সবাইকে সালাম ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিন্ন ধর্মী পোস্ট । বিসি এস , ব্যাঙ্কিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ধারাবাহিক কোচিং ও মানসম্মত স্টাডি মেটেরিয়াল নিয়ে ধাপে ধাপে লিখব ঠিক করি । কিন্তু মনে আশঙ্কা একটাই – এটা ঠিক কত জন এর কাজে লাগবে ? টিটির ভিসিতর দের মধ্যে কত জন বিসি এস বা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নেন সে বিষয়ে আমার তেমন কোনো ধারনাই নেই ।তবুও সাহসে ভর করে লিখতে শুরু করলাম । জানিনা এটা আপনাদের কতটা কাজে লাগবে ।
কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এক্সামের সিলেবাস ও মান গত সামান্য হেরফের থাকলেও – আমার অভিমত হল একটা জেনারেল স্টাডিজ কে মাথায় রেখে এগিয়ে যাওয়ায় ভালো । এই গুলি পরবর্তী পর্ব যদি লিখি আরো বিস্তারিত ভাবে শেয়ার করব , এই পর্বে – একদম প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ।
১) গানিতিক দক্ষতা
২) সাধারন বিজ্ঞান
বিসি এসের কথা বললে বলা যেতে পারে আপনারা যার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন বাছায় পর্বের ১০০ টি প্রশ্নের মধ্যে প্রায় অর্ধেক অর্থাত ৪০ টি প্রশ্ন থাকে এই বিভাগ থেকে । তাই প্রথমেই অধ্যায় ভিত্তিক একটু একটু করে ম্যাথ ও জেনারেল সায়েন্স জিকে নিয়ে এই পর্বের আলোচনা । আর একটি কথা বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব – সেটি হল । ম্যাথ এর ক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে কিছু প্র্যাকটিস সেট না করে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করাই ভালো । পরে সবগুলি ভালো মত রপ্ত হয়ে গেলে –এক্সামের প্রাক মূহুর্তে ঘড়ি ধরে কিছু মডেল সেট প্র্যাকটিস করে নেওয়ায় ভালো । আর আমার পরামর্শ – প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস –এটাই প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাফল্যের মূল চাবি কাঠি । তাহলে শুরু করাযাক -
আজকের মত এখানেই শেষ করছি । আল্লা হাফেজ , সবাই ভালো থাকবেন । পরে আবার দেখা হবে আরো নতুন কিছু বিষুয় নিয়ে ।
যাদের এই নোটস টির পিডি এফ লাগবে তাদের জন্য পিডিএফ আকারে সমগ্র স্টাডি মেটিরিয়াল টির ডাউনলোড লিঙ্ক দিয়ে ই একটু পরেই আপডেট করে দিচ্ছি ।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
carry on.i think there r many guys atended 2 bcs,banking n other competitive xm.so update ur pdf download link post .