যই বলছি।আপনি বললেন ম্যাগাজিন বা বই পড়লে আলাদা আলাদা শব্দের অর্থ বুঝি- তার মানে কাজ চালানোর মতন ভোকাবূলারি স্টক আপনার আছে, আসলে আসলে এই ভোকাবুলারি স্টক ই তো আসল- এটা তৈরী করতে সময় লাগে, আর এটা যখন আপনার সমস্যা নয় , তখন আর চিন্তা নাই
২। আপনি প্রতি দিন মনে মনে পাঁচটা সেন্টেন্স কে – সকল টেন্সে ও তার সাথে সাথে প্যাসিভ ভয়েসে , ছক আকারে লিখুন। ( যেমন আমি একটা বাক্য দিয়ে দেখিয়েছি ) । জানি আপনারত বিরক্ত লাগবে । কিন্তু এটা অন্তত ২-৩ দিন করতেই হবে।
৩। ছোটো ভাই বোনেদের ইংরেজি গল্পের একদম সাধারন কোনো বই নেন ( যেমন ধরুন ঈশপের গল্পের সংকলন বা রুপ কথার গল্প ইত্যাদি ) । প্রত্যেকটা শব্দ খূঁটিয়ে পড়ুন। কারন – শুধু মানে বুঝতে পারলেই হবে না । আপনাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্স কন্সট্রাকশন কেমন, কোন টেন্স এ রয়েছে , অ্যাক্টিভ না প্যাসিভ কোন ভয়েসে রয়েছে । ,বাক্যের প্রিপোজিশনের পর কোন অংশটুকু রয়েছে ? ময়ল বাক্য কোন টুকু , যদি ক্লজ ব্যবহার করা হয় তাহলে , প্রিসিপাল ক্লজ কোনটি ? – এত গুলি জিনিসের দিকে লক্ষ্য রেখে এগোতে হবে , প্রথম প্রথম সময় লাগবে , তার পর খুব দ্রুত এই অ্যানালিসিস এর কাজটা করতে সক্ষম হবেন।
৩। এর পরের ধাপে – কনফিডেন্স নিয়ে প্রতি দিন যা মনে পড়ে এই রকম কোনো ঘটনার উপর ৫ টি করে বাকক্য লিখুন। ভূল হোক । ছাড়লে চলবে না । নিরন্তর এক মাস ।তারপর দেখবেন আপনাকে আপনি নিজেই চিনতে পারবেন না ।

আপনি আমাদের মত অনেকের বেশ উপকারী বন্ধু… আপনার জন্য অশেষ শুভকামনা রইলো……

রীতিমত ইমপ্রেসড ব্রো! 🙂
অনেক সময় নিয়ে করেছেন বোঝাই যাচ্ছে…

@অপু.পশ্চিমবাংলা:
আলহামদুলিল্লাহ! অনেক অনেক ভাল আছি। ক্যারিয়ার আর নিজেকে নিয়ে ব্যস্ত! 🙂
আশা করি আপনিও ভাল আছেন!
ভাল থাকবেন, সব সময়।

অসাধারণ সুন্দর টিউন ।