তৈরী করুন মজার কিছু “মুখোশ” :: পর্ব-১

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

মুখোশ ব্যবহারের রীতি অনেক প্রাচীন। সেই মিশরীয় সভ্যতার সময়ও মুখোশ ছিলো। জানেন আমি একসময় ওয়েসলিং এর প্রচুর ভক্ত ছিলাম। তখন এর নাম ছিলো WWF। দি রক ও ত্রিপল-এইচের পিলে চমকানো শত্রুতা। কেইন তখন চমৎকার একটি মুখোশ পড়তো। কেইনের চেহারা দেখতে খুব ইচ্ছে হতো। যখন মুখোশ ছাড়া কেইনকে দেখলাম, তখন মনে হলো ঐ চেহারা না দেখাই ভালো ছিলো। কয়েক বছর আগে হঠাৎ একদিন ওয়েসলিং এ মিস্টেরিও নামের একজনকে দেখেছি। ভাল লেগেছে। কৃষ ছবিতে ঋতিকের মুখোশ, বাজিগর সিনেমার বাজিগর গানে শাহরুখ, অমিতাভের তুফান ছবিতে মুখোশ ব্যবহার করেছিলো। আর সেই ম্যান ক্যটগরী অর্থাৎ সুপার ম্যান, স্পাইডার ম্যান, ব্যাড ম্যান ছাড়াও আরও যারা ম্যান আছে সবাই পুর্ণ কিংবা অর্ধ মুখোশ ব্যবহার করেছেন। আর “দি মাস্ক” সিনেমা নিয়ে তো আর বলার অবকাশ নেই।

পৃথিবীর বেশীরভাগ দেশ সহ আমাদের লোক সস্কৃতিতে মুখশের এক অসামান্য ভূমিকা আছে। পহেলা বৈশাখ এলে দেখা যায় মুখোশের কতো প্রকার ও কি, বিশেষ করে টিএসসি এলাকায়। বিশ্বের অনেক বিখ্যাত ব্যাক্তির মুখোশ সংগ্রহের শখ আছে। আপনিও আপনার কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে মুখোশ তৈরী করতে পারেন। বিভিন্ন ওয়েব সাইট মুখোশ কেনা ও বিক্রির ব্যবস্থা করে দেয়।

আজকের এই টিউনটিতে আমি দিচ্ছি শুধুমাত্র কতগুলো মুখোশ দেখানোর উদ্দ্যেশ্যে। আসলে হয়েছি কি জানেন। আমি বেশ কয়েকটি জিনিস নিয়ে টিউন করে যাচ্ছি এবং এগুলো আমার ভালো করেই জানা আছে। সময় সল্পতার কারণে ইচ্ছে থাকা স্বত্ত্বেও অনেক টিউন দিতে পারছি না। তবে আমি আপনাদের কথা দিচ্ছি মুখোশ তৈরী করা আপনাদের শিখাবোই।

দেখুন তাহলে মুখোশ গুলো---

১.

একটি মেকাপ বেইসড মুখোশ তৈরীর কৌশল। অনে হলিউডের ছবিতে দেখে থাকবেন। মেকাপের দারুন ব্যাবহার দেখেছিলাম কমল হাসানের একটি ছবিতে নাম মনে পড়ছে না।

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসিফ ভাই তো দেখি টিউন এর ঝড় তুলে ফেললেন!!!
এগিয়ে যান ভাই!! শুভকামনা! 😛

    @নিয়াজ মেহেদী খান ভাই: ভালো আছেন? একটু বুদ্ধি দিন তো কিভাবে আমার টিউনগুলো আরও সুন্দর করা যায়।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: এই তো দিলেন বিপদে ফালায়া!!!!!
      গুরু রে কি আর উপদেশ দেওয়া যায় নাকি!!! 😳

        @নিয়াজ মেহেদী খান ভাই: আমি নতুন মানুষ। আমি আসলে পাবলিক ডিমান্ড বোঝার চেষ্টা করছি। তার মানে এই নয় কঠিন কোনো কিছুকে আমি এড়িয়ে যেতে চাচ্ছি। কোনো কিছু কারও কাছে কঠিন মনে হলে সহজ করার চেষ্টা করবো। আর গুরু!!! আপনারা আমার গুরু। আমি সবসময় কর্মীর আসনে থেকে আপনাদের সেবা করতে চাই।
        তৈমুর লং ছয়বার যুদ্ধে পরাজিত হয়ে এক বাড়িতে গেলেন। স্বজত্নে এক মহিলা তাকে ভাত খেতে দিলেন। ভাত খাওয়ার স্টাইল দেখে ভদ্র মহিলা বললেন- “আপনি তো দেখছি তৈমুর লং এর মতো”
        তৈমুর ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন তাকে হয়তো চিনে ফেলেছে। ভদ্রমহিলা বললেন “আপনি থালার মধ্যের গরম ভাত দিয়ে খাওয়া শুরু করেছেন ঠিক তৈমুর যেভাবে রাজধাণী আক্রমন করতে গিয়ে পরাজিত হচ্ছে!!!”
        তৈমুরের মাথা খুলে গেলো। পরবর্তিতে তিনি রাজধানী আক্রমন না করে রাজ্যের এক অংশ ধরে আক্রমন শুরু করলেন এবং জয়ী হলেন।
        ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

মিয়া ভাই তো পুরা ফাটায়ে ফেলছেন । জটিল হয়েছে ।

ব্যাট করছেন তামিম ইকবাল,রান ২৫ বলে ৫০,নট আউট!!! 😀

Level 0

১ নং মুখোশ বানানোর কৌশল টা নিয়ে বিস্তারিত আলোচনা চাই । আশা করি লিখবেন ।

টিউনটা দারুন… সুস্বাস্থ্য কামনা করছি সেই মহানের কাছে…