জেনে নিন আপনি মানুষ কেমন (রক্তের গ্রুপের সাহায্যে)

আপনি জানেন কি মানুষের রক্তের গ্রুপ তার কিছু নিজস্ব সকীয় বৈশিষ্ট্য বহন করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রক্তের গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত বিশ্লেষণ-

  • “o+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন, গভীর মনোযোগী, উচ্চাকাঙ্খী, স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী, রোমান্টিক এবং অত্যান্ত বুদ্ধিমান হয়ে থাকে।
  • “O-”এই গ্রুপের মানুষেরা সাধারণত অন্যের মতামতকে গ্রাহ্য করে না। সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী, বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড় বেশি বাচাল।
  • “A+”এই ব্লাডগ্রুপের মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক, বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন।
  • “A-”এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব খুঁতখুঁতে স্বভাবের এবং কিছুটা অমনোযোগী। কিন্তু অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগী। এদের অন্যের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বেশি। এদের আছে নিজেকে লুকানোর অভ্যাস এবং একঘেয়েমি জীবন।
  • “B+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান,সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী,আবেগ প্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে।
  • “B-”এই ব্লাড গ্রুপের মানুষেরা অসংযমী, অপরিনামদর্শী, দায়িত্বহীন, অলস, স্বার্থপর, অগোছালো, অবিবেচক এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।
  • “AB+”এই ব্লাড গ্রুপের মানুষেরা সাধারণত সুবিবেচক, বু্দ্ধি সম্পন্ন, হিসেবী, পরিকল্পনাবাদী, সৎ কৌশলী সংবেদনশীল, নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।
  • “AB-”এই ব্লাড গ্রুপের মানুষেরা দুর্বোধ্য, ক্ষমতাহীন, অন্যকে আঘাত করার প্রবণতা বেশি, এনার্জি স্বল্পতা, খুব বেশি রক্ষনশীল ও বড় বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

 

সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ

ভাল লাগলে কমেন্ট করবেন ।
আপনাদের রক্তের গ্রুপ শেয়ার করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার রক্তের গ্রুপ AB+ ।

ভালো হয়েছে জিহাদ ভাই। তবে আপনার এই বিষয় টা নিয়ে মাত্র ২ দিন আগে আমি একটা টিউন করেছিলাম।

https://www.techtunes.io/roundup/tune-id/136869

আপনাকে অভিনন্দন।

    @জাহিদ হাসান: ভাই এইটা ত দেখি পুড়া আপনারটার copy !!!!!

      @ফিদা আল হাসান: আমি যেহেতু উল্লেখ করে দিয়েছি যে আমি এটি ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ থেকে কপি পেস্ট করেছি সেহেতু আপনি তবুও বলছেন যে আমি জাহিদ হাসান ভাই এর টিউন কপি করেছি ।
      আর আমি যদি জানতাম যে জাহিদ হাসান ভাই এই নিয়ে টিউন করেছেন তাহলে আমি অবশ্যয় এই টিউন করতাম না । আর তার টিউন থেকে আমার টিউন কিছু ভিন্ন ।
      তিনি তার টিউনে অনেক কিছু লিখেছেন । সম্পূর্ণ টিউন না পড়ে এত বোকামি করেন কেন?
      আর এমনত নয় যে জাহিদ ভাই সেটা নিজে লিখেছেন । তার টিউন এ দেখবেন সুত্র দেওয়া আছে ।

    @জাহিদ হাসান: ভাইয়া টিউন করার আগে আমি আমার শিরোনাম google এ সার্চ দিয়ে দেখলাম । techtunes এ রকম টিউন আর খুজে পাওয়া যাই নি । পরে দেখলাম যে আপনার টিউনের শিরোনাম ভিন্ন ।

আমার টা A+

Tnk

Level 0

ভাই এসব উদ্ভত tune না করলেও পারতেন ।

Level 0

আমার টা A+

Level 0

আমার টা Google+ P:

Level 0

thanx vai.. amar ta tik ache…. b+, ei data kisher upor depend kore calculate korlen vai janaben ki

Level 0

ভাই আমার ও+ … কিন্তু আমার ইতোমধ্যেই চোখে টেলিস্কোপ পরসে… বুজলাম না এই ঢিল টা মিস হল কিভাবে

“” “B-”এই ব্লাড গ্রুপের মানুষেরা অসংযমী, অপরিনামদর্শী, দায়িত্বহীন, অলস, স্বার্থপর, অগোছালো, অবিবেচক এবং স্বার্থান্বেষী হয়ে থাকে। ” “” বালপোস্ট। /:) /:) /:) /:) /:)

Level 0

আমারটা AB+ কিন্তু বুঝলামনা কোন কিছুই মিলছেনা…

    @sm alamin:
    আমার মনে হয় আপনার রক্ত পরীক্ষায় ভূল আছে ।
    আবার পরীক্ষা করে দেখবেন ।
    আপনার বৈশিষ্ট্য দয়া করে জানাবেন?

Level 0

jak..akta jinis clear hoilo..
blood group deke choritro bola na geleo….choritro deke blood group bola jabe..
thanks..

Level 0

আমার মনে হয় এই বিষয়ে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধুমাত্র রাশিফলের মত ধারনাগত তথ্য।

 বিটছাড়া ছোট ছোট SignUp এর কাজ করে আয় এর কাজ করে আয় করুন

    @earnman: সহমত ভাই Earnman.
    https://www.techtunes.io/roundup/tune-id/136869 এই টিউনের কপি পেস্ট।

      @গাজী মোঃ ইয়াছিন: আমি যেহেতু উল্লেখ করে দিয়েছি যে আমি এটি ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ থেকে কপি পেস্ট করেছি সেহেতু আপনি তবুও বলছেন যে আমি জাহিদ হাসান ভাই এর টিউন কপি করেছি ।
      আর আমি যদি জানতাম যে জাহিদ হাসান ভাই এই নিয়ে টিউন করেছেন তাহলে আমি অবশ্যয় এই টিউন করতাম না । আর তার টিউন থেকে আমার টিউন কিছু ভিন্ন ।
      তিনি তার টিউনে অনেক কিছু লিখেছেন । সম্পূর্ণ টিউন না পড়ে এত বোকামি করেন কেন?
      আর এমনত নয় যে জাহিদ ভাই সেটা নিজে লিখেছেন । তার টিউন এ দেখবেন সুত্র দেওয়া আছে ।

        @জিহাদুর রাহমান নয়ন: @জিহাদুর রাহমান নয়ন: https://www.techtunes.io/roundup/tune-id/136869
        এটি ১২ জুলাই প্রকাশিত, আপনি ১৫ জুলাই পাবলিশ করেছেন। আপনি এমন ভাব দেখালেন যে আগের টিউনের ব্যপারে কিছুই জানেন না। সুত্র দেখাচ্ছেন!!! শিরোনাম পরিবর্তন করে বলেন গুগলে সার্চ দিতে!! আপনার অনেক বুদ্ধি!! আপনি পুরো টিউন কপি করেছেন সে কথা কে বলেছে!! করছেন একটা অংশ মাত্র। তাদের দোষের কি আছে তাই না!!

        “সম্পূর্ণ টিউন না পড়ে এত বোকামি করেন কেন?”- এই ধরনের উগ্র ভাষা ব্যবহার থেকে নিজেকে সংযত রাখবেন। এতে আপনার টিউনে কমেন্টের পরিবেশ ই নস্ট হবে। ভাল কিছু পাবেন না। একটা কথা মনে রাখবেন, কমেন্ট করেছেন ভাল মন্দ অনেক মন্তব্য আসবে। কমেন্টস আপনার মন মত না হলে উগ্র ভাষায় জবাব দেয়া কোন উচু মাপের টিউনারে কাজ নয়। আপনি শুধু টিউন কপি পেস্টে ওস্তাদ না, কমেন্ট রিপ্লাই করতেও কপি পেস্টেও পারদর্শীতা দেখিয়েছেন। ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য।

Level 0

A+ …….. Onek ta mile gese.

Level 0

আমার O+……….

Level 0

AB+

Level 0

আমার বি পজেটিভ. . . . . . . . . . খুব রোমান্টিক!

Is it real ?

টেকটিউনস এর বেশির ভাগ সদস্যের রক্তের গ্রুপ AB+ .
বুজলাম না………

জানা ছিলনা জেনে নিলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

valo

Amer A+

@ জিহাদুর রাহমান নয়ন
আমার টিউন এর কপি-পেস্ট করা নিয়েই এত কথা হচ্ছে। তাই জিহাদ ভাই আপনাকে বলছি যদিও আপনার লেখাটা আমার করা টিউনটার একটি অংশে আমি যে তথ্য দিয়েছি জাস্ট সেটা নিয়ে তাই হয়ত ফিদা আল হাসান এবং গাজী মোঃ ইয়াছিন ভাই বলেছেন যে এটা আমার টিউন থেকে কপি করা। গাজী মোঃ ইয়াছিন ভাই আমার টিউন এর লিঙ্ক সহ উল্লেখ করেছেন। আপনার টিউন এর ২য় মন্তব্বতি-ই কিন্তু আমার করা। সেখানে আমি আপনাকে অভিনন্দন- ও জানিয়েছি। কিন্তু আপনার টিউন আর একজন পাঠক কে আপনি কিভাবে বলেন যে “সম্পূর্ণ টিউন না পড়ে এত বোকামি করেন কেন?”

যদিও তথ্যগুলো আপনার আমার কাররই গবেষণা নয় তাই জেই তথ্য গুলো প্রকাশ করুক না কেন টা একি হবে এ কথা ঠিক। আসলে ফিদা আল হাসান এবং গাজী মোঃ ইয়াছিন ভাই আপনার টিউন টি আমার টিউন এর কপি বলেছেন তার কারন হতে পারে…
১। আপনার তথ্য গুলো উপস্থাপনে কোন মৌলিকতা ছিল না। আমি ব্লাড গ্রুপ যে সিকুয়েঞ্ছে দিয়েছি (“O+” “O-”“A+” “A-”“B+”“B-” “AB+”“AB-”) আপনার সিকুয়েঞ্ছ ও same.

2. লেখার টাইপ, ফন্ট এক।

৩। আমি দাড়ি, কমা যেখানে জেভাবে ব্যাবহার করেছি আপনিও ঠিক একিভাবে একি জায়গার ব্যবহার করেছেন।

৪। যেখানে ” ” ব্যবহার করেছি সেটাও এক। উদাঃ সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ

…… ইত্যাদি আরও অনেক কারনে উনারা সেটা বলতেই পারেন। তাই বলে আপনার উগ্র হওয়া ঠিক নয় বলে আমি মনে করি।

আমার টিউন এও নাজমুল আহসান নামের একজন ভাই লিঙ্ক দিয়ে বলেছেন যে

“ব্লাড গ্রুপের অংশটুকু বোধহয় এই লিংক থেকে কপি করেছেন- http://www.muktokontho.com/1728

আমি তাকে বলেছি… “ধন্যবাদ ভাই মন্তব্বের জন্য। আমার সব গুলো তথ্যই ইন্টেরনেট থেকে নেয়া। আমি সেটা বলেছি। তবে একেকটি টিউন এর তথ্য অনেক যায়গা থেকে নেয়া হয় বলে সব Source উল্লেখ করা সম্ভব হয়না। আর ব্লাড গ্রুপের অংশটুকু আপনার দেয়া লিঙ্ক থেকে নেয়া হয়নি। তবে ইন্টেরনেট থেকেই নেয়া হয়েছে। তথ্য গুলো

সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ প্রকাশিত।

আপনার দেয়া লিঙ্ক এ তথ্য গুলো শেয়ার করেছেন পাপন ভাই। যেহেতু এগুলো আমার বা পাপন ভাই কাররই গবেষণা নয় তাই জেই প্রকাশ করুক না কেন তথ্য গুলো একি হবার কথা। যারা জানেনা তাদের জানানোটাই আসল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে।”

নাজমুল আহসান ভাই এর দেয়া লিঙ্ক টি দেখুন। তথ্য এক কিন্তু উপস্থাপনা ভিন্ন। আমাদের দুজনের লেখার মদ্ধে মৌলিকতা ছিল। আপনাকে ফিদা আল হাসান এবং গাজী মোঃ ইয়াছিন ভাই আপনাকে সেটাই বলেছেন। এতে রাগ করবেন না।

আমরা চাই আমাদের টেকটিউন্স-এ টিউন, কমেন্টস সব কিছু মিলিয়ে একটা পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ। যেখানে আমরা একে অপরের জন্য সাহায্যের হাত বারিয়ে দেই।

আপনাদের সবাইকেই ধন্যবাদ। আমার মন্তব্বে কস্ট পেলে ক্ষমা করবেন। ভালো থাকবেন।

I’ve read the whole tune thoroughly. I’m not going into the debate whether it is pasted or not. But have you ever thought about what you are writing??
Yes, blood group is very much important. But it does not determine a person’s character. It is totally unscientific. A person character can be determined genetically and that can be true in only 70-80% cases. But blood group is absolutely not responsible for determining one’s character.
Without this you’ve just posted the summery of that book which is creating confusion among the readers.
Do you guys think you are doing something wise??
So please be careful before posting this kind of things.
It is totally lame to claim credit for something that is not at all worthy.

nice,,my blood grop ……::B+

সব গ্রুপের মানুষেরাই ভাল হলে তাহলে খারাপ কারা????? B+ রক্ত লাগলে বলবেন এখন পর্যন্ত কাউকে দেইনি।