BCS. Banking সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রুস্তুতি পর্ব- পরিমিতির সকল সূত্র এক জায়গায়, -ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক গুলি নিমেষে সমাধান এর কৌশল ।

সকলকে সালাম ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই পর্ব । BCS সহ অন্যান্য সকল চাকুরীর পরীক্ষায় অন্যতম একটি গুরুত্ব পূর্ণ অংশ হল এই পরিমিতি । আমরা আজকে এই পরিমিতির সকল সূত্রগুলি ছবির শায্যে ভালো ভাবে বুঝে নেব ও বার বার অভ্যাস এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করব । আমার ব্যক্তিগত সাজেশন হল । আমরা যারা চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিই - তারা যদি এই অঙ্কগুলির উপর একটু জোর দিয় তাহলে খুব সহজেই ভালো স্কোর করা সম্ভব । তাই প্রথমেই শুরু করব সব ফর্মূলা গুলি ।তার পর দেখে নেভ কিছু মডেল প্রব্লেম ও তার সমাধান ।


 সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মত এখানেই শেষ করছি । আর হ্যা আর একটা কথা BCS , Banking সহ বিভিন্ন চাকুরীর পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি একটা ছোট্ট ব্লগ খুলেছি । টকটিউন্সে লেখার পাশা পাশি , ইং রাজী সহ স্কল বিষয়ের পর্ব ভিত্তিক আলোচনা সেখানে করব । ইচ্ছে হলে একবার ঘুরে আসতে পারেন হার্দিক আমন্ত্রণ  রইল.সরাসরি পিডীএফ ফাইলের লিঙ্ক একেবারে শেষে দিয়ে দিলাম । চাইলে আমার ব্লগে গিয়েও পিডিএফ আকারে ফাইল ডাউনলোড করে নিতে পারেন ।

আমার ব্লগের ঠিকানা-

http://swapnapuron.blogspot.in/

আপনার কেরিয়ার আপনার হাতে -

অ্যা ডিফারেন্ট  অ্যাপ্রোচ-কেরিয়ার প্লাস

ভালো থাকবেন । আজকের মত এখানেই

 নোটস টির পিডিএফ ডাউন লোড করতে এখানে ক্লিক করুন 



Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম, তয় ছবিগুলা ছোট হইয়া গেল যে! 🙁

আরে ভাই আমার ব্লগের থেকে পশট করে just Paste korechi . একটা মীটিং আছে শেষ হয়ে গেলেই আপডেট করে দিচ্ছি । ধন্যবাদ !

অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ ! আপানাকে । বরাবরের মত সঙ্গে থাকার জন্য । মাঝে মাঝে ব্লগে ঢুঁ মারার আমন্ত্রণ রইল । অফ টপিক আলোচনাও পাবেন ।

অসাধারণ একটা টিউন।আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না ।

অ্যা ডিফারেন্ট অ্যাপ্রোচ 😉

এটা কপি পেস্ট । না শব্দের প্রতিফলন ? না নিজের ইভ্যালুএশন ? বুইজতে না ফাইরলাম !

Level 0

bro.. darun akta post diyachen… onek onek thanks.

ami apnar math gulo korte giya kichu mistake peyachi.. mistake gulo logical problem na. numeric type jamon 13 ar jaygay 15. 100/5 = 20 likhte giya 10 like felechen ai type. ami korte giya confused hoye giyachilam. aktu thik kore dile khub vhalo hoy.

    @tanmoycsit:
    তন্ময় ভাই আমি আপনার কমেন্ট এর বেশ কিছু অংশ পড়তে পারছি না , মনে হয় ১৩ এর … পরের শব্দ গুলো বক্সের বাইরে চলে যাওয়ায় দেখতে পারছি না । শুধু এটুকু বুঝলাম কোথাও টাইপ এররর আছে । থাকতে পারে খুব তাড়াহুরো করে করেছি । তবুও একটু নিজে দেখে নিই তারপরে , কারেকশন করে দিচ্ছি । ধন্য বাদ মন দিয়ে পড়ার জন্য ও মন্তব্যের জন্য ।

হ্যা কয়েকটা টাইপ এরর ছিলো , সেগুলো থিক করে দিয়েছি । ঠেঙ্কু তন্ময়csit. 🙂 🙂

আমার এলার্জির সমস্যা আছে।অংক দেখলে সেটা বেশী করে চাড়া দেয়।দাড়ান একটা ওষুধ খেয়ে আসি।

প্রবাসী ভাই আপনার মত লোকের সংস্পর্ষ পেয়েছি এটাই আমার কাছে বিশাল পাওনা ।
আপনার অ্যালার্জি আবার চাড়া দিয়ে ঊঠবে এটা জেনেও এসেছেন । এই জন্য্ স্পেশাল থ্যাঙ্কস !
আমি কিছু অ্যান্টি আলার্জিক এর ব্যবস্থ্যা রাখব । কিন্তু একবারের জন্য ও আসতে হবে । অনেক অনেক মনোবল বাড়িয়ে দেন আপনি । এটা আমার অনুরোধ । প্লিস প্লিস প্লিস ! হ্যটস অফ টু ইউ ! ভালো থাকেবেন
ও আর একটা কথা – এই টিউনের পিছনে ( শুধু এই কয়েকটা নয় লাস্ট এই সিরিজের চার পাঁচটাতেই )আপনার ৫০% অবদান আছে ? সেটা এখনই ডিস্ক্লোজ করব না ~! গেস করতে পারেন ?

ভাল লাগলো…………

ধন্যবাদ রাশেদ ভাই ।:):):):):):):)

Level 0

many many thanks for this . you are a nice man

Level 0

ওরে বাপরে। এতগুলা মুখস্থ হবে কবে।