কলেজে ভর্তির আবেদন করুন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে!!!

শিক্ষা মন্ত্রনায়ল নির্দেশ অনুযায়ী ২০১২-২০১৩ সালে দেশের বিভিন্ন কলেজে ভর্তির আবেদন করতে হবে যে কোন প্রিপেইড টেলিটক সিম থেকে।যাদের টেলিটক সিম কার্ড আছে তাদের জন্য নয়,শুধু মাত্র যাদের টেলিটক সিম কার্ড নেই বা থাকলেও যারা কলেজে ভর্তির আবেদনটা নিজের পিসিতে বসেই করতে চায়,তারা কোন ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন এখান থেকে।

অথবা যারা SMS মাধ্যমে করতে চান ,তারা নিচের ধাপ গুলো অনুসরণ করে সহজেই কাজটি সারতে পারেন,

SMS – এর মাধ্যমে আবেদন করার পদ্ধতি:

☼শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে আবেদন করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD<space>108274<space> কঙ্ক্ষিত বিভাগের নামের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B)<space>  যে বোর্ড থেকে পাস করেছে তার নামের প্রথম ৩ অক্ষর <space> SSC পরীক্ষার রোল নম্বর <space> এস.এস.সি/সমমান পরীক্ষা পাসের সন <space> শিফটের জন্য D <space> বাংলা মাধ্যমের জন্য B <space> এবং ইংরেজি মাধ্যমের জন্য E <space> কোটার নাম লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

☼কোটার ক্ষেত্রে: মুক্তিযোদ্ধার (সন্তান/সন্তানদের) জন্য FQ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানের জন্য EQ, কলেজের বিশেষ কোটার (খ্রিষ্টান/নৃজাতি) জন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটায় আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।

☼ফিরতি SMS – এ আবেদনকারীর নাম, কলেজের EIIN ও নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD<space>Yes<space>PIN<space>Contact Number (নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

☼(আবেদন করা যাবে ১২/০৫/২০১২ থেকে ০৬/০৬/২০১২ তারিখের মধ্যে।)। পুন:নিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৪/০৬/২০১২।

(ইন্টারনেট থেকে সংগৃহীত)

☼নটর ডেম কলেজে ভর্তির আবেদনকারী সম্মানিত জিনিয়াস ভাইদের জন্য বিশেষ দ্রষ্টব্য:

নটর ডেম কলেজে ভর্তির আবেদনকারীদের মধ্য হতে এস.এস.সি পরীক্ষার ফলাফল ও কোটাভিত্তিক যারা প্রাথমিকভাবে মনোনীত হবে তাদের তালিকা (এস.এস.সি পরীক্ষার রোল নম্বর, বোর্ড অনুযায়ী) ১২ জুন তারিখে “দৈনিক সমকাল” পত্রিকায় প্রকাশ করা হবে। চূড়ান্ত মনোনয়নের জন্য পত্রিকায় ঘোষিত তারিখে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হয়ে মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা ১৭ জুন তারিখে কলেজ ওয়েবসাইটে ও “দৈনিক সমকাল” পত্রিকায় প্রকাশ করা হবে।

একটু মজা করি:

নটর ডেম কলেজে ক্যান্টিন রয়েছে। এটি কলেজের উত্তর পূর্ব পাশে অবস্থিত। এখানে শুধু হালকা নাস্তা পাওয়া যায়। এটি সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকে। এখানে নিম্নলিখিত খাবার পণ্য পাওয়া যায়-(টাকা কিন্তু নিজের পকেটের)

  • সিঙ্গারা - ৬ টাকা
  • সামুচা - ৬ টাকা
  • বিস্কিট - ১২ টাকা
  • বুট - ৭ টাকা
  • হোম মেইড চিপস - ১৫ টাকা। (বড় ভাইদের কাছ থেকে শুনা)

এগুলোর আসায় আমি এনডিসিতে ভর্তি ফর্ম কিনেছি!!!!!!দোয়া করবেন যেন এগুলো থেকে বঞ্চিত না হই!!!!

Level 0

আমি অম্লজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া notredame এর মনোনয়ন তালিকা ১৩ জুন প্রকাশ করবে। ১২ জুন নয়। আর ভাই কি গোল্ডেন A+ paisen naki??????? NDC তে তো আমিও Apply করলাম। দেখি কি হয়।

    হ্যাঁ ভাই আল্লার রহমতে গ্রামে থেকে গোল্ডন A+ পেয়েছি।আশা করি চূরান্ত মনোনয়নের দিন দেখা হবে!!!

পারলে EIIN কোড গুলি নিয়ে একটা TUNE হতে পারে।

Level 0

NDC ar code ta kosto kore aktu den……. amar vayar details comilla board 2012 153513 so ki like sms korte hobe

ভাই অনলাইনে ফর্ম পূরন করলে কোড ও অন্যান্য বিষয় নিয়ে এত ঝামেলা হবে না।গুড আপনার ভাই তো দেখি আমার মত রেজাল্ট করেছে!NDC এ EIIN কোড হচ্ছে ১০৮২৭৪ ।

Level 0

online apply korle form er taka nibe kivabe? naki nibena?

কলেজ ব্যাপারনা। রেজাল্টটাই মূখ্য। 😀
A+ এর জন্য অভিনন্দন।

রেজাল্ট শুনে বহু আগের কথা মনে পড়ল। আমি যখন A+ পাই তখন আমাদের পুরা বোর্ড মিলে A+ ছিল ১৯ শ সামথিং।

দেশের পড়াশোনার মান বেড়েছে সম্ভবত, কয়েকদিন গেলে A+ লাখের কাছাকাছি চলে যাবে। 😀
তবে সমস্যা হল এত ভাল ছেলে মেয়েগুলোকে আমরা ভাল কলেজ দিতে পারছিনা, অনেকে মনে কষ্ট পাবে এজন্য। তবে কলেজ আসলেই ব্যাপারনা। ইন্টারের ১৮ মাস খুব যত্ন নিয়ে পরো। শুধু থেকেই বই ঘেটে না পড়লে মেডিকেল/বুয়েট/ভার্সিটিতে সমস্যা হবে।

ফর্ম এর নিচে এ সম্পর্কে তথ্য দেওয়া আছে।

ভাই আমি সরকারি হরগঙ্গা কলেজে ভর্তির জন্য আবেদন করব। কিন্তু আপনি যে ওয়েব সাইড দিছেন তাতে তো আমাদের কলেজের নাম নাই। কি করব ভাই দয়া করে সাহায্য করবেন।

ভাই আমি সরকারি হরগঙ্গা কলেজে ;মুন্সিগঞ্জঃ ভর্তির জন্য আবেদন করব। কিন্তু আপনি যে ওয়েব সাইড দিছেন তাতে তো আমাদের কলেজের নাম নাই। কি করব ভাই দয়া করে সাহায্য করবেন।

মনোনয়ন প্রক্রিয়ায় কী হয়? ভাইভা হবে?

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কিছু কলেজ গুলার ওয়েবসাইট লিঙ্ক গুলা পোস্ট করলে ভাল হইত ,……………

আমি এবার এনডিসি থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছি। তোমার দেওয়া লিংকটাতো দেখছি একটা মাধ্যমিক বিদ্যালয়ের। এখান থেকে কিভাবে কলেজ ভর্তি ফরম পূরণ করা যাবে?
আর ক্যান্টিন সকাল ৭:৩০ থেকেই খোলা থাকে। সিঙ্গাড়া আর সমুচার দাম ৪ টাকা করে। বিঃদ্রঃ- সিঙ্গাড়া আর সমুচা বানানোর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। 😀 ক্যান্টিনের সব খাবারই স্বাস্থ্যসম্মত। নিশ্চিন্তে খেতে পারো। 😀
যাদের EIIN লাগবে তারা http://www.dhakaeducationboard.gov.bd থেকে জেনে নাও। পিডিএফ আকারে দেওয়া আছে।
সবার জন্য শুভ কামনা।

মনোনয়ন প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক ঊভয় পরীক্ষাই হবে। বিজ্ঞান বিভাগে ২৩ টা অবজেক্টিভ প্রশ্ন ও একটা রচনা লিখতে দিবে। ২৩ টা অবজেক্টভে ২৩ ও রচনাতে ৭ নাম্বার থাকবে। প্রশ্নের মধ্যেই উত্তর দিতে হবে। আলাদা উত্তরপ্ত্র দেওয়া হবে না। এরপর পরই একই দিনে ভাইভা হবে। বিঃদ্রঃ- অবজেক্টিভ দুই একটা কম বেশী হতে পারে।

Level 0

aah canteen…..class bunk mere dupurer por dupur katiyechi oi concreat er table guloy…..