বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
ছোট বেলায় পড়েছি অসীম আর সসীম সংখ্যা। সংখ্যার মধ্যে আজব অনেক কিছু দেখা যায়। আমার প্রশ্ন সেই শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত সব ছাত্র-ছাত্রীর জন্য গণিত শিক্ষা বাধ্যতামূলক। মনে করুন কেউ এইচএসসি তে আর্টস কিংবা কমার্সে চলে গেলেন অথবা গেলেন না তাহলে বীজগণিত, ত্রিকোনমিতি, পরিমিতি, এগুলো কোন কাজে লাগবে? আমি বলতে চাচ্ছি বাস্তব জীবনে যোগ, বিয়োগ, গুন, ভাগের বাইরে আর কি এমন কাজে লাগে? তাহলে এত কষ্ট করে অংকের এত সব পড়া কেনো? অহেতুক সময় নষ্ট কেনো?
উত্তরঃ গণিতে মাথা ব্রেনের ভালো ব্যায়াম হয়। যে গণিতে ভালো, স্বাভাবিক ভাবে তাকে অন্য সাবজেক্টেও ভালো হতে দেখা যায়।
আসুন দেখা যাক গণিতের একটি বিচিত্র সংখ্যা গঠন।
এরকম অনন্তকাল ধরে চলতে থাকলেও প্রতিটি সারির বামপক্ষ এবং ডানপক্ষের যোগফল সমান হবে।
মনে করুন সংখ্যা পিরামিডটির ৬নং সারি লিখতে চাচ্ছেন। তাহলে সারিটি শুরু হবে 2n(n-1) দিয়ে এবং n=6 (n হল সারির নং) সারিটির বাম দিকে থাকবে (2n+1) সংখ্যক সংখ্যার যোগফল এবং ডান দিকে থাকবে (2n-1) সংখ্যক সংখ্যার যোগফল। ৬নং সারি লিখলে 2.6(6-1)=60 দিয়ে শুরু হবে এবং বামদিকে 2n+1 বা 2.6+1=13 টি ও ডানদিকে 2.6-1=11টি সংখ্যা যোগ আকারে লিখতে হবে।
:. সূত্রের মাধ্যমে ৬নং সারিটি এমন হবে
৬০+৬১+৬২+৬৩+৬৪+৬৫+৬৬+৬৭+৬৮+৬৯+৭০+৭১+৭২=৭৩+৭৪+৭৫+৭৬+৭৭+৭৮+৭৯+৮০+৮১+৮২+৮৩ (যোগ করলে দেখা যাবে ডান ও বাম পাশের যোগফল সমান)
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
সংখ্যার খেলাগুলো বরাবরই মজার লাগে,আপনাকে ধন্যবাদ এমন বিষয় শেয়ারের জন্য