বাংলাদেশে সেরা ৫ টি E-commerce ওয়েবসাইট

টিউন বিভাগ ইকমার্স
প্রকাশিত
জোসস করেছেন

আচ্ছালামুয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের টপ ৫টি ইকমার্স ওয়েবসাইট নিয়ে। এবং আমি কোন ইকমার্স প্রতিষ্ঠান থেকে কেমন সার্ভিস পেয়েছি তার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করবো।

তো কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে কথা বলা যাক।

আজ আমি আপনাদের সাথে এমন ৫টি E-commerce ওয়েবসাইট কে পরিচয় করিয়ে দিবো যার থেকে কোনো পণ্য বা প্রোডাক্টস কিনতে আমার নিজের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটা আলোচনা করবো।

Daraz Bangladesh

Darazcom

দারাজ হলো বাংলাদের একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনি সকল পণ্য কিনতে পারবেন খুব সহজেই। আমি আমার প্রয়োজনীয় পণ্য দারাজ থেকে কিনে থাকি।

এখানে আপনারা অনেকেই বলতে পারেন ভাই আমি তো দারাজ থেকে পণ্য কিনে ঠকেছি।

এবং এই একটা কমন প্রশ্ন সবাই করে। কিন্তু আমি বলবো daraz যেহেতু একটা ভেন্ডর system তাই সেখানে কিন্তু সবাই তাদের পণ্য সেল করার জন্যে দারাজ কে ব্যবহার করে থাকে। সেজন্যে অনেকেই আছে যারা daraz থেকে পণ্য কিনে অনেক ক্ষতির সম্মুখী হয়েছেন।

কেননা এই সকল ব্যাবসায়ীরা তাদের পণ্যকে এর মাদ্ধমে পণ্যের দাম অনেক কমিয়ে দেয়। এবং তারা খুব ভালো চকচকে পিকচার দিয়ে থাকে পণ্যের পিকচার হিসাবে। এতে করে কাস্টমার পণ্য কিনে এবং তারা ওই পিকেটারের প্রডাক্টি পায় না। এবং অনেক ক্ষেত্রেই নষ্ট প্রোডাক্ট পায়।

এখন প্রশ্ন থাকতে পারে ভাই তাহলে এখন আমি কি ভাবে পণ্য কিনলে অরজিনাল পণ্য পেতে পারি।

খুব গুরুত্ব পূর্ণ প্রশ্ন। দেখেন ভাই আপনি বা আমি একটা প্রোডাক্টস কিনে যখন দেখি সেই পণ্য ভালো না, বা অনেক ভালো পণ্য পেয়েছি,   তখন আমরা কি করি? অবশ্যই review  দেই।

হা daraz থেকে পণ্য কেনার জন্যে আপনাকে অবশ্যই রিভিউ দেখে পণ্য কিনতে হবে। ওই প্রোডাক্টস নিয়ে কে কে কি কথা বলেছে, সেখানে তো অবশ্যই দেখতে পাবেন। যদি review positive হয় তাহলে আপনি নিঃসন্দেহে ওই পণ্যটি কিনতে পারেন daraz থেকে।

এছাড়া আপনি আর একটি বিষয় দেখে  daraz থেকে  পণ্য কিনতে পারেন। সেটি হলো daraz mall. হা ঠিক শুনেছেন daraz mall হলো দারাজের নিজেস্ব পণ্য। তাই আপনি এখন থেকে অবশ্যই অনেক ভালোমানের পণ্য পেতে পারেন। এখানে কোনো রিভিউ দেখতে হবে না। যেহেতু daraz mall হলো দারাজের নিজেস্ব পণ্য সেহেতু আপনি চোখ বন্ধ করে daraz mall থেকে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন।

Ponnobd Electronics

Ponnobd Electronics

আমার দেখা সব থেকে ভালো ব্যবহার এবং পণ্য পেয়েছি ponnobd থেকে। আমি এক বছর আগে একটা ৬৫ ইঞ্চি Smart Android LED TV নিয়েছিলাম ponnobd থেকে। একবারে কম দামের মধ্যে এতো ভালো প্রোডাক্টস আমি আর অন্য কোথাও পাই নাই। অর্ডার করার পরে আমার বাসায় এসে তারা নিজ দায়িত্তে তাদের টিভি ইনস্টল করে দিয়েছে। এক বছরের রিপ্লেসমেন্ট গেরান্টি এবং ৫বছরের সার্ভিস ওরেন্টি। কিন্তু এখনো আমার টিভি তে কোনো সমস্যা হয় নি। কিছু দিন আগে ponnobd সার্ভিস টীম নিজে থেকেই আমার সাথে কন্টাক্ট করলো। আমার টিভিতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি তাদের ব্যবহারে মুঘ্ধ হয়ে গেলাম। তাই আমি সবাইকে পরামর্শ দিবো আপনাদের যদি কোনো ইলেক্ট্রনিক্স পণ্য কিনতে হয় তবে ponnobd থেকে নিয়ে পারেন।

Chaldal

Chaldal

চালডাল হলো বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান। এখন থেকে আপনি আপনার প্রয়োজনীয় তরিতরকারি, বাসাবাড়ির যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। (home appliance), যাবতীয় office stationery, পশু পাখির খাবার সহ আরো অনেক নিত্য  প্রয়োজনীয় আপনার সামগ্রী পেতে পারেন চালডাল থেকে। ব্যক্তিগত ভাবে আমার বাসার যত প্রকারের চাল ডাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু আমি চালডাল থেকে নিয়ে থাকি। তাদের সার্ভিস অনেক ভালো। রাতে অর্ডার করলে সকাল  বেলা তারা তাদের পণ্য বাসায় পৌঁছে দেয় খুব যত্ন সহকারে।

Rokomari

Rokomari

রকমারি হলো বাংলাদেশের সবথেকে বড়ো বই এর ভান্ডার। আপনি চাইলে এখন থেকে যে কোনো রাইটার এর বই নিতে পারবেন খুব সহজেই। আমি আমার প্রয়োজনীয় সকল বই এখন থেকে কিনে থাকি। অর্ডার করার ২  দিন এর মধ্যে রকমারি থেকে পণ্য আমার বাসায় চলে আসে। খুব ভালো লাগে এখন থেকে পণ্য কিনে। তাদের সার্ভিস খুব ভালো। এখানে তারা নিজেরাই বই পৌঁছে দিয়ে যায়। আপনারা চাইলে রকমারি থেকে বই কিনতে পারেন।

Ajkerdeal

Ajkerdeal
Ajkerdeal

আমি Ajkerdeal থেকে পণ্য পণ্য কিনে ভালোই সার্ভিস পেয়েছি। প্রোডাক্ট অর্ডার এর মাত্র ৩ দিনের মধ্যে আমি Ajkerdeal থেকে পণ্য হাতে পেয়েছি। এবং আমি যে পণ্য অর্ডার করেছিলাম ঠিক সেই পণ্য আমি পেয়েছি। অনেক জায়গাতে অর্ডার করলে প্রোডাক্টস নিয়ে প্রতারণা করে। সে হিসাবে Ajkerdeal অনেক ভালো।

সব ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, ফ্যাশন, সৌন্দর্য, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, গৃহস্থালীর জিনিসপত্র, জামাকাপড়, মোবাইল ফোন, গহনা, খাদ্য সামগ্রী ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। ক্ষতিগ্রস্থ পণ্যগুলির জন্য তাদের কাছে ফেরত দেওয়ার বিকল্পও রয়েছে।

শেষ কথা

যাই হোক আমি কিন্তু আমার ব্যক্তিগত ভাবে পণ্য কিনে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু আপনাদের ভালোর জন্যে। আমরা অনেক সময় পণ্য কিনতে চাইলে অনেক কনফিশন এ পরে যাই। তাই আমি আমার ব্যক্তিগত ভাবে যে যে প্লাটফ্রম থেকে পণ্য কিনে থাকি সেই সেই প্লাটফ্রম সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি।

 

আমি আমার ব্যক্তিগত তত্থ শেয়ার করেছি আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টস করবেন। তাতে করে আমরা আরো সচেতন হতে পারবো। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।

 

Level 1

আমি ইমদাদুল হক। SEO Specialist, SEO Optimizers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস