খনার বচন :: আসুন আগলে রাখি আমাদের সম্পদ :: পরবর্তি প্রজন্ম যেন আমাদের গর্বের অতীত জানতে পারে!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

কে বলেছে আমরা গরিব? যে জাতির এত এত সম্পদ তারা যদি সাময়িক ভাবে গরিব হয়েও থাকে, শুভদিন আবার আসবেই, আসতে বাধ্য। আমরাই পারবো আমাদের ভাগ্য পরিবর্তন করতে। অনেকেই বলবেন আমাদে এত এত জনসংখ্যা, কি করবো? কি ভাবে চলবো? এই জনসংখ্যা যদি জনসম্পদ হয় তাহলে কি হবে?

টেকটিউনস কমিউনিটির কেউ কেউ হয়তো ভাবতে পারেন আমি এত আশাবাদি হলাম কি করে। আপনাদের পুরাতন সুন্দরকে বরণ করে নেয়া, আগ্রহ ও গঠনমূলক টিউন ও টিউমেন্ট আমার ভিরু মনটাকে অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। ওডেস্কে আমরা বর্তমানে আউটসোর্সিং এ তিন নম্বর। খুব শিষ্র শীর্ষস্থানে আসবো। আমরা যদি আমাদের সম্পদগুলোকে না চিনি না বুঝি তাহলে সেটা হবে চরম নিরাশার কথা।

লালনের একটি গান মনে পড়লো । শুনুন -

“রাম কি রহিম সে কোনজন?

মাটি কি পবন,

জল কি হুতাশন।

শুধাইলে তার অন্বেষণ,

মূর্খ দেখে কেউ বলে না।।”

এই টিউনটি উৎসর্গ করছি শুভঙ্করের ফাঁকি টিউনটিতে যে সকল টেকটিউনস কমিউনিটি টিউমেন্ট করেছিলেন তাদের উদ্দ্যেশে।

খনার জীবনী আমি ভালো জানি না তাই জীবনীটুকু সংগ্রহ করতে হয়েছে   উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে।

খনা বা ক্ষণা কথিত আছে তার আসল নাম লীলাবতী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারীর যিনি বচন রচনার জন্যেই বেশি সমাদৃত, মূলত খনার ভবিষ্যতবাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত। মনে করা হয় ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল। কিংবদন্তি অনুসারে তিনি বাস করতেন পশ্চিমবঙ্গের চব্বিস পরগনা জেলার বারাসাতের দেউলিয়া গ্রামে। তার পিতার নাম ছিন অনাচার্য। অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহলরাজের কন্যা। বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্যের রাজ সভার প্রখ্যাত জোতির্বিদ বরাহপুত্র মিহিরকে খনার স্বামীরূপে পাওয়া যায়। কথিত আছে বরাহ তার পুত্রের জন্ম কোষ্ঠি গণনা করে পুত্রের আয়ূ এক বছর দেখতে পেয়ে শিশু পুত্র মিহিরকে একটি পাত্রে করে সমুদ্র জলে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌছলে সিংহলরাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে কন্যা খনার সাথে বিয়ে দেন। খনা এবং মিহির দু'জনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন। মিহির একসময় বিক্রমাদিত্যের সভাসদ হন। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পরলে, খনা এ সমস্যার সমাধান দিয়ে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসায় বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। 

এই রচনা গুলো চার ভাগে বিভক্ত করা যায়।

যথা

  • কৃষিকাজের প্রথা ও কুসংস্কার।
  • কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান।
  • আবহাওয়া জ্ঞান।
  • শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ।

১.

শ্রাবণের পুরো ভাদ্রের বার।

এর মধ্যে যত পার।।

[ধান রোপনের প্রকৃত সময় সারা শ্রাবণ ও বারোই ভাদ্র পর্যন্ত]

২.

ষোল চাষে মূলা।

তার অর্ধেক তূলা।।

তার অর্ধেক ধান।

বিনা চাষে পান।।

[মূলার ক্ষেত্রে ষোল বার, তুলার ক্ষেত্রে আট বার, ধানের ক্ষেত্রে চার বার হাল চালনা করা কর্তব্য। পানের জমিতে হাল চালনার প্রয়োজন নাই।]

৩.

পূর্ণিমা আমায় যে ধরে হাল।

তার দুঃখ সর্বকাল।।

তার বলদের হয় বাত।

নাহি থাকে ঘরে ভাত।।

খনা বলে আমার বাণী।

যে চষে তার, প্রমোদ গণি।।

[পূর্ণিমা আমারস্যাতে হাল চালনা করতে নেই। ওই দুই দিন যে হাল চালনা করে তাকে চিরদিন কষ্ট পেতে হয়। বাতে সেই কৃষকের বলদ কষ্ট পায় ও তার গৃহে অন্ন সংস্থান হয় না।]

৪.

যে বার গুটিকাপাত সাগর তীরেতে।

সর্বদা মঙ্গল হয় কহে জ্যোতিযেতে।।

নানা শস্যে পূর্ণ এই বসুন্ধরা হয়।

খনা কহে মিহিরকে নাহিক সংশষ।।

[সমুদ্র তীরে যে বৎসর গুটিকাপাত হয়, ধরণী সেই বৎসর শস্যপূর্ণা হয়।]

৫.

বুধ রাজা আর শুক্র মন্ত্রী যদি হয়।

শস্য হবে ক্ষেতভরা নাহিক সংশয়।।

[যে বছর বুধ রাজা ও শুক্র মন্ত্রী হয় সে বছর পৃথিবী শস্য পরিপূর্ণ হয়।]

৬.

মঙ্গলের ঊষা বুধে পা।

যথা ইচ্ছা তথা যা।।

[ মঙ্গলবারের রাত্রি গত হইলে ঊষাকালে বুধবারের আরম্ভে যাত্রা করিলে যাত্রা শুভ হয়ে থাকে।]

৭.

রবি গুরু মঙ্গলের ঊষা।

আর সব ফাসাফুসা

[রবি, বৃহস্পতি আর মঙ্গলবারের ঊষাকালে যাত্রা করতে পারলে দিন ক্ষন দেখবার কোনো প্রয়োজন হয় না।]

৮.

যদি বর্ষে আঘনে।

রাজা যান মাগনে।।

যদি বর্ষে পৌঁষে।

কড়ি হয় তুষে।।

যদি বর্ষে মাঘের শেষ।

ধন্য রাজার পুণ্যদেশ।।

যদি বর্ষে ফাল্গুনে।

চিনা কাউন দ্বিগুণে।।

[অগ্রহায়ণ মাসে যদি ভাল বর্ষণ হয়, তা হলে শষ্যকীটে ধান কেটে ফেলে। উত্তমরূপ শস্য না পাওয়ার দরুন প্রজাগণ রাজস্ব দিতে অক্ষম হয়, সে কারণে রাজাকেও বিপদগ্রস্ত হতে হয়। পৌষ মাসে বৃষ্টি হলে হৈমান্তিক ধান্য ঝরে পড়ে ধান মহার্ঘ্য হয়ে যায়, আর তুষেও অর্থ উপার্জন হয়। আর যদি মাঘের শেষে  বৃষ্টি হয় হেমন্তের ধান ও আশু ধানের কৃষি ভালোভাবে হয়ে থাকে। চিনা ও কাউন ধান ফাল্গুন মাসে বৃষ্টি হলে দ্বিগুণ হয়ে থাকে]

আজ খনার বচন নিয়ে গবেষনা হচ্ছে এত আগে তিনি এত বিজ্ঞানীক কথাবর্তা বলেছেন কি করে। হয়তো আমাদের মাঝেও এমন কেউ থাকা অসম্ভব নয় যাকে নিয় হয়তো আরও ৫০০ বছর পরে গবেষণার পর গবেষণা হবে।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ, সংগ্রহে রাখার মত টিউন।

আবারো জটিল একটা টিউন ।

Level 0

কিছু কিছু বচন আগেই জানতাম, আর অনেক গুলি শিখলাম…… সর্বোপরি এরকম একটা টিউন এর জন্য ধন্যবাদ

Level 0

শ্রাবণের পুরো ভাদ্রের বার।এর মধ্যে যত পার।

আবার আর একটা অসাধারণ টিউন উপহার পেলাম

    @দেবাশীষ দা: আপনার দেখার চোখ অসাধারণ। তাই তো সুন্দরটাই দেখতে পান। ধন্যবাদ!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আমাকে দাদা বলে সম্মান দেবেন না আমি আপনার চেয়ে অনেক ছোট । আমি আপনার কাছে ছোট ভাই এর মত।আমি সবে ১৮+

        @দেবাশীষ: দু’টো গানের কলি- “আমার পরম আয়ু নিয়ে তুমি আয়ুপাও”।
        “মহারাজ হরিশ চন্দ্র রাজ্যদান করে শেষ, শ্বশাণো রাখিলোনা, লোভিলো চন্ডাল বেশ, বিষ্ণু বুকে চরন চিহ্ন, যদুপতি যার সহায়।।”

কিছু জানতাম আরও কিছু জানলাম,আর দেশ আর মাটি নিয়ে জন্মথেকেই আকাশছোঁয়া গর্ব আর আশা।প্রশংসা করার জন্য কোন শব্দ খুজে পাচ্ছি না তাই প্রশংসা করব না আপনার পরবর্তী ১০১টা টিউনের জন্য অগ্রিম শুভকামনা

বাহ ভালই শিখলাম 🙂

নবাব সিরাজ উদ-দৌলাহ্ এর নামটা বারে বারেই মনে পড়ে যায় আপনার নামটা দেখে। যেমন সুন্দর ভাবে আপনার ব্লগিং জীবন শুরু করেছেন এভাবে যদি চালিয়ে যেতে পারেন তো একদিন বোধহয় টিটির নবাব আপনাকেই নির্বাচিত করা হবে। অনেক ভালো টিউন হলো। 🙂

    @মোহাম্মদ খালিদ হোসাইন: লজ্জ্বা দিবেন না। অনেকের একাধিক নাম থাকে আমার নাম এই একটাই। সবাই আসিফ বলেই ডাকে। আপনার মতো মানুষের একটি টিউমেন্ট যে কোনো টিউনারের জন্য উৎসাহের খোরাক। অনেক দিন আপনি আমার সাহে রাগ করেন না। আজ একটু অভিমান করুন না প্লিজ। টিটিতে আমার উপর অভিমান করার মানুষ শুধু আপনিই। ধন্যবাদ

ভাল লাগলো…………

Level 0

আবার একটা ভাল টিউন পেলাম, অসংখ্য শুভেচ্ছা জানালাম৷

    @ng24nt19: আমি একজন ভালো টিউমেন্টার পেলাম। ধন্যবাদ!!! আশাকরি আমার টিউন ভাল খারাপ যাই হোক না কেন গঠনমুলক পরামর্শ দিবেন। আপনাকে সবসময় পাশে চাই। ধন্যবাদ!!!

“কৈ গেলরে, কৈ গেলরে
মোদের আসিফ ভাই?
খনার বচনে ডুব দিয়েছিলেন-
তাইতো দেখি নাই.”
কেমন আছেন প্রিয় tuner ভাই?
আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, লালন করার দায়ীত্ব আমাদের! কিন্তু সবাই তো আর উদ্যোগী হয় না, কারো কারো উদ্যোগ অন্যের মাঝে চেতনা সৃষ্টি করে,
ধন্যবাদ আপনাকে, আমাদের মনে দেশীয় সংস্কৃতির চেতনা কিছুটা হলেও সঞ্চার করানোর দায়ীত্ব নেয়ার জন্যে!
ভালো থাকবেন.

Level 0

Dada great!! But theme gele ki cholbe?? Aro chai…..

    @shishir54: আমিও আরও দিতে চাচ্ছি। আমি শুভাঙ্করের ফাঁকি খুজতে গিয়ে বিপদে পরেছি। যে কয়টা দিয়েছি তার বাইরে যা পেলাম তা ঠিক শুভঙ্করের ফাঁকি কিনা সন্দেহ আছে। আসলে আমাদের এক্ষুনি এসব খুঁজে বেড় করা উচিৎ। নতুবা হারিয়ে যাবে। খনার বচন আরও দিয়ে দেবো। ধন্যবাদ

Level 0

সুন্দর টিউন। কারো কাছে খনার বচনের সংগ্রহ থাকলে শেয়ার করুন, প্লিজ।

ভাল লাগল! টিউনের টাইটেলের বানানটা একটু ঠিক করে দিন। যেনো না “যেন” আর পরবর্তি না “পরবর্তী” 🙂
ধন্যবাদ 😀

    @নিওফাইটের রাজ্যে: ইচ্ছে করেই এই বানানটি দিয়েছি। সরিয়ে দিচ্ছি।
    আমি নিজস্ব একটা বানাররীতির পক্ষে যেমন ইলুশ্যন=ইলুশন, এপ্রিল=এপৃল, ভাল=ভালো, অরিগ্যামি = অরিগামি, ক্রিকেট=কৃকেট। ধন্যবাদ!!!

ভাল লাগল! অসংখ্য শুভেচ্ছা জানালাম৷.সর্বোপরি এরকম একটা টিউন এর জন্য ধন্যবাদ!!!

সুন্দর !

Level 0

KOTHAI SILE OSTAD KOTHAI SILE

Level 0

লজ্জা দিচ্ছি না ভাই । আমাদের দেশে নকলবাজের ছড়াছড়ি ্ দেখেন না টিভিতে একটা চ্যানেল ক্লোজ আপ ওয়ান শুরু করল আর সাথে সাথে এটা একটা লাভবান প্রোগ্রাম হওয়াই অন্যান্য চ্যানেল শুরু করল । বাংলার আলা ভোলা মানুষদের নিয়ে কত ভাবে কতজন যে ব্যবসা করে যাচ্ছে তার ইয়ত্তা নেই সেখানে আপনার মত চিন্তা চেতনার মানুষরা ত ওস্তাদের সমতূল্যই । বাংলার আদি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু কউ কি এসব নিয়ে মাথা ঘামায় । দাখেন না সাংবাদিকদের কথা । যে কউ কোন একটা বিষয়ে রিপোর্ট করলে আর সব সাংবাদিক ঐ একই বিষয় নিয়ে শুধু আকার ওকার পরিবর্তন কেরে রিপোর্ট করা শুরু করল । সব ভেরার দল । আমি যখন রাস্ত্ দিয়ে হাঁটি তখন দেখি কত বিষয় নিয়ে রিপোর্ট করার আছে । কিন্তু যাদের হাতে ক্যামরা , সাংবাদিকতার আইডি কার্ড তারা ব্যস্ত প্রধানমন্ত্রী কত জোড়ে হাসল । কউ বলে খিল খিল করে হাসল , আর একজন বলে হা হা করে হেসেছে । আর একজন বলে শব্দ হয়নি । এই নিয়ে আবার টক শো । টক শোর মাঝখানে আবার ইন্ডিয়ান সিরিয়াল এর মত বিজ্ঞাপন বিরতি । তারপর কথা শেষ না করে মিছামিছি দুই পক্ষকে ঝগড়া লাগিয়ে দিয়ে আমাদের মনে ইমোশন সৃষ্টি করে । সময়ের দোহায় দিয়ে আজকের মত এখানে শেষ করছি । ষামনে আবার আপনাদের অন্য একটি বিষয়ে এভাবে মদ খাওয়ানো হবে বলে বিদায় । শুধু ব্যবসা্ ব্যবসা । কি আর বলব ? নীরব না থাকলে কবে হারিয়ে যাবেন হাড্ডিও খুজে পাবে না। কে কার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে । বলা বড় মুশকিল ভাই । আমার একটা দাদী ছিল । তিনি এইসব কথা গুলো বলতেন কিন্তু ধরে রাখতে পারিনি । তিনি চলে গেছেন । যখন হাতে কথা রেকর্ড করা মোবাইল ফোন এল তথখন তিনি নেই । বুঝলেন ত । এরকম জীবনে অনেক বকছুই হারাচ্ছি প্রতিনিয়ত । রাস্তাতে হাটতে কত কিছু নজরে পড়ে কিন্তু সেখানে ত হাতে ভিডিও ক্যামেরা থাকেনা যে তা ধরে রাখি । যারা ভিডিও ক্যামেরা নিয়ে ঘোরে তাদের দৃষ্টিতে এসব ঘটনা বলে মনে হয়না নিশ্চয়ই । হলে করত। চালিয়ে জান ।আবার আশা জাগিয়ে টক শোর মত থেমে যাবেন না । পারলে একটা পিড এফ বই বানা নোর কাজ করতে পারি আমারা দুজনে কি বলেন । বেশ ভালই হবে ।

    @সুমন ভাই: আপনার দুঃখবোধের সাথে আমি একাগ্রতা প্রকাশ করছি। নজরুলের একটি লাইন মনে পড়েছে- “বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা রয়েছি বসে। বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস ফিকাহ্ চষে।। ”
    শুধু পিডিএফ কেনো আমরা গুলিকয়েক সমমনা মানুষ এক হলে বড় কিছু করা সম্ভব। ধন্যবাদ!!!

    ঠিক বলেছেন

Level New

darun tune dada. ami sob khonar bachon songrohe rakhte chai. apnar kachhe achhe ki? thakle please den amake

    @রাহুল দা: আপনার জন্য শুভকামনা। আপনি কিভাবে নিতে চান। আমার কাছে সফট কপি খুব কম আছে। আর টেকটিউনের সাথে থাকলে এখান থেকেই পাবেন। আপনাকে ধন্যবাদ!!!

দারুন