BCS, Bank সহ বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রুস্তুতি পর্ব । এলিমেন্টারী স্টাডি মেটিরিয়াল ও প্র্যাকটিস সেট সহ পি ডি এফ ।পর্ব-১

সবাইকে সালাম  ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিন্ন ধর্মী পোস্ট । বিসি এস , ব্যাঙ্কিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ধারাবাহিক কোচিং ও মানসম্মত স্টাডি মেটেরিয়াল  নিয়ে ধাপে ধাপে লিখব ঠিক করি । কিন্তু মনে আশঙ্কা একটাই – এটা ঠিক কত জন এর কাজে লাগবে ? টিটির ভিসিতর দের মধ্যে কত জন বিসি এস বা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নেন সে বিষয়ে আমার তেমন কোনো ধারনাই নেই ।তবুও সাহসে ভর করে লিখতে শুরু করলাম । জানিনা এটা আপনাদের কতটা কাজে লাগবে ।

কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এক্সামের সিলেবাস ও মান গত সামান্য হেরফের থাকলেও – আমার অভিমত হল একটা জেনারেল স্টাডিজ কে মাথায় রেখে এগিয়ে যাওয়ায় ভালো । এই গুলি পরবর্তী পর্ব যদি লিখি আরো বিস্তারিত ভাবে শেয়ার করব , এই পর্বে – একদম প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ।

১) গানিতিক দক্ষতা

২) সাধারন বিজ্ঞান

বিসি এসের কথা বললে বলা যেতে পারে আপনারা যার প্রস্তুতি নিচ্ছেন  তারা জানেন বাছায় পর্বের ১০০ টি  প্রশ্নের মধ্যে প্রায় অর্ধেক অর্থাত ৪০ টি প্রশ্ন থাকে এই বিভাগ থেকে । তাই প্রথমেই অধ্যায় ভিত্তিক একটু একটু করে ম্যাথ ও জেনারেল সায়েন্স জিকে নিয়ে এই পর্বের আলোচনা । আর একটি কথা বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব – সেটি হল । ম্যাথ এর ক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে কিছু প্র্যাকটিস সেট না করে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করাই ভালো । পরে সবগুলি ভালো মত রপ্ত হয়ে গেলে –এক্সামের প্রাক মূহুর্তে ঘড়ি ধরে কিছু মডেল সেট প্র্যাকটিস করে নেওয়ায় ভালো । আর আমার পরামর্শ – প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস –এটাই প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাফল্যের মূল চাবি কাঠি । তাহলে শুরু করাযাক -



 


  আজকের মত এখানেই শেষ করছি । আল্লা হাফেজ , সবাই ভালো থাকবেন ।  পরে আবার দেখা হবে আরো নতুন কিছু বিষুয় নিয়ে ।

যাদের   এই নোটস টির পিডি এফ লাগবে তাদের জন্য   পিডিএফ  আকারে সমগ্র স্টাডি মেটিরিয়াল  টির ডাউনলোড লিঙ্ক দিয়ে ই একটু পরেই আপডেট করে দিচ্ছি ।

CLIK HERE 

CLIK  HERE 

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

carry on.i think there r many guys atended 2 bcs,banking n other competitive xm.so update ur pdf download link post .

ধন্যবাদ ভাই , লিঙ্ক আপডেট করে দিলাম । পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম । ডাউনলোড করে নিতে পারেন , মাত্র কয়েক কেবি ।

চমৎকার টিউন! চালিয়ে যান 😀

সাজেশন: একটা প্রশ্ন যোগ করতে পারেন, W কোন মৌলের প্রতীক? উত্তর: Tungsten (Wolfram), পারমাণবিক সংখ্যা: 74

আরও প্রশ্নও যোগ করতে পারেন, ১। ১ জন লোক ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১০ মিনিট লাগলে ঔ স্থান থেকে ১০০ জন লোক ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? :mrgreen:
২। ২টা আঙুর+৫টা কমলা+৬টা লিচু=২টা তরমুজ হলে আমার বয়স কত? 😆
শেষের ২টি প্রশ্ন নিজ দায়িত্বে যোগ করবেন, প্রশ্নের জন্য উল্টাপাল্টা কমেন্ট আসলে আমি দায়ী নই :P

পরীক্ষা শেষ তো সেটা বোঝাই যাছে ! শেষের দুটি প্রশ্ন কি তোমারে তন্ময় ভায়া শিখাইছে ? দেখছি ! ওর খবর আছে ।

Carry on, We will with you.

সুন্দর !

খুব ভাল হয়েচ্ছে । চালিয়ে জান ।

দারুন একটা উদ্যোগ। এতে আমাদের প্রচুর উপকার হবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার পরবর্তী টিউনের অপেক্ষাই রইলাম।

    @ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত):

    ki bhogIroth bhai কেমন আছেন ? অনেক দিন পর আমার টিউনে ঢুঁ মারলেন । আমি এমনিতেও প্রতি রবিবার যেদিন আম্র অফিসের চাপ একটু কম থাকে , সেদিন ঘণ্টা চারেক ধরে কন্টিনিঊয়াস বিসি এস ফ্রি এর কোচিং দিয় , তাই মনে ভাবলাম যদি আম্র সেই পরিশ্রম আমার গঙ্গা পারের ভাই বোনেদের একপটুও কাজে লাগে ক্ষতি কি ? তাই শুরু করলাম । আপনার মন্তব্যের জন্য ধন্য বাদ ।

প্রশংসনীয় উদ্যোগ। চালিয়ে যান। আমি একটা ফোরাম (http://forum.eduresource.info/) করেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। কিন্তু সময়ের অভাবে পোস্ট লিখতে পারছি না। দয়া করে একটু সময় দিতে পারবেন কী।?

অবশ্যই । আমি এককথায় রাজি , শুধু বলেন কিভাবে সাহায্য করব ?আমি চাইলে এই পোস্ট গুলির লিঙ্ক আপনার সাইটে দিতে পারেন । আমার পূর্ণ সম্মতি রইল । আর কি ভাবে সাহায্য করতে পারি জানাবেন । আমার মেইল আই ডি –
[email protected]

ধন্যবাদ আপনাদের সকলকে মাত্র কএক ঘন্টায় পিডি এফ এর ডাউন লোড সংখ্যা ১৬২ ছাড়িয়ে গেছে । আমি এতটা সাড়া পাব আশা ও করিনি । অনেক অনেক ধন্যবাদ ।

Bhaiya chaliye jaan. amra apnar pase achi.

Level 0

ছোটবেলার স্মৃতি মনে করাইয়া দিলেন। বরাবরের মত সুন্দর উপস্থাপনা …

Level 0

many many thanks

অসংখ্য ধন্যবাদ অপু ভাইকে । অনুকরণীয় উদ্যোগ । আপনার মত টিউনার টেকটিউন্স -এ আরো দরকার । ইদানিং তো খালি দেখি সব আজাইরা টিউনার ……চালিয়ে যান ভাই……