সকলকে সালাম , ভালবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি বিসিএস ,ব্যাঙ্কিং সহ বিভিন্ন চাকুরীর
পরীক্ষার প্রুস্তুতির আজকের এই ২য় পর্ব । এর আগের পর্বে আপনাদের মনেআছে যে আমরা শুরু করেছিলাম কিছু এলিমেন্টারি ধ্যান ধারনা দিয়ে । এই পর্বে এবার আমরাআরো সুসং হত ভাবে বিষয় বস্তুর ভিতরে প্রবেশ করব । আজকের বিষয় সূচী -
১। Quantitative Aptitude বা গানিতিক দক্ষতা - গনিতের এই পর্বে থাকছে ঘড়ি সংক্রান্ত অঙ্ক গুলির নিমেষে সমাধানের পদ্ধতি , সঙ্গে প্র্যাকটিস সেট ।
২। General Science এই পর্বে রসায়ন ও পদার্থ বিদ্যার উপর ৭৫ টি MCQs
৩। General ScienceReady Reference –
বিজ্ঞানের যে সকল বিষয় আমাদের প্রায়শই গুলিয়ে যায় , সেগুলিকে একত্রিত করে দ্রুত রিভিসনের সুবিধার জন্য সায়েন্স রেডি রেকনার
প্রথমেই আসি গনিতে – গনিতের বিভিন্ন অধ্যের মধ্যে অন্যতম একটি জটিল অধ্যায় হল –ঘড়ি সং ক্রান্ত অঙ্ক। এই অঙ্ক গুলি আপাত দৃষ্টিতে বেশ জটিল বলেই মনে হয় , এবং মনে থাকলেও সলভ্ করতে গিয়ে অনেক সময় চলে যায় । তাই প্রথমেই বেছে নিয়েছি এই অঙ্ক গুলি । আমরা আগে খব সহজে নিমেষে অঙ্ক গুলির সমাধানের পদ্ধতি শিখে নেব , তারপর প্র্যাকটিস করে নেব –একটি প্র্যাকটিস সেট
এবার আসি জেনারেল সায়েস বিষয়ে - প্রথমে রসায়নের অংশ ও তার পর কিছু পদার্থের অংশ
প্রথমে দেখে নিই রসায়নের উপরে গ্রুত্বপূর্ণ ৫০ টি এম সি কিউ প্রশ্ন ও তার উত্তর । ইয়ত্তর গুলি আমরা প্রথমে নিজে দেওয়ার চেষ্টা করব ।প্রয়োজনে শেষে একবার উত্তরের সঙ্গে মিলিয়ে নেব ।
এবার রসায়নের উপর একটি রেডি রেকনার ---
সকলকে আবার শেষ করর আগে শুভেচ্ছা ও সালাম ।
এবার ডাউন লোডের পালা -
বিদ্রঃ- তাড়াহুড়ো করতে গিয়ে দু একটি জায়গায় টাইপিং এরর ,হয়েছে - দেখতে পেলাম । পরে একসঙ্গে একটা সংশোধোনী অ্যাড করে দিচ্ছি । যেমন একটা চোখে পড়ল- এপসম হবে ম্যাগনেসিয়াম সালফেট , লেখা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড । তবে সংকেতের জায়গা টা দেখলে নিজেরাই সংশোধন করে নিতে পারবেন । ধন্যবাদ । কোনো জিজ্ঞাস্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন । আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে ।
খোদা হাফেজ ।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
কালার চয়সের প্রশংসা করতে হয়