ড্রুপাল টিউটোরিয়ালঃ কীভাবে হোস্টিং সার্ভারে ড্রুপাল ইন্সটল করবেন

ড্রুপাল টিউটোরিয়ালঃ কীভাবে হোস্টিং সার্ভারে ড্রুপাল ইন্সটল করবেন?

যদি আপনি ড্রুপাল সিএমএস অ্যাপ্লিকেশান ইন্সটল করতে চান তাহলে দয়া করে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

Step 1: প্রথমেই Drupal.org   থেকে তাদের সাম্প্রতিক রিলিজ হওয়া ড্রুপাল ইন্সটলেশন ফাইল ডাউনলোড করে নিন।

Step 2: এবার এটি Public_html ফোল্ডারে আপলোড করুন। আপনি এটি FTP সফটওয়্যার ব্যাবহার করে করতে পারবেন আবার Cpanel ব্যাবহার করে করতে পারবেন। এবার আপনি আপনার ব্রাউজারে আপনার সাইট এর লিঙ্কটি লিখে ভিসিট করেন। অথবা আপনি যদি কোন সাবফোল্ডারে আপলোড করে তাহলে আপনার সাইট এর লিঙ্ক এর শেষে http://www.yourdomain.com/folder    হবে।

Step 3: এবার আপনি আপনার আপলোড করা ফাইল এক্সট্রাক্ট করুন। এবার আপনার সাবফোল্ডারটির নাম হবে Drupal-XXXX এখানে XXXX এর স্থানে আপনার আপলোডক্রিত Drupal এর ভার্সন হবে। আপনি এক্সট্রাক্ট FTP সফটওয়্যার অথবা Cpanel ব্যাবহার করে করতে পারবেন।

Step 4: আপনি যদি উপরের ধাপ গুলো করে থাকেন এবার আপনাকে ডাটাবেইজ তৈরি করতে হবে এর জন্য আপনি cPanel -> MySQL Databases এ যান এবং সেখান থেকে ডাটাবেইজ তৈরি করতে পারবেন।

Step 5: http://yourdomainname.com/install.php এবার এই লিঙ্ক এ যান এবং আপনার সাইট এ ড্রুপাল ইন্সটল করার জন্য প্রস্তুত হন। এবার স্ট্যান্ডার্ড প্রোফাইল সিলেক্ট করুন।

 

Step 6: এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।

 

Step 7: এবার আপনি ডাটাবেইজ এর বিবরণ দিন আপনার ডাটাবেইজ নেইম সেইভ বাটনে ক্লিক করুন এবং চালিয়ে যাওয়ার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

Step 8: ইন্সটল করা শেষ।

Step 9:  Well done!  এবার আপনি আপনার সাইটে ড্রুপাল এডমিন প্যানেল এ লগইন করতে পারেন।

ধন্যবাদ সকলকে।
তাড়াতাড়ি লেখাটি টেকটিউন্সে দিলাম তাই ছবি দিতে পারলাম না।স্কিনশট সহ টিউটোরিয়ালটি দেখুন
ড্রুপালের আরো ৭ টি টিউটোরিয়াল আমার ব্লগে আছে ।  দেখতে চাইলে এখানে ক্লিক করুন।  </a

Level 0

আমি Nasir Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm an English Teacher and wanna spread Technics through English Language.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস