লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০২]

ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল    Preposition.  খুব ভালো জ্ঞান থাকলেও প্রপোজিসনের সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।  Preposition  গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি  ছটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন , গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ প্রথম শুরু করব – “ In”   preposition  দিয়ে  ।লাল learn English ! learn with fun !

আমার প্রথম গল্পের নায়ক ইনসান মিঞা । ইনসান মিঞা  কেমন লোক –জানতে হলে তার সমন্ধে ৪ টি বাক্যই যথেষ্ট

এবার আমরা পর পর একটি একটি করে শব্দ ধরে ধরে একটা একটা করে উদাহরন দেখে নেব ।

আসুন শেখার কাজ প্রায় কমপ্লিট । এবার একটু একটু করে দেখে নিই – উদাহরন গুলো তাহ্লে মনে রাখতে সুবিধা হবে , প্র্যাকটিস ও হয়ে যাবে সাথে সাথে ।

কেমন লাগল কমেন্টের মাধ্যমে  জানাতে ভুলবেন না । যদি আপনি খুব ব্যস্ত না থাকেন ।

আজকের মত এই টুকুই ।পরের দিন অন্যান্য সব প্রিপোজিসন নিয়ে এরকম পর্ব ভিত্তিক আলোচনার ইচ্ছা রইল।

আর একটি কথা - যারা সহজে সঠিক ও নির্ভুল ইংরাজি লিখতে শিখতে চান -তাদের জন্য আমার ব্লগে শুরু করেছি সিম্পল রাইটিং এবিলিটি এর উপর ৫ টি পর্বের একটি ধারা বাহিক । কম্পিটিটিভ এক্সাম , এছাড়াও বিভিন্ন ক্লাস এর ছাত্রদের কাজে লাগবে ভেবে এই প্রয়াস - যাদের ইচ্ছা হবে  একবার ঢুঁ মারতে পারেন আমার  ব্লগে । আমন্ট্রন রইল । আমার ব্লগের ঠিকানা - এই খানে ক্লিক করুন অথবা নীচের ঠিকানা  অ্যাড্রেস বারে কপি পেস্ট  করে সরাসরি চলে যান ।

http://swapnapuron.blogspot.in/

  এই নোটস টির পিডিএফ ফাইল বা অন্যান্য পুরোনো নোটস গুলির পিডিএফ ফাইল ও আপনি ঐ  ব্লগে পেয়ে যাবেন । 
সকলে ভালো থাকবেন । খোদা হাফেজ !

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek dhonnobad 🙂 khubi kajer tune

আজ আর মিস করিনি । এক্কে বারে প্রথমেই চলে এসেছি।

টিউন নিয়ে কিছু বললে কম বলা হয়ে যাবে। অসাম পোস্ট !

যেটা জানতে মন চাইছে-কার্টুনগুলো কিভাবে আঁকছেন যদি বলতেন শিখতাম। মন টেনেছে কার্টুনে। 🙂

I’m weak in English- right?

অ:ট:—- আপনাকে গুগল প্লাসে অ্যাড করতে পারলাম না।আপনি পারেন কিনা দেখেন- [email protected]

স্কাইপি যদি থাকে- sobujerabhijan

like the post… keep it up.. actually preposition is the most important thing in english . for speaking , the signifacnt of preposition is adorable.

চমৎকার ও বুদ্ধিদীপ্ত!!!

বরাবরের মত আসাধারন

ধন্যবাদ রাসেল ভাই। বরাবরের মতই আপনি আবার আমার পাশে ! 🙂 🙂 🙂 🙂 🙂 😉

Level 0

your are smart idea.

নাহ ! আমার তো মনে হয় একদম সরল । জলবৎ তরলম ! 😉 😉 😉 😉

হাসতেসি ! খুব হাসতেসি । সাথে নতুন অনেক জিনিস শিখতেছি । পুরান যেগুলো জানতাম সেগুলুও আবার রিভাইজ হচ্ছে । আপনার টাউন টাইটেল সার্থক হাসতে হাসতে শিখুন । শিখতেছি । ধন্যবাদ ।

খুব ভাল লাগল। অসাধারন!!!!!!

ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।

আমার মত যারা ইংরেজী ভয় পায়, আপনি তো তাদেরকেও ইংরেজী শিখিয়ে ছাড়বেন…. অনেক ভাল হইছে এবং নিঃস্বার্থ কষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ

    @তরিক:
    যাক আপনার কাজে লেগেছে ! আমি তো মনে ভাবতেছিলাম – সবাই শুধু অনলি ফান ! নো লার্ণ ।
    ধন্যবাদ তারিক ভাই । সুস্থ থাকুন !

চেষ্টা করছি …………… হয়তো পারব ইংরেজি কে কাবু করতে। ধন্যবাদ অপু ভাইকে।

যদি শেখার ইচ্ছে থাকে তবে – সব গুলো পর্ব পর পর দেখতে থাকুন ! আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্য বাদ !

টিউন লেখার কারনে মন্তব্য করতে দেরী হয়ে গেলো।এসে দেখি রথি মহারথিরা আমার বলা কথাগুলো আগেই বলে দিয়েছে।তাই চুপচাপ থাকলাম।

প্রবাসী ভাই ! কার্টুন গুলো সবই আপ্নার দয়ায় । যেটুকুই করছি তার পেছনে সবচেয়ে বেশী অবদান আপনার । আজকেই সবুজের অভিযান ভাই ফোন করেছিলেন । উনাকেও আপনার কথা বললাম । আর আপনার সেই টিউনের ঠিকানাটাও উনাকে দিয়ে দিলাম ।
ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা নেবেন ।

আপনার ব্লগটাতে ঢুঁ মেরেছিলাম, Bookmark করে রাখতেই হলো।

    @C/O D!pu…:
    কোনো কথা হবে না ! আগে বলেন এতদিন কোথায় ছিলেন । আমার ওই মেল আইডি টা আর ইউস করি না । ব্লগে গেলে দেখবেন একটা নতুন জি মেল আইডি এখন ইউস করছি । ঐ ঠিকানায় মেলাবেন ।
    আর এত এত দিন পরে আপনাকে দেখেই দারুন আনন্দ হচ্ছে ! ভালো থাকবেন । পড়া শোনা কেমন চলছে । ব্লগের ব্যাপারে সাজেশন থাককলে দিয়েন ।

valo

প্রথম আলো ব্লগে আপনার প্রোফাইলে একটা কবিতা দেখলাম স্বপ্ন নিয়ে ওটা কি কপিরাইট প্রোটেক্টেড?টিউন উরাধুরা ভালো।

আরে ওটা কি কবিতা কি কোনো কবিতা হল । যা ইচ্ছে হল লিখে দিলাম । তার পরেও ভালো লেগেছে জেনে কিঞ্চিৎ পুলকিত হইলাম । রাইটার তো আমি , তার আবার প্রোটেকশন । কাজে লাগলে লইয়া লউন । ব্যবহার করুন ।
আর মন্তব্য খান উড়া ধুড়া লাগতেসে । ঠেঙ্কু ! 🙂 🙂 🙂 😉 😉 😉

    @অপু.পশ্চিমবাংলা: স্বপ্ন সংক্রান্ত যেকোনো কিছু আমার খুব ভালো লাগে দুস্বপ্ন ছাড়া। 😛 অনুমতি পেয়ে আমিও পুলকিত 😀 আপনাকে ধুনিয়া পাতা 😛 😀 🙂

Level 0

আমি মনে মনে এই জিনিস গুলো এভাবেই খুঁজছিলাম,পেয়ে খুব e ভাল লাগছে…সব ডাউনলোড দিলাম (আপনার ব্লগ থেকে)…রাতে বসে পড়বো ইনশাল্লাহ…অনেক অনেক ধন্যবাদ..এই রকম আর TUNE চাই…

    @adil1227:
    ধন্যবাদ আদিল ভাই ।এই রকম আরো তিনটি পর্ব শেষ করেছি । আসলে লিখতে গেলে একবার লেখার পর মনে হয় আর একটু সময় দিলে হয়তো আরো সহজ ভাবে উপস্থাপন করা যেত ! এই পিছু টান আমার সবচেয়ে বড় সমস্যা । পরবর্তী পর্ব গুলি দেখতে থাকুন । সঙ্গে থাকুন । ধন্যবাদ আবারো ।

অনেক ধন্যবাদ।সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Level 0

vai ei rokom niyo mit post den..VOCB lagbe amr university addmission er jonno

    @tanjib:
    ভোকাবুলারি নিয়ে কয়েকটি পর্ব লিখব ঠিক করেছি । দেখতে থাকুন । তবে কয়েক দিন অপেক্ষা করতে হবে ।

খুব ভালো লাগছে। ইংরাজিতে আমি বরাবরই কাঁচা। এবার আপনার দয়াই পাকা হতে চলেছি। ধন্যবাদ।

আরে ভগীরথ ভাই যে । ব্লগে নিয়মিত হতে হবে কিন্তু । ধন্যবাদ মন্তব্যের জন্য ।