BCS, Banking , অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি পর্ব -৩।

সকলকে সালাম , ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পর্ব-৩ । দেখতে আমরা তিন পর্বে পা দিলাম । আজকের বিষয় বস্তু- নিউমেরিক্যাল এবিলিটির অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি চ্যাপ্টার Profit & Loss  বা  লাভ ও ক্ষতি । এই চ্যপাটার টি কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এমন কোনো এক্সাম নাই যাতে এই অধ্যায় থেকে কোনো  problems থাকে না । আমি আগেও বলেছি হঠাৎ করে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন পত্র বা মডেল টেস্ট সলভ করে কম্পিটিটিভ এক্সামের ম্যাথে যে স্পিড বা দক্ষতা লাগে সেটি আসেনা । এর জন্য আমার সাজেশন পারলে চ্যাপ্টার ধরে ধরে নিমেষে অঙ্ক করার কোশল গুলো একবার শিখে নিয়ে তার পর যত অভ্যাস করবে স্কিল আর স্পীড দুটোই বাড়বে । যাক আজ তা হলে শুরু করা যাক - Profit & Loss  বা  লাভ ও ক্ষতি। প্রথমে একদম বেসিক থেকে শেষে অপেক্ষাকৃত জটিল অঙ্ক গুলি সলভ করার , থুড়ি!  নিমেষে সলভ করার কৌশল শিখব । 


 

এবার  কতটুকু শিখলাম তার প্রয়োগ করার পালা । আমি আবার বলব । যদিও উপরের অঙ্কগুলি ভালো ভাবে বোঝা হয়ে গিয়ে থাকে তবুও    প্র্যাকটিস সেট করার আগে আর অনত একবার রিভিসন দিয়ে তার পর  প্র্যাকটিস সেট  শুরু করা যেতে পারে , তার আগে নয় ।

সমগগ্র স্টাডি মেটিরিয়াল  টি  এর  পিডি এফ  ফাইল  মিডিয়া ফায়ারে আপলোড  করে দিলাম  , যাতে বাড়ীতে ধীরে সুস্থে বার বার অভ্যেস করে যেতে পারেন । আজ এই পর্যন্তই ।সামনের সংখ্যায়  আবার দেখা হবে নতুন কনো বিষয় নিয়ে । খোদা হাফেজ ।


যদি ডাউন লোড  করতে চান তবে CLICK  HER

যদি ডাউন লোড  করতে চান তবে CLICK  HERE   

এই ধরনের আগের পর্ব দুটির লিঙ্ক দিয়ে দিলাম ।

BCS , BANKING, সহ  সকল  চাকুরীর পরীক্ষার  প্রস্তুতি পর্ব-১

BCS , BANKING, সহ  সকল  চাকুরীর পরীক্ষার  প্রস্তুতি পর্ব-২

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুস্বাগতম ! 🙂 🙂 🙂

Level 0

আপনাদের টিউন এর নিয়মিত টিটিতে আসি, ভাবতেছি বাংলা নিয়ে টিউন করব বলেন তো কেমন হবে?

    @tarik_59:
    খুব ভালো পরিকল্পনা ! চালিয়ে যান ।সঙ্গে পাবেন কথা দিলাম । আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।:):):)

অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কঠোর পরিশ্রমে এবং ভালোবাসায় মনে হচ্ছে এবার WBCS এবং সমস্ত চাকরির পরীক্ষায় সাফল্য পাব। আরেকটা কথা স্যার, আপনি যে ডাউনলোড লিঙ্ক দিয়েছেন তা ডাউনলোড করার পর দেখছি DOCX ফাইল, যা আমার কম্পিউটারে ওপেন হছে না। কি ভাবে ওপেন করব। আর আপনার পরের ক্লাসের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

    @ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত):
    ভগীরথ ভাই , আছেন কেমন ? আপনি যে সমস্যার কথা বললেন । আমি চেক করে দেখলাম । আমি যে ফাইল গুলো দিয়েছি সেগুলো পি ডি এফ ফাইল,যে কোনো পিডি এফ রীডার দিয়ে পড়ুন । আর এক বার ডাউনলোড করে দেখেন । মনে হয় সমস্য আহবে না । আমি নিজেও আর এক বার ডাউনলোড দিয়ে । ওপেন করলাম । ঠিক আছে ।
    আর একটা অনুরোধ – আমাকে আগে যেমন অপুদা বলেই ডাকতেন ।সেরকমই ডাকবেন ।অফিসিয়াল অ্যারিনার বাইরে এই ধরনের সোস্যাল -প্যাট্রোনেজ ব্লগ গুলইতে স্যার শুনতে কেমন একট অসোয়াস্তি লাগে

    মন্তব্যের জন্য ধন্যবাদ । যেকোনো প্রয়োজনে মেল করবেন

    [email protected]

ওয়াও, 🙄
লাভ-ক্ষতির অঙ্ক আগে বুঝতামই না। টিউনটি পড়ে শেখা যাবে। 😀
অনেক ধন্যবাদ স্যার । আগেরটার মতই কুপাকুপি টিউন 😉 :mrgreen:

অনেক ধন্যবাদ । স্যার ! ? কে কার ? এই টাই বুইঝতে না পাইরলাম ! আপনার টিউনও অনেক অনেক কোপাকুপি ।
আর কবে মিষ্টি পাবো জানাবেন । তন্ময় ভায়ারে দেখা হলে একটু বলবেন । আমার উপর মুনে হয় ক্ষেইপ্যে আছে ?

ও হ্যা মা।।স।। ! এবার তুমিও একটা নিজের ছবি লাগাও । কতদিন আর অন্তরালে থাকবে । আর তুমি নালাগালে আমার কাছে তোমার ছবি আছে আমার কোনো টিউনে ছবি ও নাম সহ -উৎসর্গ করে দিব । 🙂 🙂 🙂

অক্কে ! 🙂 🙂
নিপাতনে বন্দি
আপাতত সন্ধি !

Level 0

খুব সুন্দর ও কাজের , calculas এর উপর টিউন করবেন ।

sumon 70 ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আর আপনার অনুরোধ রাখার জন্য আমি নিজেই নিও ফাইটের রাজ্যে ভাইএর কাছে – অনুরোধ করছি । ও ওই বিষয়টা নিয়ে আগেও টিউন করেছে । আপনার বার্তা আমি পৌঁছে দিলাম – যথাস্থানে।