PDF আকারে সবার আগে HSC RESULT নিয়ে নিন!

কি? এইচএসসি পরীক্ষার্থীরা চিন্তিত? সময় মত রেজাল্ট পাবেন কি না? চিন্তা করবেন না! আপনি পাবেন! আর পাশও করবেন আশা করি।

যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বৎসরগুলোতে পাশের হার বৃদ্ধি পাচ্ছে নাটকীয়ভাবে! এটি এবারো হবে!

এইচএসসি ও সমমানের আলিম ও ভকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ ১৮ জুলাই, ২০১২ দুপুর ২টায়।

আমি এখানে আলোচনা করব ফলাফল পাবার ৩ টি উপায় নিয়ে। ৩য় টি পিডিএফ আকারে!

১। SMS RESULT:

আপনি বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের SMS সেবার মাধ্যমে আপনার ফলাফল পেতে পারেন (গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেল)।
কিভাবে? নিচে দেখুন ...

  • 1. আপনার মোবাইল ফোন এর এসএমএস অপশনে গিয়ে নতুন মেসেজ তৈরি করুন।
  • 2. টাইপ করুন আপনার এইচএসসি শিক্ষা বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর <স্পেস> আপনার পাশের বছর
  • 3. পাঠিয়ে দিন এটি 16222 নাম্বারে।
  • 4. অপেক্ষা করুন যতক্ষণ আপনি ফলাফল সহ আপনার মোবাইলে একটি মেসেজ পান!

উদাহরণ...

HSC DHA 123456 2012
HSC COM 123456 2012
HSC RAJ 123456 2012
HSC CHI 123456 2012
HSC JES 123456 2012
HSC SYL 123456 2012
HSC BAR 123456 2012
HSC DIN 123456 2012

আপনি যদি আলীম পরীক্ষার্থী হন, তাহলে ALIM লিখুন HSC এর জায়গায়।

আপনি যদি ভকেশনাল পরীক্ষার্থী, তাহলে TECH লিখুন HSC এর জায়গায।

অন্যান্য সব একই রকম হবে।
এখানে, 123456 হল একটি রোল নম্বর, আপনার নিজের রোল নম্বর বসান এই জায়গায়।

২। ONLINE INDIVIDUAL RESULT:

এইটা কিছুটা অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, ফল প্রকাশের পর পর পরীক্ষার্থী ও তাদের আত্মীয়স্বজন সবাই একই ওয়েব এড্রেসে অনুসন্ধান করে।
তবুও আপনি এই ঠিকানায়  অনুসন্ধান চালাতে পারেন।

৩। PDF TOTAL RESULT:

এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।

এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...

  • 1. এখানে ক্লিক করুন, ডাউনলোড করুন আপনার কলেজের EIIN নাম্বার।
  • 2. ডাউনলোড করে ফাইলটি খুলে দেখে নিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN NUMBER টি .
  • 3. এবার এখানে ক্লিক করুন। ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

[ইমেল ঠিকানা এরকম হবেঃ

[email protected]

এখানে, DHA = আপনার বোর্ড ,
136528 = আপনার কলেজের EIIN NUMBER টি,
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 136528 ]

  • 4. লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে।
  • 5. ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।

খুব সহজ না?

তাই একদম চিন্তা করবেন না!

জীবনের এই মুহুর্তে আপনার সাফল্য উপভোগ করুন!

সৃষ্টিকর্তা আপনার সহায় হোন।

আগাম অভিনন্দন!

আমার সাইটে আপনাদের আমন্ত্রন

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune…

Level 0

DARUN, AMRA RESULTA THIKMOTO NITA PARLA ARO DARUN HOBA TUNE TA…

    আশা করি আপনার রেজাল্ট অনেক ভালো হবে, ধন্যবাদ।

      Level 0

      na brother 2011 te exam pass

        ওহ! আমি ভেবেছিলাম আপনিও পরীক্ষার্থী! যাই হোক, আপনার পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল।

dey nai toh akhono pdf

HSC/Alim/Vocational Exam Result will be published at 2:30 PM

    ২ টার পরে দেখবেন। এখন শুধু মেইল আর পাসওয়ার্ড সংগ্রহ করে রাখুন। ধন্যবাদ।

ধন্যবাদ। ভাই

    আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

মারাত্তক হইছে।Thanks

    মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল হইছে । কিন্তু ইমেইল আর পাসওয়ার্ড কাজ করবে কি না সন্দেহ আছে। কারণ যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেন না কেন একই জিনিস দেখায়।

    একই জিনিস এখন দেখাবেই। কারণ, এখনও রেজাল্ট যায় নাই সব কলেজে। আড়াইটা থেকে ভিন্ন ভিন্ন জিনিস/রেজাল্ট দেখাবে। যে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট, তার মেইলে থাকবে।

কলেজ থেকে এখনই রেজাল্ট পাওয়া যাচ্ছে

    কলেজে গিয়ে রেজাল্ট নেবার সেই মজার দিনগুলো এখন আর নাই। এখন সবাই নিজ নিজ কম্পিউটার/মোবাইল এর মাধ্যমে রেজাল্ট জানে। যাইহোক, আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

vai amar EIIN NUMBER TA EKTU BER KORE DIBEN PLZ! Chandpur, college name nishchintaPUR degree college!

    NISCHINTAPUR HIGH SCHOOL&COLLEGE=103944
    NISCHINTAPUR D.S ISLAMIA KAMIL MADRASHA=103819

    NISCHINTAPUR নামে এই দুইটা কলেজ আছে। দেখুন কোনটি আপনার। ধন্যবাদ।

ভাই passppপাসোয়ারড কিভাবে পাব

college mail address kivabe likhbo

    ইমেল ঠিকানা এরকম হবেঃ

    [email protected]

    এখানে, DHA = আপনার বোর্ড ,
    136528 = আপনার কলেজের EIIN NUMBER টি,
    PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 136528

Level 0

vaiya apnak onek dhonnobad!

    আপনাকেও ধন্যবাদ। রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে আপনার!

Level 2

bhai, akhane to shodu school er nam & EIIN number ace. college er EIIN & nam ki vabe pabo? plz help me……….

    ভাই, কলেজও আছে। ctrl+f দিয়ে খুঁজে নিন।

Level 0

ধন্যবাদ ভাই! A+ পাইছি 🙂

টিউন টি কাজে লাগলো। ধন্যবাদ।

    কাজে লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে এটা জানানোর জন্য।

Level 0

vi madrasha hole ki korbo board ki mad hobe..

404 ! Error

    বোধহয় বুঝতে পেরেছে! তবে দুপুরে সবগুলো কাজ করেছে। এখন তো মেইন সাইট পুরো ক্লিয়ার। কাজের সময় কাজে লাগলেই হল!

তবে দোস্ত যা এক খান আইডিয়া বের করছো না !~ পুরাই হিট । সরকার তো মাথা চুলকাবে !।

    মাথা চুলকিয়ে কি হবে? তারাই তো তাদের সাইটেই এসব দিয়ে রেখেছে! আমরা শুধু ২+২=৪ এই অংকটা সমাধান করেছি মাত্র!

চমৎকার টিউন হয়েছে সুজন পাল ভাই। নিয়মিত টিউন চাই।

    ধন্যবাদ ভাই। আশা করি নিয়মিত টিউন করতে পারব।

ami ato valo tune age paini

    একটু বেশিই বলে ফেললেন! যাই হোক, আপনার কাজে লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

হ্যাঁ ভাই। এটাও হয়। তবে শুধু EIIN number na, board name ও পরিবর্তন করতে হবে। ধন্যবাদ।

ভাই, এই এড্রেস তো বাচ্চারাও জানে। তবে সময়মত কাজে লাগে না!
যদিও এবার ঠিক সময়ে কাজে লেগেছে…

Level 0

জটিল হইসে ভাই।

Level 0

সালাম সবাই কে
টেকি ভাইরা আমি কোন বিষয়ে ফেইল করেছি
কি ভাবে জানব একটু জানাবেণ

@erosdeashik: college mail address kivabe likhbo