সকলকে সালাম , ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পর্ব-৩ । দেখতে আমরা তিন পর্বে পা দিলাম । আজকের বিষয় বস্তু- নিউমেরিক্যাল এবিলিটির অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি চ্যাপ্টার –Profit & Loss বা লাভ ও ক্ষতি । এই চ্যপাটার টি কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এমন কোনো এক্সাম নাই যাতে এই অধ্যায় থেকে কোনো problems থাকে না । আমি আগেও বলেছি হঠাৎ করে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন পত্র বা মডেল টেস্ট সলভ করে কম্পিটিটিভ এক্সামের ম্যাথে যে স্পিড বা দক্ষতা লাগে সেটি আসেনা । এর জন্য আমার সাজেশন পারলে চ্যাপ্টার ধরে ধরে নিমেষে অঙ্ক করার কোশল গুলো একবার শিখে নিয়ে তার পর যত অভ্যাস করবে স্কিল আর স্পীড দুটোই বাড়বে । যাক আজ তা হলে শুরু করা যাক - Profit & Loss বা লাভ ও ক্ষতি। প্রথমে একদম বেসিক থেকে শেষে অপেক্ষাকৃত জটিল অঙ্ক গুলি সলভ করার , থুড়ি! নিমেষে সলভ করার কৌশল শিখব ।
এবার কতটুকু শিখলাম তার প্রয়োগ করার পালা । আমি আবার বলব । যদিও উপরের অঙ্কগুলি ভালো ভাবে বোঝা হয়ে গিয়ে থাকে তবুও প্র্যাকটিস সেট করার আগে আর অনত একবার রিভিসন দিয়ে তার পর প্র্যাকটিস সেট শুরু করা যেতে পারে , তার আগে নয় ।
সমগগ্র স্টাডি মেটিরিয়াল টি এর পিডি এফ ফাইল মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম , যাতে বাড়ীতে ধীরে সুস্থে বার বার অভ্যেস করে যেতে পারেন । আজ এই পর্যন্তই ।সামনের সংখ্যায় আবার দেখা হবে নতুন কনো বিষয় নিয়ে । খোদা হাফেজ ।
যদি ডাউন লোড করতে চান তবে CLICK HER
যদি ডাউন লোড করতে চান তবে CLICK HERE
এই ধরনের আগের পর্ব দুটির লিঙ্ক দিয়ে দিলাম ।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
thanks.