ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল Preposition. খুব ভালো জ্ঞান থাকলেও Preposition এর সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান । Preposition গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি ছোটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন , গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ ২য় পর্বে আমরা শুরু করব – “ Of ” preposition দিয়ে
আমার 2nd গল্পের নায়ক ওফাজুদ্দিন মিঞা । ওফাজুদ্দিন মিঞা কেমন লোক জানতে হলে তার সমন্ধে ৪ টি বাক্যই যথেষ্ট ।
আসুন শেখার কাজ প্রায় কমপ্লিট । এবার একটু একটু করে দেখে নিই।উদাহরন গুলো তাহলে মনে রাখতে সুবিধা হবে , প্র্যাকটিস ও হয়ে যাবে সাথে সাথে ।
কেমন লাগল কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না । যদি আপনি খুব ব্যস্ত না থাকেন ।
আজকের মত এই টুকুই ।পরের দিন অন্যান্য সব প্রিপোজিসন নিয়ে এরকম পর্ব ভিত্তিক আলোচনার ইচ্ছা রইল।
আর একটি কথা - যারা সহজে সঠিক ও নির্ভুল ইংরাজি লিখতে শিখতে চান -তাদের জন্য আমার ব্লগে শুরু করেছি সিম্পল রাইটিং এবিলিটি এর উপর ৫ টি পর্বের একটি ধারা বাহিক । কম্পিটিটিভ এক্সাম , এছাড়াও বিভিন্ন ক্লাস এর ছাত্রদের কাজে লাগবে ভেবে এই প্রয়াস - যাদের ইচ্ছা হবে একবার ঢুঁ মারতে পারেন আমার ব্লগে । আমন্ট্রন রইল । আমার ব্লগের ঠিকানা - এই খানে ক্লিক করুন অথবা নীচের ঠিকানা অ্যাড্রেস বারে কপি পেস্ট করে সরাসরি চলে যান ।
http://swapnapuron.blogspot.in/
এই নোটস টির পিডিএফ ফাইল বা অন্যান্য পুরোনো নোটস গুলির পিডিএফ ফাইল ও আপনি ঐ ব্লগে পেয়ে যাবেন ।
সকলে ভালো থাকবেন । খোদা হাফেজ !
আজকের মত এখানেই শেষ করছি । পরের পোস্টের জন্য প্রস্তুতি চলছে । খুব দ্রুত আসছে । তত দিনে আগেরগুলো আর একবার রিভিশন দিয়ে রাখুন।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
😀 অসাধারণ হুইসে,টেঙ্কু