আসসালামু আলাইকুম।
আমি নওয়াজীস ইসলাম রিয়েল। অনেক বছর ধরেই Techtunes এর নিয়মিত পাঠক। প্রতিদিন কয়েকটি অনলাইন পত্রিকা এবং Techtunes -এ একবার চোখ না বুলিয়ে ঘুমাতে যাইনা। ই-কমার্স এ নতুন একজন উদ্যোক্তা হিসাবে যাত্রা শুরু করলাম তাই Techtunes পরিবারের সদস্যদের পরামর্শ ও মতামতের জন্য চলে আসলাম। অবশ্য আজ আমার প্রথম টিউন তাই কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই।
আমি কিছু Organic Product নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। এই মুহুর্তে আমার প্রথম প্রডাক্ট হচ্ছে বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যময় সুন্দরবন থেকে সংগ্রহীত প্রাকৃতিক উপায়ে তৈরী খলিশা ফুলের পদ্ম মধু। মধু বলতেই আমরা এক কথায় সুন্দরবনের মধু বুঝি। কারণ গুনে ভরপুর, স্বাদে অতুলনীয় প্রাকৃতিক মধুর সমাহার হচ্ছে সুন্দরবন।
গুণগত মানের দিক থেকে সুন্দরবনের তিন প্রকারের মধু পাওয়া যায়। সর্বপ্রথম বলতে হয় সবচেয়ে ভালো ও সুস্বাদু মধু হচ্ছে খলিশা ফুলের পদ্ম মধু। এরপরেই আছে গরান ও গর্জন ফুলের বালিহার মধু এবং মৌসুমের একেবারেই শেষে আসে কেওড়া ও গেওয়া ফুলের মধু। সুন্দরবনের সবচেয়ে ভালো মানের খলিশা ফুলের মধু পাওয়াটা খুবই দুঃসাধ্য। বাজারে যেসকল খলিশা ফুলের মধু পাওয়া যায় তার অধিকাংশ ভেজাল এবং দামও চড়া। বর্তমান অবস্থায় সুন্দরবনের খাঁটি মধু যেন সোনার হরিণ। তার কারণ হলো এই মধুর চাহিদা বেশী থাকে সবসময়। নতুন ব্যবসার শুরুতেই আমি সুন্দরবনের ভেজাল মুক্ত ১০০% খাঁটি মধু নিশ্চয়তা দিয়ে পন্য গুনগত মান অটুট রাখছি।
কারণ বংশপরম্পরা যেসকল মৌয়ালি সুন্দরবনের গহিন থেকে মধু সংগ্রহ করে তাদের অধিকাংশই বসবাস করে সুন্দবন নিকটবর্তী অঞ্চল সাতক্ষীরা জেলার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায়। আমি সেইসকল মৌয়ালদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করে Glister Mart এর মাধ্যমে গ্রাহকের নিকট সর্বরাহ করছি।
এছাড়াও যেসকল পন্য আমি যুক্ত করছি তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি গরুর দুধ থেকে ঘরোয়াভাবে তৈরী ঘাটি ঘি, যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়, বিভিন্ন ফলের দেশীয় আচার, কাঠের ঘানি ভাঙ্গানো খাটি সরিষার তেল, কুমড়ার বড়ি, এছাড়া খাবারের বাইরে আরো একটি প্রোডাক্ট যোগ করছি তা হল যশোরের নকশিকাঁথার কারিগরদের তৈরী হাতের কাজের মেয়েদের পোশাক থ্রী পিস সহ বিভিন্ন পন্যের সংগ্রহ থাকছে আমার কাছে।
আমার ই-কমার্স এর জন্য ফেসবুক পেজের নাম দেওয়া হয়েছে Glister Mart
সর্বশেষ সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি চাইলে আজই সংগ্রহ করে রাখতে পারেন মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত সুন্দরবনের ভেজাল মুক্ত ১০০% খাঁটি খলিশা ফুলের পদ্মা মধু।
ঢাকা সিটির ভিতরে ক্যাশঅন হোম ডেলিভারী সুবিধা আছে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠাচ্ছি।
সর্বশেষ সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনার সকলেই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন।
ধন্যবাদ
মোঃ নওয়াজীস ইসলাম
Glister Mart
আমি মোঃ নওয়াজীস ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সুন্দরবনের ভেজাল মুক্ত ১০০% খাঁটি খলিশা ফুলের মধু প্রতি কেজি
R̶e̶g̶u̶l̶a̶r̶ ̶P̶r̶i̶c̶e̶1̶0̶0̶0̶T̶K̶ kg
1
4 500
যেভাবে অর্ডার করবেন
মধুর পরিমান, নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার লিখে ইনবক্স করুন অথবা
:
☎️01718681305
01924327852
http://www.facebook.com/glistermart
ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারী ৫০ টাকা
ঢাকার বাইরে কুরিয়ারে পার্সেল পাঠানো হয়।