লার্ন ইংলিশ, লার্ন উইথ ফান! হাসতে হাসতে ইংরাজি [পর্ব-০১]

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন


 সকলকে সালাম ভালবাস ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি –আজকের লেসন । আজ আমাদের বিষয় ইংরাজী । শুধু প্রতিযোগিতা মূলক পরীক্ষা বলে কথা নয় –ছত্রাবস্থা থেকে শুরু করে কর্মজীবন এমনকি ব্যবহারিক জীবনের প্রতিটা ক্ষেত্রে – প্রয়োজন হয় এই ইংরাজির । অনেকেরই ভীতি রয়েছে –এই বিষয়টি সমন্ধে । বিশেষ করে বাংলা মাধ্যমে পড়া ছত্র ছত্রীরা – দেখা যায় যে তারা নিজ নিজ বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকা সত্বেও শুধু মাত্র ইংরাজির কারনে অনেকটা পিছিয়ে যায় । তাই ঠিক করেছি ধাপে ধাপে একটু একটু করে আমরা যদি ইংরাজি শিখে ফেলি – তাও আবার খেলার ছলে ! ক্ষতি কি ? আজ আমরা আলোচনা করব – একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব বা ফ্রেসাল ভার্ব – LOOK

আসুন প্রথমেই একটা চার্ট বানিয়ে দিলাম – মোতামুটি ভাবে যেগুলা আমাদের খুব প্রয়োজন হয় সেগুলিকে –একসাথে চার্ট এর আকারে সাজিয়ে দিলাম ।

আমাদের প্রথম কাজ হবে চার্ট টিকে অন্ততঃ মিনিট কুড়ি সময় দিয়ে একবার ভালো ভাবে পড়ে নেওয়া 

   

(উপরের ছকটি দেখতে অসুবিধে হলে - কি বোর্ডের কন্ট্রোল বাটন ও মাউস স্ক্রল একসাথে করে বড় করে নিতে পারেন অথবা নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ডাউন লোড করে পড়তে পারেন )

               

এবার পর পর আলোচনা করা যাক ।

টিপস্‌ ১-

আমার আলোচনার শুরুতেই বলে রাখি –প্রথমে চার্ট যেটা বানিয়ে দিলাম । সেটা ডাউনলোড করে নিতে পারেন । পিডিএফ টা পারলে প্রিন্ট করে যেখানে পড়া শোনা করেন সেখানে একটা ক্লিপবোর্ডের সাহায্যে টাঙ্গিয়ে রাখুন।  সাধারনত পুরোন বা নতুন ক্যালেন্ডার  যেগুলি বেশ কতো গুলো পেজ সম্বলিত ,সেগুলিকে ব্যবহার করা যেতে পারে ।এর পিছনের দিকের সাদা অংশে  লিখে  বা আঠা দিয়ে টাঙ্গিয়ে দিতে হবে। যেন সেটা সবসময় চোখের সামনে থাকে । । একএকটা গ্রুপ ভার্ব ৩-৪ দিন পড়ার টেবেলে সামনে রাখা যেতে পারে । এরকম মাস দুই এর মধ্যেই দেখবেন সমস্ত গ্রুপ ভার্ব /ফ্রেসাল ভার্ব রপ্ত হয়ে যাবে

টিপস্‌ ২-

অসংখ্য গ্রুপ ভার্ব! মনে রাখতে গেলেই গুলিয়ে যায়। মনে রাখার জন্য আপনি –অন্যান্য পড়ার গ্যাপে গ্যাপে এগুলিকে পড়বেন। একবার শিখতে সময় লাগবে আধ ঘন্টা । কিন্তু এরপর ২-৩ দিন অন্যান্য পড়ার ফাঁকে ফাঁকে সেগুলিকে মাঝে মাঝেই চোখ বন্ধ করে ঝালিয়ে নেবেন। খুব কাজে দেবে। ওই ২-৩ দিন আর অন্য কোনো গ্রুপ ভার্ব পড়বেন না ।

টিপস্‌ ৩

শুধু অর্থ মনে রাখলেই হবে না । মাঝে মাঝেই গ্রুপ ভার্ব গুলিকে ইউসেজ অনুযায়ী বাক্যে ব্যবহার করুন।

টিপস ৪

আমি আমার মত করে ভেবে । একটা সহজ পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলাম। আমি কার্টুনিস্ট নই। একটু আধটু আঁকার চেষ্টা করেছি মাত্র। কত গুলি কার্টুন এঁকে দিলাম।এই কার্টুন গুলির ফিগার এর জন্য গুগল এ সার্চ দিয়ে বিভিন্ন ক্লিপ আর্ট এর সাহায্য নিয়ে তার ফিগার গুলিকে সামনে রেখে এঁকেছি ।  এই কার্টুন গুলি দেখুন আর তার সঙ্গে থাকা উদাহরন গুলি ফলো করলেই – দেখবেন কার্টুন দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটা একটা করে আপনার গ্রুপ ভার্ব গুলি মনে থেকে গেছে । এটার পিছনের ব্যাখ্যা দুটি -১। বেশ কিছু সময় ছবি  আমাদের দৃষ্টি আকর্ষন করে রাখবে। ও ২। একটা ভিস্যুয়াল এফেক্ট আপনাকে মনের মধ্যে দ্রুত গেঁথে নিতে সাহায্য করবে।

 আমরা এর পর একটা একটা করে কার্টুন দেখে নেব ও তার সঙ্গে সঙ্গে একটা করে সেন্টেন্স শিখে তাকে মনে রাখার চেষ্টা করব । তাহলে গ্রুপ ভার্ব এর ইউসেজ সমন্ধে একটা স্বচ্ছ ধারনা তৈরী হয়ে যাবে।   

 

              The nurse is looking over the patient 

                                 

   

 

  

অনেক হল কার্টুন দেখা এইবার আমাদের কাজ - একবার কয়েকটি প্র্যাকটিস সেট অভ্যাস করে নেওয়া      এটা  অত্যন্ত দ্রুত আপনাদের বিষয়টিকে রপ্ত করতে সাহায্য করবে ।

আজকে এই পর্যন্তই ! আগামী কোনো সংখ্যাই আবার দেখা হবে , আর হ্যাঁ যদি মনে হয় আমার এই পরিশ্রম আপনার সামান্য পরিমানও কাজে লাগবে । তাহলে আপনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে কয়েক  সেকেন্ড বাঁচিয়ে  যদি মন্তব্য  করেন ভালো লাগবে । আপনারা সবাই ভালো থাকবেন ।  



ও আর একটা কথা - চার্ট টির পিডিএফ ফাইল দিয়ে দিলাম । ডাউনলোড করতে নীচে ক্লিক করুন

         CLICK HERE  TO DOWNLOAD 

এই লেখাটি পূর্বে আমার ব্লগে(Career Plus) প্রকাশিত - আমার ব্লগে রইল সবার হার্দিক আমন্ত্রন। ব্লগের লিঙ্ক এইখানে

অথবা সরা সরি অ্যাড্রেস বারে কপি পেস্ট করু ন-

http://swapnapuron.blogspot.in/ 

GOOD                BYEEEEEEEEEEEEEEEE !

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই লাগলো…

পুরাই মাস্টার টিউন। 🙂 এমন টিউন হলে ভালই লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

khubi valo tune 😀 amer onek kaje lagbe 🙂 apnake onek onek dhonnobad 🙂 eirokm aro koekta tune korien plzzz 🙂

    @ctg77:
    ধন্যবাদ আপনাকে । আপনার কাজে লেগেছে ! এট আ জেনে ভালো লাগল । সঙ্গে থাকবেন ।

fatafati tune…..onk khatni korcen dekhei bojha jacce….onk thnx

accha vai Group verb er emon sentence use soho kono pdf or sekhar jonno website ace naki……

    @mehedi hasan: English , mainly grammar
    শেখার প্রচুর ভালো সাইট আছে । কিন্তু মূল সমস্যা টা বাংলা থেকে সহজে ইংরাজি শেখার জন্য বি বিসি জানালা দিয়ে মোটা মুটি কাজ চালাতে পারেন ।আর আমার পছন্দের একটা সাইট -হল
    http://www.englishclub.com/
    ট্রাই করে দেখতে পারেন ।
    মন্তব্যের জন্য ধন্যবাদ !

খুব সুন্দর হয়েছে। ছবি গুলোও মারাত্মক ভালো, কিসে এঁকেছেন পেন্ট এ না ফটোশপে।

Manas looks upon all his female colleagues as his sisters

😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

ভগীরথ ভাই ! ভালো ? ছবি গুলা করতে তিনটি সফটয়ার এর শায্য নিয়েছি –
প্রবাসী ভাই এর দেওয়া -চ্যাসিস ড্র আই ই এস।
আর কিছুটা সাহায্য করেছে নিওফাইটের সিরিয়াল টিউন ,আর কোরেল ড্র ১১
আসলে আনাড়ি তো ! তাই হাতড়ে হাতড়ে যেটুকু পারছি শিখছি !

আরেব্বাস, ইংরাজি শিখা এইবার ঠেকাইবো ক্যাডায়!! 😡 😀
ছবিগুলা জোস, আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। 🙂

তাই নাকি ! আমি তোমার ইংরাজির উপর করা কয়েকটি সিরিজ টিউন দেখেছি ! সেগুলা অসাধারন , তার কাছে এগুলা তো কিছুই নয় ! তবু যখন শিখতে চাইছো কেউ তোমারে ঠেকাইবো না ! ঠেকাইতে পারবেও না ! ভালো থেকো ! এক্সাম্পল গুলা কেমন ? :):) 🙂 🙂

ধন্যবাদ না দিয়ে পারলাম না । একবারে সুপার টিউন ।

ধন্যবাদ না দিয়ে পারলাম না ।

Level 0

onek onek donnobad
English shikha(new words ,new rules etc) amar ekbare prodan hobby.

    @mana:
    আপনার হবি টা বেশ সুন্দর !
    আমার ব্লেগে মাঝে মাঝে ঢুঁ মারবেন সময় পেলে , ইংরাজির উপর মজার মজার পিকটোরিয়াল সিরিজ লেখার ইচ্ছে রইল।
    আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যা । 🙂

আলহামদুলিল্লাহ পোস্টটা পরে মনটা ভোরে গেছে …। অনেক সুন্দর হয়েছে।।
মাশাল্লাহ

আপনার মন্তব্য শুনে আমারো প্রানটা ভরে গেছে ! ভালো থাকুন । সঙ্গে থাকুন 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

টিউন যে শুধু পড়ার জন্য নয়,সৌন্দর্য্যটাও এর মান অনেকাংশে বাড়িয়ে দেয় তা আপনার টিউন দেখলে বোঝা যায়।বেশী কিছু বলবো না কারন গুণীরা অল্পতেই বোঝে।

    @প্রবাসী:
    প্রবাসী ভাই ! যাক অনুরোধ রেখেছেন ! আমি ধন্য ! আমার এই টিউনের মূল রহস্য – আপনার সেই কালো মানূষের গল্পের সেই চ্যাসিস ড্র সফট ্‌ । এর জন্য আরো একবার ধইন্যা ! আল্লা আপনাকে অনেক অনেক ভালো রাখেন এই কামনায় ।।

আমার মতো ইংরেজি-কানাদের জন্য খুব কাজে লাগবে। প্রিয়তে। 😀

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ):
    ওরে নবীন ! অরে সবুজ ওরে আমার কাঁচা
    আমার মত আনাড়িদের উৎসাহ দিয়ে বাঁচা !

    কি সবুজ ভাই ! খবর কি ? আপনার টিউন কই ? আপনার টিউনে কমেন্ট করে বসে আছি , বসেই আছি কবে পাব উত্তর । কোনো খবর বা পাত্তাই নাই ! কোথায় ছিলেন এতদিন ?
    আর নাকি সব খবর ভালো ? স্বাতি কেমন আছে ?ওকে আমার স্নেহ জানাবেন ! ভালো থাকুন !

      @অপু.পশ্চিমবাংলা: ১।কি যে বলেন ! আপনি আনাড়ি ? !!!!

      ২।আমি তো সেই কবে াআমার টিউনে , আপনার টুনে কমেন্টস দিয়ে ,আপনার ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে বসে আছি -‘ কখন তোমার আসবে ‘অ্যাকসেপ্ট’-এর খবর । পেলাম না ।ভাবলাম রাগ করেছেন মনে হয়।

      ৩।আপনার ইমেলে কুমির কুমির খেলা নিয়ে আমার টিউনের খবর পাঠালাম।ইমেল মনে হয় খোলেনই নি।

      ৪।স্বাতী ভালো আছে। ওকে আপনার স্নেহ জানিয়ে দেব। খুব ভোরে উঠে ওকে স্কুলে যেতে হচ্ছে। পৌছাতে এগারোটা।সন্দেশখালি।দুলদুলি।

        @সবুজের অভিযান ( Sobujer Abhijan ):
        বিশেষ কারনে আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্লূজ করে দিয়েছি । পুরোনো মেল আইডি গুলাও সব আপাতত বন্ধ ।
        আমার ব্লগের নতুন ঠিকানা পোস্টে দেওয়া আছে । ওখানে বিস্তারিত সব পাবেন । দেখা হবে কথাও হবে অনেক । প্রচুর প্রচুর কথা জমে আছে ।

OPU Bhai khub super hit na hole kono post coment kori na.Tobe bhai apnar ta comment na kore parlam na.Bhai next tune ti kobe pabo?????

    @rongdhonu99:
    ভাই বেশি হিট করাতে গেলে শেষে হিট ইউকেট হয়ে আউট হয়ে যেতে হবে । 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
    টিউন আসছে দ্রুত অপেক্ষা করুন !

jossssssss

রাসেল ভাই , আমার টিউনে প্রথম থেকেই আপনি ঊৎসাহ দিয়ে যাচ্ছেন । ভালো লাগে , যদি আপনার মত অন্তত কেউব পাশে থাকে । ধইন্যা পাতা লউন ! 🙂

অসাধারন এবং সাথে প্লাস

বেশ বুদ্ধিদীপ্ত ও সুন্দর টিউন। আমার আশির্বাদ জানবেন।

    @মোঃ আসিফ- উদ-দৌলাহ্:
    আরে আসিফ ভাই , এত রাতে আপনি ! ঘুমান নাই ? যাক খুব ভালো লাগল ঠিক ঘুমোতে যাওয়ার আগে আপনার কমেন্ট প্যে । ইদানীং আপনার সব কয়টা টিউন পড়া হয় নাই । যেগুলা পড়ছি । খুব ভালো হচ্ছে । চালিয়ে যান !

ধন্যবাদ ভাই, টিউনটি খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনার কাছ থেকে এধরনের ব্যতিক্রমি টিউন আরও পাব। ধন্যবাদ।

    @Mijan Ahmed:
    ধন্যবাদ মিজান ভাই । এই রকম আরো কয়েকটি টিউন রেডি করছি , অনেক অনেক সময় লেগে যায় বানাতে , তাই কয়েকদিন পরেই আবার পোস্ট করতে পারব । ভাল থাকবেন ।

😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

    @Ochena Balok:
    @Ochena Balok:
    নিও ফাইট ভাই এর শেষ টিউন টাতে সে বলেছিল – শুধু মুচকি হাসি দিয়ে চলে গেলে হবে ? আমি কিন্তু সেই অনুযোগ করতে পারি ভেবেই আপনি এত গুলা প্রান ভরা হাসির ইমো দিলেন ? ভালো ভালো । আমার কোনো অনুযোগ নাই । যত গুলা হাসি দিয়াছেন তত কেজির থেকে এক কেজি বেশী ধন্যা লউন

      @অপু.পশ্চিমবাংলা: আসলে এত ব্যস্ত আমি 😛 যে টিউমেন্ট এ লিখার সময়টাই পাই না,আমি ইজি কাজে বিজি তো 😛 । আপনার টিউনগুলোর বিষয়বস্তু খুব মজার আর অদ্ভুত ভাল লাগে আপনার টিউন।যোবায়ের ভাইয়ের মত আমিও বলব পারলে কিছু রোমহর্ষক (ভূত কিংবা নৃশংসতা যাই হোক) ছবি নিয়ে একটা টিউন করেন আমাদের জন্য

এক কথায় অসাধারণ, চালিয়ে যান ভাই

Level 0

thanks. darun tune. airokom chain tune pale khub vhalo hoy……………………..
vhai ami actually amar sunny(gf) er jonno wait korchi…. 🙂

Level 0

thanks Apu vhai.

অনেক ভালো লাগেছে

অসাধারন। আপনাকে ধন্যবাদ।

খুব সুন্দর হয়েছে

Level 0

ধন্যবাদ

পুরাই অস্থির….. সেইরকম হইছে…. ভাইরে একটু দোয়া কইরেন যাতে একটু free হইতে পারি। চোরের মত কোনমতে tune দেইখাই চলে যাই

    @তরিক:
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ! নিশ্চয় দোয়া করব ! চোরের মত টিউন দেখতে হবে কেন ? সব কিছুর মধ্যে ট্রান্সপারেন্সি রাখুন , দেখবেন সব ঠিক হয়ে যাবে ।

Level 0

ভাই চরম টিউন হইসে …আরো এইরকম টিউন চাই।

ধন্যবাদ প্রথমেই আপনার মন্তব্যের জন্য । এই রকম আরো টিউন নিয়ে খুব শীঘ্রই হাজির হব ।

অসাধারণ অপু ভাই 🙂
এবার ইংরেজির হাফেজ হয়েই ছাড়ব ইনশাআল্লাহ !