বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
প্রশ্ন :পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা কি?
উত্তর : হাসি।
কাউকে যদি আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেয়া হয়। আর যদি ভাগ্যগুনে জংলীদের সাথে দেখা হয়ে যায়। একটা হাসি দিলে জংলীরা অন্তত বুঝতে পারবে লোকটা হাসছে।
মূল প্রসংগে আসি। আমি আসলে বুঝাতে চাচ্ছি ইচ্ছে থাকা সত্ত্বেও পুরোটা বাংলায় দিতে পারি নি। শুধুমাত্র সময়ের অভাবে। এর পরে অরিগামির পর্ব চলবে ১০০% বাংলায় এবং আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে। সেই পর্যন্ত এই টিউনটি নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। আমার টিউন তখনই স্বার্থক হবে যখন অন্তত একজন হলেও নিজের চেষ্টায় সফল ওরিগামি তৈরি করতে সক্ষম হবেন।
নির্দেশনা অনূযায়ী শুরু করুন। কাগজ হাতের কাছে রাখুন।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
কোনোখানে খটকা লাগলে কিংবা কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে জানাবেন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
VERY GOOD AND MANY MANY THANKS FOR YOU