বাংলাদেশের অনলাইন জার্নালিজম এর এইকাল আর সেইকাল

সেই দ্বিতীয় বিশ্ব যুদ্ধ থেকে  সারা পৃথিবীর কম বেশি মানুষ নিউজপেপার, টেলিভিশন ও রেডিও থেকে তাঁদের খবর সংগ্রহ করতে অভস্ত। কিন্তু গত কয়েক বছর ধরে মানুষ জন ইন্টারনেট এর পিছনে অনেক সমই ব্যয় করছে পৃথিবীর সব প্রান্তের মানুষ। যার ফলে প্রিন্ট নিউজপেপার বিক্রির উপর প্রভাব পড়া শুরু করেছে। অন্য কোনও দেশ হোক এর না হোক আমেরিকা ও ইউরোপ এর কিছু দেশএ  তো অবশই। এখন একটা  ত্রেন্ড আসচে এর তা হল জার্নালিজম এবং এইটাকে বলে অনলাইন জার্নালিজম

অনেকে মনে করছে কিছুদিন পর হয়ত প্রিন্টেড নিউজপেপার পাওয়া কষ্ট সাধ্য হয়ে যাবে। ইদানিং অনলাইন জার্নালিজম বাংলাদেশ এ অনেক সুনাম পাচ্ছে এবং মানুষ জন প্রতিদিন অনলাইন নিউজপেপার পরছে। এই মুহূর্তে  নিউজ ওয়েবসাইট প্রিন্ট নিউজপেপার এর জন্য প্রব্লেম তৈরি করছে না কিন্তু কে জানে ভবিশতে হয়ত সবাই অনলাইন নিউজপেপার এর দিকে ঝুকে যাই।

অনলাইন জার্নালিজম কি ?

"নেটওয়ার্ক পাবলিকস" নামে একটা বই অনলাইন জার্নালিজম এর সংজ্ঞা দিয়েছে - " অনলাইন জার্নালিজম হল সেইসব খবর যেগুলো তৈরি বা পরিবেশিত হয় ইন্টারনেট এর দ্বারা, নিউজ তৈরি হয় প্রধানত স্বীকৃতি প্রাপ্ত  সংবাদ মাধামের সাংবাদিকদের দ্বারা ।"  তাছাড়া অনলাইন ব্লগ ও তাৎপর্য পূর্ণ ভুমিকা ও রাকছে। এইসব নিউজ ও অনেক জনপ্রিয়টা পাচ্ছে।

অনলাইন জার্নালিজম এর তাৎপর্য পূর্ণ সুবিধা

১) রিয়াল টাইম - খবর পরিবেশন করা যাই  রিয়াল টাইম। আপডেটেড ব্রেকিং নিউজ এবং জকনি খবর তক্ষনি পরিবেশন করা যাই।

২) শিফটেড টাইম - পরিবেশন করা খবর আর্কাইভ করে রাখা যাই, তাই পাঠক যেকোনো সময় যেকোনো খবর পড়তে পারে।

৩) মালটিমিডিয়া - অনলাইন জার্নালিজম এ ছবি, গান, ভিডিও ইত্যাদি যুক্ত করা যাই সহজে।

৪) পাঠক অনুভুতি -  পাঠকরা ইনস্ট্যান্ট অনুভুতি প্রকাশ করতে পারেন। যার ফলে ইনস্ট্যান্ট পাঠক অনুভুতি পড়া যাই।

৫) লেখক লিঙ্ক - সাংবাদিক নিজের বা অন্যের আগের কোনও খবর ও রেফারেঞ্চ হিসাবে দিতে পারেন।

বাংলাদেশ এ অনলাইন জার্নালিজম এর প্রসার

সারা বাংলাদেশ এ অনলাইন জার্নালিজম এখনও সেইরকম ভাবে জনপ্রিয়টা না পেলে ও পুরোপুরি ভাবে অনুপুশ্তিত এইটা বলা যাই না। ১৩ মে ২০১২ এর আলেক্সা এর একটা জরীপ অনুযায়ী বাংলাদেশ এ  অনলাইন নিউজ ওয়েবসাইট এর স্থান ১ থেকে ২০ এর মধ্যে। নিচে বাংলাদেশ এর ২০টা জনপ্রিয় ওয়েবসাইট এর নাম দেয়া হল -

১) google.com

2) facebook.com

৩) youtube.com

৪) yahoo.com

৫) google.com.bd

৬) blogspot.com

৭) prothom-alo.com

৮) bdnews24.com

৯) wikipedia.com

১০) banglanews24.com

১১) espncricinfo.com

১২) somewhereinblog.com

১৩) wordpress.com

১৪) mediafire.com

১৫) dolancer.com

১৬) twitter.com

১৭) techtunes.io

১৮) blogger.com

১৯) dsebd.org

২০) linkedin.com

আশা করছি ভাল লেগেছে আপনাদের টিউনটা ।  আর বানান ভুল এর জন্য ক্ষমা করবেন।

সূত্র -   আপনার ডিল ডট কম , টেকিনিউজ২৪.কম

 

Level 0

আমি জিশান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Technology - I am loving it.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস