কঠিন ভাবে নয় :: সহজ করে শিখুন !!! (পর্ব-২)

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

“ও যশোদা মা ঐ দুষ্টুটাকে সাজা দিয়ে

লুকিয়ে কাঁদিস না।।

ও যশোদা মা ওর ছেলে বেলা চলে গেলে

আর তো পাবি না।।” (নজরুল গীতি)

আজ মনটা কেমন জানি বার বার শুধু ছেলে বেলায় চলে যাচ্ছে। আসলে অনেক মজার সেই দিন গুলো। How sad, how bad and how mad it was, but it was sweet (kits)। জীবনে আর যাই আসুক না কেনো যে দিন চলে গেছে আর ফিরবে না।

“শত কাঁদিলেও ফিরিবেনা সে শুভ লগনের বেলা” (নজরুল গীতি)

বাচ্চা ভালবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। সদ্য মুখে বোল ফোঁটা শিশু যেনো দেবতারই প্রতিরূপ। শিশুদের মনে ভালো কোনো কিছু স্থায়ী ভাবে দিয়ে দিতে পারলে বাচ্চাটি অনেক বেশী মেধার পরিচয় দিতে পারে।

আমার এই টিউনটি উৎসর্গ করছি পৃথিবীর সব ভাগ্নে-ভাগ্নিদেরকে। মামা ভাগ্নের যে কি পরিমাণ মনের টান সেটা আমি নিজেকে দিয়ে অনুভব করেছি।

boy অর্থ বালক। ইংরেজীতে boy লিখে একটি বালকের ছবি এঁকে দেখালে কেমন হয়? যেমনি করে ওয়ার্ডটি শেখা হবে তেমনি জানা হবে ছবি আঁকার একটি পর্ব। কাউকে শেখানোর আগে নিজেই শিখে নিন। তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে বসুন।

ইংরেজীতে b0y লিখুন।

"Y" এর শেষ নিচ থেকে টেনে "b" এর সাথে জোরা লাগান। খেয়াল রাখুন যাতে মুখমন্ডল অবয়ে যুক্ত হয়।

 

 

"Y" এর বাম উপরের বাম পাশের অংশ টার সাথে "b" এর উপরের মাথাটা যুক্ত করে দিন।

 

 

"Y" এর বাম উপরের ডান পাশের অংশ টার সাথে "b" এর নিচের অংশটি যুক্ত করে দিন।

 

 

চোখের মনি, নাক, মুখ যুক্ত করুন। ঠিক আপনার মনের মত করে। দেখুন তো বালকের মত লাগছে কিনা?

 

 

এবার ইচ্ছে করলে বালকটিকে আপনার ইচ্ছে মতো পোষাক পড়াতে পারেন। আমি আমার মত করে এঁকে দিয়েছি। (ভালো কথা আমার টিউনে নিয়মিত টিউমেন্ট করে নাম "অচেনা বালক" আমার বিশ্বাস উনি বালকের ছবি ঠিকই এঁকে ফেলবেন।)

 

আর একটি কথা যার কথায় জড়তা আছে। তারা এ দু’টি বাক্য বার বার দ্রুত ও জোরে জোরে পড়ুন। এটি বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

চলে চুন তাজা, তেলে চুল তাজা।

পাখি পাকা পেঁপে খায়।

 

 

আমি জানি এগুলো অনেকেই জানেন। তারপরও দিয়ে দিয়েছি যদি করো সামান্য হলেও মনে লাগে। আমি বিশ্বাস করি পৃথিবীতে কোনো কিছুই তুচ্ছ নয়। নজরুলের আরও একটা লাইন মনে পড়ে গেলো। শুনুন-

“কাহারে তুমি ভৎসনা করিছ বন্ধু, কাহারে মারিছো লাথি,

দেখিবে উহারি বুকে ভগবান, জাগিছেন দিবা রাতি”

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Chalie jan vaiya, nice tune

দারুন … এক সময় এমন করেই শিখেছিলাম অনেক কিছু।
আমাকে আমার বাবা শেখাত এসব … পরে ঠিক ঠাক এঁকে বা লিখে দিতে পারলে দুই টাকা দিত । 🙂

    @মহিউদ্দিন ভাই: আপনার বাবা কে আমার স্যালুট। জানেন ভাই মানুষের অনেক বড় কর্ম সমকালে আলোড়ন সৃষ্টি করতে পারে। কিন্তু মহাকালের স্মৃতিতে অনেক তুচ্ছু কিছু জিনিসও মজার হয়ে অম্লান থেকে যায়। আবারও আমার সকল অন্তর দিয়ে আপনার বাবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

অনেক মজা পেয়েছি । boy থেকে বালকের ছবি তো অনেকেই দেখেছে মনে হয় । তারপরেও জটিল হয়েছে ।

    @জ্ঞান-অন্বেষী: সাধারণের মাঝেই অনন্য সাধারণ থাকে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে পাড়াগাঁয়ের পড়ানো আর শহুরে পড়ানোর মধ্যে পার্থক্য আছে। শহুরে পড়ার মধ্যে কিছু কিছু বিষয়ে ছোট বয়সেই পরিপক্ক হওয়া যায়। ধন্যবাদ!!!

ধন্যবাদ আসিফ! অসাধারণ…

মজা তো । 😉 😉 😉 😉 আসিফ ভাই সত্যিই ব্যতিক্রম 😉

Level 0

সবই শিখালাম। ধন্নবাদ।

উম,আমার নাম দেখে কেমন যেন লজ্জা লাগছে 😛 অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু প্রাচিন বিষয় আমাদের সামনে আবার তুলে ধরার জন্য।আমরা এখন আমাদের শেকর ভুলে আগাতে চাই,আমাদের অতীতকে ভুলতে চাই অথচ এত চমৎকার শিক্ষার পদ্ধতি ঐ প্রোজেক্টরেও দেওয়া সম্ভব না।খুব ভালো থাকুন 😀 🙂

আমি নির্বাক, আমি বিস্মিত, আমি …………………………তারপর কি জানি?