যদি কখনও আপনার ইচ্ছে হয়…

আসসালামু আলাইকুম। সকল টিউনার ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে সংক্ষেপে কিছুটা নিজের কথা দিয়েই শুরু করি। আমি ব্যাচেলর পড়া শেষ করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। পড়া শেষ হবার আগেই আল্লাহর রহমতে ভালো একটা চাকরি পেয়ে যাই। তারপর আরেকটা চাকরি। এভাবে বেশ কয়েকটা চাকরি করেও মনের সাধ মেটাতে পারছিলাম না। মন যেন বসতে চায় না। এক পর্যায়ে টিভি চ্যানেলে কাজ শুরু করি। করতে করতে ২ টা টিভি চ্যানেলে কাজ করে ফেলি। মন খুব ভালো করেই বসেছিল। টিভি চ্যানেলে কাজ করে যেন একটা প্যাশন ফীল করছিলাম। আরও করতে ইচ্ছে করে, আরও জানতে ইচ্ছে করে, আরও পারতে ইচ্ছে করে। অবশেষে মাস্টার্স করবো ভাবলাম। কিন্তু বাংলাদেশে টেলিভিশন ব্রডকাস্টিং এর ওপরে পড়ার সুযোগ নেই। চেষ্টা করতে করতে জার্মানির ভালো একটা ভার্সিটি তে ভর্তি হয়ে গেলাম। পরবর্তীতে জেনে আরও ভালো লাগলো যে, টেলিভিশন ব্রডকাস্টিং এর ওপরে পড়ার জন্য জার্মানি তে এটাই সবচেয়ে ভালো ভার্সিটি। আরও মজাদার বিষয় হল, বর্তমানে রেডিও ও টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য ব্যবহৃত সবচেয়ে উল্লেখযোগ্য ফরম্যাট MP3 এবং MPEG এর inventor Karlheinz Brandenburg আমার ভার্সিটির একজন প্রফেসর। এবং আমাদের ভার্সিটির নিজস্ব ২ টা টিভি চ্যানেল আছে। এত সব সুযোগ সুবিধার মাঝে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আমার, তবে খুব ভালো যেমন লাগে তেমনি খুব খারাপও লাগে। এত সুযোগ এর মাঝেও বাংলাদেশী পেলাম মাত্র হাতে গোনা ২ জন। বাংলাদেশীরা কেন এতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে? হয়তো সবাই জানে না এই ভার্সিটির কথা, ঠিক যেমনটা আমি জানতাম না এখানে আসার আগে। তাই আমার সব বাংলাদেশী ভাই বোনদের এই ভার্সিটি সম্পর্কে জানাবার জন্যেই আমার লিখতে বসা।

এই ভার্সিটির নাম Technical University of Ilmenau

URL-01:     http://www.tu-ilmenau.de/

আমার সাবজেক্ট হল Masters in Media Technology

URL-02:     http://www.tu-ilmenau.de/studieninteressierte/studieren/master/medientechnologie/

URL-03:     http://www.tu-ilmenau.de/studierende/studium/studienangebot/master/master-medientechnologie/#c51722

জার্মানির ঠিক মাঝে অবস্থিত Thüringen state এর মাঝে ছোট্ট একটা city Ilmenau, এখানেই এই ভার্সিটির অবস্থান। বলতে গেলে প্রায় পুরোটা সিটি জুড়েই ভার্সিটির অবস্থান। পরিবেশটা ভীষণ সুন্দর। আমার দেখা সবচেয়ে কম খরচে থাকা যায় এমন একটা সিটি এই Ilmenau , শুধুমাত্র এই ভার্সিটির ছাত্রদের জন্য পুরো Thüringen state এর যে কোনও জায়গায় যাতায়াত একদম ফ্রী। জার্মানিতে ছাত্রদের জন্য বিদ্যুৎ বিল, পানির বিল এবং গ্যাস বিল একদম ফ্রী। তার উপর এই ভার্সিটির হোস্টেলে রুম ভাড়া সবচেয়ে কম। প্রত্যেক রুমের সাথে ফ্রিজ সহ সব ধরণের ফার্নিচার দেয়াই থাকে। প্রতি মাসে নয়, ৬ মাসের সেমিস্টারে একবার মাত্র ইন্টারনেট বিল দিতে হয়। প্রত্যেক ছাত্রের জন্য রুমে ২ টা করে ইন্টারনেট লাইন বরাদ্দ, যদিও কাউকে এখন পর্যন্ত ২ টা লাইন একসাথে ব্যাবহার করতে দেখিনি। তাছাড়া পুরো ভার্সিটি তে ২৪ ঘণ্টা WiFi Internet থাকে ছাত্রদের জন্য। এর জন্য বাড়তি বিল দিতে হবে না। প্রত্যেক রুমে ছাত্রদের জন্য টিভি ক্যাবল কানেকশন ফ্রী। আমাদের ভার্সিটির নিজস্ব ২ টা টিভি চ্যানেল আছে, ইচ্ছে করলে এখানেও কাজ করতে পারে ছাত্ররা। যেহেতু আমার সাবজেক্ট টা ইন্টারন্যাশনাল সাবজেক্ট তাই আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়তে হয়। এটাই আমার জন্য ভালো। তবে জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন? সেটাও সব ছাত্রদের জন্য ফ্রী, আমিও শিখছি। ক্যাম্পাসের মাঝেই সব ধরনের খেলার সুযোগ সুবিধা আছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল এর মাঠ, টেবিল টেনিস, লঙ টেনিস, জুডো কোর্ট, জিম্নেশিয়াম, মাউন্ট হাইকিং স্পট, সুইমিং পুল, রানিং ট্র্যাক, রেসিং প্যাড, আইস স্কেটিং ইত্যাদি সব ধরনের খেলার ব্যবস্থা আছে। প্রত্যেক বিল্ডিং এর নিচেই রয়েছে ক্লাব। এই সিটি তে থাকার জন্য খরচের একটা ছোট্ট তালিকা উপস্থাপন করলাম।

খরচের তালিকা

সেমিস্টার ফি (৬ মাসে ১ বার)      = ১০০০০ টাকা (সর্বোচ্চ)

বাসা ভাড়া (প্রতি মাসে)               = ১৫০০০ টাকা

হেলথ ইন্সুরেন্স ফি (প্রতি মাসে)  = ৮০০০ টাকা

ইন্টারনেট বিল (৬ মাসে ১ বার)  = ৪০০০ টাকা

খাবার খরচ (প্রতি মাসে)             = ৮০০০ টাকা (সর্বোচ্চ)

এই হল নির্ধারিত খরচ, এর বাহিরের খরচ যার যার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে। আমি খুবই সাধারণ পরিবারের ছেলে। আমি অ্যামেরিকা বা কানাডায় গেলে এতো কম খরচে এতো কিছু কখনও পেতাম না। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হল, শুধুমাত্র পড়ালিখার জন্য ২ বছরে লাগবে ৪০০০০ টাকা বা তার চেয়ে কম। আমার মত সাধারণ পরিবারের ছাত্রদের টাকার জন্য পড়ালিখা বাধাগ্রস্থ হবে না আশা করি। জার্মানি তে চাকরি পাওয়া টা কঠিন মনে হল না। শুধুমাত্র কাজ ভালো জানলেই চলবে। আলহামদুলিল্লাহ্‌, আমি এখানে আসার ৩ মাসের মাঝেই একটা ভালো কোম্পানি তে চাকরি পেয়ে যাই।

প্রতিদিন যখন প্রচুর পরিমানে ইন্ডিয়ান, পাকিস্তানী, সিরিয়ান, চাইনিস, জাপানী, ইন্দোনেশিয়ান এবং আরও অনেক দেশের অনেক ছেলেমেয়েদের দেখি তখন খুব খারাপ লাগে যে বাংলাদেশী আমরা মাত্র ৩ জন। আমি চাই এখানে আরও বাংলাদেশীরা আসুক। এই ভার্সিটি তে ভর্তি হতে পারলে জার্মান এমব্যাসি ভিসা নিয়ে কখনই জটিলতা করবে না।

ভর্তির জন্য সাধারণত যা যা দরকার

URL-04:     http://www.tu-ilmenau.de/international/prospective-students/master-students/courses-offered/

URL-05:     http://www.tu-ilmenau.de/international/prospective-students/bachelor-students/application-and-requirements/#c9533

আমি এই প্রথম টেকটিউনসে লিখছি। জানি না কেমন লিখতে পারলাম। শুরু আর শেষ টা আমার নিজের কাছেও ঠিক যেন মিলছে না। তবে ভালো লিখতে না পারলেও ভালো করে পড়বেন আশা করি। কোনও কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভর্তি বিষয়ক কোনও সাহায্য দরকার হলে আমাকে বলবেন নির্দ্বিধায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি DreamWalker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তো ছোট মানুষ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Nice tune and thank you for sharing…. so just 40k..its amazing but how much the initial cost? do i need to learn german language before my admission? i dont want to read in german language though, is there any possiblity to study in english? if yes, do i need IELTS score(??) before by admission. please share this too..

    welcome necterash ভাই। আসলে initial cost বলতে, admission application fee 25 euro + admission হলে embassy তে visa application fee ৬৪০০ টাকা + ব্যাংকে ব্লক অ্যাকাউন্টে এ দেখাতে হবে 7908 euro + এবং ভিসা হলে air ticket cost. তাছাড়া এই যে 7908 euro ব্যাংকে ব্লক অ্যাকাউন্টে দেখাতে হবে এটা তো ২ বছরের খরচ। সব মিলিয়ে ২ বছরে এই খরচ হবে। আমরা বাংলাদেশীরা একটু হিসাব করে চলি তো, তাই ২ বছর পর দেখা যায় সব খরচ শেষে বরং কিছু টাকা বেঁচে যায়।

    আপনি ইংলিশ কোর্সে গেলে তো জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না। তবে ভবিষ্যতে জার্মানি তে পাসপোর্ট পেতে হলে বা দীর্ঘ সময় থাকতে চাইলে ল্যাঙ্গুয়েজ শিখে নেয়াটাই ভালো। আর এখানে এলে তো ল্যাঙ্গুয়েজ ফ্রী তেই শেখা যায়।

    ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে হলে নিশ্চয়ই IELTS/TOEFL থাকতে হবে। আমার দেয়া URL-04 লিঙ্ক টা দেখলেই পেয়ে যাবেন IELTS/TOEFL এ কত score থাকতে হবে।

Level 0

ভাইয়া Electrical Engineering or Computer Science Engineering এর উপর B.Sc. করা যাবে কি?

ধন্যবাদ omar09243 ভাইয়া। আপনার পছন্দের দুটো সাবজেক্টেই Bachelo করা সম্ভব। একটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্ক টা একটু দেখবেন, পেয়ে যাবেন Bachelor করার জন্য আপনার পছন্দের সাবজেক্ট গুলো।
URL-06: http://www.tu-ilmenau.de/studieninteressierte/studieren/bachelor/

আরেকটা কথা বলে রাখা ভালো, যেহেতু জার্মানির প্রায় বেশীরভাগ website গুলো Deutsch Language এ করা তাই এই লিঙ্ক গুলো Google Chrome দিয়ে খোলা টাই ভালো। Automatic language translate হয়ে যাবে।

অসাধারন টিউন হইছে ভাই 🙂 আমি ও জার্মানি যাওয়ার জন্য আগ্রহী। যাওয়ার জন্য কি কোনো এজেন্সি বা কন্সাল্টেন্সির কাছে যেতে হয়? প্লিজ জানাবেন।
আর আপনার ইমেইল টা দিলে আমার জন্য ভালো হয়। মাঝে মাঝে যোগাযোগ করবো।

    ধন্যবাদ মোঃ নাজমুস সাকিব ভাই। সত্যি বলছি বিদেশের ভার্সিটিতে ভর্তির জন্য এজেন্সি বা কন্সাল্টেন্সির কাছে যাওয়া উচিৎ না। ঠকে যাবার সম্ভাবনাটাই বেশি। নিজে নিজে চেষ্টা করে করা টা সবচেয়ে ভালো। জার্মানির ভার্সিটি গুলো থেকে নিজের পছন্দের ভার্সিটি এবং সাবজেক্ট খুজে পেতে নিচের লিঙ্ক ব্যবহার করতে পারেন।

    URL-07: http://www.daad.de/deutschland/studienangebote/international-programmes/07535.en.html

    এবং যদি TU Ilmenau তে নিজের পছন্দের সাবজেক্ট পেতে চান তবে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন।

    Masters এর জন্য,
    URL-08: http://www.tu-ilmenau.de/studieninteressierte/studieren/master/

    এবং Bachelor এর জন্য,
    URL-09: http://www.tu-ilmenau.de/studieninteressierte/studieren/bachelor/

    মোঃ নাজমুস সাকিব ভাই, আপনাকে আমার ইমেইল এড্রেস টা দিতে ভুলে গিয়েছিলাম। Sorry
    [email protected]

Level 0

ভাইয়া, আমিও খুব সাধারণ ঘরের ছেলে। আমার বেশি টাকা নাই। আমি টেক্সটাইল এ BSC করতেসি প্রাইভেট versity থেকে। আমি সেখানের ১ টি versity te Msc. করতে চাই। আমি jhenidah Cadet College এর একজন ex cadet ও। আমার কত টাকা লাগবে সেখানে যেতে এবং পড়তে। যদি আমাকে একটু কষ্ট করে জানতেন তাহলে আমার অনেক উপকার হত। আমার এই বছর পড়ালেখা শেষ হবে। আর ওইখানে work permit আছে কি না? তাহলে আমি কম তাকার ভিতরে পড়ালেখা শেষ করে বাংলাদেশ ে এসে ভাল চাকরি পেতাম। একটু কষ্ট করে please জনাবেন।

ধন্যবাদ
মুন্না
https://www.facebook.com/munna.106?ref=tn_tnmn
[email protected]

    ধন্যবাদ munna.106106 ভাই। আমি দুঃখিত যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার জ্ঞান খুব সীমিত, তাই বেশি কিছু বলতে পারছি না। আর তাছাড়া আমার ভার্সিটি TU Ilmenau তেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নেই, থাকলে আমি খোঁজ নিয়ে জানাতে পারতাম। তবে নিরাশ হবেন না। আগের কমেন্ট গুলোর মাঝে URL-07 দেয়া আছে দেখুন। পছন্দের মত সাবজেক্ট এবং ভার্সিটি পেয়ে যাবেন খুব সহজেই।

    যেহেতু আমি আপনাকে ভার্সিটি খুঁজে দিতে পারিনি তাই জানি না education cost কেমন হবে। কারন বিভিন্ন ভার্সিটিতে tuition fee বিভিন্ন রকম। আপনি URL-07 থেকে ভার্সিটি খুঁজে বের করুন, ওখানেই education cost সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর যাবার জন্য কত টাকা লাগবে সেটা necterash ভাই এর কমেন্ট এর জবাবে লিখেছি গুছিয়ে, দয়া করে একটু দেখবেন। ধন্যবাদ।

Level 0

Bro,
Many many thakns to provide this better information.I completed my MBS(Masters of business studies)from Dhaka college I wanna to take admission in Industrial Engineering & Management.So what he cost of this suject plz write me briefly I wanna admission my self next winter.So brother Plz tell me about all & U give those link that language meaning is totally impossible to figure out me.Plz bro help me.
Paban

Level 2

816479.33 tk , isnt it??

    necterash ভাই, ঠিক বলেছেন। তবে currency rate সবসময় উঠা-নামা করতে থাকে তো তাই টাকার অংক টা পরিবর্তনশীল। তবে 7908 euro পরিবর্তনশীল নয়, নির্ধারিত।

Level 0

DreamWalker vai apnar mail address/skype/messenger/gtalk jkono-ta ki paite pari.. jodi open-e dite problem hoi to akta mail diyen ([email protected]) ai address a

    constant ভাই ধন্যবাদ। ওপেন এ দিতে প্রবলেম হবে না। যে কেউ আমার কাছে জানতে চাইতে পারে। কেউ কিছু জানতে চাইলে আমি খুশি হবো। [email protected] এটাই আমার ইমেইল এড্রেস।

Level 0

ভাইয়া ওখানে কি মেকানিক্যাল এ বি।এস সি করা যাবে?আমি বর্তমানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা পড়তেছি।

ধন্যবাদ Azad.RPI ভাই। নিশ্চয়ই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন TU Ilmenau এ। কিন্তু মাস্টার্স করতে হলে ব্যাচেলর লাগবে, তাই আপনি মাস্টার্স এ ভর্তি হতে পারবেন না। তবে ব্যাচেলর এ ভর্তি হতে পারবেন সহজেই। ডিপ্লোমা থেকে সরাসরি মাস্টার্স করতে চাইলে একটু খুঁজতে হবে। Applied Science University গুলো দেখে চেষ্টা করতে পারেন। ভর্তি হতে পারবেন। পছন্দের ভার্সিটি গুলো খুঁজে পেতে উপরের কমেন্ট থেকে URL-07 টা দেখবেন।

Level 0

ধন্যবাদ কমেন্ট করার জন্য।আপনাকে একটা মেইল করেছি উত্তর দিয়েন প্লিজ…………

Azad.RPI ভাই, [email protected] এড্রেস থেকে আপনার নামে একটা ইমেইল পেয়েছি, google talk invitation. তাই এই এড্রেসে reply দিতে পারিনি। ভালো হয় যদি আপনি আমাকে yahoo তে add করেন।

Level 0

ভাইয়া আমি হেলথ সায়েন্স এ পড়াশুনা করতে চাই ( মাস্টার্স/ পি এইচ ডি) আমাকে একটু হেল্প করেন……আমার অনেক ইচ্ছা বিদেশে পড়াশুনা করা। আমি খুবই সাধারন পরিবার এর ছেলে । ( এম পি এইচ/ হেলথ ম্যানেজমেন্ট/ নার্সিং সায়েন্স হলে ভাল হয়)

IELTS chara ki jayo possible

Vaia, ami ebar(2012) te hsc pass korechi. Amio jarmany te porte agrohee. Amar passion engineering a. Konta te porle valo hobe and result(ssc & hsc) kemon lagbe janaben please. Okhane jete cost kamon porbe tao bolben. Ar part time job and resident er babostha ki rokom?

বেশ ভালো লাগলো আর্টিকেলটি পড়ে। আমাদের গ্রুপে [http://bsaagweb.de/] আছেন নাকি?