লার্ন ইংলিশ , লার্ন উইথ ফান !-মাত্র পাঁচটি শব্দ নিয়ে আলোচনা -১০০-১২০ টি ওয়ার্ড স্টক হয়ে যাবে ।


          
লার্ন ইংলিশ লার্ন উইথ ফান !

সকলকে সালামঅনেক অনেক শুভেচ্ছাভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই পর্ব প্রায় ২ সপ্তাহ পরে এই পোস্ট প্রথমেই এই দেরীর  জন্য আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ।  আসলে কাজের চাপের মধ্যেও যেটুকু সময় পাই তার মধ্যেই লিখতে হচ্ছে । যাই হোক কাজের কথায় আসি । আজকে আমরা শুরু করবইংরেজির অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি বিষয়  সিনোনিম ও অ্যান্টোনিমে । শুধু কম্পিটিভ এক্সাম বলে নয় ইংরেজি লেখা বা কম্পোজিসনের ক্ষেত্রেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে । আর এমন কোনো এক্সম নেই যেখানে এই সিননিম বা অ্যান্টোনিমের উপরে কোনো প্রশ্ন থাকে না । আর এটা বলতে কোন দ্বিধা নেই আমরা অনেকেই প্রবল উৎসাহ নিয়ে অনেকবারই হয়তো শুরুও করেছি  কিন্তু মূল সমস্যা যেটা হয় সেটা হল 

। ইংরেজির শব্দ গুলির ইউসেজ আমাদের বাংলা শব্দের মত নয় । এর ভিন্ন ভিন্ন শব্দগুলির মধ্যে ভিন্ন ভিন্ন অর্থের পার্থক্য ।

। প্রচুর মুখস্ত করার পর একদিক থেকে আমরা মুখস্ত করি আর আরেক দিক থেকে ক্রমাগত ভুলতে শুরু করি ।

তাহলে উপায় আমি আমার মত করে একটা প্র্যাকটিকাল অ্যাপ্রোচ এর উদাহরন দিতে পারি । আমার মনে হয় আমরা যদি এই ভাবে একটু পরিশ্রম করে একটু একটু করে অভ্যেস করতে থাকি  তাহলে আশা করা যায় দুই থেকে তিন মাসের মধেই পুরোটা না হলেও প্রায় ৮০শব্দ যেগুলি মূলত পরীক্ষায় লাগে সেগুলিকে রপ্ত করে ফেলতে পারব ।  

পদ্ধতি ঃআমরা সাধারনত কিভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়ি যেকোন স্ট্যন্ডার্ড বই থেকে প্রথমেই  দিয়ে ১০০-১৫০   Bদিয়ে ১০০-১৫০     C দিয়ে ১৫০-২০০  এই ভাবে  ......ওয়ার্ড মুখস্ত করি অথবা লিখে লিখে মুখস্ত করি । আমি বলছি না পদ্ধতি টা সঠিক নয় । অনেকেরই এতেই সুবিধা । কিন্তু আমি বলব একটু কষ্ট করে যদি প্রথমেই চোখ কান বন্ধ করে মুখস্ত শুরু  না করে  একবার  শব্দ গুলিকে জাস্ট রিডিং মেরে  রাখা । এর পর শব্দ  গুলিকে একটু গোষ্ঠী বদ্ধ করা । যেমন গরুর গোয়ালে গরু থাকে ছাগলের গোয়ালে ছাগল মহিষের গোয়ালে মহিষ ঠিক সেই রকম ওয়ার্ড গুলিকে আমাদের গোয়ালে আলাদা আলাদা করে নিলে প্রথম পর্যায়ে একটু খাটনি হবে ঠিকই কিন্তু পরে  অনেক সুবিধা হয়ে যাবে । কোন কোন শব্দ গুলিকে আমরা গোষ্ঠী বদ্ধ করব । শব্দ গুলিকে যে ডাইরেক্ট সিনোনিম বা অ্যান্টোনিম হতে হবে তা নয় । বরং যে সকল শব্দ গুলির অর্থ মোটা মুটি ভাবে কাছা কাছি তাদের কে এক সঙ্গে নিয়ে এক এক দিন একটা করে শব্দ এখানে নাউন ফর্ম বা ভার্ব ফর্ম আলাদা করে না নিয়ে একসাথে রাখলেও চলবেনিয়ে আলোচনা করতে হবে ও সেগুলিকে রপ্ত করার চেষ্টা করতে হবে ।

। দেখা যাবে একই ধরনের শব্দ গুচ্ছ কে আমরা যদি আলাদা আলাদা করে নিই তাহলে একটা  শব্দ দিয়েই হয়তো ৩০-৪০ ওয়ার্ড তৈরী করে নিতে পারবে ।

। এরপর শব্দ গুলি সমার্থক হলেও তাদের মধ্যে অর্থের যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেগুলি মনে রাখতে সহজ হবে ।

। একদিনে প্রবল উৎসাহ নিয়ে প্রচূর শব্দ অভ্যাস না করে রুটিন করে অন্যান্য পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রতিদিন একটা  করে শব্দ নিয়ে নিজেকে তৈরী করুন ।

সে শব্দের সকল সমার্থক ও বিপরীতার্থক শব্দের সংকলনগুলিকে বার বার করে লিখে অভ্যেস করুন ।

। ডিকশনারির কোনো বিকল্প নেই – তাই একটু কনফিউশন হলেই ডিকশনারি কনসাল্ট করুন ।সেখানে ইউসেজ সমন্ধেও ও ভাল একটা ধারনা তৈরী হবে ।

।  যতই পদ্ধতি অবলম্বন  করুন না কেন যদি বোকার মত চোখ কান বুজে আমরা মুখস্ত শুরু করি তাহলে কয়েক দিন পরেই দেখবেন ভুলতে শুরু করেছেন ।তাই ফ্রেঞ্জিড ক্র্যামিং বা বোকার মত মুখস্ত বন্ধ করুন । প্রতিটি  ওয়ার্ড শেখার পর পরই সেগুলিকে দিয়ে একটি করে সেন্টেন্স লেখার চেষ্টা করুন । সেন্টেন্সে ব্যবহার করতে পারলেই শব্দ গুলি মনে থাকবে অনেক দিন । একটা উদাহরন দিই candid  মানে অকপট  , আমরা যদি candid  মানে অকপটcandid  মানে অকপট, candid  মানে অকপট এই ভাবে পড়তে থাকি কিছুদিন পরএই হয়তো সেটা  candid  মানে ক্যান্ডি জাতীয় চকলেট  হয়ে যাবে । তাই candid  মানে অকপট বা উদার পড়ার পর candid  দিয়ে দু তিনটি ওয়ার্ড লিখে ফেলুন এবং সেগুলিকে সুযোগ পেলেই ব্যবহার করুন ।

যেমন We were pleased   with his candidness .

              I gave him my candid opinion.   

             He made a candid confession.    ইত্যাদি ।।ইত্যাদি । শব্দ গুলি তৈরীর ক্ষেত্রে অসুবিধা হলে কোনো ভালো ডিকশনারির সাহায্য নিতে পারেন ।

। আবার মনে করিয়ে দিই এক দিনে একটার বেশি শব্দ নিয়ে আলোচনা না করায় শ্রেয় ।  

এবার আমি আমার আজকের লেসনে  মাত্র পাঁচটি শব্দ নিয়ে আলোচনা করব  দেখবেন ঠিক ঠাক শিখতে পারলে ১০০-১২০ টি ওয়ার্ড স্টক হয়ে যাবে ।                     

                                        So, Let’s start 

আমাদের প্রথম শব্দ  যেটা  নিয়ে আমরা আলোচনা  করব  সেটা হল     প্রশংসা’ বা প্রশংসা করা    

    

আমাদের দ্বিতীয় শব্দ  যেটা নিয়ে আমরা আলোচনা  করব  সেটা হল     অসভ্য  বা অশিষ্ট বা অসভ্যতা

আমাদের তৃতীয়  শব্দ  যেটা নিয়ে আমরা আলোচনা করব  সেটা হল     অসৎ ’ বা ধূর্ত বা অসততা

আমাদের চতুর্থ   শব্দ  যেটা নিয়ে আমরা আলোচনা করব  সেটা হল  ঘৃণা  ’ 

আমাদের  পঞ্চম  শব্দ  যেটা নিয়ে আমরা আলোচনা  শেষ করব  সেটা হল     অকপট   বা সরল বা সরলতা

আজ এই পর্যন্তই । আবার দেখা হবে আগামী সংখ্যায়- সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন । কেমন লাগল জানাবেন আর কোনো রকম অসুবিধা হলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

আর শেষ করার সময় - আমার ব্লগ স্বপ্নপূরনে যাওয়ার আমন্ত্রন রইল। সেখানে এই ধরনের সব পোস্ট এবং নোটস গুলির আপডেট করে দেওয়া হয় । আমার ব্লগের ঠিকানা.  যদের প্রয়োজন তারা এই নোটস টির পিডিএফ ফর্মে ডাউনলোড করতে যান । আমার ব্লগের পোস্টের নীচে ডাউন লোড লিঙ্ক দিয়ে দিলাম । ডাউন লোড করে নিতে পারেন । এখান থাকে সরাসরি ডাউনলোড করতে  ক্লিক করুন এইখানে 

http://swapnapuron.blogspot.in/

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

+++++ বাক্যহারা।

আজ আমি আপনার মত-শুধু একটু মুচকি হাসি । 🙂 🙂 :))

জটিল হইচে বস্‌……………।

জটিল ভালো লাগে চালিয়ে যান

তাই বুঝি ! ভাল লাগে ? আমার ভাল লাগে আপনাদের জন্য লিখতে । জানিনা এটা আদৌ কারো কোনো কাজে লাগছে কিনা ।

প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না । অসম্ভব ____________ পোস্ট ।

vai apnar blog ami sob soymoi study korar chesta kori. but apnar blog open thaka na. problem ta bolben.

    @monojkiller:
    probolem ছিল বাট এখন সেটা সলভড্‌ । আপনি এখনচেষ্টা করে দেখতে পারেন । য়ার আপনাকে আর একটই ভালো খবর জানাই কাল – পর পর আসতে চলেছে দারুন কাজের দুটি পোস্ট । ব্লগে খোঁ জ রাখুন । অথবা টেকটিউন্স এ ও খোঁজ রাখতে পারেন । সঙ্গে থাকুন । ভালো থাকুন ।

বরাবরের মতই বুদ্ধিদীপ্ত ও চমৎকার। এগিয়ে চলুন জ্ঞানরাজ!!!

    @মোঃ আসিফ- উদ-দৌলাহ্:টেকটিউওন্স থেকে অনেক কিছু শিখেছি । এদের মধ্যে ৫ জন ব্যক্তি আছেন যাফের এক একটা গুন এক একটা বৈশিষ্ট্য আমি শেখার চেষ্টা করি । তার মধ্যে ২জন অবশ্যই – নিওফাইতের রাজ্যে ও প্রবাসী ভাই । আর আপনি হলেন আমার নবতম শিক্ষা গুরু । আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি । আপনাকে ধন্যবাদ দিয়ে ছোত করব না । শুধু আল্লার কাছে প্রার্থন আ করব । আপনার মত মানুষেদের সান্নিধ্য যেন সব সময় পাই । ভালো থাকবেন ।

ভালো টিউন।ধন্যবাদ।

ভাই পুরাই ফিদা, যতটা না শিখেছি তার চেয়ে বেশি হাসছি, ছবির ক্যাপশন গুলা পড়ে। পুরাই অস্থির টিউন।

ভাই আপনার “লার্ন ইংলিশ , লার্ন উইথ ফান” এই সিরিজের পোস্ট দেখলে আমাকে আর পায় কে!!!

    @Mijan Ahmed:
    খুব ভালো লাগল নাপনার মন্তব্য পেয়ে । যাক এই স্রিজ অটার একতা আলাদা এন্টিটি তৈরী হয়েছে বলে ভাল লাগল । 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

ব্রাহ্মী শাকের রস আমারও খেতে হবে না হলে এত সুন্দর টিউনে মন্তব্য করতে ভুল করেও দেরী হবে কেন?সমস্যা হলো ব্রাহ্মী শাকটা ত চিনলাম না।
সুন্দর টিউন,ধন্যবাদ আপনাকে।

    @প্রবাসী:

    প্রবাসী ভাই আপ্নেরেও ব্রাহ্মী শাক খেতে লাগবে নাকি? আচ্ছা ঠি আছে আমি খোজ করতাসি । পাইলেই মেইলাবুনে ।
    কেমন আছেন ? আর মাত্র কয়েকটি তাহলেই – টপ্টিউনার তালিকার শীর্ষ স্থান – আমরা অধী আগ্রহ ও অপেক্ষায় ।

Level 0

এক কথায় চমৎকার। এত সুন্দর টিউনের জন্য আমাদের এতদিন অপেক্ষা না করালেও পারতেন। যাই হোক পরের টিউনটি যাতে খুব তাড়াতাড়ি পাই। অপেক্ষাই রইলাম।
ধন্যবাদ।

    @marahim:
    চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পরের টিউন টি করার । সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাস ।

আপনি দেখি ইংলিশ না শিখিয়ে ছাড়বেন না। 😛 😛
অনেক ধন্যবাদ এমন শিক্ষনীয় টিউনগুলো চালিয়ে যাওয়ার জন্য। 🙂

হাসান যোবায়ের আল ফাতাহ্‌ ! কেমন আছেন হাসান ভাই । প্রথম থেকেই আপনি সঙ্গে রয়েছেন । আমি কৃতার্থ ।

বেশি কিছু বলব না। এটুকু বলব— আমার কাজে লাগছে । 😀

কি খবর। মাঝে মাঝে দেখা দিয়ে হটাৎ হঠাৎ বেপাত্তা ?
আর কার্টুন শেখার কদ্দুর ?

জটিল বস……….. যথারীতি অস্থির… আপনার পরিশ্রমকে সালাম