শিক্ষামূলক সাইটগুলো আমাদের প্রত্যকেরই কাজে লাগে।আজ আমি আপনাদের বাংলাদেশের কিছু শিক্ষামূলক সাইট নিয়ে টুইট করব।শুধু নাম বলেই খালাস করব না,কোন সাইটে কি আছে তাও জানাব।তাহলে আসুন জেনে নেই শিক্ষামূলক সাইটগুলো সম্পর্কে।
http://www.Edunews24.com
সাইটের নাম দেখেই বুঝা যায় এরা এডু নিউজ সাপ্লাই দিয়ে থাকে।বেশ পুরানো সাইট এটি।বিগত ২/৩ মাস ধরে সাইটে প্রবেশ করতে গেলে লেখা ঊঠত Malware Site। এখন অবশ্য ঠিক করে ফেলেছে।বেশ আগের সাইট হলেও এখনও সাইটের কাজ অনেকটাই বাকি আছে।অনেক মেনু আছে কিন্তু ভিতরে কন্টেন্ট নেই।সম্পূর্ন সাইটটি ইংরেজীতেই করা।এদের বর্তমান এলেক্সা রাঙ্ক বাংলাদেশে ১২,৬২৬।
ফেসবুকে এদের গ্রুপ edunews24
ইংরেজি মিডিয়া স্কুল গুলোর নিউজ এদের কাছে পাওয়া যায়।এদের বাংলাদেশে বা ওয়ার্ল্ডে কোনো এলেক্সা নেই।
http://www.bdeducationonline.com
এখানে এডু নিউজ পাবেন। এছাড়াও গুটি কতক কলেজের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সাইটটি মনে হয় আপডেট হয় না,নিচের ছবিতে দেখুন লেটেস্ট নিউজে মেডিকেল ২০১০-১১ এর রেজাল্টের কথা বলছে।বাংলাদেশে এদের কোনো এলেক্সা নেই।
বাংলাদেশের শিক্ষামূলক সাইটের মধ্যে এটিই মনে হয় একমাত্র বাংলা সাইট।এখানে ঢাকা শহরের স্কুল-কলেজ গুলোর তথ্য পাবেন।এটি একটি ব্লগিং সাইটও।এদের সম্পর্কে আরো জানুন এখান থেকে।বাংলাদেশে এদের বর্তমান এলেক্সা ১১৪৫।
ফেসবুকে এদের পেজঃ eduportalbd
এরা The Daily Star এর একটি অংশ।ইংরেজী Spelling Bee প্রতিযোগিতার সহযোগি ছিল এরা।মূলত ইংরেজী শেখার উপার জোর দেওয়ার জন্যই সাইটি তৈরী।এদের সম্পর্কে এখান থেকে জানুন
এদের এলাক্সা ৪৩২১
ফেসবুকে এদের পেজঃ champs21
এই সাইটের সম্পূর্ণ পেজে গুগোল এডস। 🙁 শুধু মেনু খুলে রেখেছে।এদের About Us দেখে নিতে পারেন।
এদের এলাক্সা ১৮,৭০১
ইউনিভার্সিটির এডমিশন নিউজ পাবেন এখানে। এদের ফেসবুক গ্রুপ: Admission-bd
বাংলাদেশে এদের কোনো এলেক্সা নেই।
এটা আমার প্রথম পোস্ট। কেমন হল জানাবেন।
আমি Shahriar Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ খুব সুন্দর টুইট করায়। আমি আরো একটি শিক্ষামূলক সাইট সম্পর্কে জানাতে চাই। সাইটির উড়ল: http://student-wish.com । ২০০৭ সাল হতে এডমিশন, বৃত্তির তথ্য, পার্টটাইম চাকরি, ফ্রেশার জব, বিদেশ ভর্তি তথ্য সেবা দিয়ে আসছে সাইটি। অর্থাৎ স্টুডেন্টদের সকল উইশ রয়েছে সাইটিতে। Alexa Rank: ১৭০১। facebook: studentwish