এক পোস্ট থেকেই জেনে নিন মাইক্রোসফটওয়ার্ডের শর্টকাট

Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (পাউন্ড)
Alt+0128= € (ইউরো)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনডেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

Level 2

আমি Zannat Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't get confused between my personality and my attitude... my personality is who I am, my attitude depends on who you are... ;)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রতিদিনই কিছু না কিছু করতে হয়। তাই ব্যাপক ভাবে কাজে দেবে, ধন্যবাদ 🙂

টেটি তে স্বাগতম….
প্রথম পোষ্ট হিসেবে মন্দ না…
তবে সামনে আরো পোষ্ট চাই… 🙂

কাজের পোস্ট!!!

সবাইকে ধন্যবাদ । 😀
ভবিষ্যতে এমন পোস্ট পাবেন ইনশাল্লাহ…

দারুন হয়েছে। Advanture কিছু চাই

Level 0

ভাল হয়েছে, মাইক্রসফ্ট এর 2007 এর ইকুয়েশনে ফন্ট পরিবর্তন সম্পর্কে লিখুন ।

Level 0

স্বাগতম…ভালো….আরো চাই

ধন্যবাদ… 🙂
@sumon ভাইয়া… আমি তেমন সময় পাইনা…তারপরও আমি আপনার জন্য লিখে দিব 🙂

অনেকদিন পর একটা মেয়েকে পোস্ট করতে দেখলাম। টিটিতে স্বাগতম। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। কাজের টিউন।

Valo Laglo

Level 0

thank’s

Level 0

টেকটিউনস পরিবারে স্বাগতম। প্রথম টিউন হিসেবে ভালো হয়েছে। নিয়মিত টিউন করবেন আশাকরি। শর্টকার্ট গুলো আমার জানা ছিল না। জেনে নিলাম

Kajer Jinish 😀 Short-cutgulo Amio Jene Nilam.

Level 0

ভাল…… কাজ দিবে ধন্যবাদ

সুন্দর !

Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য। >>>>এখানে কি ইনভেন্ট হবে নাকি ইনডেন্ট হবে?

Level 0

অমূল্য সম্পদ সময় বাচাতে এর কোন জুড়ি নেই। ধন্যবাদ।

@রাসেল ভাইয়া ইনডেন্ট হবে
সবাইকে ধন্যবাদ 🙂

Level 0

একটি ভাল কাজের জিনিস । সবাই উপকৃত হবে । আশা করি নিয়মিত লিখবেন ।

Level 2

marcs ভাই এর সাথে একমত। আপনাকে ধন্যবাদ।

ঠিক করে দিয়েছি রাসেল ভাইয়া

Are you only one female in TT ?

    কি যে বলেন না !!
    আমাদের টপ২০তেই ২জন বিখ্যাত টিউনার আছেন ! [সাবিহা আপু ও রিয়া ] আর টোটালী শাতাধিক !!

    টিপ টিউনার রিয়া সম্ভবত আর আমাদের সাথে নেই :'( :'( :'(

    রিয়া’র জন্যে দোওয়া করবেন ‘( :'(

i really don’t know Tansim….

TT তে আসার পর ফেক উপাধি পেয়েছি । :/

Alt+0160= space
kisu kisu jani jegulo amar kaje lage… aita akta..

tobe post ta valo laglo..

thanks you my dear sister…. 🙂

thnx my dear bro 🙂

টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। কাজের টিউন।

not bad .

Level 0

atl+0189 = ½

Level 0

আল্লাহ আপনাকে হেদায়াত ও জাযায়ে খায়ের দান করুন। boroবড় উপকারী জিনিষ অপেক্ষাই থাকলাম ………………।

Ms Exc এর শর্টকাট দিলে ভাল হত।

ধন্যবাদ ……ভালো….আরো চাই