আজকে সবার জন্যে একটি নিউজ শেয়ার করলাম। আপনি কি গর্ভমেন্ট ইন্সটিটিউট থেকে ইন্টারনি করতে চান ! তাহলে এই তথ্যটি আপনার জন্যে। অথবা গর্ভমেন্ট ইন্সটিটিউট থেকে কোন কোর্স করতে আগ্রহী ! তাহলে এই তথ্যটি আপনার জন্যে। আপনার প্রয়োজন হল শুধু মাত্র জেনারেলে অনার্স কমপ্লিট বা ৪র্থ বর্ষ কনটিনিও এবং কম্পিউটারের উপর কিছুটা অভিজ্ঞতা। আপনি যদি গর্ভমেন্ট থেকে ইন্টারনী করার সুযোগ পান সেক্ষেত্রে আপনাকে গর্ভমেন্ট ৬ মাস আপনাকে পেমেন্ট প্রদান করবে। েএবং যেখানে আপনি ইন্টারনী করবেন সেখান থেকেও আপনি েএকটি ভাতা পাবেন। এবং আপনাকে হাতে কলমে তারা শিখিয়ে দেবে যেটার উপর আপনি ইন্টারনী করবেন।
কমবেশি তথ্যটি অনেকে জানে আবার অনেকে জানে না। অর্থাত যে এই নিউজটি জানে না এটি তার জন্যে। আপনার জন্যে সুবর্ণ্য সুযোগ । এবং সর্বশেষে আপনি গর্ভমেন্ট থেকে একটি সার্টিফিকেট পাবেন।
বিস্তারিত জানার জন্যে আপনি তাদের ওয়েব সাইটি ভিজিট করতে পারেন।
লিখাটি একসাথে এই ব্লগে প্রকাশ করা হল
ব্লগে যাওয়ার জন্যে এখানে ক্লিক করুন আপনি এই ব্লগে আরও আপডেট জানতে পারবেন|
আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "
ভাই লিঙ্ক তো কাজ করা না।