কি? এইচএসসি পরীক্ষার্থীরা চিন্তিত? সময় মত রেজাল্ট পাবেন কি না? চিন্তা করবেন না! আপনি পাবেন! আর পাশও করবেন আশা করি।
যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বৎসরগুলোতে পাশের হার বৃদ্ধি পাচ্ছে নাটকীয়ভাবে! এটি এবারো হবে!
এইচএসসি ও সমমানের আলিম ও ভকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ ১৮ জুলাই, ২০১২ দুপুর ২টায়।
আমি এখানে আলোচনা করব ফলাফল পাবার ৩ টি উপায় নিয়ে। ৩য় টি পিডিএফ আকারে!
আপনি বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের SMS সেবার মাধ্যমে আপনার ফলাফল পেতে পারেন (গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেল)।
কিভাবে? নিচে দেখুন ...
উদাহরণ...
HSC DHA 123456 2012
HSC COM 123456 2012
HSC RAJ 123456 2012
HSC CHI 123456 2012
HSC JES 123456 2012
HSC SYL 123456 2012
HSC BAR 123456 2012
HSC DIN 123456 2012
আপনি যদি আলীম পরীক্ষার্থী হন, তাহলে ALIM লিখুন HSC এর জায়গায়।
আপনি যদি ভকেশনাল পরীক্ষার্থী, তাহলে TECH লিখুন HSC এর জায়গায।
অন্যান্য সব একই রকম হবে।
এখানে, 123456 হল একটি রোল নম্বর, আপনার নিজের রোল নম্বর বসান এই জায়গায়।
এইটা কিছুটা অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, ফল প্রকাশের পর পর পরীক্ষার্থী ও তাদের আত্মীয়স্বজন সবাই একই ওয়েব এড্রেসে অনুসন্ধান করে।
তবুও আপনি এই ঠিকানায় অনুসন্ধান চালাতে পারেন।
এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।
এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...
[ইমেল ঠিকানা এরকম হবেঃ
এখানে, DHA = আপনার বোর্ড ,
136528 = আপনার কলেজের EIIN NUMBER টি,
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 136528 ]
খুব সহজ না?
তাই একদম চিন্তা করবেন না!
জীবনের এই মুহুর্তে আপনার সাফল্য উপভোগ করুন!
সৃষ্টিকর্তা আপনার সহায় হোন।
আগাম অভিনন্দন!
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune…