আশা আশা করি সবাই ভালো আছেন। ভেবেছিলাম প্রতি পর্বে ১৫ টি করে সমস্যা দিব, এতে অনেকই ধৈর্য্য হারিয়ে ফেলে। তাই এখন থেকে প্রতি পর্বে ১০ টি করে সমস্যা দিব। যাদের হাতে কিছু সময় আছে তারা চেষ্টা করতে পারেন।
১. একটি দোকানে একটা বোবা লোক টুথব্রাশ কিনতে গেল। সে ব্রাশ করার নকল করে এবং ব্রাশটি কেনে। পরদিন একটি অন্ধ লোক দোকানে গেল সানগ্লাস কিনতে।সে দোকানদারকে বোঝাবে কি করে?
২. চার অংকের কয়টি সংখ্যা আছে যাদের অংকগুলোর গুণফল ৩৪৩।
৩. নিউটন বিজ্ঞানীদের সম্মেলনে গিয়েছে। সেখানে প্রত্যেক বিজ্ঞানী অন্য সবার সাথে করমর্দন করার কথা কেউ কেউ আবার করমর্দন করেনি। সর্বমোট করমর্দনের সংখ্যা ৪ হলে, সর্বনিম্ন কতগুলো করমর্দন হয়নি?
৪. আমি কার মায়ের বাবার ছেলে?
৫. একটি কলমের কালি কালো। লাল লিখা যাবে?
৬. লাইলী, জুলিয়েট, জুলেখা তিন বান্ধবী। এদের একজন ফর্সা, একজন শ্যামলা এবং অন্যজন কালো। কালো মেয়েটি বান্ধবীদের মধ্যে বয়সে ছোট এবং তার কোন ভাইবোন নেই। জুলেখা ফর্সা মেয়েটের চেয়ে বয়সে বড় এবং জুলিয়েটের সাথে লাইলীর ভাইয়ের প্রেমের সম্পর্ক। বলতে হবে কে ফর্সা, আর কে শ্যামলা?
৭. ২৫৬ জন খেলোয়াড়ের মধ্যে নক আউট টুর্নামেন্ট হলে চ্যাম্পিয়ন ঠিক করতে হলে কতটি ম্যাচ খেলতে হবে।
৮. ২^১১*৫^৭ এই রাশিতে কয়টি অংক আছে।
৯. ১+২+৫+৬+৯+১০+১৩+১৪+ . . . . . . . . . . ধারাটির প্রথম ১০০ পদের যোগফল কত?
১০. একটি দাবা প্রতিযোগীতায় ৯৯ জন খেলোয়াড় অংশগ্রহন করে। প্রত্যেকে একে অপরের সাথে একবার করে খেলার কথা খাকলেও একজন খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়ায় কোন ম্যাচ খেলতে পারেনি। এই অবস্থায় সর্বোচ্চ কত জন খেলোয়াড় পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব।
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ektao parlam na :'( :(:(