তালিকাটি দীর্ঘ হলেও ভয়ের কিছু নেই। নিচের নিয়মটি পরলেই সব ভয় দূর হয়ে যাবে। সরাসরি মানুষ
কে বয়সের কথা জিজ্ঞাসা করলে স্বভাবতই সকলের সঙ্কোচ এর কারন আছে। এ রকম খোলা মনে সংখ্যার
কৌশলের হেল্প নেয়াই বুদ্ধিমানের কাজ। বয়স কত হল? জিজ্ঞাসা না করে সহজেই এই তালিকাটি এগিয়ে
দেওয়া যায়।
এই তালিকার সাহায্যে যে কারও বয়স অনায়াসে বলে দেওয়া যায়।
প্রথম | দ্বিতীয় | তৃতীয় | চতুর্থ | পঞ্চম | ষষ্ঠ |
১ | ২ | ৪ | ৮ | ১৬ | ৩২ |
৩ | ৩ | ৫ | ৯ | ১৭ | ৩৩ |
৫ | ৬ | ৬ | ১০ | ১৮ | ৩৪ |
৭ | ৭ | ৭ | ১১ | ১৯ | ৩৫ |
৯ | ১০ | ১২ | ১২ | ২০ | ৩৬ |
১১ | ১১ | ১৩ | ১৩ | ২১ | ৩৭ |
১৩ | ১৪ | ১৪ | ১৪ | ২২ | ৩৮ |
১৫ | ১৫ | ১৫ | ১৫ | ২৩ | ৩৯ |
১৭ | ১৮ | ২০ | ২৪ | ২৪ | ৪০ |
১৯ | ১৯ | ২১ | ২৫ | ২৫ | ৪১ |
২১ | ২২ | ২২ | ২৬ | ২৬ | ৪২ |
২৩ | ২৩ | ২৩ | ২৭ | ২৭ | ৪৩ |
২৫ | ২৬ | ২৮ | ২৮ | ২৮ | ৪৪ |
২৭ | ২৭ | ২৯ | ২৯ | ২৯ | ৪৫ |
২৯ | ৩০ | ৩০ | ৩০ | ৩০ | ৪৬ |
৩১ | ৩১ | ৩১ | ৩১ | ৩১ | ৪৭ |
৩৩ | ৩৪ | ৩৬ | ৪০ | ৪৮ | ৪৮ |
৩৫ | ৩৫ | ৩৭ | ৪১ | ৪৯ | ৪৯ |
৩৭ | ৩৮ | ৩৮ | ৪২ | ৫০ | ৫০ |
৩৯ | ৩৯ | ৩৯ | ৪৩ | ৫১ | ৫১ |
৪১ | ৪২ | ৪৪ | ৪৪ | ৫২ | ৫২ |
৪৩ | ৪৩ | ৪৫ | ৪৫ | ৫৩ | ৫৩ |
৪৫ | ৪৬ | ৪৬ | ৪৬ | ৫৪ | ৫৪ |
৪৭ | ৪৭ | ৪৭ | ৪৭ | ৫৫ | ৫৫ |
৪৯ | ৫০ | ৫২ | ৫৬ | ৫৬ | ৫৬ |
৫১ | ৫১ | ৫৩ | ৫৭ | ৫৭ | ৫৭ |
৫৩ | ৫৪ | ৫৪ | ৫৮ | ৫৮ | ৫৮ |
৫৫ | ৫৫ | ৫৫ | ৫৯ | ৫৯ | ৫৯ |
৫৭ | ৫৮ | ৬০ | ৬০ | ৬০ | ৬০ |
৫৯ | ৫৯ | ৬১ | ৬১ | ৬১ | ৬১ |
৬১ | ৬২ | ৬২ | ৬২ | ৬২ | ৬২ |
৬৩ | ৬৩ | ৬৩ | ৬৩ | ৬৩ | ৬৩ |
প্রথম স্তম্ভের মাথায় ১, ২য় স্তম্ভের মাথায় ২, ৩য় স্তম্ভে ৪, চতুর্থ স্তম্ভে ৮, পঞ্চম স্তম্ভে ১৬, ও ষষ্ঠ স্তম্ভে ৩২।
এই ছয়টি ছয়টি স্তম্ভের যে যে স্তম্ভে নিজের বয়স লেখা আছে শুধু সেই স্তম্ভর নাম করতে হবে। যে যে স্তম্ভে
নিজের বয়স আছে সেই স্তম্ভের মাথার নাম্বার গুলি যোগ করলেই বয়স বলা যাবে।
যেমন ধরি কার বয়স ২৭, কোন কোন স্তম্ভে ২৭ আছে? প্রথম,দ্বিতীয়,তৃতীয় এবং পঞ্চম।
প্রথম ও দ্বিতীয় স্তম্ভের মাথায় আছে ১,২ এর চতুর্থও ও পঞ্চম স্তম্ভের মাথায় আছে ৮, ১৬।
আসুন দেখি এদের যোগফল কত!!!!!!!!! ১+২+৮+১৬=২৭!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা। জাদু......।।
এভাবে ১~~~~~৬৩ পর্যন্ত সবার বয়স বের করা যাবে......।।
আমি নিয়াজ মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Get Wrecked.
কেমন লাগল???