সকলকে সালাম ভালবাস ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি –আজকের লেসন । আজ আমাদের বিষয় ইংরাজী । শুধু প্রতিযোগিতা মূলক পরীক্ষা বলে কথা নয় –ছত্রাবস্থা থেকে শুরু করে কর্মজীবন এমনকি ব্যবহারিক জীবনের প্রতিটা ক্ষেত্রে – প্রয়োজন হয় এই ইংরাজির । অনেকেরই ভীতি রয়েছে –এই বিষয়টি সমন্ধে । বিশেষ করে বাংলা মাধ্যমে পড়া ছত্র ছত্রীরা – দেখা যায় যে তারা নিজ নিজ বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকা সত্বেও শুধু মাত্র ইংরাজির কারনে অনেকটা পিছিয়ে যায় । তাই ঠিক করেছি ধাপে ধাপে একটু একটু করে আমরা যদি ইংরাজি শিখে ফেলি – তাও আবার খেলার ছলে ! ক্ষতি কি ? আজ আমরা আলোচনা করব – একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব বা ফ্রেসাল ভার্ব – LOOK
আসুন প্রথমেই একটা চার্ট বানিয়ে দিলাম – মোতামুটি ভাবে যেগুলা আমাদের খুব প্রয়োজন হয় সেগুলিকে –একসাথে চার্ট এর আকারে সাজিয়ে দিলাম ।
আমাদের প্রথম কাজ হবে চার্ট টিকে অন্ততঃ মিনিট কুড়ি সময় দিয়ে একবার ভালো ভাবে পড়ে নেওয়া
(উপরের ছকটি দেখতে অসুবিধে হলে - কি বোর্ডের কন্ট্রোল বাটন ও মাউস স্ক্রল একসাথে করে বড় করে নিতে পারেন অথবা নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ডাউন লোড করে পড়তে পারেন )
এবার পর পর আলোচনা করা যাক ।
টিপস্ ১-
আমার আলোচনার শুরুতেই বলে রাখি –প্রথমে চার্ট যেটা বানিয়ে দিলাম । সেটা ডাউনলোড করে নিতে পারেন । পিডিএফ টা পারলে প্রিন্ট করে যেখানে পড়া শোনা করেন সেখানে একটা ক্লিপবোর্ডের সাহায্যে টাঙ্গিয়ে রাখুন। সাধারনত পুরোন বা নতুন ক্যালেন্ডার যেগুলি বেশ কতো গুলো পেজ সম্বলিত ,সেগুলিকে ব্যবহার করা যেতে পারে ।এর পিছনের দিকের সাদা অংশে লিখে বা আঠা দিয়ে টাঙ্গিয়ে দিতে হবে। যেন সেটা সবসময় চোখের সামনে থাকে । । একএকটা গ্রুপ ভার্ব ৩-৪ দিন পড়ার টেবেলে সামনে রাখা যেতে পারে । এরকম মাস দুই এর মধ্যেই দেখবেন সমস্ত গ্রুপ ভার্ব /ফ্রেসাল ভার্ব রপ্ত হয়ে যাবে
টিপস্ ২-
অসংখ্য গ্রুপ ভার্ব! মনে রাখতে গেলেই গুলিয়ে যায়। মনে রাখার জন্য আপনি –অন্যান্য পড়ার গ্যাপে গ্যাপে এগুলিকে পড়বেন। একবার শিখতে সময় লাগবে আধ ঘন্টা । কিন্তু এরপর ২-৩ দিন অন্যান্য পড়ার ফাঁকে ফাঁকে সেগুলিকে মাঝে মাঝেই চোখ বন্ধ করে ঝালিয়ে নেবেন। খুব কাজে দেবে। ওই ২-৩ দিন আর অন্য কোনো গ্রুপ ভার্ব পড়বেন না ।
টিপস্ ৩
শুধু অর্থ মনে রাখলেই হবে না । মাঝে মাঝেই গ্রুপ ভার্ব গুলিকে ইউসেজ অনুযায়ী বাক্যে ব্যবহার করুন।
টিপস ৪
আমি আমার মত করে ভেবে । একটা সহজ পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলাম। আমি কার্টুনিস্ট নই। একটু আধটু আঁকার চেষ্টা করেছি মাত্র। কত গুলি কার্টুন এঁকে দিলাম।এই কার্টুন গুলির ফিগার এর জন্য গুগল এ সার্চ দিয়ে বিভিন্ন ক্লিপ আর্ট এর সাহায্য নিয়ে তার ফিগার গুলিকে সামনে রেখে এঁকেছি । এই কার্টুন গুলি দেখুন আর তার সঙ্গে থাকা উদাহরন গুলি ফলো করলেই – দেখবেন কার্টুন দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটা একটা করে আপনার গ্রুপ ভার্ব গুলি মনে থেকে গেছে । এটার পিছনের ব্যাখ্যা দুটি -১। বেশ কিছু সময় ছবি আমাদের দৃষ্টি আকর্ষন করে রাখবে। ও ২। একটা ভিস্যুয়াল এফেক্ট আপনাকে মনের মধ্যে দ্রুত গেঁথে নিতে সাহায্য করবে।
আমরা এর পর একটা একটা করে কার্টুন দেখে নেব ও তার সঙ্গে সঙ্গে একটা করে সেন্টেন্স শিখে তাকে মনে রাখার চেষ্টা করব । তাহলে গ্রুপ ভার্ব এর ইউসেজ সমন্ধে একটা স্বচ্ছ ধারনা তৈরী হয়ে যাবে।
The nurse is looking over the patient |
অনেক হল কার্টুন দেখা এইবার আমাদের কাজ - একবার কয়েকটি প্র্যাকটিস সেট অভ্যাস করে নেওয়া এটা অত্যন্ত দ্রুত আপনাদের বিষয়টিকে রপ্ত করতে সাহায্য করবে ।
আজকে এই পর্যন্তই ! আগামী কোনো সংখ্যাই আবার দেখা হবে , আর হ্যাঁ যদি মনে হয় আমার এই পরিশ্রম আপনার সামান্য পরিমানও কাজে লাগবে । তাহলে আপনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে কয়েক সেকেন্ড বাঁচিয়ে যদি মন্তব্য করেন ভালো লাগবে । আপনারা সবাই ভালো থাকবেন ।
ও আর একটা কথা - চার্ট টির পিডিএফ ফাইল দিয়ে দিলাম । ডাউনলোড করতে নীচে ক্লিক করুন
এই লেখাটি পূর্বে আমার ব্লগে(Career Plus) প্রকাশিত - আমার ব্লগে রইল সবার হার্দিক আমন্ত্রন। ব্লগের লিঙ্ক এইখানে
অথবা সরা সরি অ্যাড্রেস বারে কপি পেস্ট করু ন-
http://swapnapuron.blogspot.in/
GOOD BYEEEEEEEEEEEEEEEE !
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
ভালই লাগলো…