আসসালামু আলাইকুম। সকল টিউনার ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে সংক্ষেপে কিছুটা নিজের কথা দিয়েই শুরু করি। আমি ব্যাচেলর পড়া শেষ করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। পড়া শেষ হবার আগেই আল্লাহর রহমতে ভালো একটা চাকরি পেয়ে যাই। তারপর আরেকটা চাকরি। এভাবে বেশ কয়েকটা চাকরি করেও মনের সাধ মেটাতে পারছিলাম না। মন যেন বসতে চায় না। এক পর্যায়ে টিভি চ্যানেলে কাজ শুরু করি। করতে করতে ২ টা টিভি চ্যানেলে কাজ করে ফেলি। মন খুব ভালো করেই বসেছিল। টিভি চ্যানেলে কাজ করে যেন একটা প্যাশন ফীল করছিলাম। আরও করতে ইচ্ছে করে, আরও জানতে ইচ্ছে করে, আরও পারতে ইচ্ছে করে। অবশেষে মাস্টার্স করবো ভাবলাম। কিন্তু বাংলাদেশে টেলিভিশন ব্রডকাস্টিং এর ওপরে পড়ার সুযোগ নেই। চেষ্টা করতে করতে জার্মানির ভালো একটা ভার্সিটি তে ভর্তি হয়ে গেলাম। পরবর্তীতে জেনে আরও ভালো লাগলো যে, টেলিভিশন ব্রডকাস্টিং এর ওপরে পড়ার জন্য জার্মানি তে এটাই সবচেয়ে ভালো ভার্সিটি। আরও মজাদার বিষয় হল, বর্তমানে রেডিও ও টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য ব্যবহৃত সবচেয়ে উল্লেখযোগ্য ফরম্যাট MP3 এবং MPEG এর inventor Karlheinz Brandenburg আমার ভার্সিটির একজন প্রফেসর। এবং আমাদের ভার্সিটির নিজস্ব ২ টা টিভি চ্যানেল আছে। এত সব সুযোগ সুবিধার মাঝে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আমার, তবে খুব ভালো যেমন লাগে তেমনি খুব খারাপও লাগে। এত সুযোগ এর মাঝেও বাংলাদেশী পেলাম মাত্র হাতে গোনা ২ জন। বাংলাদেশীরা কেন এতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে? হয়তো সবাই জানে না এই ভার্সিটির কথা, ঠিক যেমনটা আমি জানতাম না এখানে আসার আগে। তাই আমার সব বাংলাদেশী ভাই বোনদের এই ভার্সিটি সম্পর্কে জানাবার জন্যেই আমার লিখতে বসা।
এই ভার্সিটির নাম Technical University of Ilmenau
URL-01: http://www.tu-ilmenau.de/
আমার সাবজেক্ট হল Masters in Media Technology
URL-02: http://www.tu-ilmenau.de/studieninteressierte/studieren/master/medientechnologie/
URL-03: http://www.tu-ilmenau.de/studierende/studium/studienangebot/master/master-medientechnologie/#c51722
জার্মানির ঠিক মাঝে অবস্থিত Thüringen state এর মাঝে ছোট্ট একটা city Ilmenau, এখানেই এই ভার্সিটির অবস্থান। বলতে গেলে প্রায় পুরোটা সিটি জুড়েই ভার্সিটির অবস্থান। পরিবেশটা ভীষণ সুন্দর। আমার দেখা সবচেয়ে কম খরচে থাকা যায় এমন একটা সিটি এই Ilmenau , শুধুমাত্র এই ভার্সিটির ছাত্রদের জন্য পুরো Thüringen state এর যে কোনও জায়গায় যাতায়াত একদম ফ্রী। জার্মানিতে ছাত্রদের জন্য বিদ্যুৎ বিল, পানির বিল এবং গ্যাস বিল একদম ফ্রী। তার উপর এই ভার্সিটির হোস্টেলে রুম ভাড়া সবচেয়ে কম। প্রত্যেক রুমের সাথে ফ্রিজ সহ সব ধরণের ফার্নিচার দেয়াই থাকে। প্রতি মাসে নয়, ৬ মাসের সেমিস্টারে একবার মাত্র ইন্টারনেট বিল দিতে হয়। প্রত্যেক ছাত্রের জন্য রুমে ২ টা করে ইন্টারনেট লাইন বরাদ্দ, যদিও কাউকে এখন পর্যন্ত ২ টা লাইন একসাথে ব্যাবহার করতে দেখিনি। তাছাড়া পুরো ভার্সিটি তে ২৪ ঘণ্টা WiFi Internet থাকে ছাত্রদের জন্য। এর জন্য বাড়তি বিল দিতে হবে না। প্রত্যেক রুমে ছাত্রদের জন্য টিভি ক্যাবল কানেকশন ফ্রী। আমাদের ভার্সিটির নিজস্ব ২ টা টিভি চ্যানেল আছে, ইচ্ছে করলে এখানেও কাজ করতে পারে ছাত্ররা। যেহেতু আমার সাবজেক্ট টা ইন্টারন্যাশনাল সাবজেক্ট তাই আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়তে হয়। এটাই আমার জন্য ভালো। তবে জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন? সেটাও সব ছাত্রদের জন্য ফ্রী, আমিও শিখছি। ক্যাম্পাসের মাঝেই সব ধরনের খেলার সুযোগ সুবিধা আছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল এর মাঠ, টেবিল টেনিস, লঙ টেনিস, জুডো কোর্ট, জিম্নেশিয়াম, মাউন্ট হাইকিং স্পট, সুইমিং পুল, রানিং ট্র্যাক, রেসিং প্যাড, আইস স্কেটিং ইত্যাদি সব ধরনের খেলার ব্যবস্থা আছে। প্রত্যেক বিল্ডিং এর নিচেই রয়েছে ক্লাব। এই সিটি তে থাকার জন্য খরচের একটা ছোট্ট তালিকা উপস্থাপন করলাম।
খরচের তালিকা
সেমিস্টার ফি (৬ মাসে ১ বার) = ১০০০০ টাকা (সর্বোচ্চ)
বাসা ভাড়া (প্রতি মাসে) = ১৫০০০ টাকা
হেলথ ইন্সুরেন্স ফি (প্রতি মাসে) = ৮০০০ টাকা
ইন্টারনেট বিল (৬ মাসে ১ বার) = ৪০০০ টাকা
খাবার খরচ (প্রতি মাসে) = ৮০০০ টাকা (সর্বোচ্চ)
এই হল নির্ধারিত খরচ, এর বাহিরের খরচ যার যার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে। আমি খুবই সাধারণ পরিবারের ছেলে। আমি অ্যামেরিকা বা কানাডায় গেলে এতো কম খরচে এতো কিছু কখনও পেতাম না। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হল, শুধুমাত্র পড়ালিখার জন্য ২ বছরে লাগবে ৪০০০০ টাকা বা তার চেয়ে কম। আমার মত সাধারণ পরিবারের ছাত্রদের টাকার জন্য পড়ালিখা বাধাগ্রস্থ হবে না আশা করি। জার্মানি তে চাকরি পাওয়া টা কঠিন মনে হল না। শুধুমাত্র কাজ ভালো জানলেই চলবে। আলহামদুলিল্লাহ্, আমি এখানে আসার ৩ মাসের মাঝেই একটা ভালো কোম্পানি তে চাকরি পেয়ে যাই।
প্রতিদিন যখন প্রচুর পরিমানে ইন্ডিয়ান, পাকিস্তানী, সিরিয়ান, চাইনিস, জাপানী, ইন্দোনেশিয়ান এবং আরও অনেক দেশের অনেক ছেলেমেয়েদের দেখি তখন খুব খারাপ লাগে যে বাংলাদেশী আমরা মাত্র ৩ জন। আমি চাই এখানে আরও বাংলাদেশীরা আসুক। এই ভার্সিটি তে ভর্তি হতে পারলে জার্মান এমব্যাসি ভিসা নিয়ে কখনই জটিলতা করবে না।
ভর্তির জন্য সাধারণত যা যা দরকার
URL-04: http://www.tu-ilmenau.de/international/prospective-students/master-students/courses-offered/
আমি এই প্রথম টেকটিউনসে লিখছি। জানি না কেমন লিখতে পারলাম। শুরু আর শেষ টা আমার নিজের কাছেও ঠিক যেন মিলছে না। তবে ভালো লিখতে না পারলেও ভালো করে পড়বেন আশা করি। কোনও কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভর্তি বিষয়ক কোনও সাহায্য দরকার হলে আমাকে বলবেন নির্দ্বিধায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
আমি DreamWalker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো ছোট মানুষ।
Nice tune and thank you for sharing…. so just 40k..its amazing but how much the initial cost? do i need to learn german language before my admission? i dont want to read in german language though, is there any possiblity to study in english? if yes, do i need IELTS score(??) before by admission. please share this too..