আমরা সবাই জানি যে কোন বিজনেস শুরু করার জন্য একটা ইনভেস্টমেন্ট লাগে। আর অনলাইনে বিজনেস শুরু করতে গেলে একটা ওয়েবসাইট লাগে। কিন্তু একটা ভালো ওয়েবসাইট বানাতে গেলে যেকোন এজেন্সি অনেক টাকা চায়। আবার কিছু কিছু ফেসবুক পেজে অনেক কম দামে ওয়েব সাইট বানিয়ে দেওয়ার লোভনীয় দাম অফার করে। কিন্তু বাস্তবে সেগুলোর কোয়ালিটি অনেক খারাপ হয়ে থাকে। আর পরবর্তিতে সাইটে কোন প্রবলেম হলে তাদের খুঁজে পাওয়া যায় না। তাই ভালো এজেন্সি দিয়ে সাইট বানানো উচিৎ।
সবার কথা চিন্তা করে CreativeSense নিয়ে আসলো এক আকর্ষনীয় অফার। তারা একবারেই ওয়েবসাইটের সব টাকা নিচ্ছে না। মাত্র ৯০০ টাকা দিয়ে আপনি শুধু ওয়েবসাইটই না সম্পূর্ণ বিজনেসটা শুরু করতে পারবেন। মাসিক এই প্যাকেজে আপনি আরও পাচ্ছেন-
১. সুপারফাস্ট ওয়েব সার্ভার
২. সিকিউরিটি
৩. ব্যাকআপ
৫. ই-কমার্স অর্ডার, শিপিং এন্ড ডেলিভারি সাপোর্ট
৬. প্রমোশন সাপোর্ট
একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তখনই কাঙ্খিত সেল আসা সম্ভব যখন আপনি আপনার ব্যবসায়কে একটি ব্র্যান্ডে রূপান্তরিত করতে পারবেন। এজন্য ই-কমার্স ওয়েবসাইট প্রয়োজন এবং এর পাশাপাশি আপনাকে সঠিক ফেসবুক মার্কেটিং করতে হবে। আপনি যে প্রোডাক্ট সেল করে থাকেন সেটা নিয়ে আমরা টার্গেট অডিয়েন্স সেট করে দিবো এবং ফেসবুক মার্কেটিং করব।
ফেসবুক মার্কেটিং কি কি থাকছে:
☑ মার্কেটিং প্ল্যান অনুযায়ী ফেইসবুক টিউন তৈরী করা।
☑ ফেসবুকের বিশাল অডিয়েন্সকে টার্গেট করে পেইড ক্যাম্পেইন সেটআপ করা।
☑ কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।
☑ পেইজের ফলোয়ারদের এক্টিভিটি বুঝে পরবর্তী অফার দেওয়া।
আপনার ব্যবসা প্রসার এর জন্য এখনই সঠিক সময় এই অফারটি ঈদ এর পর আর থাকছে না।
কল করুন : ০১৭৫২-৯৯২৪৪৪ অথবা ঘুরে আসুন তাদের ফেসবুক পেজ এ https://www.facebook.com/creativesense.xyz
আমি ক্রিয়েটিভ সেন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।