লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০৩]

ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল    Preposition খুব ভালো জ্ঞান থাকলেও Preposition এর   সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।  Preposition  গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি  ছোটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন , গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ ২য় পর্বে আমরা শুরু করব –  Of    preposition  দিয়ে 

আমার 2nd  গল্পের নায়ক ওফাজুদ্দিন মিঞা  ওফাজুদ্দিন  মিঞা  কেমন লোক  জানতে হলে তার সমন্ধে ৪ টি বাক্যই যথেষ্ট । 





আসুন শেখার কাজ প্রায় কমপ্লিট । এবার একটু একটু করে দেখে নিই।উদাহরন গুলো তাহলে মনে রাখতে সুবিধা হবে , প্র্যাকটিস ও হয়ে যাবে সাথে সাথে ।




কেমন লাগল কমেন্টের মাধ্যমে  জানাতে ভুলবেন না । যদি আপনি খুব ব্যস্ত না থাকেন ।

আজকের মত এই টুকুই ।পরের দিন অন্যান্য সব প্রিপোজিসন নিয়ে এরকম পর্ব ভিত্তিক আলোচনার ইচ্ছা রইল।

আর একটি কথা - যারা সহজে সঠিক ও নির্ভুল ইংরাজি লিখতে শিখতে চান -তাদের জন্য আমার ব্লগে শুরু করেছি সিম্পল রাইটিং এবিলিটি এর উপর ৫ টি পর্বের একটি ধারা বাহিক । কম্পিটিটিভ এক্সাম , এছাড়াও বিভিন্ন ক্লাস এর ছাত্রদের কাজে লাগবে ভেবে এই প্রয়াস - যাদের ইচ্ছা হবে  একবার ঢুঁ মারতে পারেন আমার  ব্লগে । আমন্ট্রন রইল । আমার ব্লগের ঠিকানা - এই খানে ক্লিক করুন অথবা নীচের ঠিকানা  অ্যাড্রেস বারে কপি পেস্ট  করে সরাসরি চলে যান ।

http://swapnapuron.blogspot.in/

  এই নোটস টির পিডিএফ ফাইল বা অন্যান্য পুরোনো নোটস গুলির পিডিএফ ফাইল ও আপনি ঐ  ব্লগে পেয়ে যাবেন । 
সকলে ভালো থাকবেন । খোদা হাফেজ !


আজকের মত এখানেই শেষ করছি । পরের পোস্টের জন্য প্রস্তুতি চলছে । খুব দ্রুত আসছে । তত দিনে আগেরগুলো আর একবার রিভিশন দিয়ে রাখুন। 

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀 অসাধারণ হুইসে,টেঙ্কু

এক্সাম দিতে মুঞ্চায় না,পড়ালেখারে ভালা পাই না।আমি আর এক্সাম হইল হিলারি আর উবামার রঙের মত, 😀 😆 😉 🙂 :mrgreen: 😳 😛

Level 0

ধন্যবাদ,চালায় যান…পাশে আছি….

আপনাকেও ধন্যবাদ ! সঙ্গে থাকুন ।

Thanks Bai. Bai apni ke koren? Are u Teacher?

    @জুয়েল 96:

    না জুয়েল ভাই । আমি শিক্ষকতা করি না । আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করি । অবসর সময়ে সময় পেলে একটু আধটু লেখা লেখি করি । আর বিসি এস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরান্টস যারা আছে তাদের একট্য আধটু সাহায্য করি । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটু চেষ্টা করছি মাত্র ।

পাশে আছি চালিয়ে যান

Level 2

অসাধারণ সুন্দর কাজ করেছেন অপু ভাই, ঊপস্থাপণাও খুব সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা নেবেন জী।

ভাই, ছোট বেলায় আপনারে পাইলে অহন কি আর দূর্দশা (নকল করে ওডেস্ক টেস্ট দিতে অয়) । আপনার এই সুন্দর প্রয়াস স্বার্থক হোক! নিয়মিত শেখাবেন যাতে হাসতে হাসতে ইংরেজি বলতে পারি।

আমি আমার মত করে চেষ্টা করে যাচ্ছি । ইচ্ছে আছে নিয়মিত ভাবে চালিয়ে যাওয়ার । আর অনেক অনেক ধন্যবাদ মন্ত্যব্যের জন্য ।

আপনার এই টিউনগুলো চেইন টিউন হিসেবে প্রকাশ করলে বেশ ভাল হয়। আশা করি পর্ব করে টিউন পাবলিশ করবেন।
আর হ্যা আমি কিন্তু আপনার নিয়মিত ছাত্র 😉

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
    হাসান ভাই , প্রথমেই জানাই আপনার প্রোফাইল পিক টা দারুন হয়েছে ।
    আর আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি , চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু লিখতে । আর শুনে খুশি হলাম যে আপনি আমার পোস্ট নিয়মিত পড়ছেন । জেনে খুব আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে ।

খুব চমৎকার হচ্ছে অপু ভাই। আমি আপনার ক্লাসের একজন নিয়মিত ছাত্র। Assignment, home-work সব নিয়মিত করি। চালিয়ে যান। বরাবরের মতই প্রিয়তে।

    @জাহিদ হাসান:
    ধন্যবাদ জাহিদ ভাই । এট জেনে খুব ভালো লাগছে যে আমার পরিশ্রমের কিছুটা হলেও আপনাদের কাজে লাগছে । পারল্কে ব্লগে ইংরেজি সহজে লেখার উপর যে পোস্ট গুলি আসতে চলেছে সেগুলির দিকে খেয়াল রাখুন । অনেক অনেক ধন্যবাদ । রিপ্লাই দিতে দেরী হল এই জন্য দুঃখিত ।

ছুপার্ব 😀

চমৎকার ও ভালো লাগলো। ইংরেজির প্রতি আগ্রহ বাড়ল ।

Level 0

চমৎকার

প্রয়োজনীয় জিনিজ গুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ।

আপনার এই পদ্ধতি আমাকে বাবার কথা স্মরণ করিয়ে দিল। আমি তখন ক্লাস সেভেন বা এইটে পড়ি। ভূগোলের অতগুলো জেলার নাম মনে রাখতে পারছিলাম না। বাবা সেগুলো দিয়ে ছড়া তৈরী করে দিয়েছিলেন।যা আমাকে ভবিষ্যতে আমার সাফল্যের একটা গোপন পথ তৈরি করে দিল।

আমি এখনো এই ধরনের পদ্ধতি ব্যবহার করি বিভিন্ন জিনিস মনে রাখার জন্যে। যেমন ধরুন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কালানুক্রমিক ভাবে মনে রাখার জন্যে আমি এটা ব্যবহার করি-

D . K. M-এর বেয়ান (B. In) যুগলা- চন্দ্রের সঙ্গে রজনী  কাটাতে রাজী নয় আ -দৈ  রাধা-রাম।

D—দুর্গেশনন্দিনী

K—কপালকুণ্ডলা

M—মৃণালিনী

B— বিষবৃক্ষ

In—ইন্দিরা

যুগলা—যুগলাঙ্গুরীয়

চন্দ্র—চন্দ্রশেখর

রজনী—রজনী
কাটাতে—কৃষ্ণকান্তের উইল

রাজী—রাজসিংহ

আ—আনন্দমঠ

দৈ—দেবীচৌধুরাণী

রাধা—রাধারাণী

রাম—সীতারাম ।

 

টিউন সম্পর্কে নতুন করে আর কী-ই বা বলব-    অ       সা        ধা       র       ণ     ।  😀  😆   😆  😀

 

অ : ট :   Toon Boom ের তিনটে সফট প্রবাসী ভাইয়ের টিউনে দেওয়া আছে ।কোনটা ডাউন করব ?

(যদিও মিডিয়া ফায়ার সবকটা ডিলিট করে দিয়েছে  🙁   🙁    🙁

রাম—সীতারাম

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ):
    আরে সুব্রত ভাই !
    ১। একদম ঠিক কথা , যে সকল জিনিস গুলো প্রায়ই গুলিয়ে যায় , সেগুলি মনে রাকাহ্র জন্য আমরা ছোট থেকেই বাবা -মা , বা টীচার দের কাছথেকে এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে ছড়া , কবিতা শ্লোক এই সব বানিয়ে মনে রাকাহ শিখতাম । তবে সেগুলি ছিল বিচ্ছিন্ন কয়েকটি বিষয়ের উপরে । তখন থেকে ভালো লাগত । তাই পরে বড় হয়েও চেষ্টা করতাম অন্যান্য বিষয়ে এই একই পদ্ধতি অ্যাপ্লাই করার ।
    ২। আপনার বঙ্কিম চন্দ্রের উপন্যাস গুলির কালানুক্রমিক নাম গুলি মনে রাখার পদ্ধতিটা দারুন লাগল ।
    ৩। টুন বুম স্টুডিও টা ডাউন লোড করবেন ।
    ৪ । টুন বুম টা অফিসিয়াল সাইট থেকে নামিয়ে নিন , আমি শুধু ক্র্যাক ফাইলটা আপলোড করে মিডিয়াফায়ারে দিলাম । এটা দিয়া কাজ হয় কিনা দেখেন । নীচে লিঙ্ক দিয়ে দিলাম
    http://www.mediafire.com/?06my27tv5zoah2i
    আর কি । ভালো থাকুন । কাজ হল কিনা জানান ।

আপনার পোষ্ট গুলো ব্যতিক্রম, আকর্ষনীয়, শিক্ষামূলক, রাম্যবোধ এবং সকলের অনুভূতিতে নড়াচড়া দিতে সক্ষম। সময় হলে আপনার সবগুলো পোষ্ট পড়ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশাকরি, ভবিষ্যতে এরকম আরো পোস্ট দিয়ে আমাদেরকে উপকৃত করবেন।

    @ওয়াহিদ:
    অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
    সময় হলে সব গুলি পোস্ট পড়ে নিয়েন । কেমন লাগল ফীড ব্যাক জানাতে ভুলবেন না ।

Level 0

Nice post .অনেক কিছু শিখলাম।

অসাম হইছে……. ভালমত খাওয়া দাওয়া করবেন , আমাদের জন্য আরও অনেক টিউন করা বাকি …. আর আপনার ব্লগটা সুন্দর হয়েছে

তারিক ভাই , খাওয়া দাওয়া ঠিক ঠাক চলছে । এমনিতেই মোটা হয়ে যাচ্ছি । আর বেশি খেলে অবস্থা শোচনীয় হয়ে যাবে । আপনাদের দোয়ায় , আল্লার রহমতে শরীর ঠিক ঠাক আছে । আপনাদের সকলের সুস্থ শরীরের কামনায় …।

Thanks to all of you who have supported me a lot