বাংলাদেশের ইকমার্স বিজনেস

বাংলাদেশের ইকমার্স বিজনেস

বাংলাদেশে প্রতিনিয়তই গড়ে উঠছে নানান ধরনের ব্যাবসা আর এর ভেতর বর্তমানে অনেক ইকমার্স প্রতিষ্ঠান গুলো অনেক ভালো কাজ করে চলেছে।

#AsiaExpress

অনেক কোম্পানি স্পেসিফিক নিশ নিয়ে কাজ করছে। এর ভেতর এসিয়া এক্সপ্রেস খুব ভালো একটি নিশ নিয়ে কাজ করছে যেটি হলো আমাদের প্রতিদিন যেসকল ছোটখাটো জিনিস লাগে যা আমরা সহজে পাই না সেগুলো নিয়ে।

সরাসরি চায়না থেকে সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে প্রতিনিয়ত। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন Asia Express এর ওয়েবসাইট।

#AllionShop

প্রায় একই ধরনের আরেকটি সাইট হলো এলিওন শপ। এরাও তাদের সাইট সহজ এবং সুন্দর করেছে সাধারন মানুষের জন্য। সহজে অর্ডার ক্রয়া থেকে অর্ডার প্রসেস এবং ডেলিভারি। ঘুরে আসতে পারেন AllionShop এ।

 

#Daraz

দারাজের নাম আমরা সবাই জানি। দারাজ থেকে কিন্তু অর্ডার একটু জটিল হলেও বিদেশি অনেক প্রোডাক্ট খুব সহজেই অর্ডার করতে পারেন।

#Evaly

ইভ্যালি বন্ধ হয়েও বারবার ফিরে এসেছে। আগের মত প্র পেমেন্ট এর ঝামেলা নেই তাই প্রোডাক্ট হাতে পেয়েই টাকা পরিশোধ করুন। ইভ্যালিতে কিন্তু এখনো অনেক কম দামেই জিনিস পাওয়া যায়। যদিও আগের মত কমে না, কিন্তু ভালোই কমে পাওয়া যায়। চেক করে দেখতে পারেন।

এছারা অথবা, পিকাবু সহ আরও বেশ কিছু ই-কমার্স সাইট ভালো কাজ করে যাচ্ছে। অনলাইনে যেকোনো জিনিস দেখে শুনে কিনুন, অনেক অপশন আছে তাই কনফিউজড হওয়া স্বাভাবিক, তবে ইউটিউব রয়েছে রিভিউ দেখার জন্য এবং সমস্যা থাকলে প্রোডাক্ট রিটার্ন ও সহজেই করা যায়।

দেখে শুনে বুঝে অনলাইনে শপিং করুন।

Level 2

আমি MR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস