ওরিগামি তৈরী করুন :: কাগুজে মুদ্রা দিয়ে :: পর্ব-২

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

বাংলাদেশে যে পরিমান মেধা ঝরে যায় তা পৃথিবীর বড় বড় দেশের শিশু মৃত্যুর হারকেও হার মানাবে। অনেক কারণের মধ্যে এর প্রধান কারণ হতে পারে কেউ বিষেশ কোনো বিষয়ে আগ্রহী, চেষ্টাও করছে কিন্তু পারিবারিক ও সামাজিক পরিস্থিতি অনুকূলে না থাকা।

সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন কোনো কথা নেই। আসলে হয়েছে কি জানেন বউল শিল্পীকে দিয়ে যেমন রবীন্দ্র সংগীত হয় না তেমনি রবীন্দ্র সংগীত শিল্পীকে দিয়ে বাউল গান হয় না। আসুন আমরা আমাদের নতুন প্রজন্মকে তার পছন্দের কাজকে গুরুত্ব দেই এবং সহযোগীতা করি। তবে সাধ আর সাধ্যের একটা ব্যাপার আছে। আমার যদি ইন্টারনেট ব্যবহারের মতো সমর্থ না থাকতো তাহলে আমার হাজার ইচ্ছে থাকলেও আপনাদের সামনে হাজির হতে পারতান না।

যাই হোক, প্রসংগে আসি বর্তমানে ওরিগামি বিশ্বে অনেক ডিমান্ডফুল বিষয় হল কাগজে মুদ্রার ব্যবহার। বিশেষ করে যেসব মূদ্রায় রাষ্ট্রনায়কদের ছবি আছে। ওরিগামি জগতে জাপানের অবস্থান এক নম্বরে। বাংলাদেশের কাগুজে মুদ্রা ব্যবহার করে আমার কিছু ওরিগামি আপনাদের সামনে খুব শিঘ্র পেশ করবো।

আগের পর্বটি দেখতে এখানে ক্লিক করুন।

দেখুন এবং চেষ্টা করুন।

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১.

২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

এখানে কিছু ওরিগমি দেখতে পারেন।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরিগ্যামি নিয়ে ঘাঁটাঘাঁটির ফলে আমার যতটুকু ধারণা তা হল শুধু কিছু ওরিগ্যামি মডেল দেখে আরেকটা বানানো নুব দের ক্ষেত্রে অসম্ভব। যারা এ কাজে এক্সপার্ট একমাত্র তাঁরাই পারেন।
এর এক একটি মডেল তৈরির জন্য প্রতিটি ভাঁজ, লুপ, টাকিং এইসব জানা প্রয়োজন। না হলে হবে না। তাই আমার মতামত হল, শুধু কয়েকটি মডেলের ছবি না দিয়ে; মডেলটি কীভাবে বানানো হয়েছে তার প্রতিটি স্টেপ সচিত্র উপস্থাপন করুন। না হলে আপনার টিউনটি দেখে কেউ শিখতে পারবে না।
ধন্যবাদ 🙂

অসাধারন আসিফ ভাই

নিওফাইট ভাইয়ের মতই আমারও একই কথা টিউন সম্রিদ্ধ আর ভাল সন্দেহ নেই তবে অ্যামেচারদের জন্য আর বানানোর পদ্ধতিও দরকার।আমি জানি এমন একটি টিউন করা অনেক সময়সাদ্ধ তবে আপনার সময় হলে এগুলো তৈরির পদ্ধতিগুলো ছবির দ্বারা আমাদের জানাবেন।

ধন্যবাদ

কি যে বলি তাই তো খুজে পাইনা । এতটুকু বলি “অনেক অনেক অনেক সুন্দর টিউন ।”
অফটপিক : দুপুরে বাসায় একা ছিলাম । সেই সময় বসে বসে আপনার শেখানো “ডিমের খোসার মানব মস্তিষ্ক ” বানিয়েছিলাম । ভাবলাম ছবি তুলে আপলোড করে দিই । কিন্তু বিধিবাম ছবি তুলতে গিয়ে মানব মস্তিষ্ক ভেঙ্গে চৈচির । বলেন এই দুঃখ রাখি কোথায় ?

    @জ্ঞান-অন্বেষী: সত্যি নাকি আমার মতো মজা করেছেন বুঝতে পারলাম না। তবে তাজা ডিম না দিয়ে একদিন পরে ডিম দিয়ে মানুষের মুন্ডু বানানো ভালো। তাতে ডিমের গন্ধ থাকে না। ধন্যবাদ

কাহিনী পুরোপুরি সত্য । তবে আগে ডিমটার খোসা সাবধানে ভেঙ্গে তা ভাজি করে খেয়ে ফেলেছি । তারপর মানব মস্তিষ্ক বানিয়েছি বুঝলেন ।

    @জ্ঞান-অন্বেষী: চমৎকার।
    চমাস আলভা এডিসন ডিমের উপর বসে তা দেয়ার চেষ্টা করেছিলেন। বিজ্ঞানের জগতে সবচেয়ে বেশী প্যাটেন্ট অধীকারী তিনি।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্:

      *অফটপিকঃ ভাই নামটা টমাস,আমি জানি এটা অনিচ্ছাকৃত ভুল তবে উনি আমার প্রিয় বিজ্ঞানীদের একজন। 🙂

        @Ochena Balok: টাইপিং মিসটেক। আই এ্যাম রিয়েলি ভেরি সরি।
        ওনাকে আমিও খুব পছন্দ করি।
        একজন কানে কম শোনা মানুষ, যিনি কিনা ইনকন্ডিসেন্ট বাল্ব, সিনেমা, গ্রামোফোন, টেলিগ্রাফ সহ শতাধিক আধুনিক ও অতিপ্রয়োজণীয় ইকুইপমেন্ট এর আবিষ্কারক।