ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে। কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে। শুধু তাই নয়, বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয়, নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে, একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয়।
এসব দিক বিবেচনা করেই এই Spoken English ই-বুকটি প্রকাশ করা হল। এতে পর্যাপ্ত সংখ্যক ইংরেজি বাক্যের বাংলা অর্থ সহ দেওয়া আছে এবং প্রতিটি বাক্যে বাস্তব জীবনের আলাপচারিতা ফুটে উঠেছে যা আপনার ইংরেজি কথা বলার জন্য কাজে লাগবে। এছাড়া এতে সহজবোধ্য ও যুগোপযোগী ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে যাতে করে সর্বস্তরের পাঠকদের ইংরেজি ভাষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটাতে সক্ষম হয়।
ইংরেজি ভাষা শেখার জন্য আমার ব্যক্তিগত টিপস হলঃ
“ প্রতিদিন অন্তত ৩০টা বিষয় ভিত্তিক ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ মুখস্থ শিখুন এবং সারাদিন ওই বাক্য গুলো বিভিন্ন ভাবে প্রয়োগ করুন। এভবে টানা ৩০ দিন চালিয়ে যান, দেখবেন আপনি অতি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনাকে গ্রামারের নিয়ম ধরে ইংরেজি বলতে হবে না, ১০০০ ইংরেজি বাক্য শিখার পর গ্রামারের নিয়ম আপনার মাথা থেকে অটোমেটিক বের হবে।এত ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ কোথায় পাবেন ? চিন্তার কোন কারন নাই এখানে প্রায় ২০০০ এর বেশি বাক্য অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী ১৫০ টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। যা আপনার পড়ার আগ্রহ সৃষ্টি করবে।”
এই ই-বুক বা বইটি শিক্ষার্থীগণ তথা সকল স্তরের পাঠক মহলের গুরুত্বপূর্ন ক্ষেত্রগুলোতে সামান্য উপকারেও আসে, তাহলে আমি আমার এই সামান্য প্রচেষ্টাকে সার্থক বলে মনে করব।
সবার কাছে একটাই অনুরোধ থাকবে, বইটা ডাউনলোড না করে বা ভালোভাবে না দেখে কোন টিউমেন্ট করবেন না।
আর এই বইটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় আপনার ফেসবুকে শেয়ার করবেন, হয়তো আপনার এই সামান্য একটা লাইক বা শেয়ারে আপনার কোন না কোন বন্ধুর অনেক উপকারে হতে পারে।
Salient features of the e-books:
* Magical Methods of Learning Spoken English
* Common Expressions for Social English
* Useful & Exclusive Expressions for Social English:
* Contains Over 150 English Conversations with Bangla Translation
* Contains Over 2000 English Sentence with Bangla Translation
* All English Conversations are Arranged on the basis of The Principles of learning Theories.
* The Only Exclusive e-Book for Students & Ambitious Learners to Acquire fluency in Speaking English
কমপ্রেস ফাইল, সাইজ --> 4 MB
Easiest and efficient methods of Spoken English.rar
ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?h9dlybd9wu831i7
Win rar 4 full version (http://www.mediafire.com/?51anq77129egsjs )
অথবা,
PDF ভার্সন ফাইল, সাইজ --> 12.6 MB
Easiest and efficient methods of Spoken English.pdf
ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?zp00up3cqcca5ik
মোবাইল দিয়ে পড়ার জন্য নিচের এই বইটি ডাউনলোড করুনঃ এই বইটি মোবাইল স্ক্রীন ভার্সনে তৈরী।মোবাইল দিয়ে বই পড়ার যে কি মজা, তা না দেখলে বলে বুঝানো যাবে না .........
যে আমার আগের মোবাইল ভার্সন বই গুলো পড়েছে সেই বলতে পারবে।
মোবাইল দিয়ে বই পড়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারে ও বই পড়ার পদ্ধতি সম্পর্কে জানতে হলে নিচের লিংকে ক্লিক করুন ...।
http://tanbircox.blogspot.com/2012/04/blog-post_28.html
অথবা
https://www.techtunes.io/download/download/mobileo/tune-id/112133/
মোবাইল ভার্সন ই-বুক, সাইজ --> 4 MB
Easiest and efficient methods of Spoken English (mobile version).pdf
ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?ahqo763cs6a9x9y
:
বাংলা ই-বুক, সফটওয়্যার,শিক্ষণীয় তথ্য ও বিভিন্ন টিপস সম্পর্কে আপডেট পেতে চাইলে "বাংলা বইয়ের [ প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books ] এই ফেসবুক পেজে "লইক like দিতে পারেন … আশা করি এতে আপনার কোন ক্ষতি হবে না … তবে আপনাদের অনেক উপকারে আসবে …বিশ্বাস না হলে পেইজের টিউন গুলো একবার দেখে আসুন ……।
https://www.facebook.com/tanbir.ebooks
বই ও সফটওয়্যারের জন্য আপনাকে আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না …… আমার সংগ্রহের সবকিছু শেয়ার করলাম
* এসএসসি,এইচএইচসি ও GRE শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সূত্র ও টেকনিক এর বাংল বই……update
* প্রয়োজনীয় সব ওয়েব সাইট লিঙ্কের বাংলা বই (যে কোন একটা ডাউনলোড করে দেখুন…)
* “সাধারণ জ্ঞান -বাংলাদেশ’ ” উপর কিছু বাংলা বই(Bangla e-Books), যা যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য ১০০% কাজে লাগবে (কাজে না লাগলে টাকা ফেরত)
* ইংরেজি গ্রামার(বিসিএস,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষা) শিখার জন্য কিছু বাংলা ই-বুক(আশা করি সবার কাজে লাগবে)
* লিখিত দিচ্ছি যেঃ আপনাকে “সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক’” উপর আর কোন বাংলা বই কিনতে হবে না (কিছু মেগাবাইট খরচ করে যে কোন একটি বই ডাউনলোড করে দেখুন যাচাই করে)
* বিসিএস,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষার জন্য বাংলা বই(বাংলা ব্যাকরণ ও সাহিত্য)
* আমার বেস্ট বাংলা ই-বুক সমূহ …।(১০০% প্রয়োজনীয়)শুধু ওপেন করে দেখুন……তাহলেই বুঝে যাবেন। (সকল কম্পিউটার ব্যবহার কারী, বিসিএস পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং এইচএসসি পরীক্ষার্থী দের জন্য)
* সহজে ইংলিশ শিখার জন্য কিছু বাংলা বই(সবার কাজে লাগতে পারে))
* কিছু প্রয়োজনীয় বাংলা ই-বই (সবার ভাল লাগবে আশা করি)
আমি জিরো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য। একটা লক্ষ পুরণ হয়েগেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর...
অত্যন্ত সুন্দর একটি বই শেয়ার করেছেন , আর আপনার টিউনগুলো ও বরাবরই কোয়ালিটি পূর্ন হয় ।
আপনার প্রচেষ্টা স্বার্থক । ধন্যবাদ আপনাকে ।।