বয়স বলার যাদুর ছক

তালিকাটি দীর্ঘ হলেও ভয়ের কিছু নেই। নিচের নিয়মটি পরলেই সব ভয় দূর হয়ে যাবে। সরাসরি মানুষ

কে বয়সের কথা জিজ্ঞাসা করলে স্বভাবতই সকলের সঙ্কোচ এর কারন আছে। এ রকম খোলা মনে সংখ্যার

কৌশলের হেল্প নেয়াই বুদ্ধিমানের কাজ। বয়স কত হল? জিজ্ঞাসা না করে সহজেই এই তালিকাটি এগিয়ে

দেওয়া যায়।

এই তালিকার সাহায্যে যে কারও বয়স অনায়াসে বলে দেওয়া যায়।

প্রথমদ্বিতীয়তৃতীয়চতুর্থপঞ্চমষষ্ঠ
১৬৩২
১৭৩৩
১০১৮৩৪
১১১৯৩৫
১০১২১২২০৩৬
১১১১১৩১৩২১৩৭
১৩১৪১৪১৪২২৩৮
১৫১৫১৫১৫২৩৩৯
১৭১৮২০২৪২৪৪০
১৯১৯২১২৫২৫৪১
২১২২২২২৬২৬৪২
২৩২৩২৩২৭২৭৪৩
২৫২৬২৮২৮২৮৪৪
২৭২৭২৯২৯২৯৪৫
২৯৩০৩০৩০৩০৪৬
৩১৩১৩১৩১৩১৪৭
৩৩৩৪৩৬৪০৪৮৪৮
৩৫৩৫৩৭৪১৪৯৪৯
৩৭৩৮৩৮৪২৫০৫০
৩৯৩৯৩৯৪৩৫১৫১
৪১৪২৪৪৪৪৫২৫২
৪৩৪৩৪৫৪৫৫৩৫৩
৪৫৪৬৪৬৪৬৫৪৫৪
৪৭৪৭৪৭৪৭৫৫৫৫
৪৯৫০৫২৫৬৫৬৫৬
৫১৫১৫৩৫৭৫৭৫৭
৫৩৫৪৫৪৫৮৫৮৫৮
৫৫৫৫৫৫৫৯৫৯৫৯
৫৭৫৮৬০৬০৬০৬০
৫৯৫৯৬১৬১৬১৬১
৬১৬২৬২৬২৬২৬২
৬৩৬৩৬৩৬৩৬৩৬৩

প্রথম স্তম্ভের মাথায় ১, ২য় স্তম্ভের মাথায় ২, ৩য় স্তম্ভে ৪, চতুর্থ স্তম্ভে ৮, পঞ্চম স্তম্ভে ১৬, ও ষষ্ঠ স্তম্ভে ৩২।

এই ছয়টি ছয়টি স্তম্ভের যে যে স্তম্ভে নিজের বয়স লেখা আছে শুধু সেই স্তম্ভর নাম করতে হবে। যে যে স্তম্ভে

নিজের বয়স আছে সেই স্তম্ভের মাথার নাম্বার গুলি যোগ করলেই বয়স বলা যাবে।

যেমন ধরি কার বয়স ২৭, কোন কোন স্তম্ভে  ২৭ আছে? প্রথম,দ্বিতীয়,তৃতীয় এবং পঞ্চম।

প্রথম ও দ্বিতীয় স্তম্ভের মাথায় আছে ১,২ এর চতুর্থও ও পঞ্চম স্তম্ভের মাথায় আছে ৮, ১৬।

আসুন দেখি এদের যোগফল কত!!!!!!!!! ১+২+৮+১৬=২৭!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

হা হা হা। জাদু......।।

এভাবে ১~~~~~৬৩ পর্যন্ত সবার বয়স বের করা যাবে......।।

Level 2

আমি নিয়াজ মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Get Wrecked.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেমন লাগল???

37 year ber kora jay na.

jotil vai apnar cokh….vul ta dhorlen kmne? @mahbubur rahman

প্যাচগী লাইগ্গা গেল……. :”(

কিছুই বুজলাম না >>>>>>>>>>>>>>>>>>>>
আচ্ছা বলেন ত আমার বয়স কত ???????????

Level 0

জঠিল ভাই। আমি পারি নাই , বলেন্তো আমার বয়স কত?

Level 0

আমার এই দুর্বল মস্তিস্কে বুঝতে পারলাম না। দয়া করে আরও একটু খোলাসা করবেন কি?

Level 0

Vai jotil math. Tobe ami ekta easy way jani seta holo

Jar boyos jana dorkar take jekono ekti digit nite bolun. Tarpor oi digit ke ,
x 2,
+ 5,
x 50,
+ tar age,
+ 365
– 615 Kore result ta apnake bolte bolun.
Ekhane 1st digit ta holo she mone mone jeta dhorese ebong last two digit ta boyos … TRY IT!

ষষ্ঠ স্তম্ভে কিছুটা ভুল আছে, যার কারনে ২৪,২৯,৩৭,৩৯এবং ৪৪ বের হচ্ছে না। ষষ্ঠ স্তম্ভটি ৩২-৬৩ ক্রমানুসারে সাজিয়ে নিলেই ঠিক হয়ে যাবে।

এর চেয়েও সহজ একটা পদ্ধতি আছে। অঙ্কের মাধ্যমে । সেটাতে এত বড় ছক মনে রখার কোন প্রয়োজন নেই । যাহোক টিউনটি খুবই ভালো হয়েছে । যারা জানে না তাদের কাজে লাগবে । 🙂 😀

টিউন টি পড়িবার পর মস্তিষ্কে প্রদাহ শুরু হইয়া গেলো……
কিঞ্চিৎ দুর্বোধ্য মনে হইয়াছে……
🙁

এর চেয়ে সহজ পদ্ধতি টা কি ? বলেন @প্রযুক্তি ফাগলা

ভাই সকল সমস্যার সমাধান করা হইসে। আখন ৩৭ age বাইর করা যাবে।

vai সব আক কাজ করেন ছক তা প্রিন্ট দেন। এর পর সবাইকে যাদু দেখান…। হা হা হা। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি অতিশয় দুঃখিত।

অংক কি কঠিন !!!! :/

niaj bhai, মজার টিউন!! অনেকে বলছে কঠিন; কিন্তু কঠিন কোথায়? আমার বয়স ৩৫। ৩২ এর ঘরে পেয়ে যাবার পরে ১ ও ২ এর ঘরে সরাসরি খুঁজলাম। টোটাল ৩৫ ই হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কমেন্ট গুলো খুব মজার হয়। সেন্স অব হিউমারে ভরা।